Tuesday, February 25, 2025

Conditional

 


Conditional Sentences Rules:

1. If যুক্ত Clause এর Verb Present Tense হলে, পরবর্তী Clause-এ Sub+ will/can/may+ Verb1+ Ext.


a) If I have time, I will go to the party

 Or, If I have time, I can go to the party.

Or, If I have time, I may go to the party.


More ExamplesI

If you study hard, you will pass the exam.

Or, If you study hard, you can pass the exam.

Or, If you study hard, you may pass the exam.



2. If যুক্ত Clause এর Verb Past Tense হলে, পরবর্তী Clause-এ Sub+ would/could/might+ Verb1+ Ext.


a) If I had time, I would go to your party.

Or, If I had time, I could go to your party.

Or, If I had time, I might go to your party.


More Example: If I studied hard, I would get a job.

Or, If I studied hard, I could get a job

Or, If I studied hard, I might get a job

If I studied hard, I would get a job-আমি যদি ভালভাবে পড়াশুনা করতাম তাহলে একটা চাকুরী পেতাম। 


3. If যুক্ত Clause এর Verb Past Perfect Tense হলে, পরবর্তী Clause-এ Sub+ would have/could have/might have+ Verb3+ Extension 


• If যুক্ত Clause এর Verb Past Perfect Tense হলে, পরবর্তী Clause-এ Sub+ would have/could have/might have+ Verb3+ Ext.


Example:If I had heard your sickness, I would have visited you.

Or, If I had heard your sickness, I could have visited you.

Or, If I had heard your sickness, I might have visited you


More Examples:If I had known your address, I could have written you a letter.

Or, If they had invited me, I might have gone to the party.

Or, If you had fallen down from the tree, you would have hurt yourself.


*যেমনঃ

If I had heard your sickness, I would have visited you- আমি যদি তোমার অসুস্থতার খবর শুনতাম তাহলে তোমাকে দেখতে যেতাম। তার মানে, অসুস্থতার খবর ও শুনিনি দেখতেও যায়নি।–অতীতকালের অবাস্তব কল্পনাকে বুঝাচ্ছে।


Zero conditional:


If + present simple, present simple.


Examples:


1. If you heat water to 100°C, it boils.



2. If you touch fire, it burns.



3. If it rains, the ground gets wet.



4. If you mix red and blue, you get purple.



5. If the sun sets, it gets dark.



6. If you don't water plants, they die.



7. If you freeze water, it turns into ice.



8. If you press the switch, the light turns on.



9. If babies are hungry, they cry.



10. If you eat too much, you feel full.




Happy learning with Noor E Alam

Tense in pictures








































 

Monday, February 24, 2025

Present Indefinite/ Simple Present

 


Tense in Bangla


 1. Simple present/ present indefinite tense: সে সাধারণত কবিতা লেখে। He usually writes poems.


2. Present continuous/ Present progressive tense: সে এখন কবিতা লিখছে।  He is writing poems now.


3. Present perfect tense: সে এইমাত্র কবিতা লিখেছে। He has  written poems just now. 


4. Present perfect continuous/ Present perfect progressive tense: সে সকাল থেকে কবিতা লিখছে।  He has been writing poems since morning.


5. Simple past/ Past indefinite tense: সে গতকাল কবিতা লিখেছিলো। He wrote poems yesterday.


6. Past continuous/ Past progressive tense: সে গত সপ্তাহে কবিতা লিখছিলো। He was writing poems last week.


7. Past perfect tense: তুমি অফিসে যাওয়ার পূর্বে সে কবিতা লিখেছিলো। He had written poems before you went to office.


8. Past perfect continuous/ Past perfect progressive tense:  সে বিগত কয়েক বছর যাবৎ কবিতা লিখছিলো। He had been writing poems for the last few years.


9. Simple future/ Future indefinite tense: সে আগামীকাল কবিতা লিখবে।  He will write poems tomorrow.


10. Future continuous/ Future progressive tense: সে আজ রাতে কবিতা লিখতে থাকবে।  He will be writing poems tonight 


11. Future perfect tense: সে আগামী কালের মধ্যে কবিতা লিখে রাখবে। He will have written poems by tomorrow.


12. Future perfect continuous/ Future perfect progressive tense: সে আগামী কয়েকবছর যাবৎ কবিতা লিখতে থাকবে। He will have been writing poems for the next few years.


Prepared by: Noor E Alam

Interrogative types: Types of making questions

 

Types of making questions or interrogative 


1. Yes/No Questions: / Polar question 


Ask for a simple "yes" or "no" answer.


Are you happy?


Do you like ice cream?




2. Wh- Questions/ Open ended question / Free question


Use question words (who, what, where, when, why, which, whom, how..) to get specific answers.


