Let alone, not only এর ব্যবহার


দরিদ্র লোকটি একবেলা খাবারই পায়না, তিনবেলা খাবার তো দূরের কথা।

The poor man doesn't get even one time meal a day let alone three meals.


✴️Formula 1 : Let alone = দূরের কথা

প্রয়োগ ক্ষেত্র : কাউকে "  দূরের কথা " শব্দটি ব্যবহার করে অবহেলা করলে ।


Structure: Subject + Principal verb  + object + অপেক্ষাকৃত সহজ কাজ + let alone + অপেক্ষাকৃত কঠিন কাজ ।


Example:

১. সে একটি বৈদ্যুতিক পাখাই কিনতে পারেনা, এসি ( Air conditioner) তো দূরের কথা = He cannot even afford an electric fan let alone air conditioner (ac).

২  তুমি  বাঘতো (কঠিন কাজ) দূরের কথা  একটি বিড়ালও (সহজ কাজ) মারতে পারবে না  =  You will not be able to kill a cat let alone a tiger.

৩. সে ইংরেজি তো (কঠিন কাজ) দূরের কথা বাংলাই (সহজ কাজ) বলতে পারে না = He can not speak Bangla, let alone english


Uses of let alone....

Let alone (তো দূরের কথা/প্রশ্নই আসে না)... বাক্য সম্পূর্ণকরনে এর ব্যবহার জেনে নেয়া যাক ----


Structure :- subject + verb + (other words) + let alone + noun phrase. 


Example :- 1. She cannot swim a kilometre, let alone five kilometres.


2. He cannot speak his mother tongue correctly, let alone a foreign language.


3. You will not even get 3rd division, let alone 1st division.


এ ধরনের বাক্যে দুইটি অবস্থার মধ্যে তুলনা করা হয়; 

let alone যুক্ত phrase টি সুদূর সম্ভবনা প্রকাশ করে।

মনে রাখতে হবে let alone দ্বারা কখনো বাক্য শুরু হয় না।



✴️Formula 2: Not only - but also এর ব্যবহার : শুধু এটা নয়, ওটাও....


1) The girl is not only a brilliant student, but also a good actress.

-মেয়েটি শুধুমাত্র একজন ভালো ছাত্রীই নয় বরং একজন ভালো অভিনেত্রীও। 

2) You are not only a good student but also a good cricketer! 

- তুমি শুধুমাত্র একজন ভালো ছাত্রই নও বরং একজন ভালো ক্রিকেটারও !

3) she is not only a good singer but also a good cook ! 

-তিনি শুধুমাত্র একজন ভালো গায়িকাই নন বরং একজন ভালো রাধুনীও !


Practice  :


১) তিনি শুধুমাত্র সৎই নন বরং দয়াবানও ! 

২) আমি শুধু একজন ছাত্রই নই বরং একজন চাকুরীজীবীও ! 

৩) রাহী শুধু একজন ইউটিউবারই নয়  একজন ভালো লেখকও !


✴️Formula 3

যদি হ্যাঁ বোধক বাক্যের দু’টি অংশ থাকে এবং

উভয় অংশের subject ভিন্ন হলেও যদি

অবশিষ্ট অংশ ভিন্ন না হয়, তবে subject

দু’টিকে not only ……….. but also দ্বারা

যুক্ত করতে হয়।

সীমাও দুষ্ট, মিমিও দুষ্ট - Not only Shima

but also Mimi is wicked.


সে শুধু সহজাতভাবেই ইংরেজী বলেনা, অনর্গলও বলে। He speaks English not only naturally but also fluently.


✴️Formula 4

না বোধক বাক্যের উভয় অংশের subject

দু’টি ভিন্ন হলে এবং বাকি অংশ অভিন্ন হলে কিংবা

subject দু’টি অভিন্ন হয়ে verb দু’টি ভিন্ন

হলে subject দু’টিকে neither ………… nor

দ্বারা যুক্ত করতে হয়।

মাহিও ভাত খাবে না, টুটুলও ভাত খাবে না।

—- Neither Mahi nor Tutul will eat

rice.

সে খেলবেও না, পড়বেও না। —- He will neither play nor read.

আমিও যাব না আমার ভাইও যাবে না। —- Neithery my brother nor I shall go.

তারা বইও কিনে নি, খাতাও কিনে নি। —- They

bought neither books nor khatas.


✴️Formula 5

অথবা/হ্যাঁ/না কথার ইংরেজি করার জন্য Either

………… or ব্যবহার করা হয়।

আজমান অথবা ফারহান আসবে। —- Either Aajman or Farhan will come.

সে লিখবে না হয় পড়বে। —- He will either

write or read.


✴️Formula 6

একটি হ্যাঁ বোধক ও একটি না বোধক

বাক্যকে যুক্ত করার জন্য Not ……….. but

ব্যবহার করতে হয়।

রুহী আসবে, টুনি আসবে না। —- Not

Ruhi but Tuni will come.

আমি তোমাকে চিনি না, তোমার পিতাকে চিনি।

—- I know not you but your father.


✴️Formula 7

বাংলা বাক্যে ‘এত যে’ কথা থাকলে তার

ইংরেজি So ……… that বসে।

সে এত দূর্বল যে হাঁটতে পারে না। —- He is so weak that he can’t walk.

সে এত অহংকারী যে আমার সাথে কথা

বলে না। —- He is so proud that he does not talk to me.


✴️Formula 8

‘আশায়’ বা ‘যেন’ কথার ইংরেজি করার জন্য So

that বসবে।

সে চাকুরির আশায় ঢাকায় গিয়েছিলো। —- He went to Dhaka so that he could get a job.

সে কঠোর পরিশ্রম করেছিল যেন জীবনে সফল হতে পারে —- He worked hard so that he could prosper in life.


✴️Formula 9

একটি কাজের ভয় বা আশংকা এড়াবার জন্য অন্য

একটি কাজ করা বুঝালে ঐ বাক্যের ইংরেজি

করার সময় Lest …….. should ব্যবহার করা

যাবে।

শাস্তির ভয়ে ছাত্রটি স্কুলে আসে নি। —-

The student did not come to school lest

he should be punished.

পাছে সে বইটি হারিয়ে ফেলে সে ভয়ে

আমি তাকে দিইনি। —- I did not give him the

book lest he should lose it.


✴️Formula 10

Noun-এর পূর্বে What ব্যবহার করে

Exclamatory Sentence গঠন করা হয়ে থাকে।

What a fine place it is!

What a sad news I heard!


✴️Formula 11

Adjective-এর পূর্বে How ব্যবহার করে

Exclamatory Sentence গঠন করা হয়ে

থাকে।

How beautiful the flower is!

How tall the man is!


✴️Formula 12

আনন্দের কথা বুঝালে Hurrah! ব্যবহার

করে Exclamatory Sentence গঠন করতে

হয়।

Hurrah! You have got a job.

Hurrah! We have won the game.


✴️Formula 13

দুঃখের কথা বুঝালে Alas! ব্যবহার করে

Exclamatory Sentence গঠন করতে হয়।

Alas! The man is dead.

Alas! He has lost everything




Prepared by Noor E Alam.


Comments

Popular posts from this blog

HSC English First Paper | Unit: 1, Lesson: 1 | People or Institutions Making History | Nelson Mandela, from Apartheid Fighter to President