Little, a little, few, a few এর ব্যবহার
✏️Little, a little এবং few, a few এর ব্যবহার
👉Little বলতে almost negative, No বুঝায়।
👉A little বলতে সামান্য/কিছু বুঝায়।
💚Little, A little দুইটাই Uncountable
Examples:
1. There has little water in the jug---জগে কোন পানি নেই।
2. He has little doubt about the matter--- বিষয়টি সম্পর্কে তাঁর কোন সন্দেহ নেই।
3. There has a little water in the jug--জগে কিছু পানি আছে।
4. He has a little doubt about the matter.--বিষয়টি সম্পর্কে তাঁর সামান্য সন্দেহ আছে।
👉Few বলতে almost negative, No বুঝায়।
👉A few বলতে অল্প কিছু
⭐ Few, A few দুইটাই Countable
1. She has few friends.= তাঁর কোন বন্ধু নেই।
2. He has few questions about the matter.=বিষয়টি সম্পর্কে তাঁর কোন প্রশ্ন নেই।
3. There are few children in the field.-- মাঠে কোন ছেলেমেয়ে নেই।
4. I have a few bosom friends- আমার কিছু ঘনিষ্ঠ বন্ধু আছে।
5. He has a few questions about the matter.=বিষয়টি সম্পর্কে তাঁর কিছু প্রশ্ন আছে।
6. There are a few boys in the field.--মাঠে কয়েকজন বালক আছে।
Prepared by Noor E Alam
Comments