Posts

Showing posts from December, 2020

Completing Sentence-এর নিয়মাবলী

Image
  Basic Grammar Completing Sentence-এর নিয়মাবলী ইংরেজি ভাষার যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই completing sentence-এর উপর কিছু না কিছু প্রশ্ন হয়ে থাকে। অনেকেই সঠিক উত্তর দিতে পারেন না অথবা কিভাবে এবং কি ব্যবহার করে sentence টি complete করা যায় তা ঠিক বুঝতে পারেন না । তাই নিচের নিয়মগুলো আয়ত্তে এনে রীতিমতো চর্চা করলে অতি সহজেই sentence complete করার কৌশল অর্জিত হবে । এছাড়া, এই নিয়মগুলো English grammar- এর অন্যান্য অংশের জন্য সমানভাবে প্রযোজ্য এবং শিক্ষার্থীদের English sentence ও structure সম্পর্কে সম্যক ধারনা দিতে সক্ষম।  Too ---- to অথবা Enough ---- to Rule 01: Too —— to অথবা enough ——- to ব্যবহার করে simple sentence গঠন করা হয়। মনে রাখতে হবে যে, adjective বা adverb-এর পূর্বে too বসে এবং পরে enough বসে। তাছাড়া noun-এর পূর্বে too much/too many/enough বসে। এদের structure ও উদাহরণ নিচে দেওয়া হলোঃ a) Sub + verb + too + adj / adv + (for + personal object) + to + verb-এর base form + অন্যান্য b) Sub + verb + adj / adv + enough + (for + personal object) + to + verb-এর base form + ...

Voice (বাচ্য)

Image
  Voice (বাচ্য) Voice is the form of the verb which indicates whether the subject does the work or something has been done to it. ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই voice বা বাচ্য বলে। ক্রিয়ার প্রকাশভঙ্গি বলে দেয় কর্তা কাজটি নিজে করছেন, না কর্তার দ্বারা কোন কাজ সম্পন্ন হচ্ছে। অথবা Voice হলো verb এর গঠন যার দ্বারা subject নিজে কিছু করে বা অন্যের কাজ তার ওপর এসে পড়ে। Types of voice: There are two types of voice: Active voice (কর্তৃবাচ্য) Passive voice. (কর্মবাচ্য) Active voice: যে sentence এ subject নিজে সক্রিয় বা active হয়ে কাজ সম্পন্ন করে সে sentence এ verb এর Active voice হয়। Structure: Subject + verb + object. Example: He flies kites. Passive voice: যে sentence এ subject নিজে কাজটি করে না বরং object এর কাজটি তার ওপর এসে পড়ে তখন সে sentence এ verb এর passive voice হয়। Structure: Object + be verb + verb এর past participle+ by+ subject. Example: Kites are flown by him. Active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম: Rule 1: a)  Active voice এর subject টি passive voice এর object হয়ে...