Posts

Homophones

Image
  🚩 ইংরেজি ৪২২টি কনফিউজিং শব্দ 1 Ad (বিজ্ঞাপন) 2 Add (যোগ করা) 3 Advice (উপদেশ) 4 Advise (উপদেশ দেওয়া) 5 Adapt (খাপ খাওয়ানো / মানিয়ে নেওয়া) 6 Adept (পারদর্শী / সুদক্ষ) 7 Adopt (অবলম্বন করা / পোষ্যগ্রহণ করা) 8 Amend (সংশোধন করা / সংস্কার করা) 9 Emend (লিখিত বা ছাপা অক্ষরের ভুল সংশোধন করা) 10 Appraise (যাচাই করা / মূল্য নির্ধারণ করা) 11 Apprise (জ্ঞাত করা / অবগত করান) 12 Accept (গ্রহন করা) 13 Except (ব্যতীত) 14 Aspect (দৃষ্টিভঙ্গি) 15 Expect (প্রত্যাশা করা) 16 Access (প্রবেশের অধিকার) 17 Excess (অতিরিক্ত) 18 Accede (রাজী হওয়া) 19 Exceed (অতিক্রম করা) 20 Ascent (আরহণ) 21 Assent (সম্মতি) 22 Assay (চেষ্টা করা / পরীক্ষা করা) 23 Essay (রচনা / প্রবন্ধ ) 24 Affect (প্রভাব্ ফেলা) 25 Effect (ফল / পরিণতি) 26 Accomplice (দূস্কর্মে সহযোগী / দোসর) 27 Accomplish (সম্পাদন করা / সমাধান করা ) 28 Angle (কোণ / দৃষ্টি কোণ) 29 Angel (ফেরেস্তা / দেবদূত) 30 Allusion (উল্লেখ / ইঙ্গিত) 31 Illusion (বিভ্রম / ঘোর) 32 Along (বরাবর) 33 Alone (একাকী) 34 Altar (বেদী) 35 Alter (পরিবর্তন করা) 36 Allowed (অনুমত...

Alliteration

Image
  Alliteration is when two or more words that start with the same sound are used repeatedly in a phrase or a sentence.  The repeated sound creates the alliteration, not the same letter. For example, "tasty tacos" is considered an alliteration, but "thirty typists" is not, because 'th' and 'ty' don't have the same sound. Examples: 1. Four furious friends fought for the phone. 2. She sells seashells by the seashore. 3. Harry hurried home to watch football on TV. 4. Good grief 5. The boy buzzed around.  6. Busy bee  7. Betty bought a bit of butter. 8. Go and gather the green leaves on the grass. 9. Please put away your paints and practice the piano. 10. Bear in There Prepared for Anayah as per their Grammar sheet provided from school.

Go

Image
  ⭐Go- কখন verb আর কখন noun? ✒️Go - Verb and Noun দুভাবেই ব্যবহৃত হতে পারে।  🍀 hava a go- কোন কিছু করতে চেষ্টা করা - (to try to do something).  I have a go. Here 'go' is a noun. ✒️"Go" use as a verb. Example:  I go to school. 🍀 "Go" use as a noun. Example:  I have a go. It's my go.  🍀This is the go of the world- এটাই পৃথিবীর নিয়ম So "go" is used both as a verb and noun. #জেনে_রাখা__ভালো  #O/A level #english_for_hsc_ssc_jsc  #Varsity_Admission  ......................×.......................... Prepared by Noor E Alam

Collocations

Image
  Compound word/collaboration/collocation: 1◾গণজাগরণ/ গণ অভ্যুত্থান⇨Mass upheaval./ Mass upsurge  2◾বধ্যভূমি⇨Mass killing ground.  3◾পাকিস্তানী দালাল/রাজাকার ⇨Pakistani Agents/ collaborators 4◾অসহিংস আন্দোলন ⇨Nonviolent movement.  5◾যুক্তফ্রন্ট⇨United front. 6◾প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলে⇨Turn every house into a fortress. 7◾যৌন সহিংসতা⇨Sexual violence. 8◾মানসিক আঘাত⇨mental trauma.  9◾জাগ্রত বাংলাদেশ ⇨Awake Bangladesh. 10◾জাগ্রত স্বাধীনতা ⇨Awakened freedom. 11◾নৈসর্গিক সৌন্দর্য ⇨Natural beauty. 12◾তিক্ত অভিজ্ঞতা ⇨Bitter experience. 13◾জনপ্রতিনিধি⇨Public representative. 14◾দ্বি-পাক্ষিক চুক্তি⇨ Bilateral arrangement.  15◾জোরালো বক্তব্য ⇨A clarion voice. 16◾কয়েক দিন আগে ⇨A couple of day ago. 17◾দুঃসাহসিক অভিযান ⇨A daring operation.  18◾সুপ্রতিষ্ঠিত⇨Well established.  19◾মৌখিক প্রতিশ্রুতি ⇨Verbal pledge/promised. 20◾এই চক্রগুলির মূল হোতা⇨The helm of those rings. 21◾পরীকূল⇨The Good people.  22◾স্বার্থ সন্ধানী⇨Self seeker. 23◾ব্যাপক পরিকল্পনা ⇨A ...