What is your name?


Where do you live?




3. Choice Questions

Give options to choose from.


Do you want tea or coffee?


Is it red or blue?




4. Tag Questions

Add a small question at the end of a statement.


It’s cold today, isn’t it?


You like this movie, don’t you?




5. Rhetorical Questions

Don’t need an answer, used for effect.


Who doesn’t love holidays?


Isn’t this amazing?


6. A declarative question is a sentence that is structured like a statement but is intended to ask a question. It typically ends with a question mark. For example:


"You’re coming with us?"


"She’s the new manager?"



These questions rely on context, tone, or inflection in spoken language to convey that they are questions.


l

Rare verbs beginning in x, y, z

 



Verbs beginning in "Z"


1. Zap (ধ্বংস করা, আঘাত করা) – To destroy or attack suddenly.


Example: The superhero zapped the enemy with his laser.


সুপারহিরো তার লেজার দিয়ে শত্রুকে ধ্বংস করল।



2. Zip (জিপার লাগানো, দ্রুতগতিতে চলা) – To fasten with a zipper or move quickly.


Example: He zipped up his jacket before going outside.

 বাইরে যাওয়ার আগে সে তার জ্যাকেটের জিপার দিয়ে দিল।



3. Zoom (দ্রুত এগিয়ে যাওয়া, জোরে চলা) – To move very fast or increase suddenly.


Example: The car zoomed past us.


গাড়িটি আমাদের পাশ দিয়ে বেগে ছুটে গেল।



Beginning in "X"

4. Xenograft – শরীরে অন্য উৎস থেকে প্রতিস্থাপন করা (যেমন টিস্যু প্রতিস্থাপন)



5. Xenotransplant – ভিন্ন প্রজাতির অঙ্গ প্রতিস্থাপন করা



6. Xeriscape – শুষ্ক অঞ্চলে বিশেষভাবে বাগান করা



7. Xenialize – অতিথিদের অতিথিপরায়ণভাবে গ্রহণ করা



8. Xylophone – জাইলোফোন বাজানো (একটি বাদ্যযন্ত্র বাজানো)



Beginning in "Y"


9. Yank (ইয়্যাঙ্ক) - জোরে টান দেওয়া



10. Yawn (ইয়ন) - হাই তোলা



11. Yearn (ইয়ার্ন) - আকুলভাবে কামনা করা



12. Yell (ইয়েল) - চিৎকার করা



13. Yield (ইল্ড) - আত্মসমর্পণ করা, ফলন দেওয়া



14. Yoke (ইয়োক) - জোয়াল দেওয়া, একসঙ্গে বাঁধা



15. Yelp (ইয়েল্প) - চিৎকার করে ওঠা


Happy learning with Noor E Alam 

Sentences six in one



 Statement/ Assertive/ Declarative Sentence কে ছয়ভাবে প্রকাশ করা যায়। 

1. Affirmative - Example: We read books.

2. Negative - We don't read books.

3. Interrogative- Do we read books?

4. Negative - Interrogative- Don't we read books?

5. Wh question - What do we read?

6. Tag question - We read books, don't we?


Note: এভাবে মাত্র একটি Subject ও Verb ব্যবহার করে 144 টি বাক্য তৈরি করা যায়। 


Happy learning with Noor E Alam 

University of Dhaka 


Saturday, February 22, 2025

Europe Visa Info

 



ঢাকায় সুইডিশ দূতাবাসের সহযোগিতায় বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা ভিএফএস গ্লোবাল ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া বা সুইডেনে যাওয়ার জন্য শেনজেন ভিসা আবেদনের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করেছে।

বার্তায় বলা হয়, ১৭ ডিসেম্বর ২০২৪ থেকে সব আবেদনকারীকে অবশ্যই ঢাকায় ভিএফএস গ্লোবাল সুইডেনের সঙ্গে শেনজেন ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে আগাম একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। ‘ওয়াক-ইন’ আবেদন আর গ্রহণ করা হবে না।


🌍 সুইডেন ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট 


Documents:  Tourist Visa - Checklist

https://visa.vfsglobal.com/one-pager/sweden/bangladesh/english/pdf/Tourist-Visa-Checklist-1.pdf

Documents:  Application form for Schengen Visa 

https://visa.vfsglobal.com/one-pager/sweden/bangladesh/english/pdf/application-for-schengen-visa.pdf


চেকলিস্ট (21 পয়েন্ট) :


