Posts

English rules

 1. যে সকল word বা শব্দের শেষে ce, cy, ity, ty, ness, hood, dom, tion, sion, ance, age, ment, th, ইত্যাদি suffix বা প্রত্যয় যুক্ত থাকে তখন উহা সাধারণত Noun হয়। যেমনঃ Education, Importance, etc . They like education . . 2. শব্দের শেষে able, ous, ant, ent, le, al, ful, er, est, ive, ইত্যাদি থাকলে উহা Adjective হয়। শব্দের পূর্বে more/most/less/least থাকলে,উহা Adjective হয়।যেমনঃ Beautiful, Best, Important, ইত্যাদি। His friend will not do illegal matter. . 3. Adjective এর শেষে ly যোগ করে সাধারণত Adverb হয়। আবার ly বাদ দিলে উহা Adjective হয়।যেমনঃ slow → slowly, slowly → slow. Example: He did not it slowly. It was slow. . 4. শব্দের শেষে te, d, ed, ain, fy, e, en, ize, se, ing, ইত্যাদি থাকলে উহা verb হয়। যেমনঃ build, beautify, made ইত্যাদি। . 5. a) শব্দের শেষে ce/cy বাদ দিয়ে t/te যোগ করলে Adjective হয়। যেমনঃ Importance →Important. . b) শব্দের শেষে ity বাদ দিয়ে Adjective হয়। যেমনঃ Popularity (জন প্রিয়তা) Popular (জনপ্রিয়) . c) শব্দের শেষে ness বাদ দিয়ে Adjective হয়। যেমনঃ awfulness,(ভয়ানকতা...

Pronunciation

Image
 1. Suggestion- শব্দটির অর্থ হলো ''পরামর্শ, ইঙ্গিত, সংকেত" । "সাজেশন" উচ্চারণটি সম্পূর্ণ ভুল,,, সঠিক উচ্চারণ হবে "সাজেস'চন বা সাজেস'চান"। 2. President - শব্দটির অর্থ হলো 'সভাপতি বা রাষ্ট্রপতি'। "প্রেসিডেন্ট" উচ্চারণটি সম্পূর্ণ ভুল,,, সঠিক উচ্চারণটি হবে "প্রেজিডেন্ট"। . 3. Usage- শব্দটির অর্থ হলো 'ব্যবহার, ধারা, রীতি'। "ইউসেজ" উচ্চারণটি সম্পূর্ণ ভুল,,, সঠিক উচ্চারণটি হবে "ইউজিজ বা ইউসিজ"। . 4. Examine- শব্দটির অর্থ হলো "পরীক্ষা করা, গবেষণা করা"। "ইগ'জামাইন" উচ্চারণটি সম্পূর্ণ ভুল,,, সঠিক উচ্চারণটি হবে "ইগজামিন"। . 5. Question - শব্দটির অর্থ হলো "প্রশ্ন"'। "কোস্চিন" উচ্চারণটি সম্পূর্ণ ভুল,,, সঠিক উচ্চারণটি হবে "কোয়েস'চান"। . 6. Ghost - শব্দটির বাংলা অর্থ হলো '' ভূত, প্রেত"। "ঘৌস্ট" উচ্চারণটি সম্পূর্ণ ভুল, 100% ভুল,,,,, সঠিক উচ্চারণটি হবে "গৌস্ট"। Ghee = গী, কারণ,, ইংরেজিতে 'ঘ' বলে ...

Vocabulary

Image
  1. Falacy/ misconception ভুল ধারণা 2. Utopia কল্পরাজ্য যেখানে সবকিছু সুন্দরভাবে চলে 3. Peevish/ irritating বিরক্তিকর 4. Defy অমান্য করা 5. Credulous/ gullible সহজেই বিশ্বাস করে এমন ব্যক্তি 6. Demise মৃত্যু 7. Untoward অবাঞ্চিত 8. Omnipotent সর্বশক্তিমান 9. Omniscient সর্বজ্ঞ 10. Omnipresent সর্বত্র বিরাজমান 11. Procrastination দীর্ঘসূত্রতা/ গড়িমসি 12. Profound অসীম, গভীর, অগাধ 13. Unprecedented অভূতপূর্ব 14. Dissertation প্রবন্ধ/ নিবন্ধ 15. Sedentary কাজের অভাবে অলসভাবে বসে থাকা 16. Monotonous একঘেয়ে 17. Snarl চিৎকার করা 18. Twist জট পাকানো/ ঝামেলা 19. Entangled জড়িয়ে যাওয়া 20. Recuperate আরোগ্য লাভ করা/ 21. পুনরুদ্ধার করা regain, restore 22. Insipid নীরস 📚ইংরেজিতে দুর্বল হলে "Basic English Course" আগে করে নেওয়া ভালো। তারপর Advanced English and IELTS কোর্স করা হবে আপনার জন্য wise decision. এভাবে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। ✏️✒️ভর্তি হতে ও বিস্তারিত জানতে ফোন করুন এই নাম্বারে: Hopeland> 01750044274

