Clause
📘Clause কাকে বলে? Clause কত প্রকার ও কী কী? Clause হচ্ছে কিছু শব্দের সমষ্টি যেখানে একটি subject ও একটি finite verb (সমাপিকা ক্রিয়া) প্রকাশ্য বা উহ্য অবস্থায় থাকে।(Phrase এ finite verb থাকেনা)। Clause ৩ প্রকার। ১) Principal Clause or Independent Clause : এটি প্রধান বাক্যাংশ যা নিজেই স্বাধীনভাবে বসতে পারে। অর্থাৎ যে Clause তার অর্থ প্রকাশের জন্য অন্য কোন Clause এর উপর নির্ভরশীল নয় তাকে Principal Clause বলে। প্রতিটি Principal Clause এক একটি Simple Sentence. এ ধরনের Clause সমূহকে Compound Sentence বা Complex Sentence থেকে আলাদা করা হলেও তারা নিজেই Simple Sentence গঠণ করতে পারে এবং নিজেই বাক্যের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। যেমনঃ- I know the man who helped you. এখানে I know the man হচ্ছে Principal Clause একে আলাদা করলেও নিজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। (২) Subordinate Clause or Dependent Clause: এটি অপ্রধান বাক্যাংশ যা অন্য Clause এর উপর নির্ভরশীল।Complex Sentence গঠনের সময় যে এক বা একাধিক Clause, Principal Clause এর সাথে যুক্ত হয় সেটা ...