Self introduction ইংরেজিতে “কিভাবে নিজেকে পরিচিত করতে হয়?” How to introduce? First class





Overcome your shyness (লজ্জা, ভয়, জড়তা) and keep practising with your family, friends, colleagues....

👩‍❤️‍👩“কিভাবে নিজেকে পরিচিত করতে হয়?”


How to introduce Yourself and Others- English Spoken Series


Class number- One

How to introduce yourself and others is the 1st lesson of English Spoken Series where you will learn some essential phrases which should be used in different situations both in formal and informal expressions. Here, I am going to discuss over a few basic expressions based on the introduction process and the recommended phrases for such conversations.

“কিভাবে নিজেকে পরিচিত করতে হয়?”  আমাদের English Spoken Lessons এর উপর ১ম অধ্যায় যেখানে তুমি শিখতে পারবে কিছু প্রয়োজনীয় শব্দাংশ (Phrases) যা formal এবং informal উভয় অভিব্যক্তি দিয়ে প্রকাশ করা যায়। এখানে, আমি আলোচনা করতে যাচ্ছি পরিচিত পর্বের  কিছু ধরন এবং সেক্ষেত্রে ব্যবহার করা যায় এমন কিছু শব্দাংশের (Phrases) উপর।

After reading this lesson, you will learn the Phrases on Saying Hello, Introducing Yourself Formally, Introducing Yourself Less Formally, Replying to a Formal and an Informal Introduction, Introducing Yourself before a Speech, and introducing People to the Public.

সফলভাবে এই অধ্যায়টি পড়ার পরে তুমি শিখতে পারবে নির্দিষ্ট কিছু শব্দাংশ বা (Phrases) কাওকে সম্ভাষণ জানানো, নিজেকে এবং উপায়ে নিজেকে পরিচিত করানো,অন্য কারো পরিচয় পর্বে উত্তর প্রদান,বা অন্য কাওকে অন্য কারো সাথে পরিচয় করে দেওয়া।

In our daily life, for communicating with others, it is essential to know both the formal and informal expressions in spoken language in order to introduce ourselves or others or to start a conversation with the strangers.

অন্যান্য মানুষদের সাথে আচার আচরণে এবং যে কোন তথ্য সংগ্রহের কাজে আমাদের কথ্য ইংরেজির কিছু ভাষা জানা উচিৎ যা আমরা কারো সাথে পরিচিত হওয়ার সময় ব্যবহার করতে পারব formal এবং informal উপায়ে।

Now, look at the topic ‘How to Introduce’ through which we will learn some common phrases of spoken English. All of them indicate the situation when you are going to introduce yourself or others or replying to others questions during similar types of introduction.

এখন এই অধ্যায়টির শিরনামটি লক্ষ্য করো যার মধ্যে দিয়ে আমরা কিছু শব্দাংশ (Phrases) শিখব। এটি এমন একটা পরিবেশকে বোঝায় যেখানে তুমি কারো সাথে পরিচিত হবে বা অন্য কাওকে পরিচয় করিয়ে দেবে। সুতুরাং, পড়ে নাও Lesson টি এবং অনুশীলন শুরু করে দাও নিয়মিত। মনে রাখবে Spoken English শেখার মূলমন্ত্র ‘বলতে শেখা’। ভুল হবে ভেবে যদি ভয় করো তবে জেনে রাখো ব্যর্থতা হল সফলতার দিকে প্রথম ধাপ!

Now, let’s begin the journey with pleasure…
এখন আমাদের আলোচনা শুরু করা যাক…

Expression 01: How to Say Hello
(কিভাবে কাওকে সম্ভাষণ জানাতে হয়?)

Here, you need to deliver your first expression when you meet someone or start talking.
(তুমি এই Phrases গুলো ব্যবহার করবে যখন তুমি প্রথম কারো সাথে কথা বলছ বা পরিচিত হচ্ছ)
Spoken Phrase:
Hi

Hello

How are you?

What's up?

How are you doing?

How do you do?

Good morning/ afternoon/ evening

Nice to see you

Good to see you.

