সাধারণ জ্ঞান/general knowledge (gk)
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর
১/ সরকারের অঙ্গ বা বিভাগ কয়টি ও কি কি?
= ৩ টি। আইন, শাসন ও বিচার বিভাগ
২/ সার্বভৌম ক্ষমতার অবস্থান অনুসারে সরকার কয় রকম হয় ও কি কি?
= ২ রকম। গণতন্ত্র ও একনায়কতন্ত্র
৩/ রাষ্ট্রপ্রধানের ক্ষমতালাভের পদ্ধতি অনুসারে সরকার কয় রকম ও কি কি❓
= নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ও প্রজাতন্ত্র
৪/ কোন ভিত্তি বা মাপকাঠি অনুযায়ী এরিস্টটল সরকারের শ্রেনীবিভাগ করেছেন?
= সংখ্যা ও উদ্দেশ্য নীতি
৫/ বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান?
= এককেন্দ্রিক
৬/ গনতন্ত্র সম্পর্কে সর্বাপেক্ষা জনপ্রিয় সংজ্ঞা টি কে প্রদান করেছেন?
= আব্রাহাম লিংকন
৭/ আব্রাহাম লিংকন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
= আমেরিকার যুক্তরাষ্ট্র
৮/ গ্রিক শব্দ Demos অর্থ কী?
= জনগণ
৯/ গনতন্ত্র প্রধানত কয় প্রকার?
= ২
১০/ প্রতক্ষ্য গনতন্ত্র অতীতে কোথায় প্রচলিত ছিল?
= প্রাচীন গ্রীসের নগররাষ্ট্রে
১১/ গনতন্ত্রে সার্বভৌম ক্ষমতা কার হাতে থাকে?
= রাষ্ট্রের জনগণের হাতে
১২/ গনতন্ত্রের মূলমন্ত্র কী?
= সাম্য, স্বাধীনতা ও ভাতৃত্ব
১৩/ গনতন্ত্রের বিপরীতধর্মী সরকার কোনটি?
= একনায়কতন্ত্র
১৪/ সংসদীয় সরকারের সরকার প্রধান কে?
= প্রধানমন্ত্রী
১৫/ ফোয়েডাস কোন ভাষার শব্দ এবং এর অর্থ কী?
= ল্যাটিন শব্দ। অর্থ মিলন/সন্ধি
১৬/ আইন বিভাগের মূল কাজ কী?
= আইন প্রণয়ন
১৭/ যুক্তরাজ্যের আইন সভার নাম কি?
= পার্লামেন্ট
১৮/ যুক্তরাষ্ট্রের আইন সভার নাম কি❓
= কংগ্রেস
১৯/ আমেরিকার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চ ও নিম্ন কক্ষের নাম কি❓
= সিনেট ও প্রতিনিধি সভা
২০/ বাংলাদেশের আইন সভা কয় কক্ষ বিশিষ্ট?
= এক কক্ষ বিশিষ্ট
২১/ ভারত, গ্রেট ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের আইন সভা কয় কক্ষ বিশিষ্ট?
= দুই
২২/শাসন বিভাগের মূল কাজ কি?
= আইন প্রয়োগ।
২৩/ The spirit of laws গ্রন্থ টি কার লেখা?
= মন্টেস্কু
২৪/ অধ্যাদেশ জারি করতে পারে সরকারের কোন বিভাগ?
= শাসন বিভাগ
২৫/ সংবিধানের অভিভাবক কে?
= বিচার বিভাগ
২৬/ সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে?
= ২
২৭/ এরিস্টটলের মতে, উত্তম সরকার কোনটি?
= পলিটি
২৮/ ফ্যাসিবাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
= মুসোলিনি
২৯/ Democracy is the government of the people for the people and by the people. উক্তি টি কার?
= আব্রাহাম লিংকন
৩০/ সংসদীয় গণতন্ত্রে নির্বাহী বিভাগের প্রধান কে?
= প্রধানমন্ত্রী
Comments