Thursday, September 30, 2021

Idioms vs Phrases



 📘📗Today's topic (আজকের বিষয়): Phrase & Idiom কি? Phrase কত প্রকার ও কি কি? সাথে থাকছে পর্যাপ্ত উদাহরণ যা আত্ববিশ্বাসকে একধাপ বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ।


🔥🔥Phrase & Idiom হলো ‌English Grammar এর একটি অবিচ্ছেদ্য/গুরুত্বপূর্ণ  অংশ। Grammar এর প্রধান উদ্দেশ্য হলো সঠিক,সুন্দর ও প্রাঞ্জল বাক্য গঠন করা। আর বাক্য গঠনের অত্যাবশ্যকীয় উপাদান হলো Phrase & Idiom . তাই Phrase & Idiom সম্পর্কে প্রাথমিক ধারণা এখানে দেয়া হলো । পরবর্তী পোস্ট টিতে সম্পূর্ণ আলোচনা করা হবে ইন্শাআল্লাহ্।

🔥Phrase & Idiom (Episode - 1)

Phrase is a group/combination of words having no subject and finite verb that works/ acts as a single part of speech of a whole sentence.(Phrase হলো সেই শব্দগুচ্ছ যার মধ্যে subject ও finite verb থাকে না এবং পূর্ণাঙ্গ বাক্যের একটি part of speech এর মত কাজ করে ।)


যেমনঃ The boy injured by accident  died yesterday.

উপরের Sentence -টিতে injured by accident একটি phrase কেননা এটি a group/combination of words নিয়ে গঠিত হয়েছে। এতে কোন Subject এবং finite verb নেই এবং phrase টি Sentence টিতে একটি Parts of Speech এর কাজ সম্পন্ন করেছে।


🖊️✏️Phrase are of nine kinds :

✪ Noun Phrase : It does the work of a noun . : His coming back is uncertain.

✪ ‍Adjective Phrase : It does the function of an adjective : Albert Einstein was a man of fame (-a famous man)

✪ Prepositional Phrase : It does the work of a preposition : He stood in front of the man.

✪ Adverbial Phrase: It does the work of an adverb: He ran at a great speed.(-fast)

✪ Conjunctional Phrase : It does the work of a conjunction: Come back as early as possible.

✪ Interjectional Phrase : It does the work of an interjection : By God !I have never done this.

✪ Verbal Phrase : It works as a verb : My parents looks after me.


✪ Infinitive phrase : যে phrase infinitive-এর কাজ করে অর্থাৎ (To+verb) যুক্ত phrase সমূহকে infinitive phrase বলে ।

Example:

I want to write another book.

To read newspaper is a good habit.

The girl is very beautiful to love.

To speak in English is a symbol of aristocracy.


✪ Participle phrase : যে phrase participle -এর ন্যায় কাজ করে তাকে participle Phrase বলে।

Example:

Being a doctor she feels proud.

The boy standing on the street is my cousin.

The girl playing with the toy is my sister.

The man walking along the road is a thief.

The dog barking loudly is not mine.

The man retired from the post was honest.

She is a charming girl.


✏️🖊️Idioms:

An idiom is a phrase or an expression that has a figurative meaning. An idiom is a group of words whose meaning is different from the literal meaning/ individual meaning in it. (অর্থাৎ, idiom হলো শব্দগুচ্ছ যার অর্থ শব্দগুলোর স্বতন্ত্র অর্থ থেকে ভিন্ন ।)

যেমনঃ 

Don't shed crocodile tears. মায়া কান্না কেঁদো না।


উপরের Sentence -টিতে Crocodile tears একটি Idiom যার অর্থ হলো মায়া/ মিথ্যে/ লোক দেখানো কান্না। অর্থাৎ, এখানে Crocodile বা tears কোন শব্দের অর্থই প্রকাশ পায়নি। অতএব, এটি একটি idiom .


মনে রাখা দরকার:

সব Idiom- ই Phrase; কিন্তু সব Phrase, Idiom নয়।


Pʜʀᴀsᴇs & Iᴅɪᴏᴍ

Eᴘɪsᴏᴅᴇ-2

N̲o̲u̲n̲ P̲h̲r̲a̲s̲e̲:

যে শব্দসমষ্টি (phrase) Noun এর কাজ সম্পন্ন করে তাকে Noun Phrase বলে। অর্থাৎ, এরা কোন Sentence-এ verb এর subject, object,বা complement রুপে অথবা preposition এর object রপে ব্যবহৃত হয় । ( A noun phrase is a group words that acts as a Noun. It may be a Subject or Object/ Complement of a Verb.)

যেমনঃ

My father is a retired person.( Noun Phrase )

[ My father এবং a retired person দুটি phrase- ই একটা noun (ব্যক্তি ) - কে বুঝাচ্ছে।


✪ Noun phrase , verb-এর Subject হিসেবে কাজ করে।

যেমনঃ

Tᴏ ʟᴇᴀʀɴ Eɴɢʟɪsʜ is the demand of the present age.(এখানে To learn English একটি Noun phrase )

Sᴍᴏᴋɪɴɢ ᴄɪɢᴀʀᴇᴛᴛᴇ is a bad habit.

Rᴇᴀᴅɪɴɢ Nᴇᴡsᴘᴀᴘᴇʀ is a good habit.

Tᴏ ʟᴇᴀʀɴ Eɴɢʟɪsʜ is very essential.

Sᴡɪᴍᴍɪɴɢ is a good exercise.

N.B: Noun Phrase গুলো caps Letter-এ লেখা হয়েছে।


✪ Noun phrase, Transitive verb-এর Object হিসাবে কাজ করে।

যেমনঃ

I like ᴛᴏ ᴘʟᴀʏ ꜰᴏᴏᴛʙᴀʟʟ.

He wanted ᴛᴏ ʜᴀᴠᴇ ᴀ ᴄᴜᴘ ᴏꜰ ᴛᴇᴀ.

I want ᴛᴏ ʟᴇᴀʀɴ Eɴɢʟɪsʜ.

Dr. Shahidullah was ᴀ ᴍᴀɴ ᴏꜰ ʟɪᴛᴛᴇʀs.

My mother likes ᴛᴏ ᴄᴏᴏᴋ ᴅᴇʟɪᴄɪᴏᴜs ᴅɪsʜᴇs.

I like ᴛᴏ ʙᴇ ᴇɴᴛᴇʀᴛᴀɪɴᴇᴅ.


✪ Noun phrase, Subject-এর Complement হিসাবে কাজ করে।

যেমনঃ

Rahat is ᴀ ʙᴏʏ ᴏꜰ ʜɪs ᴡᴏʀᴅ.

He is ᴀ ꜰᴜʟʟ ᴛɪᴍᴇ ᴡᴏʀᴋᴇʀ.

The lion is ᴛʜᴇ ᴋɪɴɢ ᴏꜰ ʙᴇᴀsᴛs.

Life is not ᴀ ʙᴇᴅ ᴏꜰ ʀᴏsᴇs.

Life is ᴏɴᴇ ᴋɪɴᴅ ᴏꜰ sᴛʀᴜɢɢʟᴇ.


✪ Noun phrase,Preposition-এর Object হিসাবে কাজ করে।

He is good at ʀᴇᴀᴅɪɴɢ ɴᴇᴡsᴘᴀᴘᴇʀ.

He is proud of ʜɪs knowledge ᴀɴᴅ ᴍᴏɴᴇʏ.

This prize is for ᴛʜᴇ ʙᴇsᴛ ʙᴏʏ ᴏꜰ ᴛʜᴇ ᴄʟᴀss.

We could not see him ᴀᴛ ᴛʜᴇ ᴛɪᴍᴇ ᴏꜰ ʜɪs ᴀʀʀɪᴠᴀʟ.

We stood for some time on ᴛʜᴇ ᴛʀᴇᴍʙʟɪɴɢ ᴛʀᴇᴇ.


✪ Noun phrase , Noun in Apposition হিসাবে কাজ করে।

Mahi,  ᴛʜᴇ ᴀᴅᴍɪɴ ᴏꜰ Eɴɢʟɪsʜ ᴘᴀʀᴋ, is a sagacious person.

Dhaka, the capital of Bangladesh is a populous city.

Abir,ᴍʏ ʙᴇsᴛ ꜰʀɪᴇɴᴅ, is no more.

Mr. Rakib, Hᴇsᴅᴍᴀsᴛᴇʀ ᴏꜰ ᴛʜɪs sᴄʜᴏᴏʟ, is a learned man.


N.B: Noun phrase-কে It দ্বারা Replaceকরা যাবে।


✪ Tʜᴇ Sᴛʀᴜᴄᴛᴜʀᴇ ᴏꜰ Nᴏᴜɴ Pʜʀᴀsᴇ:


✪ Possessive+noun = noun phrase

Example:

Our country, his curiosity, your parents, King's evidence, king's evil, God's acre, the lion's share.


✪ Preposition+noun = noun phrase

Example:

We were waiting for the Bus.

He wants to get the lion's share of the books.

I am surprised at his king's speech.


✪ Adjective+noun = noun phrase

Example:

poor children, rural woman, illiterate people, a good deal, ardent spirits, a lunatic asylum, capital punishment, a narrow escape, a burning question,


✪ Article+Adjective+noun = noun phrase:

Example:

Clever boy, an educated mother, the corrupt politicians etc.


✪ Article+Adverb+Adjective+noun = noun phrase:

Example:

A very honest officer, a nicely decorated house etc


✪ Noun infinitive +Adverbial /Object = Noun Phrase

Example:

To err is human.

To swim is good for health.

To walk in the morning is a good habit.