Examples in sentences:

  • Hi, Mahi
  • Hello, May I come in?
  • How are you, Faisal?
  • Good morning, Mr Rasel.
  • Nice to see you again, Faisal 

Expression 02: How to Introduce Yourself Formally
(কিভাবে নিজেকে প্রাতিষ্ঠানিক ভাবে পরিচিত করতে হয়?)

Here, it is the situation when you need to introduce yourself to others in a formal way. These expressions are used in offices, institutions, and organizations.
(তুমি এই Phrases গুলো ব্যবহার করবে যখন তুমি নিজেকে অন্য কারো সাথে উপায়ে পরিচয় করিয়ে দিচ্ছ। এই শব্দাংশগুলো বিভিন্ন প্রতিষ্ঠান,স্কুল বা অফিসে ব্যবহার করা হয়।)
Spoken Phrase:
I’d like to introduce myself
Let me introduce myself
How do you do?
Nice to meet you
I’m delighted to meet you

Examples in sentences:

  • I’d like to introduce myself. I’m Asif Zunaid from Bangladesh.
  • Let me introduce myself. Dr Asad.
  • How do you do? My name is Noor E Alam. I run the HOPELAND English Learning Center.
  • Nice to meet you Noor. We spoke on the phone last week,
  • I’m delighted to meet you. My name is Subha.

Expression 03: How to Introduce Yourself Less Formally
(কিভাবে নিজেকে অপ্রাতিষ্ঠানিক ভাবে পরিচিত করতে হয়?)

It is a friendly situation where you are going to introduce yourself to other friends and these expressions are informal.
(তুমি এই Phrases গুলো ব্যবহার করবে যখন তুমি কারো সাথে পরিচিত হও বন্ধুত্বপূর্ণ পরিবেশে)
Spoken Phrase:
I’m…
Hi
Hello
(Name), from…(place)
My name is…

Example in sentences:

  • I’m Rishat, Rehan’s cousin.
  • Hi. Nice to meet you. I’m Jubayer but everyone calls me J.
  • Hello, Samara.
  • Rohan, from Bangladesh.
  • My name is Tanisha.

Expression 04: How to Reply to a Formal Introduction
(কিভাবে প্রাতিষ্ঠানিক ভাবে পরিচিত পর্বের উত্তর করতে হয়?)

Now, it is the time when you need to reply to others when they are introducing themselves and your speeches must be formal.
(তুমি এই Phrases গুলো ব্যবহার করবে যখন কেও তোমার সাথে পরিচিত হতে চাচ্ছে এবং তুমি তার কথার উত্তর দিতে চাও প্রাতিষ্ঠানিক ভাবে)
Spoken Phrase:
Glad to meet you

Nice to meet you

Pleased to meet you

I'm delighted to meet you

My pleasure


It’s an honour.

Examples in sentences:

  • Nice to meet you, Asif 
  • Pleased to meet you, Faisal.  I’m Dr John.
  • I’m delighted to meet you. Welcome to Bangladesh.
  • My pleasure. Have you had a good trip?
  • It’s an honour.

Expression 05: How to Reply to an Informal Introduction
(কিভাবে অপ্রাতিষ্ঠানিক ভাবে পরিচিত পর্বের উত্তর করতে হয়?)

Again, it is the time when you need to reply to others when they are introducing themselves but this is informal situation with friends.
(তুমি এই Phrases গুলো ব্যবহার করবে যখন কেও তোমার সাথে পরিচিত হতে চাচ্ছে এবং তুমি তার কথার উত্তর দিতে চাও বন্ধুত্বপূর্ণ ভাবে)
Spoken Phrase:
Hi
Hello
Nice to get to meet you too
Lovely to meet you
How are you?

Examples in sentences:

  • Hi. I’m Faisal.
  • Hello. Asif Zunaid.
  • Nice to get to met you too. I’m Faisal.
  • Lovely to meet you. Would you like a drink?
  • How are you? It’s good to get to know you at last!

Expression 06: How to Introduce Yourself before a Speech
(কিভাবে কোন আলোচনার মধ্যে নিজেকে পরিচিত করানো যায়?)

Suppose, you are going to deliver an official speech before an audience and you need to introduce yourself using these expressions.
(তুমি এই Phrases গুলো ব্যবহার করবে যখন তুমি প্রাতিষ্ঠানিক ভাবে একটি সভার সামনে নিজেকে পরিচয় করাতে চাও)
Spoken Phrase:
I am …(full name)
I’d like to introduce myself
Let me introduce myself
My name is …(full name)
I’m called …(full name).

