Obligation ( বাধ্যবাধকতা)
📗📘হররোজ কত কিছুই তো করতে হয়, অতীতে করতে হতো, বা ভবিষ্যতেও করতে হবে!
English Grammar এর simple একটা structure যার মাধ্যমে এ ধরণের অসংখ্য Sentence নিমিষেই শেখা যায়!
✏️ বর্তমানে করতে হয় বুঝালে:
Subject + am to/ is to/ are to/ have to/ has to ( according to person and number) + V1 ( present form of verb) + extension
For example: আমাকে প্রতিদিন ক্লাস নিতে হয়-1. I am to/ (have to) conduct classes everyday.
2. তাকে অফিসে যেতে হয়- He has to ( is to) go to office.
3. ছাত্র-ছাত্রীদের নিয়মিত পড়াশোনা করতে হয়- The students have to do study regularly.
✏️অতীতে করতে হতো ( অতীতে বাধ্যবাধকতা) বুঝালে:
Subject + had to +v1 ( Present form of verb) + extension
For example: তাকে নিয়মিত রান্না করতে হতো- She had to cook regularly.
তাদেরকে প্রতিদিন দৌড়াতে হতো- They had to run everyday.
✏️ভবিষ্যতে করতে বাধ্য এমন বুঝালে:
Subject + will have to + V1 + extension.
আগামী মাসের মধ্যে আমাকে কাজটি করতে হবে- I will have to do the work by the next month.
আগামীকাল তোমাকে স্কুলে যেতে হবে- You will have to go to school tomorrow.
Prepared by: Noor E Alam
University of Dhaka
📗📗📗📗📗📗📗📘📘📘📘📘📘
Comments