✪ Aᴅᴊᴇᴄᴛɪᴠᴇ ᴘʜʀᴀsᴇ

যে সকল Phrase, Sentence-এ ব্যবহৃত হয়ে Adjective-এর কাজ করে তাকে Adjective phrase বলে। Adjective phrase সাধারণত: পূর্ববর্তী বা পরবর্তী Noun বা Pronoun  কে qualify করে। অর্থাৎ Adjective এর ন্যায় Noun / pronoun দোষ, গুণ, অবস্থা, বৈশিষ্ট্য প্রকাশ করে।

(An adjective phrase ( or adjectival phrase ) is a phrase that works as an adjective for qualifying a noun or pronoun.

e.g. fond of steak, very happy, quite upset about it, etc.


Example:

He is very honest.( adjective phrase )

[very honest একজন ব্যক্তির adjective (অবস্থা) প্রকাশ করছে।


More example:

A thing ᴏꜰ ʙᴇᴀᴜᴛʏ is a joy forever.

The girl ɪɴ blue sharee is my cousin.

The fox ᴡɪᴛʜᴏᴜᴛ ᴀ ᴛᴀɪʟ call the meeting.

The man walking ᴀʟᴏɴɢ ᴛʜᴇ ʀᴏᴀᴅ is a teacher.

The bird ꜰʟʏɪɴɢ ɪɴ ᴛʜᴇ sᴋʏ has been shot.


✪ The Structure of Adjective Phrase:


Adverb+Adjective=Adjective Phrase

Example:

His speech is highly motivated

I am extremely sorry.


Preposition + Adjective = Adjective Phrase

Example:

He saw a lady with pink lips.

I want to see a face with a smile.

English is a language abounding with idiomatic expression.


As+adjective+as +noun = Adjective Phrase

Example:

He is as cleaver as a fox.

The boy is as dull as an ass.

Sabbbir  is as stupid as Pritom.

Robinhood is as strong as lion.

The baby is as beautiful as lily.


Noun+Present participle + Preposition +Object = Adjective Phrase.

Example:

Birds flying in the sky are enjoying freedom.

Farmers working in the field are hopeful.

The man working in the garden is a gardener.

The dog sleeping in the street is dangerous.


Noun + past participle +preposition +object= Adjective Phrase

Example:

I saw the sky covered with clouds.

The crops damaged by flood greatly harm.

A saint absorbed in meditation acts condemned by religion.


Noun+Infinitive + object/adverb = Adjective Phrase.

Example:

He hopes to defeat successfully.

The boy desires to succeed in life.

The killer attempts to murder the man.


Aᴅᴠᴇʀʙɪᴀʟ Pʜʀᴀsᴇ:

যে শব্দসমষ্টি (phrase), Adverbial হিসাবে কাজ করে তাকে Adverbial বলে । আমরা জানি verb-কে “কখন” ”কোথায়” ”কিভাবে” ”কেন” দ্বারা প্রশ্ন করলে Adverb পাওয়া যায়। (An adverbial phrase is a group of word that acts as an Adverb. It may generally modify a verb, an adjective or another adverb denoting manner, place or time.

Example:

He behaved rudely (এখানে rudely adverb কেন না এটি ক্রিয়া সম্পন্ন হওয়ার ধরণ কে নির্দেশ করেছে। কিন্ত একটি মাত্র word তাই এটি ‍adverb । এই adverb এর স্থলে in a rude manner একই অর্থ দেয় । অর্থাৎ adverb এর কাজ করে।

Example:

He behaved in a rude manner.( in a rude manner এখানে adverbial phrase. )


Read the following Adverbs and the Adverbial Phrase that are same in meaning:


Aᴅᴠᴇʀʙs Aᴅᴠᴇʀʙɪᴀʟ Pʜʀᴀsᴇ

MANNER

carefully with care.

bravely in a brave manner/with bravely.

carelessly without any care.

attentively with attention.

quickly with great speed .

PLACE

here at this place/ on this spot.

there at this place/ on that spot.

away to another place.

TIME

now/ at this very moment.

then/ at that time, moment.

soon before very long/ at an early date.

recently at present / at a recent date


More Example:

a) Samara is coming now ( এখানে now = adverb)

Samara is coming ‍at this very moment. ( এখানে at this very moment = adverbial phrase. )

b) The arrow fell here. ( এখানে here = adverb.)

The arrow fell at this place.(এখানে at this place = adverb phrase.)

c) She runs quickly.(এখানে quickly = adverb.)

He runs with great speed.(এখানে with great speed = adverbial phrase.)

d) He did not come because of his illness.(এখানে because of his illness = adverbial phrase )


✪ Tʜᴇ Sᴛʀᴜᴄᴛᴜʀᴇ ᴏꜰ ᴀᴅᴠᴇʀʙɪᴀʟ ᴘʜʀᴀsᴇ:


✪Adverb+and+ adverb = adverbial phrase.

Example:

He is out and out (পুরোপুরি) a gentle man(এখানে out and out =adverbial phrase)

He tried heart and soul. (এখানে heart and sou =adverbial phrase.)

He beat the thief black and blue.(এখানে black and blue = adverbial phrase.)

The crow looked to and fro.(এখানে to and fro (এদিক ওদিক) =adverbial phrase.)

He helps me few and far between.(এখানে few and far between = adverbial phrase.)


✪ Every+time ( সময় জ্ঞাপক noun ) = adverbial phrase.

Example:

He comes to visit us every month.

He works in the field every morning.

Every year,  he gets the first prize.


✪ Adverbial phrase of time:- ( এটি Sentence-এ ব্যবহৃত হয়ে কাজের সময় কে নির্দেশ করে।

Example:

The sinner will suffer in the long run.( Here, in the long run ( পরিনামে) = adverbial phrase.)

He is coming in a minute.( Here, in a minute = adverbial phrase.)

Our class begins in January.( Here, in January=adverbial phrase.)


Adverbial phrase of manner : (এটি Sentence-এ ব্যবহৃত হয়ে কাজ কিভাবে সম্পন্ন হয় তা নির্দেশ করে।

Example:

Shihab ran at a great speed.(Here, at a great speed = Adverbial phrase.)

I told him the matter in a polite way.(Here, in a polite way = Adverbial phrase.)


Adverbial phrase of cause and purpose:A phrase দ্বারা উদ্দেশ্য / কারণ / ফলাফল বুঝায়।

Example :

We read more and more to make a good result.( Here, make a good result = adverbial phrase )

Suchi sold her hair to buy a gift.( Here, by a gift = adverbial phras.)

He shed tears to see the sufferings of the poor.( Here, see the sufferings of the poor = adverbial phrase)


N.B: I have been much careful to avoid mistakes. However, The Learners are most humbly requested to point out if such mistakes are detected!


........To be continued

Wʀɪᴛᴛᴇɴ & Eᴅɪᴛᴇᴅ Bʏ: Noor E Alam


Episode-3

Verb phrase :

যে সকল phrase,বাক্য ব্যবহৃত হয়ে Verb এর মতো কাজ করে তাকে verbal phrase বলে । (A verbal phrase is a combination of verb consists of a main verb alone, or a main verb with any modal and / or auxiliary verbs.The main verb basically comes last in the verb phrase.


Example:

Amreen ʜᴀs ʙᴇᴇɴ ʀᴇᴀᴅɪɴɢ for an hour.( এখানে, has been reading একটি verb phrase. কেননা has been reading একটি verb-এর কাজ করেছে।

Man ᴄᴀɴ'ᴛ ʟɪᴠᴇ alone.(এখানে, Can't live একটি verb phrase. যেহেতু, can't live একটি verb-এর কাজ করেছে।)


More Example:

They ᴄᴀɴ ꜰɪɴɪsʜ it within ten minutes.

He ʜᴀs ᴅᴏɴᴇ the work.

You sʜᴏᴜʟᴅ ᴍᴀᴋᴇ the negotiation.

The decision ᴡᴀs ʙᴇɪɴɢ made.

We ᴡɪʟʟ ʜᴀᴠᴇ ᴛᴏ ᴊᴏɪɴ picnic tomorrow.


বিশেষ দ্রষ্টব্যঃ Verb phrase- কে phrasal verb/ group verb ও বলা হয়। এক্ষেত্রে Principal verb- পর বিভিন্ন Adverb / Preposition বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে ।

Example:

He ʟᴏᴏᴋs ᴀꜰᴛᴇʀ his parents.

We ʟᴏᴏᴋ ꜰᴏʀ the brilliant students.

He always ᴘᴜᴛs ᴏɴ clean clothes.

She ᴛᴜʀɴᴇᴅ ᴏꜰꜰ the radio.


✪ Tʜᴇ Sᴛʀᴜᴄᴛᴜʀᴇ ᴏꜰ Verb Pʜʀᴀsᴇ:


✪ Auxiliary verb + principal verb = Verb phrase

Example:

Ariba is playing with her car.

ব্যাখ্যাঃ- is playing = auxiliary +principal verb = verb phrase


✪ Modal verb + principal verb = Verb phrase

Example:

He would have told me the truth.

ব্যাখ্যাঃ- Would have told - modal + principal verb = verb phrase.


✪ Principal verb + Preposition / adverb = Verb phrase

Example:

Ariba looked for her toy.

Go on with your studies.

My mother looks after me.

We look for the brilliant student.( R.U-08-09)


✪ Propositional phrase :

যে phrase বা শব্দ সমষ্টি Proposition এর কাজ করে তাকে Propositional phrase বলে । ( A prepositional phrase does the work of a preposition.)

Example:

He succeeded ʙʏ ᴅɪɴᴛ ᴏꜰ hard labour.

Iɴ sᴘɪᴛᴇ ᴏꜰ his riches, he is unhappy.

There is a gardenɪɴ ꜰʀᴏɴᴛ ᴏꜰ my house.

I could not go to meeting ᴏɴ ᴀᴄᴄᴏᴜɴᴛ ᴏꜰ my sickness.


✪ Tʜᴇ Sᴛʀᴜᴄᴛᴜʀᴇ ᴏꜰ Prepositional Pʜʀᴀsᴇ:


✪Preposition + word + Preposition = prepositional phrase

Exqample:

He stood in front of me.

He stood first by dint of his merit.