Examples in sentences:

  • I am Asif Zunaid  from Dhaka. I work for a private company.
  • I’d like to introduce myself. I am Asif, working for a private company as a manager.
  • Let me introduce myself. Asif Zunaid.
  • My name is Asif Zunaid, working for a private company as a manager.
  • I’m called Asif Zunaid, Faisal is  my friend.

Expression 07: How to Introduce People to the Public
(কিভাবে অন্য কাওকে অন্যদের কাছে পরিচিত করাতে হয়?)

Now, not for yourself but you need to introduce someone else to other people and in that case you are talking on behalf the person.
(তুমি এই Phrases গুলো ব্যবহার করবে যখন তুমি অন্য কাওকে অন্যদের সাথে পরিচয় করিয়ে দিতে চাও)
Spoken Phrase:
This is
May I introduce…(full name)?
Let me introduce…(full name).
I’d like you to meet
Have you already met …(full name)?

Examples in sentences:

  • This is Asif Zunaid.
  • May I introduce Asif Zunaid? Mr. Zunaid is a Lawyer.
  • Let me introduce Asif Zunaid. He will be joining our training team.
  • I’d like you to meet Dr. Asad. He’s the Head Surgeon at Dhaka Medical College & Hospital.
  • Have you already met Dr Asad? He runs this lab.

Physical Appearance or Requirement while speaking: You need to concentrate on your body language too. There are 4 points to be noted while speaking.

  • Straight Posture
  • Eye Contact
  • Firm Handshake
  • Smile

কথা বলার সময় তোমাকে তোমার শারীরিক আচরণ এর উপর খেয়াল করতে হবে যেগুলো মূলত ৪ ভাগে ভাগ করা যায়ঃ

– সোজাসুজি দাড়িয়ে বা বসে থাকতে হবে। কোন দিকে হেলে থাকা চলবেনা।
– তোমার চোখের দৃষ্টি শ্রোতার দৃষ্টি বরাবর থাকতে হবে।
– হাতে হাত মেলাতে হবে পরিচিত হবার সময়।
– কথা বলার সময় মুখে হাসি রাখতে হবে আত্মবিশ্বাস এর সাথে।

এখন চেষ্টা করো উপরে উল্লেখিত শব্দাংশ বা (Phrases) গুলো তোমার বাস্তব জীবনের কথোপকথনে ব্যবহার করার। ধীরে ধীরে তুমি একজন ভালো শ্রোতা এবং বক্তা হয়ে উঠবে। শুধুমাত্র এই (Phrases) গুলো মুখুস্ত করে তুমি Spoken English এর ক্ষেত্রে সফল হতে পারবেনা যদি না তুমি এগুলো নিয়মিত চর্চা করো। আমি আশা করছি যে “কিভাবে নিজেকে পরিচিত করতে হয়?” এই অধ্যায়টি তোমার জন্য অনেক উপকারী হবে যদি তুমি ইংরেজিতে কথা বলা শিখতে চাও। আর যদি কিছু জানার থাকে এই বিষয়ে তবে অবশ্যয় মন্তব্য শাখায় জানাবে।

Now, try to use these expressions and phrases in your real life communication with your friends, classmates, relatives or group mates. With time, you will be a good listener and at the same time an active speaker. Only memorizing these phrases cannot be fruitful if you do not apply these in your practical life.

I hope this first lesson on ‘How to introduce yourself and others both in formal and informal situations’ will be useful for you if you want to learn the standard forms of expressions in spoken English. For any type of issue regarding this lesson, let me know your thoughts or questions if you need.

Here’s a selection of scenes from different series and movies showing how people can introduce themselves and each other in English. Watch it and learn the expressions of the native English people. 

To be continued .......

Prepared by Noor E Alam

University of Dhaka




Comments

Popular posts from this blog

HSC English First Paper | Unit: 1, Lesson: 1 | People or Institutions Making History | Nelson Mandela, from Apartheid Fighter to President

Comprehension

Class 6, poem "Holding Hands"