Saturday, March 29, 2025

Short story

 


1. Have an attention-grabbing title


2. Keep it simple:

In the case of a short story, you are expected to have an introduction, a middle, and a conclusion. So, you may be tempted to really expand on your idea. However, a crucial flaw is making it too complex by adding numerous sub-plots and unnecessary twists. So, follow the traditional structure of a story, using elements such as flashbacks only when it adds to the plot development.


3. Remember that less is more:

Keeping the number of characters and core themes to a minimum will surely improve the quality of your writing. The concentration of few characters playing out to present a limited number of themes will both be easier to follow and will help strengthen the impact of your message. Therefore, make sure each word and dialogue is purposeful.



4. Include an important message:

Before you start writing, think of a cause that is important to you and introduce it in the form of a story to add to the beauty of the process. If you find yourself lacking inspiration, writing about modern issues you are informed about can also be a good place to start


5. Maintain a flow:

Your state of mind is reflected in your writing and it is more apparent than you think. So, along with a clear mind, writing in one sitting is also recommended because the tone may become disjointed when you take frequent breaks.

The opportunities a good short story has are vast. It can even open up an entirely new form of self-expression for you. So, follow these tips tailored to your needs and it will take your writing to a whole new level. 

Write a story that begins with the line: "It was a dark and stormy night when I heard a knock on the door..." 


Comprehension


Amazon Rainforest 


The Amazon rainforest, often referred to as the "lungs of the Earth," produces about 20% of the world's oxygen. It is home to an estimated 10 million species of plants, animals, and insects. However, rapid deforestation due to agriculture, logging, and urbanization is threatening this rich biodiversity. Scientists warn that if deforestation continues at its current rate, it could lead to severe climate change and loss of species. Many environmental groups are working to protect the Amazon by promoting sustainable practices and conservation efforts.


Questions:


A. Short Answer Questions:


1. Why is the Amazon rainforest called the "lungs of the Earth"?



2. Name two causes of deforestation in the Amazon.



3. What could happen if deforestation continues at the current rate?



4. How are environmental groups trying to protect the Amazon?



5. How many species are estimated to live in the Amazon rainforest?




B. True or False:


6. The Amazon produces 50% of the world’s oxygen.



7. Scientists believe deforestation could lead to climate change.



8. Logging is one of the causes of deforestation in the Amazon.



9. There are approximately one million species in the Amazon rainforest.



10. Environmental groups discourage conservation efforts.




C. Vocabulary:


Find words from the passage that mean:

11. The process of cutting down trees on a large scale.

12. The variety of plant and animal life in a particular habitat.

13. The act of preserving and protecting something.

14. A rapid increase or expansion of cities and towns.

15. The use of resources in a way that does not harm the environment.


Would you like another passage with a different theme?


Thursday, March 27, 2025

Conjunction

 


Conjunction and Its Classification


A conjunction is a word that connects words, phrases, clauses, or sentences. It helps in forming complex and meaningful sentences by linking ideas.


Types of Conjunctions


Conjunctions are mainly classified into three categories:


1. Coordinating Conjunctions


These conjunctions join words, phrases, or independent clauses of equal importance.


Examples:


For – I stayed home, for I was sick.


And – She likes apples and oranges.


Nor – He neither eats nor drinks.


But – I wanted to go, but I was busy.


Or – Do you want tea or coffee?


Yet – It was raining, yet he went out.


So – He was tired, so he went to bed.



(Tip: Remember FANBOYS – For, And, Nor, But, Or, Yet, So)



---


2. Subordinating Conjunctions


These conjunctions connect an independent clause with a dependent (subordinate) clause.


Examples:


Time: when, while, after, before, until


Example: I will call you after I reach home.



Cause and Effect: because, since, as


Example: She left because she was tired.



Condition: if, unless, provided that


Example: You can go out if you finish your work.



Contrast: though, although, whereas


Example: Although it was cold, he didn’t wear a coat.



Purpose: so that, in order that


Example: He studies hard so that he can pass.





---


3. Correlative Conjunctions


These are pairs of conjunctions used together to connect sentence parts.


Examples:


Both … and – She is both smart and kind.


Either … or – You can have either tea or coffee.


Neither … nor – He is neither rich nor famous.


Not only … but also – She is not only intelligent but also hardworking.


Whether … or – I don’t know whether he will come or not.