We are waiting for the bus.

He is at the point of the death.

He went to library with a view to reading books.


বিশেষ দ্রষ্টব্যঃ তবে একটা Preposition যোগেও prepositional phrase গঠিত হয় ।

যেমনঃ- Owing to, due to, because of.


✪ Preposition +noun = prepositional phrase

Example:

We are waiting for the bus.

He is at liberty to go anywhere.

The does not smoke before one's face.


✪ Conjunctional phrase:

যে সকল phrase বা শব্দসমষ্টি বাক্যে Conjunction-এর কাজ করে তাকে Conjunctional phrase বলে। ( Conjunctional phrase মূলতঃ- একাধিক Conjunction-এর সমন্বয়ে গঠিত হয়। )


Example:

He ᴀs ᴡᴇʟʟ ᴀs his friends has passed.

Give me ᴀs ᴍᴜᴄʜ ᴀs you can spare.

We works hard sᴏ ᴛʜᴀᴛ we can shine in life.

Come back ᴀs sᴏᴏɴ ᴀs possible.

Nᴏᴛ ᴏɴʟʏ he ʙᴜᴛ Aʟsᴏ his friends were present there.

He talk ᴀs ɪꜰ/ᴀs ᴛʜᴏᴜɢʜ he were mad.

You should not go out ᴀs ʟᴏɴɢ ᴀs it rains.

He took medicine ɪɴ ᴏʀᴅᴇʀ ᴛʜᴀᴛ he might get well.


✪ Interjectional phrase: যে phrase বা শব্দসমষ্টি বাক্যে Interjection-এর কাজ করে অর্থাৎ যে phrase দ্বারা আবেগ, অনুভূতি, দুঃখ, বেদনা, আনন্দ ইত্যাদি প্রকাশ পায় তাকে Interjectional phrase বলে।

বিশেষ দ্রষ্টব্যঃ- (Interjectional phrase-এর শেষে no talk exclamation ! ) থাকে।


Example:

Wʜᴀᴛ ᴀ ᴘɪᴛʏ! The man is dead. (I.U: 10-11)

Oʜ ᴅᴇᴀʀ ᴍᴇ ! What shell I do? (D.U: 02-03)

Bʏ Allah ! I shall repay the loan.

Fie! What a shame

Gᴏᴏᴅ ɢʀᴀᴄɪᴏᴜs ! He has God the first prize.

Gᴏᴏᴅ ʜᴇᴀᴠᴇɴs ! What does he say.

Fᴏʀ sʜᴀᴍᴇ ! What have you done.

Wʜᴀᴛ ᴀ ᴘɪᴛʏ! You have failed.

Hurrah! We have won the match.


Prepared by : Noor E Alam 

University of Dhaka


71+ Spoken English Rules/ Basic grammar structure

 Spoken English Rules:



Wanna speak English fluently?!

71+ structures in English Grammar!

ইংরেজিতে অনর্গল কথা বলতে নিচের ৭১ টি Structures জানা খুবই গুরুত্বপূর্ণ। 


★RULE:1

কোনো কিছু প্রয়োজন বুঝাতে, 

আমরা need to use করব।

sub+need to+verb1 ( Present form)


1. We need to learn English.

=আমাদের ইংরেজি শিখা প্রয়োজন।

We need to read books.

= আমাদের বই পড়া প্রয়োজন।


★RULE:2

☞I am having a hard time+ ing যুক্ত verb(কোন কিছু করতে সমস্যা হচ্ছে)


1. I am having a hard time understanding my friends.( আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে )

2. I am having a hard time downloading songs.( আমার গান গুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে)

3. I am having a hard time answering your questions.( তোমার প্রশ্নগুলির উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে)।

Similarly, I am having a hard time understanding the rules. I am having a hard time browsing internet.


★ RULE:3

☞There is something wrong with + noun.( কোন কিছুতে সমস্যা হয়েছে)


1. There is something wrong with computer. (আমার কম্পিউটার এ সমস্যা হয়েছে)

2. There is something wrong with my mobile. (আমার মোবাইলে সমস্যা হয়েছে)

3.There is something wrong with my Television. (আমার টেলিভিশন এ সমস্যা হয়েছে)


★Rules:4

☞I have decided to+ verb...(কোন কিছুর সিদ্ধান্ত নিয়েছি)


1.She has decided to learn English.( সে ইংরেজী শেখার সিদ্ধান্ত নিয়েছে)

2. I have decided to change myself. (আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি)

3. I have decided to work hard. (আমি কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিয়েছি)

4. I have decided to help the poor.(আমি গরীবদের কে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি)

5. I have decided to change my bad habits. (আমি আমার খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি)


★RUlE:5

☞I am trying to + verb. (কোন কিছু করার চেষ্টা করছি) । 


যেমন:

1. They are trying to learn English. (তারা ইংরেজী শিখার  চেষ্টা করছে)

2. I am trying to do something. (আমি কিছু করার চেষ্টা করছি)

3. I am trying to help the street children.( আমি পথশিশু দের সাহায্য করতে চেষ্টা করছি)

4. I am trying to clean my room. (আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করছি)

5. I am trying to motivate him. (আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করছি)


★RULE:6

☞I have heard that +.....(আমি শুনেছি যে.....)


1. I have heard that you learn English.(আমি শুনেছি তুমি ইংরেজী শিখ)

2. I have heard that English Group is very useful for learners. (আমি শুনেছি ইংলিশ গ্রুপ শিক্ষার্থী দের জন্য উপকারী)

3. I have heard that he is very talented.(আমি শুনেছি সে খুব মেধাবী)

4. I have heard that you work hard.(আমি শুনেছি তুমি কঠোর কাজ কর)

5. I have heard that you study well.(আমি শুনেছি তুমি ভালভাবে পড়াশুনা কর)

6. I have heard that you like traditional foods. (আমি শুনেছি তুমি traditional খাবার পছন্দ কর)

7. I have heard that you waste your time.(আমি শুনেছি তুমি তোমার সময় অপচয় কর)


★RULE:7

No need - দরকার নেই। 

Structure : No need to + verb + obj.


No need to tell.- বলার দরকার নাই।

No need to wait.- অপেক্ষা করার দরকার নাই।

No need to write. -লেখার দরকার নাই। 

No need to stand.- দাঁড়ানোর দরকার নাই।


No need to sit.- বসার দরকার নাই।

No need to go.- যাওয়ার দরকার নাই।

No need to eat.- খাওয়ার দরকার নাই।

No need to learn.- শেখার দরকার নাই। 

No need to cook.- রান্না করার দরকার নাই। 

No need to work.- কাজ করার দরকার নাই। 

No need to believe. - বিশ্বাস করার দরকার নাই।

No need to waste time.- সময় অপচয় করার দরকার নাই। 

No need to stop.- বন্ধ করার দরকার নাই। 


★RULE:8

How often দিয়ে বাক্য গঠনঃ-

=> How often do you exercise? - তুমি কতদিন পর পর ব্যায়াম কর।

=> How often do you visit your parents? - তুমি কতদিন পর পর তোমার মা-বাবার সাথে দেখা কর?

=> How often do you change your password? - তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন কর? 

=> How often do you need facial? - কতদিন পর পর তোমার ফেসিয়াল করা প্রয়োজন হয়? 

=> How often do you visit the library? কতদিন পরপর তুমি লাইব্রেরী পরিদর্শন কর?

=> How often do you go to doctor for checkup? - তুমি চেকআপের জন্য কতদিন পর পর ডাক্তারের কাছে যাও?

=> How often do you log in to Facebook account? 

কতদিন পর পর তুমি ফেসবুক একাউন্টে লগইন কর?


✅ Conversation 

A. How often do you use the computer?

(কতদিন পরপর তুমি কম্পিউটার ব্যবহার কর?)

B. Every day I can’t think anymore without computer.

(প্রত্যেকদিন. আমি কম্পিউটার ছাড়া কোনকিছু চিন্তাও করতে পারি না)

A. How often do you take physical exercise? (তুমি কতদিন পর পর শরীরচর্চা কর?)

B. Every day I keep myself fit by doing this. (প্রতিদিন এর মাধ্যমে আমি নিজেকে ফিট রাখি)


★RULE:9

I will be able to -আমি পারবো


* আমি করতে পারবো - I will be able to do.

* আমি আসতে পারবো - I will be able to come

* আমি যেতে পারবো - I will be able to go

* আমি আসতে পারবো না - I won’t be able to come

* আমি যেতে পারবো না - I won’t be able to go

* আমি কাজটি করতে পারবো - I will be able to do the work

আমি কাজটি করতে পারবো না - I won’t be able to do the work

* তুমি কি করতে পারবে? - will you be able to do?

* তুমি কি করতে পারবে না? - Won’t you be able to do? 

* রুনা আসতে পারবে - Runa will be able to come

* রুহি আসতে পারবে না - Ruhi won’t be able to come

* রুবি কি আসতে পারবে না? - Won’t Rubi be able to come?

* আমি কাজটি করতে সক্ষম হয়েছি - I have been able to do the work.


★RULE:10

SHOULD HAVE=থাকা উচিত


আপনার শালীনতা থাকা উচিত-

You should have modesty.

তোমার একটি গাড়ি থাকা উচিত-

You should have a car

তোমার প্রাপ্তবয়স্কদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত-

You should have respect for adults 

শিক্ষদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত 

We should have respect for teachers

পড়াশোনায় তোমার মনোযোগ থাকা উচিত

You should have attention for study


★RULE:11

AS+ADJECTIVE +AS


As bright as day ( দিনের মতো উজ্জ্বল) 

As black as coal ( কয়লার মতো কালো)

As hard as iron ( লোহার মতো শক্ত) 

As cold as ice ( বরফের মতো ঠান্ডা) 

As brave as lion ( সিংহের মতো সাহসী) 

As strong as tiger ( বাঘের মতো শক্তিশালী) 

As pure as flower  (ফুলের মতো পবিত্র) 

As clear as day ( দিনের মতো পরিষ্কার)

As soft as butter ( মাখনের মতো নরম)


★RULE:12

There is no difficulty in + verb+ing


1.There is no difficulty in talking.

