বাংলা বানানের নিয়ম
মুমূর্ষু √ মুমূ্র্ষ × সুষ্ঠু √ সুষ্ঠ × উপর্যুক্ত/ উপরিউক্ত √ উপরোক্ত × ভাষণ, শাষণ, বারণ, হরণ, কারণ √ পরীক্ষা √ পরিক্ষা × মাস্টার √, স্কুল √ মাষ্টার × মাতৃভাষা √ জন্ম, মৃত্যু, মৃত পরিষ্কার কনিষ্ঠ সুস্থ কাঁচা ধাঁধা পাঁচ পঁচিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ পঁচানব্বই পঞ্চান্ন বিজ্ঞান সঞ্চয় ঋণ নোট: যে শব্দ ইংরেজি শব্দ বাংলায় বানান করে লেখা হয়, সেগুলোতে 'স' হবে, কখনও ষ, শ হবেনা। বাংলা বানানের প্রায়োগিক কিছু ভুল। যেমন: ০১. ‘অত্র’ শব্দের অর্থ এখানে। তাই ‘অত্র’ বললে কখনো ‘এই’ বুঝায় না। অথচ অফিস আদালতে, শিক্ষাপ্রতিষ্ঠানে লেখালেখির ক্ষেত্রে এই অফিস/ এই বিদ্যালয় অর্থে অত্র অফিস/ অত্র বিদ্যালয় লেখা হয়ে থাকে, যা ভুল। ০২. ‘কাল’ শব্দের বিশেষণ হলো ‘কালীন’। এর অর্থ- সময়ে। অথচ, অনেকেই অধ্যয়নকালীন, যুদ্ধকালীন, চলাকালীন প্রভৃতি শব্দের পরে সময় লিখে থাকেন। ফলে, ‘চলাকালীন সময়ের’ অর্থ দাঁড়ায় চলার সময়ে সময়ে। তাই ‘কালীন’ এর পরে সময় লেখা বাহুল্য ও অর্থহীন। ০৩. আমরা মোহাম্মদ/মুহাম্মদ/ ডাক্তার/ডক্টর প্রভৃতি শব্দের ...