Success
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf5ruxut_y_4g0lvlSToPKQieE-aJyqsOt46RYj2YQ2IPuVTTvXlbU4KSmqQnI9l3U6fJ00QSTQ_SsUmUtdBr0rkGrd7zVWLFhNngJB41NrIE0vOkFkA3nf-ZqFv4ZPNhXzv4fQJ8dtxaTcR5Zw1qfH2LuGMEqZgbykIYliE8VMqpcDxPOrhJC5c7Uwgo/s320/file-U7nfy36341SR61JxzAu6Ed.webp)
সক্রেটিসকে এক ব্যক্তি সফলতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে, আসলে সফলতা কি? সক্রেটিস তাকে একটি নদীর পাড়ে নিয়ে গেলেন এবং তিনি তাকে নিয়ে নদীতে নামলেন। নদীতে নেমে তাকে পানির মধ্যে ডুবিয়ে রাখলেন। পানির মধ্যে ডুবে থাকা ব্যক্তি অনেক চেষ্টা করলেন। কিন্তু উঠতে পারলেন না। সবশেষে এমন পরিস্থিতি হল যে, তার প্রাণ যায় যায় অবস্থা। তারপর সক্রেটিস তাকে পানির মধ্যে থেকে উঠালেন, পরে তাকে সুস্থ করে বললেন, আমি যখন তোমাকে পানির মধ্যে ডুবিয়ে রাখলাম তখন তুমি কেমন করছিলে। উত্তরে ঐ ব্যক্তি বলল, আমার সর্বশক্তিদিয়ে চেষ্টা করছিলাম বাঁচার জন্য। পরে সক্রেটিস বললেন তুমি বাঁচার জন্য যেমন তোমার সর্বশক্তি নিয়োগ করেছিলে, ঠিক তেমনি সফলতার জন্য এভাবে শক্তি ব্যয় করতে হবে। সফলতার সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম | কারো কাছে সফলতা হলো বড় বড় ডিগ্রী কিংবা সনদ পাওয়া, কারো কাছে বড় কোনো পদ পাওয়া, বড় কোনো প্রতিষ্ঠানে কিংবা সরকারি চাকরি পাওয়া, ডাক্তার কিংবা ইন্জিনিয়ার হওয়া, বড় রাজনীতিবিদ হওয়া, শিল্পপতি কিংবা বড় ব্যাবসায়ী হওয়া ইত্যাদি ইত্যাদি | তবে আমার কাছে সফলতার মানেটা একটু ভিন্নধর্মী | | আমার মতে সফলতা হলো দুই ধাঁপের | প্রথম ধ...