-কথা বলায় কোন সমস্যা নেই

2.There is no difficulty in searching

-খোজায় কোন সমস্যা নেই

3.There is no difficulty in reserving

-সংরক্ষণ করায় কোন সমস্যা নেই

4.There is no difficulty in flowering

- ফুল তোলায় কোন সমস্যা নেই

5.There is no difficulty in saving

রক্ষা করায় কোন সমস্যা নেই

6.There is no difficulty in cooking

রান্না করায় কোন সমস্যা নেই

7.There is no difficulty in describing

বর্ননা করায় কোন সমস্যা নেই

8.There is no difficulty in checking

পরিক্ষা করায় কোন সমস্যা নেই


★RULE:13

I like the way + sub + verb


1. I like the way you talk

আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি।

2. She likes the way you walk

সে তোমার হাটার ধরন পছন্দ করে।

3. I like the way he loves

আমি তার ভালোবাসার তরিকা পছন্দ করি।

4. I like the way you play football

আমি তোমার ফুটবল খেলার কৌশল পছন্দ করি।

5. তার লেখার ধরনটা আমার ভালো লাগে।

I like the way she writes.

6.তার খেলার ধরনটা আমার ভালো লাগে। 

I like the way he plays.

7. তার শেখানোর ধরনটা আমার ভালো লাগে।

I like the way he teaches.


নেগেটিভ করতে হলে 'don't' যুক্ত করতে হবে।

তার লেখার ধরনটা আমার ভালো লাগে না। 

I don't like the way she writes. 

তার খেলার ধরনটা আমার ভালো লাগে না। 

I don't like the way he plays.

তার শেখানোর ধরনটা আমার ভালো লাগে না। 

I don't like the way he teaches.


★RULE:14

Would you mind এর সঠিক ব্যবহার। আপনি যদি ভদ্রভাবে কাউকে কোন সুপারিশ করতে চান, তখন ব্যবহার করবেন …


👉Would you mind + Verb+ing….? 

Or, 

👉Would you please + verb…...?


আপনি কি একটু সরে বসবেন ? 

👉Would you mind moving aside please?

👉Would you please move aside please.


আমাকে কিছু টাকা ধার দিবেন কি ?

👉Would you mind lending me some money?

👉Would you please lend me some money ? 


আপনার নামটা বলবেন কি ?

👉Would you mind telling me your name?

👉Would you please tell me your name.?


★RULE:15

There এর ব্যাবহার (থাকা অর্থে)


1.সেখানে একটি গাড়ি আছে

=There is a car.

2. সেখানে 20 টা গাড়ি আছে।

=There are twenty cars.

3.সেখানে কোনো গাড়ি নেই।

=There is no car.

4. সেখানে একটি গাড়ি ছিল

=There was a car.

5. সেখানে 20টা গাড়ি ছিল।

=There were twenty cars.

6. সেখানে কোন গাড়ি ছিল না।

=There was no car.


have,has,had-থাকা


7. তার একটা গাড়ি আছে।

=He has a car.

8. তাদের কোনো গাড়ি নেই

=They have no car.

9. তার একটি গাড়ি ছিল।

=He had a car.

10. তার কোন গাড়ি ছিল না

=He had no car.

11. আমার একটি গাড়ি হবে।

=I will have a car.

12. রাহির গাড়ি হবে না। 

=Rahi will have no car.


★RULE:16

সম্ভাবনা বেশি হলে would ব্যবহার হয়, কম হলে May, Might..


I would go to Dhaka next month.

আগামি মাসে আমি ঢাকা যেতে পারি

I would go to London next year.

আগামি বছর আমি লন্ডন যেতে পারি

I would do this work.

আমি এই কাজটি করতে পারি.

I would drink tea at night.

আমি রাত্রে চা পান করতে পারি.

Today I would play football.

আজ আমি ফুটবল খেলতে পারি।


★RULE:17

Supposed to + am, is, are, was, were = কথা আছে/ কথা ছিল


আমার ঢাকা যাওয়ার কথা ছিল।

I was supposed to go to Dhaka.

আমার কলমটি কেনার কথা আছে।

I am supposed to buy this pen.

তার বাজারে আসার কথা আছে 

He is supposed to come to market

তাদের ফুটবল খেলার কথা আছে 

They are supposed to play football 


★RULE:18

Don't be upset- মন খারাপ করিও না


মন খারাপ করিও না তুমি একটি সুন্দর মেয়েকে বিয়ে করবে।

Don't be upset you will marry a beautiful girl.

মন খারাপ করিও না তুমি একটি সুন্দর ছেলেকে বিয়ে করবে।

Don't be upset you will marry a handsome boy.

হতাশ হইও না তুমি একদিন খারাপ সময় কাটিয়ে উঠবে।

Don't be upset you will overcome bad time one day.

হতাশ হইও না তোমার জীবন উজ্জ্বল হবে।

Don't be upset you will shine in life.

হতাশ হইও না তুমি একটি ভালো চাকরি পাবে

Don't be upset you will get a good job.


★RULE:19

It’s bad to + verb- এটা----খারাপ


It is bad to say.... এটা বলা খারাপ।

It is bad to see.... এটা দেখা খারাপ।

It is bad to listen.... এটা শুনা খারাপ।


★RULE:20

Something to + verb( কিছু---আছে)


Something to do.... কিছু করার আছে।

Something to say.... কিছু বলার আছে।

Something to eat....কিছু খাওয়ার আছে।


★RULE:21

Let's not এর ব্যবহার


Let's not do it....চলো আমরা এটা না করি

Let's not see it.... চলো আমরা এটা না দেখি।

Let's not eat it.... চলো আমরা এটা না খাই।

Let's not watch television....চলো টিভি না দেখি


★RULE:22

It is time to + verb- এখন সময়


It is time to eat.... এখন খাওয়ার সময় হয়েছে।

It is time to go.... এখন যাওয়ার সময় হয়েছে।

It is time to recite.... এখন তেলাওয়াতের সময় হয়েছে।


★RULE:23

How else এর ব্যবহার- আর কিভাবে 


★How else shall i love you?

আর কিভাবে আমি তোমায় ভালোবাসবো?

★How else shall i tell you?

আর কিভাবে আমি তোমায় বলবো?

★How else shall i make you undrestand?

আর কিভাবে আমি তোমায় বুঝাবো?

★How else shall i miss you?

আর কিভাবে আমি তোমায় মিস করবো?


★RULE:24

could এর ব্যবহার।


আমি হাটতে পারতাম।

I could walk.

তুমি কাজটি করতে পারতে।

You could do the work.


সাধারণত কাউকে ভদ্রতার সহিত কোনো প্রশ্ন করতে বা সৌজন্য প্রকাশে could এর ব্যবহার হয়, তবে বাক্যগুলি সাধারণত প্রশ্নবোধক হয়,

যেমন, Could you please tell me the time?

দয়া করে সময়টা আমাকে বলতে পারবেন?


Could you lend me your book?

আপনার বইটি কি আমায় ধার দিতে পারবেন?


Could you come to my home.

আপনি আমার বাড়িতে আসতে পারবেন কি?


Could you help me with some money?

আপনি আমায় কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারবেন কি?


★RULE:25

That’s why-এ কারণেই


✪ That’s why you need to do the job. - এ কারণেই তোমার চাকরিটি করা প্রয়োজন। 

✪ That’s why he has gone to market. - এ কারণেই সে বাজারে গিয়েছে। 

✪ That’s why people admire you. - এ কারণেই লোকজন আপনাকে সম্মান করে। 

✪ That’s why I always try to help others. - এ কারণেই আমি সর্বদা অন্যকে সাহায্য করার চেষ্টা করি।

✪ That’s why you fail to understand. - এ কারণেই তুমি বুঝতে ব্যর্থ হও।

✪ That’s why she smiles after seeing you. - এ কারণেই তোমাকে দেখার পর সে হাসে।

✪ That’s why you need to secure your home. - এ কারণেই তোমার বাড়ির নিরাপত্তা বিধান করা দরকার।

✪ That’s why you’ve got the promotion. - এ কারণেই তুমি পদোন্নতি পেয়েছো।


★RULE:26

Nothing makes sense

( কোন কিছু ভাল না লাগা বুঝাতে)


Nothing makes sense without you.

তুমি ছাড়া কোন কিছু ভালো লাগে না।


Nothing makes sense without reading.

পড়া ছাড়া কোন কিছু ভালো লাগে না।


Nothing makes sense without sleeping -ঘুমানো ছাড়া কোনো কিছু ভালো লাগে না।


★RULE:27

Structure : It is high time + subject + verb এর past from + extension. 


এখনই আমার ইংরেজিতে কথা বলার উপযুক্ত সময়।

It is high time I spoke English.

এখনই আমাদের ইংরেজি শেখার উপযুক্ত সময়।

It is high time we learnt English.

এখনই তোমার সেখানে যাওয়ার উপযুক্ত সময়।

It is high time you went there.

এখনই তোমার ধূমপান পরিত্যাগ করার উপযুক্ত সময়।

It is high time you gave up smoking.

এখনই তোমার আমার সাথে দেখা করার উপযুক্ত সময়।

It is high time you met me. 

এখনই তোমার ঐ ছেলেকে ভুলে যাওয়ার উপযুক্ত সময়।

It is high time you forgot that boy. 

এখনই আমাদের গরিবদের সাহায্য করার উপযুক্ত সময় ।

It is high time we helped the poor. 


★RULE:28

কেউ কোন কিছু করতে পারদর্শী বা দক্ষ অর্থে "Good at"এর ব্যবহার।

affirmative sentence : Subject + am/ is/are/was/were+ good at +noun/verb+ing+extension.