Brilliant student ভালো ছাত্র

Image
  🔵ভালো মানুষ + ভালো ছাত্র+ ভালো রেজাল্ট: * নৈতিক জ্ঞানসম্পন্ন, ধর্মীয় আদর্শে উজ্জীবিত সাদা মনের মানুষই ভালো মানুষ।  *বিষয়ভিত্তিক বিশুদ্ধ জ্ঞান, মজবুত বেসিক Basic (ভিত্তি), গভীর মনোযাগ, বুঝে পড়া ও বারবার অনুশীলনই ভালো ছাত্র তথা মেধাবী ছাত্র হিসেবে গড়ে উঠার মোক্ষম হাতিয়ার।  সম্মানিত অভিভাবকবৃন্দ প্রায়ই তাদের প্রিয় সন্তান- সন্ততির ব্যাপারে পরামর্শ চান, তাদেরকে নিয়ে আসেন।  অভিজ্ঞতার আলোকে বলা যায় অনেক শিক্ষার্থী বেশ দ্রুত কোন বিষয় বুঝতে পারে, বাবা-মা আহ্লাদে আটখানা এবং শিক্ষকরাও সুপারিশ করেন খুবই মেধাবী, হেনতেন। কার্যতো লবডঙ্কা।  পরীক্ষায় কাংখিত নম্বর বা গ্রেড অর্জন করতে পারেনা। ঐ যে বললাম অনুশীলন বা চর্চা সেটির বড় অভাব। অনেকের স্মৃতিশক্তি তথা মুখস্থ করার সামর্থ্য অন্যদের তুলনায় একটু কম। দুশ্চিন্তা করার কিছু নেই। বুঝে বুঝে দেখে দেখে লেখার অভ্যাস এ সমস্যার অনেকটা সমাধান করতে পারে। ব্রিটিশ কাউন্সিল/ ইংলিশ মিডিয়াম শিক্ষা ব্যবস্থায় এটি হামেশাই করানো হয়। উপরুন্ত একজন অভিজ্ঞ ও মেধাবী শিক্ষক হতে পারেন পথপ্রদর্শক।  *প্রতিভা দিয়েই সব হয় না প্রয়োজন ইচ্ছ...

The দা, দি -- দাদির cv

  'The' এর সঠিক উচ্চারণ কখন 'দি' এবং কখন 'দ্যা' হবে? | Correct pronunciation of 'The' দাদির CV" কথাটি মনে রাখলে সহজেই সঠিক উচ্চারণ করতে পারবেন ! "দাদির CV" কথাটির মানে হচ্ছে, দা/দ্যা (The) হবে Consonant এর পূর্বে, আর দি (The) হবে Vowel এর পূর্বে। অর্থাৎ, *দা ( The) + Consonant,  Example: The ( দা) pen, The (দা) world. *দি (The) + Vowel,  Example: The (দি) earth, The (দি) end.  ইংরেজি ভাষার একটি গুরুত্বপূর্ণ শব্দ হলো "The" । এই শব্দটির উচ্চারণ দু'ভাবে হয়ে থাকে। কখনো The এর উচ্চারণ হয় 'দি'। আবার কখনো কখনো এই The শব্দটির উচ্চারণ হয়ে থাকে 'দ্যা'/ 'দা'। কখন 'দি' আর কখন 'দ্যা' উচ্চারণ করবো - এই ব্যাপারটা নিয়ে কমবেশি সকলেই ভুল করে ফেলি। প্রায় ৯৯% মানুষ এই ভুল করে। আমরা কখন The শব্দটির দু'টি উচ্চারণের কোন উচ্চারণটি কখন করবো তা সহজে বুঝতে পোস্টটি মনোযোগ দিয়ে দেখুন - The কি?  আমরা জানি যে, ইংরেজি 'The' শব্দটি মূলত একটি Article। ব্যক্তি, বস্তু, শ্রেণি বা জাতি ইত্যাদির পূর্বে 'Th...