Happy learning with Noor E Alam, University of Dhaka 

How to talk কথা

 


Wednesday, March 26, 2025

Adjectives

 


Adjectives are words that describe or modify nouns or pronouns. They provide more information about a person, place, thing, or idea.

Types of Adjectives

1. Descriptive Adjectives – Describe qualities of a noun.

Examples: beautiful, tall, happy, red, cold

Example sentence: She has a beautiful dress.



2. Quantitative Adjectives – Indicate quantity or amount.

Examples: some, few, many, ten, all

Example sentence: I have three apples.



3. Demonstrative Adjectives – Point out specific nouns.

Examples: this, that, these, those

Example sentence: This book is interesting.



4. Possessive Adjectives – Show ownership.

Examples: my, your, his, her, its, our, their

Example sentence: Her dress is red.



5. Interrogative Adjectives – Used in questions.

Examples: which, what, whose

Example sentence: Which color do you like?



6. Distributive Adjectives – Refer to individual items in a group.

Examples: each, every, either, neither

Example sentence: Each student must bring a pen.



7. Proper Adjectives – Derived from proper nouns.

Examples: American, Indian, Shakespearean

Example sentence: She loves Italian food.



8. Compound Adjectives – Made up of two or more words.

Examples: well-known, high-quality, five-year-old

Example sentence: She is a well-known actress.



Happy learning with Noor E Alam, University of Dhaka 

Tuesday, March 25, 2025

জ্যামিতি Geometry

               


 Geometry   জ্যামিতি                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    




জ্যামিতির বিভিন্ন রাশি ও ক্ষেত্র রয়েছে। এসব জ্যামিতিক রাশি ও ক্ষেত্র সমূহের সংজ্ঞার সম্পূর্ণ সংগ্রহটি পাবেন এখানে। বিন্দু থেকে শুরু করে বৃত্ত বা চতুর্ভুজ সব ধরনের জ্যামিতিক ক্ষেত্রের সংজ্ঞা পেতে দেখে নিন সম্পূর্ণ লেখাটি। 

  

বিন্দু, রেখা, তল 

১। স্থান কাকে বলে?

উত্তরঃ একটি নির্দিষ্ট আকারের বস্তু যতটুকু জায়গা দখল করে তাকে ঐ বস্তুর স্থান বলে।

২। রেখা কাকে বলে?

উত্তরঃ যার দৈর্ঘ্য আছে কিন্তু, প্রস্থ ও বেধ বা উচ্চতা নেই তাকে রেখা (line) বলে। রেখার কোন প্রান্ত বিন্দু নেই।

৩। সরলরেখা কাকে বলে?

উত্তরঃ যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে কোন দিক পরিবর্তন করে না অর্থাৎ সোজাসুজি চলে তাকে সরলরেখা (Straight Line) বলে।

৪। বক্ররেখা কাকে বলে?

উত্তরঃ যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে দিক পরিবর্তন করে অর্থাৎ আঁকাবাঁকা চলে তাকে বক্ররেখা বলে।

৫। রশ্মি কাকে বলে?

উত্তরঃ যদি কোন রেখাংশের একটি প্রান্তবিন্দুর অবস্থান ঠিক রেখে অপর প্রান্তবিন্দুটি ইচ্ছেমত বাড়ানো যায়, তবে তাকে রশ্মি (Ray)বলে।

৬। বিন্দু কাকে বলে?

উত্তরঃ যার শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য,প্রস্থ ও বেধ বা উচ্চতা কিছুই নেই তাকে বিন্দু বলে। বিন্দুকে শূণ্য মাত্রার সত্ত্বা ধরা হয়।

অথবা, যার শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য,প্রস্থ ও বেধ বা উচ্চতা কিছুই নেই তাকে বিন্দু বলে।

৭। রেখাংশ কাকে বলে?

উত্তরঃ প্রকৃতপক্ষে রেখা হল কতগুলো বিন্দুর সমষ্টি। রেখার সীমাবদ্ধ অংশকে রেখাংশ (Parts of line) বলে। 

৮। তল কাকে বলে?

উত্তরঃ যার শুধু দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু বেধ নেই তাকে তল বলে। অথবা, ঘন বস্তুর উপরিভাগকে তল বলে।

৯। লম্ব কাকে বলে?