সে ইংরেজিতে পারদর্শী।

He is good at English. 

এক সময় আমি সাঁতার কাটায় দক্ষ ছিলাম।

Once I was good at swimming.

সে ইংরেজিতে কথা বলায় পারদর্শী।

He is good at speaking in English.

তারা ক্রিকেট খেলায় দক্ষ।

They are good at playing cricket.

সে মেয়েদের সাথে কথা বলায় পারদর্শী।

He is good at talking to girls .

ছেলেটি ছবি আঁকায় পারদর্শী ।

The boy is good at drawing.

সে মেয়েদের সাথে কথা বলায় পারদর্শী ছিল।

He was good at talking to girls.


★RULE:29

Like এর ব্যবহার


I like.

আমি পছন্দ করি.

I like her.

আমি তাকে পছন্দ করি.

I like you.

আমি তোমাকে পছন্দ করি.

I like to read book.

আমি বই পড়তে পছন্দ করি.

I like my parents.

আমি আমার বাবা-মা কে পছন্দ করি

I like my teacher.

আমি আমার শিক্ষককে পছন্দ করি.

I like honest person.

আমি সৎ ব্যক্তিকে পছন্দ করি.


★RULE:30

I don’t know how to+ verb এর ব্যাবহার।


I don't know.

আমি জানিনা।

I don't know how to play.

আমি জানিনা কি ভাবে খেলতে হয়.

I don't know how to read.

আমি জানিনা কি ভাবে পড়তে হয়.

I don't know how to learn.

আমি জানিনা কিভাবে শিখতে হয়.

I don't know how to dream. 

আমি জানিনা কি ভাবে স্বপ্ন দেখতে হয়.


★RULE:31

If I were you, I would + (verb)- কল্পনা অর্থে, আমি যদি তোমার যায়গায় থাকতাম।


✪ If I were you, I would enjoy my vacation.

আমি যদি তোমার স্থানে থাকতাম, তবে আমার ছুটি উপভোগ করতাম।

✪ If I were you, I would continue working until it is done.

আমি তোমার স্থানে থাকলে কাজটি শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতাম।

✪ If I were you, I would answer the question."

আমি তোমার স্থানে হলে প্রশ্নটির উত্তর দিতাম।

✪ If I were you, I would help the poor. 

আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে গরিবদেরকে সাহায্য করতাম।

✪ If I were you, I would travel to Sweden. 

আমি তোমার স্থলে হলে, সুইডেন ভ্রমন করতাম ।

✪ If I were you, I would make my parents happy. 

আমি যদি তোমার স্থানে থাকতাম, তাহলে আমার পিতামাতাকে খুশি রাখতাম।

✪ If I were you, I would try to solve the problem.

আমি যদি তোমার স্থানে থাকতাম, তাহলে সমস্যাটির সমাধানের চেষ্টা করতাম।

✪ If I were you, I wouldn’t go there. 

আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে আমি সেখানে যেতাম না।

✪ If I were you, I would fight for my country. 

আমি যদি তোমার স্থানে থাকতাম, তাহলে আমি আমার দেশের জন্য যুদ্ধ করতাম।


★RULE:32

There's no need to ...........

............. কোন দরকার নেই।


চিন্তিত হওয়ার কোন দরকার নেই।

= There's no need to be worried.


হতাস হওয়ার কোন দরকার নেই।

= There's no need to be upset .


ফিরে যাওয়ার কোন দরকার নেই।

= There's no need to go back .


তাকে ডাকার কোন দরকার নেই।

= There's no need to call him .


মিথ্যা বলার কোন দরকার নেই।

= There's no need to tell lies .


★RULE:33

I feel like + verb + ing(আমার ইচ্ছে হচ্ছে) 


I feel like eating ( আমার খেতে ইচ্ছে করছে) 

I feel like sleeping( আমার ঘুমাতে ইচ্ছে করছে) 

I feel like reading ( আমার পড়তে ইচ্ছে করছে) 

I feel like gossiping ( আমার আড্ডা দিতে ইচ্ছে করছে) 

I feel like travelling ( আমার ঘুরতে ইচ্ছে করছে) 

I feel like playing ( আমার খেলতে ইচ্ছে করছে) 

I feel like dancing( আমার নাচতে ইচ্ছে করছে) 

l feel like writing ( আমার লিখতে ইচ্ছে করছে) 


RULE:34

It is time to + verb(এখন সময়) 


এখন শিখার সময়

It's time to learn

এখন যাওয়ার সময়

It's time to go

এখন বাড়িতে থাকার সময়

It's time to stay at home


★RULE:35

I would like এর ব্যবহার (ইচ্ছে অর্থে)


✪ আমি যেতে চাই - I would like to go.

✪ আমি তার সাথে দেখা করতে চাই - I would like to meet him.

✪ আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই - I would like to thank you. 

✪ আমি কেনাকাটা করতে চাই I would like to shop

✪ আমি নিজেকে ব্যাখা করতে চাই - I would like to explain myself. 

✪ আমি একজন শিক্ষক হতে চাই - I would like to become a teacher. 

✪ আমি আপনাকে প্রায়ই দেখতে চাই - I would like to see you more often. 

✪ আমি ম্যানেজারের সাথে দেখা করতে চাই - I would like to meet the manager. 

✪ আমি অনুশীলন করতে চাই - I would like to practice. 

✪ আমি একটি রান্নার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করতে চাই - I would like to compete in a cooking contest. 

✪ আমি একজন ডাক্তার হতে চাই I would like to become a Doctor.

✪ আমি সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টিজগত সম্পর্কে আরো জানতে চাই

I would like to know more about the creation of Almighty Allah.


★RULE:36

Use of "Having"


ভাত খাওয়ার পর আমি কলেজে যাব।

Having eaten rice, I'll go to College. 


গোসল করার পর আমি বিছানায় যাব।

Having taken shower, I will go to my bed.


আমাদের কাজটি শেষ হওয়ার পর আমরা ক্রিকেট খেলব।

Having Finished our work, we will play cricket. 


পরাশোনা শেষে আমি একটি চাকরি করার চেষ্টা করবো। 

Having completed my study, I'll try for job.


বাজারে যাওয়ার পর আমি কিছু বই কিনব।

Having gone to market, I'll buy some books.


★RULE:37


✪ There is/are - আছে

There is a mosque in this village- এই গ্রামে একটি মসজিদ আছে।

There are deer in this jungle- এই বনে হরিণ আছে।


✪ There was/were - ছিলো

There was a pen on the table - টেবিলের উপর একটা কলম ছিলো


✪ There will be - হবে

✪ There will have - থাকবে

✪ There can be - থাকতে পারে

There can be a mistake here- এখানে একটি ভুল থাকতে পারে


✪ There could be - থাকতে পারতো

✪ There may be - হতে পারে

There may be a crocodile in this river- এই নদীতে কুমির থাকতে পারে।


✪ There must be - নিশ্চয়ই হবে

✪ There may not be - থাকতে নাও পারে

There may not be people on the street-

রাস্তায় এখন মানুষ নাও থাকতে পারে।


✪ There must have been - নিশ্চয়ই ছিলো

There must have been an umbrella inside my bag- আমার ব্যাগে নিশ্চয়ই একটি ছাতা ছিলো


✪ There should be - থাকা উচিত

There should be a school in this village- এই গ্রামে একটি স্কুল থাকা উচিত


✪ There should not be - থাকা উচিত না

There should not be any mistakes in the letter- পত্রটিতে কোন ভুল থাকা উচিত না।


✪ There should have been - থাকা উচিত ছিলো

There should have been a mosque in this village -এই গ্রামে একটা মসজিদ থাকা উচিত ছিলো।


✪ There could have been - থাকতে পারবে।


✪ There seems to be - আছে বলে মনে হয়।

There seems to be snakes in the river- এই নদীতে সাপ আছে বলে মনে হয়


★RULE:38

I know=আমি জানি

who are you=তুমি কে?

I know who you are=আমি জানি তুমি কে

I know what's happening in you mind=তোমার মনে কি ঘটতেছে আমি তা জানি।

I know how he has been successful in his life=আমি জানি সে কিভাবে সে তার জীবনে সফল হয়েছে। 

I know how beautiful place the sajek valley is!= আমি জানি সাজেক ভ্যালি কতইনা সুন্দর জায়গাগ!


★RULE:39

Now we will talk about time. 

How to say the time. Let's get started..

(বাকি থাকলে to হবে আর বেজে গেলে past হবে)


এখন পাঁচটা বাজে=It is five o'clock.

এখন সাড়ে পাঁচটা=It is half fast five.

এখন সোয়া পাঁচটা=It is quarter past five.

এখন পোনে পাঁচটা=It is quarter to five.

এখন চারটা বাজতে পাঁচ মিনিট বাকি=It is five minutes to four.

এখন চারটা বেজে পাঁচ মিনিট=It is five minutes past four.

এখন প্রায় নয়টা বাজে=It is about nine o'clock.


★RULE:40

How could you + verb…? 


How could you pass the exam? (তুমি কিভাবে পরীক্ষায় পাস করেছিলে?) 

How could you give up smoking? (তুমি কিভাবে ধুমপান ত্যাগ করতে পেরেছিলে?)

How could you win the game?(তুমি কিভাবে খেলায় জিতেছিলে?)


★RULE:41

Uses of that's what


That's what I'm saying. 

👉এটাই আমি বলছি।


That's what I mean.

👉এটাই আমি বুঝাতে চেয়েছি। 


👉এটাই আমাদের দরকার। 

That's what we need.


👉এটাই আমি চাচ্ছিলাম।

That's what I want.


That's what I thought. 

👉আমি এটাই ভেবেছিলাম। 


👉আমি এটাই বলছিলাম। 

That's what I was saying. 


👉সে আমাকে এটাই বলেছিল।

That's what he told me.


👉এটাই আমাকে পাগল করে তোলে।

That's what make me crazy. 


