Thursday, December 30, 2021

Still & yet

 Let's practice : Still & Yet 


Still এখনো (Positive)

Present continuous, Present indifinite উভয়টিতে ব্যবহার হয়৷ 

Yet এখনো (Negative)

Present perfect,  past indefinite. উভয়ের সাথেই ব্যবহার করা হয়। 


আমি এখনো অফিসে আছি। 

I am still at office. 

আপনি কি এখনো অফিসে আছেন? 

Are you at still at office? 


আমি এখনো অফিস থেকে বের হইনি।

I haven’t left office yet. 

আপনি এখনো অফিস থেকে বের হন নি?  

Haven’t you left office yet?  


আমি বাসায় আছি৷ 

I'm at home. 

আমি এখনো বাসায়। 

I'm still at home. 

তুমি কি এখনো বাসায়? 

Are you still at home?  


আমি লাঞ্চ করছি। 

I'm having my lunch. 

আমি এখনো লাঞ্চ করছি। 

I'm still having lunch. 

তুমি কি এখনো লাঞ্চ করছো? 

Are you still having lunch?  


আমি আমার দোকানে আছি। 

I'm in my store.

আমি এখনো আমার দোকানে আছি। 

I'm still in my store. 

আমি এখনও আমার দোকান ছেড়ে যাইনি।

I haven’t left my shop yet. 

তুমি কি এখনো তোমার দোকান ছেড়ে যাও নি? 

Haven’t you left your shop yet?  


সে নিরাপদে পৌঁছেছে।

He has reached safely. 


সে এখনো পৌঁছায়নি।

He hasn’t reached yet. 

সে কি এখনো পৌঁছায়নি।

Hasn’t he reached yet? 


সে এখনো পৌঁছায়নি।

He didn’t reach yet. 

সে কি এখনো পৌঁছায়নি।

Didn’t he reach yet?  


সে এখনও পথে আছে।

He is still on her way. 

সে কি এখনও পথে আছে।

Is he still on her way? 


একই ভাবেঃ


She hasn’t turned off the TV yet. 

Hasn’t she turned off the TV yet? 

She didn’t turn off the TV yet. 

Didn’t she turn off the TV yet? 


I didn’t take my dinner yet.

Didn’t you take your dinner yet? 


I haven’t taken my lunch yet. 

Haven’t you taken your lunch yet? 


She hasn’t come yet. 

Hasn’t she come yet? 


She didn’t come yet.  

Didn’t she come yet?


Happy learning with Noor E Alam

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home