Completing Sentence-এর নিয়মাবলী
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2ijwZDGl1gAngGzs25OYOmoXD32x1XO5DZFhoUxxRlkC4A4Fu2Ickg1FBzt1-CUO3eiGQG0cVFS9TXtWma5ykf7UzAExuKXSzSNXnNbTzNq0UU0uVG_LjZs5q4Z1VjRF9ziP53ptAVFM/s320/IMG_20210101_223818.jpg)
Basic Grammar Completing Sentence-এর নিয়মাবলী ইংরেজি ভাষার যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই completing sentence-এর উপর কিছু না কিছু প্রশ্ন হয়ে থাকে। অনেকেই সঠিক উত্তর দিতে পারেন না অথবা কিভাবে এবং কি ব্যবহার করে sentence টি complete করা যায় তা ঠিক বুঝতে পারেন না । তাই নিচের নিয়মগুলো আয়ত্তে এনে রীতিমতো চর্চা করলে অতি সহজেই sentence complete করার কৌশল অর্জিত হবে । এছাড়া, এই নিয়মগুলো English grammar- এর অন্যান্য অংশের জন্য সমানভাবে প্রযোজ্য এবং শিক্ষার্থীদের English sentence ও structure সম্পর্কে সম্যক ধারনা দিতে সক্ষম। Too ---- to অথবা Enough ---- to Rule 01: Too —— to অথবা enough ——- to ব্যবহার করে simple sentence গঠন করা হয়। মনে রাখতে হবে যে, adjective বা adverb-এর পূর্বে too বসে এবং পরে enough বসে। তাছাড়া noun-এর পূর্বে too much/too many/enough বসে। এদের structure ও উদাহরণ নিচে দেওয়া হলোঃ a) Sub + verb + too + adj / adv + (for + personal object) + to + verb-এর base form + অন্যান্য b) Sub + verb + adj / adv + enough + (for + personal object) + to + verb-এর base form + ...