👉এটাই আমি জানতে চাই।

That's what I would like to know. 


👉এটাই আমি দেখতে পছন্দ করি।

That's what I like to see.


📗 Uses of that's why

👉একারণেই আমার দেরি হয়েছে

That’s why I was late.


👉এ কারণেই তিনি এতটা সফল। 

That's why he is so successful. 


👉একারণেই সে হতাশ। 

Thats why she is disappointed. 


👉একারণেই সে সব সময় কান্না করে।

That's why She's crying all the time.


★RULE:42

ইংরেজিতে জন্মদিনের শুভেচ্ছা (Birthday greetings)

🌸 Happy birthday to you. (তোমাকে শুভ জন্মদিন)

🌸 Many many happy returns of this day. (এই দিন বার বার ফিরে আসুক)

🌸 Have a lovely birthday! (তোমার জন্মদিনটি আনন্দদায়ক হোক)

🌸 May Allah give peace & happiness of this day. (আল্লাহ্ এই দিনে শান্তি ও সুখ দান করুন।)

🌸 Wishing you a happy and cheerful birthday. (আপনাকে সুখি এবং আনন্দময় জন্মদিনের শুভেচ্ছা জানাই।) 

🌸 May your day be filled with great moments. (আপনার দিনটি দুর্দান্ত মুহুর্তময় হোক।) 

🌸 Wishing you many years of joy and love. (তোমার জন্য বহু বছরের আনন্দ এবং ভালোবাসা রইল।)

🌸 You deserve all the happiness. (সকল সুখ আপনার প্রাপ্য।)

🌸 I wish you have a wonderful time on this Day. (এই দিনটি আপনার খুব সুন্দর কাটুক এই আমার প্রত্যাশা।)

🌸 I hope this birthday brings you many facilities. (আমি আশা করি এই জন্মদিন আপনাকে অনেক সুজোগ এনে দেবে।)


★RULE:43

Dare এর ব্যবহার;


How dare you?

তোমার সাহস কত?

How dare you say so?

তুমি কোন সাহসে বল?

How dare you do this?

তুমি কোন সাহসে এটা করলে?

How dare you go outside?

তুমি কোন সাহসে বাহিরে গেলে?

কোন কিছুতে বা কোন কিছু করতে অভ্যস্ত বুঝালে Used to ব্যবহার করতে হয়। 

Structure : Subject +person অনুযায়ী am/is/are/was/were + used to + noun/verb1+ ing+ extension.


★RULE:44

Used to এর ব্যবহার


লোকটি চা পান করতে অভ্যস্ত। 

The man is used to tea. 

আমি শহর জীবনে অভ্যস্ত ।

I am used to city life. 

আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত।

I am used to speaking in English.

আমি চা খেতে অভ্যস্ত।

I am used to taking tea. 

সে মোটরসাইকেল চালাতে অভ্যস্ত ছিল।

He was used to riding motorcycles.

আমি জীবন সম্পর্কে কথা বলতে অভ্যস্ত ছিলাম।

I was used to talking about life.

লোকটি ধুমপানে অভ্যস্ত।

The man is used to smoking.

সে সকালে হাঁটতে অভ্যস্ত।

She is used to walking in the morning.

তারা ফুটবল খেলায় অভ্যস্ত।

They are used to playing football .

আমি তোমার সাথে কথা বলতে অভ্যস্ত নয়।

I am not used to talking to you.

ইংরেজি শিখতে তোমার অভ্যস্ত হওয়া উচিত।

You should be used to learning English. 

আমার বন্ধু সংবাদপত্র পড়তে অভ্যস্ত।

My friend is used to reading newspapers.

আমি আমার জীবনকে ভালবাসতে অভ্যস্ত।

I am used to loving my life.


★RULE:45

I am being able- আমি পারছি


আমি ইংরেজিতে কথা বলতে পারছি।

I am being able to speak English. 

সে মোটরসাইকেল চালাতে পারছে।

He is being able to ride a motorcycle.

পা ভাঙ্গা ছেলেটি দৌড়াতে পারছে।

The boy with broken leg is being able to run. 

আমি ইংরেজিতে প্যারাগ্রাফ লিখতে পারছি।

I am being able to write paragraphs in English. 

তারা ফুটবল খেলতে পারছে।

They are being able to play football.

আমি অংকটি করতে পারছি।

I am being able to do the sum.


★RULE:46

Get down to--দেরি না করে শুরু কর।


দেরি না করে ইংরেজি শেখা শুরু কর।

Get down to learn English. 


দেরি না করে খাওয়া শুরু কর।

Get down to eat.


দেরি না করে লিখা শুরু কর।

Get down to write.


দেরি না করে গান করা আরম্ভ কর।

Get down to sing.


★RULE:47

ইংরেজিতে কিভাবে উৎসাহিত করবেন……….


✪ Good job – সাবাশ!

✪ Keep going - চলতে থাকো

✪ Don’t be afraid - ভয় পেয়ো না

✪ Never Give up - হাল ছেড়ো না

✪ That’s a good effort - এটা একটা ভালো প্রচেষ্টা

✪ There is nothing to fear - ভয়ের কোন কারন নেই

✪ I’m so proud of you - আমি তোমার জন্য গর্বিত

✪ Believe in yourself - নিজের ওপর বিশ্বাস রাখ

✪ Nothing is impossible – কোন কিছুই অসম্ভব নয়।

✪ Don’t get nervous - ঘাবড়াবে না

✪ Stay strong - শক্ত হও

✪ I’m behind you absolutely - আমি তোমার পেছনে সম্পূর্ণভাবে আছি

✪ Rest assured - নিশ্চিন্তে থাকুন

✪ Don’t hesitate - সংকোচ করবে না

✪ Do your best - সাধ্যমতো চেষ্টা করো

✪ Don’t worry - চিন্তা করো না

✪ It doesn’t matter - এটা কোন ব্যাপার না

✪ That’s a real improvement - এটা বাস্তবে উন্নতি হচ্ছে

✪ Come on, you can do it - শোন, তুমি এটা করতে পারবে

✪ যদি তোমার ধৈর্য্য থাকে তবে সফল হবে

If you have the patience, so you will be successful.


★RULE:48

কোন কিছু করতে বাধ্য হওয়া বোঝালে Compelled to +v1 বসে। 


আমি ইংরেজি শিখতে বাধ্য।

I am compelled to learn English. 

সে সেখানে যেতে বাধ্য ছিল।

He was compelled to go there. 

সে বইটি পড়তে বাধ্য হয়েছে।

He has been compelled to read the book. 

সে পরীক্ষায় পাশ করার জন্য ইংরেজি শিখতে বাধ্য হয়েছে ।

He has been compelled to learn English to pass the exam.

তুমি আমার সাথে কথা বলতে বাধ্য হবে।

You will be compelled to talk to me.

সে জীবনের জন্য কঠোর পরিশ্রম করতে বাধ্য হয়েছে।

He has been compelled to wark hard for life. 

তোমাদের ইংরেজি শিখার জন্য কঠোর পরিশ্রম করতে বাধ্য থাকা উচিত।

You should be compelled to work hard to learn English.


★RULE:49

There's nothing(মত...কিছুই নেই)


1. There's nothing you can proof = প্রমান করার মত তোমার কাছে কিছুই নেই।


2. There's nothing we can arrange = সাজিয়ে রাখার মত আমাদের কাছে কিছুই নেই।


3. There’s nothing you can appreciate = তুমি প্রসংশা করার মত কিছুই খুজে পাবে না।


4. There’s nothing he can allocate = তার কাছে বন্টন করার মত কিছুই নেই।


5. There’s nothing the scenery can allure = প্রলুব্ধ করার মত দৃশ্যটিতে কিছুই নেই।


★RULE:50

How about + verb(ing) + extension-কেমন হয়।


How about learning computer?

কম্পিউটার শিখলে কেমন হয়?


How about reading newspaper?

পত্রিকা পড়লে কেমন হয়?


How about going home?

বাড়ি গেলে কেমন হয়?


How about learning english? 

ইংরেজি শিখলে কেমন হয়?


★RULE:51

বাংলা শব্দের শেষে -তে প্রত্যয় থাকলে ইংরেজী করতে হলে তার আগে to যোগ করতে হয়। যেমন

Eat= খাওয়া, to eat= খাইতে

go = যাওয়া, to go = যাইতে 

খাইতে আসো = Come to eat.

ঘুমাইতে যাও= Go to sleep. 

.........


★RULE:52

  বাংলায় শব্দের শেষে -মান, কিংবা -অন্ত থাকলে ইংরেজি করার সময় তার সাথে ing যুক্ত হয়।

যেমন:-

ঘুমন্ত বালক= Sleeping boy.

চলন্ত ট্রেন= Moving Train.

উড়ন্ত পাখি= Flying Bird. 

.............


★RULE:53

বাংলা শব্দের শেষে যদি-- ইয়া-প্রত্যয় থাকে তবে ইংরেজী করার সময়

Having been+ V.P.P করতে হয়।

যেমন 

পদত্যাগ করিয়া - Having been Resigned.

নির্বাচিত হইয়া -Having been elected.

শিক্ষিত হইয়া- Having been educated.

......................


★RULE:54

কোন কিছু ইচ্ছে হচ্ছে বা ইচ্ছে করছে প্রকাশ করতে চাইলে নিম্নরূপ হবে । Feel like+ V+ing


আমার চা পান করতে ইচ্ছে হচ্ছে=

I feel like drinking tea. 

আমার ঘুমাইতে ইচ্ছে করছে =

I feel like sleeping.

আমার পড়তে ইচ্ছে হচ্ছে না=

I don't feel like reading.

......................


★RULE:55 বাংলা বাক্যে যদি "কিনা" টাইপের ভঙ্গি থাকে তাহলে ইংরেজী তে কিনার পরিবর্তে If ব্যবহার করতে হয়।


যেমন সে গিয়েছিলো কিনা/ আমি জানি না = I don't know if he went. 