১. ভিসা বিধি মেনে চলার প্রতিশ্রুতি

আবেদনকারীর ভিসা বিধি মেনে চলার বিষয়টি গ্রহণ করতে হবে।


২. পূর্ণাঙ্গ আবেদন ফর্ম

শেংগেন ভিসার জন্য পূর্ণাঙ্গ ও স্বাক্ষরিত আবেদন ফর্ম নং: ১১৯০৩১।


৩. পাসপোর্ট

পাসপোর্টে কমপক্ষে দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে এবং শেংগেন এলাকা ছাড়ার পর অন্তত ৩ মাস বৈধ থাকতে হবে।


৪. সব পূর্ববর্তী পাসপোর্ট

পূর্ববর্তী পাসপোর্টের বায়ো-পৃষ্ঠার রঙিন ফটোকপি এবং সব শেংগেন ভিসার ফটোকপি।


৫. পাসপোর্ট সাইজ ছবি

৩৫ মিমি × ৪৫ মিমি সাইজের, পূর্ণ মুখের হালকা ব্যাকগ্রাউন্ডের রঙিন ছবি, যা ছয় মাসের পুরনো নয়।


৬. কভার লেটার

সফরের উদ্দেশ্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করা কভার লেটার, সুইডেনের দূতাবাসে পাঠানোর জন্য।


৭. কর্মসংস্থান সম্পর্কিত চিঠি

বর্তমান নিয়োগকর্তা বা মালিকের চিঠি, যেখানে সফরের উদ্দেশ্য উল্লেখ থাকবে।


৮. ভ্রমণ বীমা

শেংগেন অঞ্চলের জন্য স্বাস্থ্য এবং ভ্রমণ বীমা, মৌলিক এবং ফটোকপি।


৯. অর্থনৈতিক প্রমাণ

দেশের আর্থিক অবস্থার প্রমাণ হিসেবে ব্যাংক স্টেটমেন্ট বা অন্যান্য দলিল।


১০. ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট

গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট অথবা ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট, যা আর্থিক সচ্ছলতা প্রমাণ করবে।


১১. ভ্রমণ পরিকল্পনা

রাউন্ডট্রিপ বিমান টিকিটের কপি এবং যাত্রা পরিকল্পনা। ট্রানজিট হলে, তৃতীয় দেশের জন্য ভিসা বা অন্যান্য প্রবেশ অনুমতি।


১২. বৈবাহিক বা ব্যক্তিগত অবস্থা

বিবাহ সনদ, তালাক সনদ, মৃত্যু সনদ বা জন্ম সনদ, আবেদনকারীর পারিবারিক অবস্থা অনুযায়ী।


১৩. যদি আবেদনকারী শিশু হয়

পিতা-মাতা বা অভিভাবকের সম্মতি পত্র, পাসপোর্টের কপি, আর্থিক প্রমাণ এবং জন্ম সনদ।


১৪. পারিবারিক ভ্রমণ

পরিবার বা বন্ধুদের আমন্ত্রণপত্র, সম্পর্কের প্রমাণসহ পৃষ্ঠপোষকতার প্রমাণ।


১৫. হোটেল নিশ্চিতকরণ

ভ্রমণের পুরো সময়ের জন্য হোটেল ভাউচার বা থাকার জায়গার প্রমাণ।


১৬. কোম্পানিতে কর্মরত থাকলে

কর্মসংস্থানের সনদ, কোম্পানির ঠিকানা, ফোন নম্বর, এবং আবেদনকারীর পদ, বেতন ও চাকরির মেয়াদকাল।


১৭. স্বনির্ভর হলে

ট্রেড লাইসেন্স, টিন সনদ এবং ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।


১৮. শিক্ষার্থী হলে

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি প্রমাণ, ছুটির সনদ এবং স্কুলের সফরের ক্ষেত্রে উদ্দেশ্য ও গন্তব্যের চিঠি।


১৯. স্বামী/স্ত্রী বা সন্তানদের সঙ্গে ভ্রমণ

বিবাহ সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় প্রমাণ।


২০. EU/EEA নাগরিকের পরিবার সদস্য হলে

EU নাগরিকের সঙ্গে সম্পর্কের প্রমাণ (বিবাহ সনদ, জন্ম সনদ) এবং তাদের সঙ্গে ভ্রমণের প্রমাণ।


২১. বাংলাদেশে বৈধ বসবাসকারী Non-Bangladeshi আবেদনকারী

বাংলাদেশী রেসিডেন্স পারমিট, অব্যাহত যাত্রার টিকিট বা রিজার্ভেশন এবং ফিরে আসার পরকার্যক্রমের প্রমাণ।


আপনার ভিসা প্রত্যাশী বন্ধুকে শেয়ার করে জানিয়ে দিন

Poem: Two mothers remembered

 Two Mothers Remembered Joann Snow Duncanson I had two Mothers two Mothers I claim Two different people, yet with the same name. Two separat...