Posts

Narration/ Speech (উক্তি)

Image
Narration/ Speech-কথাটির অর্থ হল “উক্তি“। Speaker (বক্তা) এর বক্তব্যকে  Narration /বা Speech  বলে। মোটের উপর কথা হল বক্তা  যা  বলে  তাই  Narration বা speech. Narration কে আমরা দুই ভাগে ভাগ করি। যথা 1. Direct narration বা Direct speach(প্রত্যক্ষ উক্তি):- বক্তার উক্তি বা কথাগুলি বক্তা নিজে হুবহু প্রকাশ করলে তাকে Direct Narration বলে। উদাহরন:- Rahi says to Mahi, "You are a good student." এই বাক্যটিতে  Rahi নিজের কথা নিজে বলছে। তাই এটা Direct Speech/Narration. Direct speech চেনার উপায়: Direct speech টি inverted comma এর মধ্যে থাকে। Reporting verb এর পর comma থাকে। Direct speech এর দুটি অংশ থাকে । i. Reporting verb এবং ii. Reported speech. উদাহরন:-Suchi said to her brother, “The sun rises in the east." Suchi said to her brother, হল Reporting verb বা Reported verb এবং , “The sun rises in the east”. হল “Reported speech”. এখন আমরা আরও কথা মনে রাখব যেমন– Suchi said to her brother, “The sun rises in the east”. এই বাক্যটির Such...

Transformation of Sentences

Transformation of sentences: Easy and effective rules To my students who sometimes find it difficult to transform various types of sentences: Simple complex compound sentence - transformation এর নিয়মগুলো বুঝার জন্যে clause এবং phrase সম্পর্কে ধারণা থাকা গুরুত্বপূর্ণ। Clause এবং phrase এর মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে - একটি clause এ একটি verb থাকে আর একটি phrase এ কোন verb থাকে না. phrase এ participle, gerund, infinitive, ইত্যাদি থাকলেও কোন verb থাকে না. simple sentence এ সাধারণত একটি clause এবং একটি phrase থাকে। কিন্তু complex এবং compound  sentence এর ক্ষেত্রে সাধারণত দুইটি clause থাকে অর্থ্যাৎ দুইটি verb  থাকে। সেক্ষেত্রে simple sentence এ শুধুমাত্র একটি verb থাকে। Complex - If you study well, you will pass. (Two clauses, two verbs) Simple – By studying hard, you will pass. (One phrase, one clause, and one verb. এখানে study কে present participle বানিয়ে দেয়া হয়েছে যাতে প্রথম clause টা ভেঙ্গে একটা phrase বানানো যায়, কারণ simple sentence এ একটা clause তথা একটাই v...

Some interesting words

Image

Proverbs

Image
💦Proverb - প্রবাদ • Proverbs play a vital role in English language as well as our daily lives. Some common proverbs are given for u! Translation (১০০টি প্রবাদ বাক্য) ০১. ঘষতে ঘষতে পাথরও ক্ষয় হয়। = Constant dripping wears out the stone. ০২. আপন গায়ে কুকুর রাজা। = Every dog is a lion at home. ০৩. ডোল ভরা আশা আর কুলো ভরা ছাই। = Extravagant hopes lead to complete disappointment. ০৪. নিজের পায়ে কুড়াল মারা । = To dig one’s own grave. ০৫. উঠন্ত মুলো পত্তনে চেনা যায় । = Morning shows the day. ০৬. উলুবনে মুক্তো ছড়ানো । = Pearls before swine. ০৭. উৎপাতের কড়ি চিৎপাতে যায়। = Ill got, ill spent. ০৮. একবার না পারিলে দেখ শতবার । = If at first try you don’t succeed, try, try again! ০৯. কত হাতি গেল তল, মশা বলে কত জল । = Fools rush in where angels fear to tread. ১০. কম পানির মাছ বেশ পানিতে উঠলে ও মাছে বেশ লাফালাফি করে । = Being unnecessarily flashy is pointless ১১. কাঁটা দিয়ে কাঁটা তোলা । = Using a thorn to remove a thorn. ১২. কাটা ঘায়ে নুনের ছিটে । = To a...

Vocabulary

Importance of Vocabulary       বিজ্ঞান আমাদের জীবনে দিয়েছে বেগ /গতি (speed), কেড়ে নিয়েছে আবেগ । তাই বলে কী আমরা আবেগের ঊর্ধ্বে উঠতে পেরেছি । কখনও সম্ভব না। অনুভূতি ও আবেগ নিয়েই তো আমাদের জীবন।              Feeling & Emotion ( অনুভূতি ও আবেগ নিয়ে কিছু শব্দ) related some words: abhorrence- তীব্র ঘৃণা absurd- অসংগত ; অযৌক্তিক ; অদ্ভুত ; হাস্যকর admire - শ্রদ্ধা করা affection - অনুরাগ ; স্নেহ agreement - চুক্তি ; মত ; মিল ; সম্মতি amusement- আমোদপ্রমোদ ; ক্রিয়া কৌতুক anger- রাগ ; ক্রোধ anticipation - প্রত্যাশা ; পূর্বজ্ঞান ; পূর্বাবাস anxiety - উদ্বেগ, উদ্বেগের বিষয় assumption - অনুমান ; মানিয়া বা ধরিয়া লওয়া ; আছে বলিয়া ভান bluff - ধাপ্পাবাজি ; প্রতারণা boisterous - কর্কশ ও প্রচন্ড  হৈচৈইপূর্ণ brave - সাহসী ; দুঃসাহসী ; নির্ভীক daunt - ভীত করা ; নিরুৎসাহ করা disappointment - নিরাশা ; হতাশা displeasure - অসন্তোষ ;...

Vocabulary for Competitive Exams

আসুন, সাবলীল ও সুন্দরভাবে তথা সহজে ইংরেজি ভাষা শেখার জন্য সবার আগে যথাযথ শব্দচয়নে বাংলাভাষার ব্যবহার শিখি! কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেমনটি বলেছিলেন: "আগে চাই বাংলা ভাষার গাঁথুনী, তারপর ইংরেজি শেখার পত্তন!" Important vocabulary for our day to day life: 1. gregarious- মিশুক 2. Exemplary - দৃষ্টান্তমূলক 3. Exempt- রেহাই দেয়া, অব্যহতি দেয়া 4. Alleviate- অপসারণ করা, দূর করা, লাঘব করা 5. Valiant-সাহসী 6. Transparency-স্বচ্ছতা 7. Vague-অস্পষ্ট 8. Stern- কঠোর 9. Condemn- নিন্দা করা, ধিক্কার জানানো 10. Debonair- মার্জিত, হাসিখুশি 11. Severe- মারাত্মক 12. Frisky-চঞ্চল 13. Awkward-বেমানান 14. Traitor- বিশ্বাসঘাতক 16. Philanthropist-বিশ্বপ্রেমিক 17. Veteran- প্রবীণ, অভিজ্ঞ 18. Fortuitous-অাকস্মিক 19. Voyage-সমুদ্রযাত্রা 20. Inherent- স্বভাব, সহজাত, মজ্জাগত Courtesy by Noor E Alam English Medium Teacher HopeLand Educare