জানি না আমাকে তোমার মনে পড়ে কিনা, কিন্তু তুমি সবসময় আছো আমার কল্পনায় = I don't know if you recall me, but you are always in my contemplation. 


★RULE:56

প্রতীক্ষায় আছি/অপেক্ষার প্রহর গুনছি - এই ধরনে ভঙ্গিতে বাক্য থাকলে তখন নিম্নরূপ হবে।

Looking forward to+ verb+ ing

যেমন:-

তোমার সাথে দেখা করার প্রতীক্ষায়

আছি - I am looking forward to meeting you.

.

আমি বাড়ি যাওয়ার অপেক্ষার প্রহর গুনছি- I am looking forward to going home.

........


★RULE :57

কিছু করতে গিয়ে ও করতে পারেনি এমন বুঝাতে,,,

sub+ couldn't about to + verb 1 + obj.


I couldn't about to tell you. 

আমি তোমাকে বলতে গিয়ে ও বলতে পারিনি।

I  couldn't about to forget you.

আমি তোমাকে ভুলতে গিয়ে ও ভুলতে পারিনি।

I couldn't about to tell the truth.

আমি সত্যটা বলতে গিয়ে ও বলতে পারিনি।

He couldn't about to come.

সে আসতে চেয়েও আসতে পারেনি।


★RULE:58

I know +how to +v1


1. I know how to swim. 

= আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। 

2.  I know how to cook. 

=  আমি জানি কিভাবে রান্না করতে হয়। 

3.  I know how to speak English. 

= আমি জানি কিভাবে ইংরেজি বলতে হয়। 


★RULE:59

Do you know how to (তুমি কি জানো কিভাবে......?)


1. Do you know how to recite Holy Quran= তুমি কি জানো কিভাবে কুরআন তিলাওয়াত করতে হয়?

2. Do you know how to respect others?=তুমি কি জানো কিভাবে অন্যদের সম্মান করতে হয়।

3. Do you know how to talk Sweetly?= তুমি কি জানো কিভাবে সুমধুর ভাবে কথা বলতে হয়।

4. Do you know how to speak in  English? তুমি কি জানো কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়?

5. Do you know how to play football?

তুমি কি জানো কিভাবে ফুটবল খেলতে হয়?


★60

Having a lot of fun= আনন্দ পাচ্ছি /মজা পাচ্ছি। 


আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি=

I am having a lot of fun learning English. 


আমি গরিবদের সাহায্য করে অনেক আনন্দ পাচ্ছি=I am having a lot of fun helping the poor.


আমরা গল্প করে অনেক মজা পাচ্ছি=

We are having a lot of fun gossiping. 


আমি এই বইটি পড়ে অনেক মজা পাচ্ছি=

I am having a lot of fun reading this book.


আমি তার সাথে কথা বলে অনেক মজা পাচ্ছে=I am having a lot of fun talking to her.


★61

Yet to -- এখনো করা হয়নি।


আমি এখনো তাকে প্রপোজ করিনি। 

I am yet to propose her.


আমার এখনো বাজারে যাওয়া হয়নি।

I am yet to go to market. 


টুটুল এখনো আসেনি। 

Tutul is yet to come.


তারা এখনো শুরু করেনি।

They are yet to start.


আমরা এখনো কক্সবাজার যাইনি। 

We are yet to go to Cox's bazar.


★62

Did দিয়ে বাক্য তৈরি 


তুমি কি ইংরেজি শিখে ছিলে?

Did you learn English? 


গতকাল তুমি ইংরেজি প্রাকটিস করেছিলে? 

Did you practice English yesterday? 


তুমি কি কলেজে গিয়েছিলে?

Did you go to College? 


তারা কি গতরাতে টিভি দেখেছিলো?

Did they watch television last night? 


রাহী কি মাদ্রাসায় এসেছিলো? 

Did Rahi come to Madrasah? 


আমরিন কি গরিবদের সাহায্য করেছিলো? 

Did Amreen help the poor?


★63

Cannot + resist + ing = আমি আর পারছি না।


ইংরেজি না শিখে আর পারছি না।

I cannot resist learning English. 


তোমাকে না ভালবেসে আর পারছি না।

I cannot resist loving you.


আম্মুর সাথে কথা না বলে আর পারছি না।

I cannot resist talking to my Mom.


ফ্যান না চালিয়ে আর থাকতে পারছি না। 

I cannot resist turning on the fan.


ঠান্ডা পানি না খেয়ে আর থাকতে পারছি না।

I cannot resist drinking cold water.


স্পোকেন রুলস শিখতে তাকে ভাইকে ফলো না করে আর পারছি না।

I cannot resist following him to learn spoken rules.


★64

It is no use of+ ing( আসলে/ প্রকৃতপক্ষে কোন লাভ নেই)


সময় অপচয় করে আসলে কোন লাভ নেই। 

It is no use of wasting time.


এখন ঘুমিয়ে আসলে কোন লাভ নেই।

It’s no use of sleeping now.


বইটা কিনে আসলে কোন লাভ নেই।

It is no use of  buying the book.


মানুষের সাথে খারাপ ব্যবহার করে আসলে লাভ নাই।

It is no use of misbehaving with people.


নামায ছাড়িয়া আসলে লাভ নেই 

It is no good relinquishing prayer.


★ 65

Likely to= সম্ভাবনা আছে 


আমাদের সিরাজগঞ্জে যাওয়ার সম্ভাবণা আছে= We are likely to go to Sirajganj.


তুমি ও আমি বিকেলে ইংরেজি প্রাকটিস করার সম্ভাবনা আছে=I and you are likely to practice english in the afternoon. 


তাদের আজকে পুকুরে মাছ ধরার সম্ভাবনা আছে=Today they are likely to catch fish in the pond.


এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে= It is likely to rain here.


★66


Fond of= পছন্দ করি। 

আমি ভ্রমণ করতে পছন্দ করি। 

I am fond of traveling. 


আমি কোরআন তেলাওয়াত করতে পছন্দ করি। I am fond of reciting the Quran. 


আমি মাছ ধরতে পছন্দ করি।

I am fond of catching fish.


সে পত্রিকা পড়তে পছন্দ করে।

She is fond of reading newspapers. 


তারা ঘুরতে পছন্দ করে।

They are fond of roaming around. 


মেয়েটি গল্প বলতে পছন্দ করে।

The girl is fond of telling stories.


Spoken Rule 67

So that= “এতই যে”

বাক্যে “এতই….যে” অর্থ প্রকাশ পেলে so that ব্যবহার হয় ।

Structure: Sub + am/is/are + so+ adjective + that +Sub+ verb1+ ext.

Example:

✪ সে ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারি না।

He is so weak in English that he cannot pass in exam.

✪ চাইনিজ ভাষা এতই কঠিন যে আমরা পড়তেই পারি না।

Chinese language is so hard that we cannot read.

✪ মাহি এতই ক্লান্ত যে সে হাটতে পারে না ।

Mahi is so tired that he cannot walk.

✪ রাফি এতই স্মার্ট যে সে সহজেই দৃষ্টি আকর্ষণ করতে পারে

Rafi is so smart that he can draw attention easily.


Spoken Rule 68

Lest (পাছে যদি আবার কিছু হয় ……)

Structure: Clause + Lest + subject+  should+ Clause

✪ কঠোর পরিশ্রম করে পড়ালেখা কর, পাছে যদি আবার অকৃতকার্য হও।

You must study hard, lest you should fail.

✪ তারাতাড়ি তৈরী হও, পাছে যদি আবার ট্রেন মিস করো।

Get ready quickly lest you should miss the train .


Spoken Rule 69

Being = কিছু হয়ে

প্রয়োগ ক্ষেত্র : বাক্যে “কিছু….হয়ে” বুঝালে Being দিয়ে শুরু হবে

Structure: Being + যা হয়ে + Sub + verb1 + ext.

Example:

✪ একজন ছাত্র হয়ে তোমার সময় নষ্ট করা উচিত নয়

Being a student, you should not waste your time.

✪ একজন মুক্ত পেশাজিবী হয়ে কিভাবে আমি ডেস্ক জবে সম্মত হব?

Being a freelancer, how do I agree for the desk job?

✪ একজন রাজনৈতিক নেতা হয়ে কিভাবে সে অপরিপক্ক কথা বলে?

Being a political leader, how does he tell immature word?

✪ একজন গৃহিনী হয়ে কিভাবে সে বেসরকারি চাকুরি করবে ?

Being a housewife, how does she think about private job?


Spoken Rule 70

There seems to be= কোথাও কিছু আছে বলে মনে হলে

Structure: There seem to be+ N/p+ in+ place.

Example:

✪ এই বনে মনে হয় হরিণ আছে।

There seems to be a deer in this forest.

✪ তার মনের ভিতর মনে হয় চালাকি আছে।

There seems to be cleverness in his mind.

✪ এই প্রজেক্টে অনিয়ম আছে বলে মনে হয়।

There seems to be irregularity in this project.


Spoken Rule 71

Hardly= খুবই কম/কদাচিৎ/প্রায়ই না

বাংলা বাক্যে খুবই কম/কদাচিৎ/প্রায়ই না এ ধরনের নেগেটিভ অর্থ

প্রকাশ করলে Hardly ব্যবহার হয় ।

Structure: Sub + hardly + verb + object.

Example:

✪ আমি খুবই কম চা খাই ।

I hardly take tea.

✪ তুমি আমাকে খুবই কম ভালোবাস ।

You hardly love me.

✪ আমি খুবই কম টিভি দেখি ।

I hardly watch TV

✪ ইদানিং তোমাকে দেখাই যায় না

You are hardly seen these days.

✪ তুমি ইদানিং আমার সাথে ঘুরতে বের হও না।

You hardly hang out with me lately.

