Imperative Sentences পদেশ, অনুরোধ, নিষেধ, অনুমতি ও প্রস্তাব সূচক বাক্য

 




প্রাত্যহিক জীবনে প্রায়শই আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, অনুমতি ও প্রস্তাব সূচক বাক্যের সম্মুখীন হই। ভালোভাবে Format/structure জানা থাকলে আপনিও খুব সহজেই এমন বাংলা ও ইংরেজি বাক্য তথা Translation করতে পারবেন। 


Format/Structure/Rules are given below along with examples.


 1.  V1 (base form of verb)+ extension

 (Command or advice আদেশ বা উপদেশ বুঝাতে)

এক্ষনি এখানে আসো

= Come here right now.

সর্বদা সত্য কথা বলবে

Speak the truth always.

/Always speak the truth. 


Rule 2. Don't/Never+ V1(base form of verb)+extension ( command, advice , forbid আদেশ, উপদেশ বা নিষেধ তথা নিষেধাজ্ঞা বুঝাতে)


কখনো এখানে এসো না।

Never come here.

রোদে দৌড়াদৌড়ি করিওনা।

Don't run in the sun

কখনো মিথ্যা বলিওনা

Never tell a lie


3. Please/Kindly + V1 (Base form of verb)+ extension (request বা অনুরোধ বুঝাতে)


দয়া করে অন্যত্র যাও

= Please/ kindly go away.

দয়া করে চুপ করুন

= Please keep quiet

আমাকে এক কাপ কফি দাও

= Please give me a cup of coffee 


4. Please/ kindly + don't/never + V1 ( base form of main verb) + extension ( অনুরোধমূলক নিষেধ বুঝাতে)


Please/ kindly don't do that ever./ Please never do that.

= দয়া করে আর কখনও এমন করোনা‌।

Please never laugh at the poor

= দয়া করে কখনো গরিবদের উপহাস করোনা।

Kindly don't go there.

দয়া করে সেখানে যেওনা। 

5. কাউকে কোন কিছু করার অনুমতি প্রদানের ক্ষেত্রে :

Please/ kindly ( ভদ্রতাসূচক বা অনুরোধের সাথে কিছু বললে) + let + object+ V1 ( base form of the verb)+ extension (extension optional থাকতেও পারে, নাও থাকতে পারে।

Let me come in

= আমাকে আসতে দাও।

Please let her do the work

= দয়া করে তাকে কাজটি করতে দাও।

Let them play in the field.

= তাদেরকে মাঠে খেলতে দাও।

তাকে পড়তে দাও

= Let him read

6. প্রস্তাব বুঝাতে ( Proposal )

Let's/ Let us+ V1+ extension 

(extension is optional থাকতেও পারে, নাও থাকতে পারে।)


Let's go out for a walk.

চলো বেড়াতে যাই

Let's have fun

চলো মজা করি

Let's go to the cinema

চলো সিনেমা দেখতে যাই


Prepared by Noor E Alam

HopeLand




Comments

HOPELAND said…
Simply praiseworthy
Unknown said…
It is very helpful for us as well as for IELTS exam

Popular posts from this blog

HSC English First Paper | Unit: 1, Lesson: 1 | People or Institutions Making History | Nelson Mandela, from Apartheid Fighter to President