উত্তরঃ একই রেখার উপর দুটি সন্নিহিত কোণ পরস্পর ৯০ ডিগ্রী বা সমকোণ হলে, সমকোণের বাহু দুটি পরস্পরের উপর লম্ব।

১০। সমান্তরাল রেখা কাকে বলে?

উত্তরঃ একই সমতলে অবস্থিত দুটি সরল রেখা একে অপরকে ছেদ না করলে, তাদেরকে সমান্তরাল সরল রেখা বলে ।

১১। ছেদক কাকে বলে?

উত্তরঃ যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে ছেদ করে, তাকে ছেদক বলে ।





কোণ

১২। কোণ কাকে বলে?

উত্তরঃ যদি দুইটি সরলরেখা পরস্পরের সাথে কোনো বিন্দুতে মিলিত হয়, তবে মিলন বিন্দুতে কোণ উৎপন্ন হয়। দুটি সরলরেখা তির্যকভাবে পরস্পরের সাথে মিলিত হলে মিলিত বিন্দুতে কোণ উৎপন্ন হয়।

১৩। সূক্ষ্মকোণ কাকে বলে?

উত্তরঃ এক সমকোণ (90 ডিগ্রী) অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।

১৪। স্থূলকোণ কাকে বলে?

উত্তরঃ এক সমকোণ অপেক্ষা বড় বিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে সথূলকোণ বলে।

১৫। সমকোণ কাকে বলে?

উত্তরঃ একটি সরল রেখার উপর অন্য একটি লম্ব টানলে এবং লম্বের দু’পাশে অবস্থিত ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হলে, প্রতিটি কোণকে সমকোণ বলে। এক সমকোণ = 90 ডিগ্রী

১৬। প্রবৃদ্ধকোণ কাকে বলে?

উত্তরঃ দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে প্রবদ্ধ কোণ বলে। অর্থাৎ 360 > x > 180 হলে x একটি প্রবৃদ্ধ কোণ।

১৭। সরলকোণ কাকে বলে? 

উত্তরঃ দু’টি সরল রেখা পরস্পর বিপরীত দিকে গমন করলে রেখাটির দু’পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে সরলকোণ বলে। সরলকোণ দুই সমকোণের সমান বা 180 ডিগ্রী। 

১৮। বিপ্রতীপ কোণ কাকে বলে?

উত্তরঃ দু’টি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় এদের একটিকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে।

১৯। সম্পূরক কোণ কাকে বলে?

উত্তরঃ দু’টি কোণের সমষ্টি 180 ডিগ্রী বা দুই সমকোণ হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে

২০। পূরক কোণ কাকে বলে?

উত্তরঃ দু’টি কোণের সমষ্টি এক সমকোণ বা 90 ডিগ্রী হলে একটিকে অপরটির পূরক কোণ বলে

২১। একান্তর কোণ কাকে বলে?

উত্তরঃ দু’টি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে তাদেরকে একে অপরের একান্তর কোণ বলে। একান্তর কোণগুলো পরস্পর সমান হয়।

২২। অনুরূপ কোণ কাকে বলে?

উত্তরঃ দু’টি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে ছেদকের একই পাশে সমান্তরাল রেখাদ্বয়ের সাথে যে কোণ উৎপন্ন হয় তকে অনুরূপ কোণ বলে। অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়।

২৩। সন্নিহিত কোণ কাকে বলে?

উত্তরঃ যদি দু’টি কোণের একটি সাধারণ বাহু থাকে তবে একটি কোণের অপর কোণের সন্নিহিত কোণ বলে।





ত্রিভুজ

২৪। ত্রিভুজ কাকে বলে?

উত্তরঃ তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভূজ বলে। 

২৫। সুক্ষ্মকোণী ত্রিভূজ কাকে বলে?

উত্তরঃ যে ত্রিভূজের তিনটি কোণই এক সমকোণ(90 ডিগ্রী ) এর ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভূজ বলে।

২৬। স্থূলকোণী ত্রিভূজ কাকে বলে?

উত্তরঃ যে ত্রিভূজের একটি কোণ সথূলকোণ বা এক সমকোণ অপেক্ষা বড় তাকে সথূলকোণী ত্রিভূজ বলে। কোন ত্রিভূজের একের অধিক সথূলকোণ থাকতে পারে না।

২৭। সমকোণী ত্রিভূজ কাকে বলে?