English 

নূরে আলম স্যার

University of Dhaka

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 

British Council Certified Mentor

01750044274


*Need to••••  দরকার আছে/ প্রয়োজন আছে।


1. Need to know............জানার দরকার আছে।

2. Need to talk.......বলার দরকার আছে। 

3. Need to Learn..... শেখার দরকার আছে।

4. Need to cry........কান্নার দরকার আছে।

5. Need to love........ ভালোবাসার দরকার আছে।

6. Need to laugh.....হাসার দরকার আছে


*No need to••••  দরকার নাই/ প্রয়োজন নাই।


1. No need to talk..কথা বলার প্রয়োজন নাই।

2. No need to know....জানার প্রয়োজন নাই।

3. No need to Learn ..শেখার প্রয়োজন নাই।

4. No need to cry .....কান্নার প্রয়োজন নাই।

5.  No need to love...ভালোবাসার প্রয়োজন নাই।


🌹Used to ••••••• অভ‍্যস্ত( অতীতে )।


1. Used to talk....কথা বলতে অভ‍্যস্ত

2. Used to know.....জানতে  অভ‍্যস্ত

3. Used to learn.........শিখতে অভ‍্যস্ত।

4.  Used to cry..............কাঁদতে অভ‍্যস্ত।

5. Used to love....ভালোবাসতে অভ‍্যস্ত।


🌹No end••••• শেষ নেই।


1. No end to talk .............কথা বলার শেষ নেই।

2. No end to know.. জানার শেষ  নেই।

3. No end to learn.............শেখার শেষ নেই।

4. No end to cry... দুঃখের শেষ নেই

5. No end to love.......ভালোবাসার  শেষ নেই।

Prepared by Noor E Alam

University of Dhaka

Monday, September 27, 2021

Our national flag

 



Every independent nation has a national flag of its own. It symbolizes the independence and sovereignty of an independent country. Bangladesh is also an independent country. So, she has got a flag of her own. Her people feel proud of her flag because it means that Bangladesh is a free and sovereign country. It reminds us of the valiant struggle of our freedom fighters to set the country free. Its shape is rectangular having a proportion of 10:6. It is of different sizes according to its use. The flag is hoisted every day on top of our important government buildings and educational institutions. It is hoisted everywhere on the occasions of the Independence Day and the Victory Day. The national flag is kept half-mast on the occasions of national mourning days. There are two colours. They are green and red. The green is the emblem of the youth and the red is the emblem of the sacrifices of the freedom fighters who laid down their valuable lives during 1971. We salute the national flag and remember the supreme sacrifices of our freedom fighters. I feel very proud of my national flag because whenever and wherever I see the national flag it reminds me that I am a citizen of a free country. I can uphold its honour by doing our national duties properly.

Friday, September 24, 2021

Phrase

           



   Phrase


📗📘Define phrase with its classification 


✏️🖊️Phrase কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণসহ বুঝিয়ে দাও


A phrase refers to a group or a set of words in a sentence or clause having no subject and a finite verb. A phrase never includes a finite verb. It may include a headword.



Phrase হচ্ছে একাধিক শব্দের সমষ্টি যাতে কখনো কোন finite verb থাকেনা। এরা আলাদাভাবে কোন পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে পারে না, কিন্তু বাক্যের বিভিন্ন জায়গায় বসে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে সাহায্য করে।



Example:


Birds are flying in the sky at large.


I’m in a fix what to do.


Never tell a lie.


The words ‘at large (স্বাধীনভাবে), in a fix (বিপদে), tell a lie’ don’t have any subject and finite verb to express the full meaning of the sentence. But, when these are used in a sentence, they help to make a proper meaning of the sentence.




💥Types of phrases: There are 9 types of phrases. These are:


  1. Noun phrase

  2. Prepositional phrase

  3. Adjective phrase

  4. Adverb phrase

  5. Verb phrase

  6. Conjunctional phrase

  7.  Interjectional phrase

  8. Participial Phrase

  9. Absolute phrase

      

💥Noun Phrase: যে সকল phrase, noun এর কাজ করে এবং অন্যান্য noun কে modify করে অথবা নিজেই modified হয় তাদেরকে  noun phrase বলে।


Noun phrase has a noun and modifiers are needed to modify the noun.


💥The three types of noun phrase are:


i. Appositive phrase:

It renames another noun in the sentence.


যে noun phrase অন্য একটি noun সম্মন্ধে comma ব্যবহার করে নতুন তথ্য যোগ করে তাকে appositive বলে।


Example:


Nishad Kamal, my favorite English teacher, is doing this assignment for me.


ii. Gerund phrase:

Gerund phrase starts with a gerund.


Gerund (verb + ing) দিয়ে শুরু হওয়া phrase কে gerund phrase বলে।  


Example:


The ringing of the phone during the prayers in the mosque disturbs me much.


iii. Infinitive phrase:

It has an infinitive (to +the present form of the verb) and modifiers linked to the infinitive.


Infinitive (to+verb) দিয়ে শুরু হওয়া phrase কে infinitive phrase বলে।  


Example:


I like to take a cup of coffee in the morning.


💥2  Prepositional phrase:

Preposition দিয়ে শুরু হওয়া সব phrase কেই prepositional phrase বলা হয়।


A prepositional phrase includes a preposition and a noun and may act as an adjective or adverb.


Example:


She was laughing at the poor.

He put the pen on the table.


💥3. Adjective phrase:

যেসকল phrase বাক্যে adjective এর মত কাজ করে তাদেরকে adjective phrase বলে।


Adjective phrase acts as an adjective in the sentence and modifies the nouns or pronouns.


Example:


The man in the field is my brother.

The boy on the rooftop is my brother.


💥4. Adverb phrase

যেসকল phrase বাক্যে adverb এর মতো কাজ করে তাদেরকে adverb phrase বলে।


It acts as an adverb in the sentence and modifies the verb or adverb.


Example:


The boy stood beside the woman.

She attached the CV along with a photograph.


💥5. Verb phrase:

Verb Phrase বাক্যে finite verb এর কাজ করে। সাধারণত দুই/তিন শব্দ বিশিষ্ট verb কে verb phrase বলা হয়, কিন্তু তারা আসলে verb ই।


A verb phrase is the set of main verbs and an auxiliary verb in the sentence.


Example:


He is singing a song.


They are doing fun in the classroom.


💥6. Conjunctional phrase:

বাক্যে conjunction এর কাজ করে যেসকল শব্দসমষ্টি তাদেরকে Conjunctional Phrase বলে।


Conjunctional phrase acts as a conjunction in the sentence. 


Example:


Come here as early as you can.

She is not only good looking but also smart.


💥7. Interjectional phrase:

যে phrase বাক্যে interjection এর মত কাজ করে তাকে interjectional phrase বলে।


The phrase that acts like an interjection is called an interjectional phrase.


Example:


Alas! He is undone!

Ah! What a  charming scenery!


💥8. Participial phrase:

একটি present বা past participle দিয়ে শুরু হওয়া phrase কে Participial Phrase বলে।


The participial phrase has a present or past participle as a headword.


Example:


Coming to the university, I came to know the matter.


💥9. Absolute Phrase:

সাধারনত absolute phrase এর একটি subject থাকে কিন্তু কোন finite verb থাকে না। এটি সম্পূর্ণ sentence টিকে মূল্যায়ন করে, শুধু  একটি noun কে নয়।


Absolute Phrase has a subject having no acting verb and modifies the whole sentence, not just the noun.


Example:


His arrival for the first time, we all became delighted.


💥How phrases differ from clauses:



📘📗Differences between    Phrases and Clauses:


Definition    A phrase refers to a group or a set of words in a sentence or clause having no subject and a finite verb. It varies a lot in length, but never includes the subject and finite verb. It includes a headword.

Phrase হচ্ছে এক বা একাধিক শব্দ সমষ্টি যার কখনো subject বা finite verb থাকেনা। এরা আলাদা করে কোন পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু বাক্যের বিভিন্ন যায়গায় বসে একটি বাক্যের পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে সাহায্য করে। কারণ, এদের কোন নিজস্ব subject বা finite verb থাকেনা। 


 Birds are flying in the sky at large.

 

I’m in a fix what to do.


 Never tell a lie.


The words ‘at large, in a fix, tell a lie’ don’t have any subject and finite verb to express the full meaning of the sentence. But, when these are used in a sentence, they help to make a proper meaning of the sentence.


ব্র্যাকেটে (at large, in a fix, tell a lie) উল্লেখিত শব্দ গুলোর নিজস্ব কোন subject or finite verb নেই, তাই তারা আলাদাভাবে কোন অর্থ প্রকাশ করতে পারেনা।  কিন্তু বিভিন্ন বাক্যের সাথে বসে সেই বাক্যের পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে সাহায্য করে।


It can not stand alone in a sentence or can’t express a full meaning.

Phrase একটি sentence হিসেবে গ্রহনযোগ্য নয়  পারেনা কারণ এর কোন  subject এবং verb নেই।


There are nine types of phrases.

 

Clause:

It is a group of words that contain both a subject and a predicate. No sentence can be made without the clause.


প্রতিটি Clause এ একটি  subject এবং একটি verb থাকে।


He bought a new car.

এখানে “He bought a new car” একটি clause যার একটি subject এরং একটি verb আছে।


It can stand alone in a sentence as it has subject and a finite verb. Clause একটি পূর্ণ sentence হিসেবে আসতে পারে, কারণ এর একটি subject এবং একটি verb আছে।


There are two types of the clause. These are: For example: If you study hard, you will shine in life.


1. Independent or Main Clause

You will shine in life ( Must have subject and finite verb)


2. Dependent or Subordinate Clause

If you study hard ( no finite verb. It follows the independent clause.)


📗📗📗📘📘📘📗📗📗📘📘📘📗


Prepared by Noor E Alam

University of Dhaka


Poem: Two mothers remembered

 Two Mothers Remembered Joann Snow Duncanson I had two Mothers two Mothers I claim Two different people, yet with the same name. Two separat...