Tips and tricks for writing Q/A

Image
  ইংরেজিতে প্রশ্নোত্তর লেখার কিছু সাধারণ গাইডলাইন (Some common guidelines to write down the answers to the questions in English) 1. প্রশ্ন (Questions) যদি Do/ Does দিয়ে শুরু হয় তবে উত্তর (Answers) লেখার সময় do/ does উঠে যাবে এবং প্রশ্নটিকে Assertive sentence এ পরিনত করতে হবে। Does দিয়ে শুরু হলে উত্তর লেখার সময় subject এর পরে verb এর সাথে s/es/ies যুক্ত হবে। Negative sentence হলে Subject এর পরে don't/ doesn't এবং মূল Verb এর present form হবে। Subject যদি Third person singular number ( He, she, it, Faisal, Sneha, Dhaka, The boy, The girl..) হয় তবে মূল verb এর সাথে s,es, ies যুক্ত হয়।  যেমন: (i). Why do you love cricket? Answer: I love cricket because it gives me immense pleasure. (ii). Does she love cricket? Answer: Yes, she loves cricket a lot./ No, she doesn't./ No, she doesn't love cricket. (iii). Do you play football? Answer: Yes, I do./ Yes, I play football./ No, I don't./ No, I don't play football. 2. প্রশ্ন যদি Did দিয়ে শুরু হয় তবে Answer লেখার সময...

Synonyms for BCS and Academic English

Image
 📚গুরুত্বপূর্ণ কিছু সমার্থক শব্দ (Synonyms) যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ১০ম থেকে ৪০তম বিসিএস এর সকল Synonym এবং Antonym একসাথে: Synonyms: Appall (মর্মাহত করা/আতঙ্কিত করা) --- dismay (আতংকিত করা) [৪০তম] Franchise (ভোটাধিকার) ---- privilege (নাগরিক অধিকার) [৩৮তম] Appended (যোগ করা) ---- joined (যোগ করা) [৩৭তম বিসিএস] Alluring (লোভনীয়)---- tempting (প্রলুব্ধকর) [৩৭তম] proviso (শর্ত) ----Stipulation (শর্ত) [৩৭তম] venerate (সম্মান করা) ---- Respect (সম্মান করা) [৩৬তম] Initiative (উদ্যোগ)---- enterprise (উদ্যোগ) [৩৫তম] Exponentialy (দ্রুতগতিতে) ----- Rapidly (দ্রুতগতিতে) [৩৫তম] periphery (শেষ সীমানা, প্রান্ত) ---- Marginal areas (প্রান্তিক এলাকাসমূহ) [৩৫তম] Authoritarian (স্বৈরশাসক) ---- Autocratic (স্বৈরাচারী)[৩১তম] permissive (স্বাধীনচেতা) ---- liberal (উদার) [৩২তম] Succumb (দাখিল করা) ---- submit (দাখিল করা) [৩৩তম] Extempore (পূর্বপ্রস্তুতিহীন) ----- Impromptu (পূর্বপ্রস্তুতিহীন)[৩২তম] Menacing (ভীতিকর) ---- Alarming (ভীতিকর) [৩২তম] Courteous (ভদ্র) ---- g...

Important connectors for SSC & HSC

Image
Sentence connectors/ Sentence linkers:  Connect means join বা যুক্ত করা। They are conjunctions. The words or phrases which connect or link the sentences to make them meaningful are called connectors or linkers. যেসব word বা phrase. linkers হিসেবে ব্যবহৃত হয় সেগুলো হলো : 1. Sub-ordinating conjunction : that, so that, in order that, it, whether, though, although, since, as, in order to etc. 2. Co-ordinating conjunction : and, but, or, therefore, as well as, as soon as, both, and, yet, still, either..or, neither.. nor, so, otherwise, while, whereas, not only...but also, both...and, so...that, no sooner... that etc. Rule-1: কোনো বর্ণনার ধারাবাহিকতা বা ঘটনাক্রম বোঝাতে সাধারণত যেসব Linkers ব্যবহৃত হয়- * At first , firstly, in the first place, at the beginning... * Secondly, thirdly,... finally. * At last, lastly, in the end, to conclude...finally. * next, after that, then, afterword... ইত্যাদি Example : If you want to do well in the examination, you have to certain things. At first you...

