No Grammar হাজার
গ্রামার বা Tense জানা ছাড়াই সহজ নিয়মে একটি মাত্র Verb দ্বারা হাজার হাজার বাক্য তৈরি করুন এবং অনর্গল
(Fluently) ইংরেজিতে কথা বলুন!
ইংরেজিতে কিভাবে আদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব দিতে হয়?
Giving instructions: (Commands, requests, proposals)
Structures:
1. Verb (Present form) +.....
Examples:
Run দৌড়াও ।
Drive carefully সতর্কভাবে চালাও।
Trim your nails তোমার নখ কাটো।
Pen through the line লাইনটা কেটে দাও।
Try your best. সর্বোচ্চ চেষ্টা করো।
2. Don't/ never + V1
Examples:
Don't run desperately বেপরোয়াভাবে দৌড়িও না।
Never run haphazardly. এলোমেলোভাবে দৌড়িও না।
Don't drive carelessly. অসতর্কভাবে চালিওনা।
3. Always + V1 + extension
Examples:
Always speak the truth. সর্বদা সত্য কথা বলবে।
Always try your level best. সর্বদা সর্বোচ্চ চেষ্টা করো।
4. Please/ kindly + V1 + extension
Examples:
Please speak the truth. দয়া করে সত্য কথা বলবে।
Kindly come here. দয়া করে এখানে এসো
5. Please/ kindly + don't/ never/always+ V1
Examples:
Please never tell a lie. দয়া করে কখনও মিথ্যা বলো না।
Kindly don't come today. দয়া করে আজ এসো না।
6. Be + adjective
Examples:
Be happy. সুখী হও
Be honest. সৎ হও
Be a good man. ভালো মানুষ হও
Be civilised. সভ্য হও
Be proactive. উদ্যোগী হও
Don't be sad. দুখী হয়ো না।
Never be selfish - কখনও স্বার্থপর হয়োনা।
Please never be dishonest - দয়া করে কখনো অসৎ হয়ো না।
7. Don't/ never + be + adjective
Examples:
Don't be frustrated. হতাশ হয়ো না।
Never be silly. মূর্খ / বোকা হয়ো না।
Never be angry. রাগান্বিত হয়ো না।
Don't be sluggish. কুড়েঁ হয়ো না।
8. Let us/ Let's + V1
Examples:
Let's run চলো দৌড়াই।
Let's have fun চলো মজা করি
9. Let us not/ Let's not + V1
Examples:
Let's not run চলো না দৌড়াই।
Let's not quarrel চলো ঝগড়া না করি।
Let's not keep late hours চলো রাত না জাগি।
10. Let + object (me, him, her, them, us) + V1.
Don't let + object+ v1
Please/ kindly+
Examples:
Let me run. আমাকে দৌড়াতে দাও।
Let him go তাকে যেতে দাও।
Let them play তাদেরকে খেলতে দাও।
Don't let me go. আমাকে যেতে দিওনা।
11. Need to + v1./ No need to + v1.
Need to go. যাওয়া দরকার
No need to go. যাওয়ার দরকার নেই।
11) Stop/ keep/ start/ enjoy + V1 + ing
Stop shouting চিৎকার করা বন্ধ করো
Stop telling lies মিথ্যা বলা বন্ধ করো
Stop quarreling ঝগড়া বন্ধ করো
Stop bitching দুর্নাম করা বন্ধ করো
Keep going যেতে থাকো
Keep reading পড়তে থাকো
Keep singing গাইতে থাকো
Start writing লেখা শুরু করো
Start dancing নাচ শুরু করো
Start playing খেলা শুরু করো
Enjoy reading পড়া উপভোগ করো
12. Make + object+ v1
Make sure to drink a plenty of water.
Make it clear. এটা ব্যাখ্যা করো
Make me a cup of tea. এক কাপ চা বানিয়ে দাও।
Make me laugh with yoyr funny stories. মজার গল্প বলে আমাকে হাসাও।
Don't make me laugh. আমাকে হাসিও না।
Never make me laugh. আমাকে কখনো হাসাবে না।
Never try to make me laugh. আমাকে কখনো হাসানোর চেষ্টা করো না।
Always try to make me laugh. সবসময় আমাকে হাসানোর চেষ্টা করো।
Don't try to make me laugh. আমাকে হাসানোর চেষ্টা করো না ।
please don't do this. দয়া করে এটা করিও না।
Never do this- কখনো এটা করিও না।
Don't do that ever- ঐটা আর কখনো করবে না।
13. Get:
Get me a glass of water, please. দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও।
Get ready for school on time. সময়মতো স্কুলের জন্য তৈরি হও।
Get your homework done before
playing. খেলার আগে তোমার বাড়ির কাজ করো।
Get well soon! তাড়াতাড়ি সুস্থ হও
Get dressed. পোশাক পড়ো।
14. Don't get
Don't get upset over small things. ছোট্ট কিছু নিয়ে হতাশ হয়ো না।
Don't get lost in the crowd. ভীড়ের মধ্যে হারিয়ে যেও না।
*একটা Assertive sentence কে ছয়ভাবে প্রকাশ করা যায়। এটি জানলেও আপনি অসংখ্য বাক্য মুহূর্তেই বানাতে পারবেন।
He writes poems
He doesn't write poems.
Does he write poems?
Doesn't he write poems?
He write poems, doesn't he?
What does he write?
English
Happy learning with Noor E Alam
নূরে আলম স্যার
University of Dhaka
English Medium Teacher
British Council Certified IELTS Mentor
01750044274
Comments