Antonyms

Image
  📚340 Words--শুধু শব্দের অর্থ জানলেই হবেনা এদের সঠিক ব্যবহারও জানতে হবে ! 📘নিজেকে এগিয়ে রাখূন!! ❤️✒️ইংরেজিতে Smartly, fluently, effectively, easily and correctly কথা বলতে চাইলে বিপরীতার্থক শব্দ (Antonyms) বেশি বেশি জানতে হবে এবং যথাযথ ব্যবহার (proper utilisation) জানতে হবে । 📚গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ (Antonyms- Opposite meaning ) 1. Noble - ignoble 2. Happy - unhappy  3. Import - export  4. Interior- exterior  5. Maximum - minimum 6. Include - exclude 7. Junior - senior 8. Above - below 9. Majority - minority 10. Optimist - pessimist 11. Superior - inferior 12. Accept - refuse 13. Civilized - uncivilized/savage/barbaric 14. Big - small 15. Acquire - lose 16. Ancient - modern 17. Agree - disagree 18. Alive - dead 19. Barren - fertile 20. Admire - despise 21. Blunt - sharp 22. Bold - timid 23. Bright - dim/dull 24. Broad - narrow 25. Care - neglect 26. Confess - deny 27. Cool - warm 28. Best - worst 29. Energetic- lethargic 30. Clean  - dirty 31. Cruel -...

Important Synonyms

Image
  আজকের ৭১ ! নিজেকে এগিয়ে রাখূন! ❤️✒️ইংরেজিতে Smartly and correctly কথা বলতে চাইলে সমার্থক শব্দ (Synonyms) বেশি বেশি জানতে হবে এবং যথাযথ ব্যবহার (proper utilisation) জানতে হবে । 📚গুরুত্বপূর্ণ কিছু সমার্থক শব্দ ! শ্রদ্ধেয়= Respectable, Honourable, valued, august, venerable, reverend বদমাইশ= Nefarious, knave, impish, scoundrel, villain মূল্যবান= Valuable, precious, costly, useful, beneficial, চমৎকার= Excellent, superb, outstanding, splendid. আন্তরিক= Cordial, friendly, affectionate, warm-hearted. আকর্ষণীয়= Attractive, cute, adorable, pretty, catchy, appealing বিরক্তিকর= Boring, tedious, dull, disgusting, annoying, irritating বিখ্যাত= Famous, popular, well known, prominent, famed, celebrated কুখ্যাত= Notorious, raffish, infamous, egregious মন্দ/খারাপ= Bad, inferior, unsatisfactory, nasty, imperfect. সুখী/আনন্দিত= Happy, cheerful, cheery, merry, joyful, jovial ধৈর্যশীল= Patient, tolerant, calm, forbearing, persistent, বোকা/নির্বোধ= Silly, foolish, stupid, unintellig...

Lecture sheet on Proverbs

Image
        ✒️❤️Proverb- প্রবাদ নেংটার নেই বাটপারের ভয়। A beggar has nothing to lose. ক্ষমা কর ও ভুলে যাও । Forgive and forget. সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। Time and tide wait for none. বিনা মেঘে বজ্রপাত  A bolt from the blue. চোর পালালে বুদ্ধি বাড়ে। After meat comes the mustard. ছেড়ে দে মা কেঁদে বাঁচি। Don't nag me, and leave me in peace. অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু A friend in need is a friend indeed. যেমন কর্ম, তেমন ফল। As you sow, so you reap. টাকায় টাকা আনে। Money begets money. ভাবিয়া  করিও কাজ, করিয়া ভাবিও না Look before you leap. আয় বুঝে ব্যয় করো Cut your coat according to your cloth. কাটা ঘায়ে নুনের ছিটে । To add insult to injury. নিজের পায়ে নিজে কুড়াল মারা। To dig one’s own grave. সবুরে মেওয়া ফলে/ ধৈর্য্য ধরা কষ্টের কিন্তু এর ফল মিষ্টি Patience is bitter but its fruitis is sweet সঙ্গদোষে লোহা ভাসে  A man is known by the company he keeps গাছে কাঁঠাল গোঁফে তেল । Don’t count your chickens before they are hatched . বিন্দু ...

Preposition Lecture sheet

Image
    English নূরে আলম স্যার University of Dhaka Ex Lecturer: BIT & South Point Cell number: 01750044274 1. 📚নিম্নের শব্দগুলোর পর Preposition 'to' বসে। detrimental, incline, harmful, beneficial, injurious, according, accustomed, add, admit, affectionate, attend, bar, cling, belong, close, commit, common, known, confined, congenial, contrary, dedicate, devote, expose, exceptional, yield, grateful, hostile, indebted, introduced, irrelevant, liable, loyal,object, prefer, preferable, senior,junior, inferior, superior, talk, adjacent, adhere, stick, next, prone, refer, reply, speak, lead, eager,willing, indifferent, attentive, married, known, with a view to, look forward to 2. 📚নিম্নের শব্দ গুলোর পর in বসে। expert, excel, indulge, succeed, believe, faith, assist, interested, consist (নিহিত অর্থে), lie, encourage, grory, persist, rich, trade. 3. 📚 নিম্নের শব্দ গুলোর পর from বসে। refrain, resist, abstain, prohibited, protect, prevent, preserve, aloof, different, s...