উত্তরঃ যে ত্রিভূজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভূজ বলে। কোন ত্রিভূজে একটির অধিক সমকোণ থাকতে পারে না। সমকোণী ত্রিভূজের সমকোণের বিপরীত বাহুকে অতিভূজ এবং সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের একটিকে ভূমি এবং অপরটিকে লম্ব বলা হয়।

২৮। লম্বকেন্দ্র কাকে বলে? 

উত্তরঃ ত্রিভুজের তিনটি শীর্ষ থেকে বিপরীত বাহুগুলির উপর তিনটি লম্ব সমবিন্দুগামী, এবং বিন্দুটির নাম লম্বকেন্দ্র(orthocenter)। 

২৯। সমবাহু ত্রিভুজ কাকে বলে?

উত্তরঃ যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে।

৩০। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে?

উত্তরঃ যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান এবং অপর বাহুটি অসমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে।

৩১। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে?

উত্তরঃ যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান তাকে বিষোমবাহু ত্রিভুজ বলে।

৩২। অতিভুজ কাকে বলে?

উত্তরঃ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর নাম অতিভুজ। পিথাগোরাসের বিখ্যাত উপপাদ্য অনুযায়ী সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ এর সমকোণ-সংলগ্ন দুই বাহুর বর্গের যোগফলের সমান।

৩৩। অন্তঃস্থ কোণ কাকে বলে?

উত্তরঃ ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনগুলিকে অন্তঃস্থ কোণ বলে। ত্রিভুজের তিনটি অন্তঃস্থ কোণের সমষ্টি ১৮০°।

৩৪। বহিঃস্থ কোণ কাকে বলে?

উত্তরঃ ত্রিভুজের বাহুগুলিকে বর্ধিত করলে যে কোণগুলি পাওয়া যায়, তাদেরকে বহিঃস্থ কোণ বলে। । যেকোন বহিঃস্থ কোণ এর অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান।

৩৫। মধ্যমা কাকে বলে? 

উত্তরঃ ত্রিভুজের কোন শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত আঁকা রেখাকে বলা হয় ত্রিভুজটির একটি মধ্যমা। ত্রিভুজের তিনটি মধ্যমা একই বিন্দুতে ছেদ করে এবং এটি প্রতিটি মধ্যমার শীর্ষবিন্দু থেকে দুই-তৃতীয়াংশ দূরত্বে অবস্থিত।

৩৬। ত্রিভুজের উচ্চতা কাকে বলে?

উত্তরঃ ত্রিভুজের কোন শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বকে ঐ ত্রিভুজের উচ্চতা বলে।

৩৭। সর্বসম ত্রিভুজ কাকে বলে? 

উত্তরঃ দুইটি ত্রিভুজকে সর্বসম বলা হয় যদি এগুলি নিচের তিনটি শর্তের সেটের যেকোনটি পূরণ করে: 

(১) একটি ত্রিভুজের এক বাহু ও দুইটি কোণ অন্যটির অনুরূপ বাহু ও দুইটি কোণের সমান;

(২) কোন একটি ত্রিভুজের দুই বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ অন্য ত্রিভুজটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণের সমান; অথবা

(৩) একটি ত্রিভুজের তিনটি বাহু অপর ত্রিভুজের তিন বাহুর সমান। যদি একই সমতলে অবস্থিত দুইটি ত্রিভুজকে নিখুঁতভাবে একটির উপর আরেকটিকে বসিয়ে দেয়া যায়, তবে তারা সরাসরি সর্বসম। আর যদি বসানোর আগে একটিকে উল্টে নিতে হয়, তবে ত্রিভুজ দুটি বিপরীতভাবে সর্বসম।

৩৮। সদৃশ ত্রিভুজ কাকে বলে? 

উত্তরঃ যদি দুইটি ত্রিভুজের একটির সবগুলি কোণ অন্যটির সবগুলি কোণের সমান হয়, তবে তাদেরকে সদৃশ ত্রিভুজ বলা হয় এবং এদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়।

৩৯। অন্তঃকেন্দ্র কাকে বলে?

উত্তরঃ ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখন্ডকগুলো সমবিন্দু । এ বিন্দুই ত্রিভুজের অন্তঃকেন্দ্র।

৪০। পরিকেন্দ্র কাকে বলে?

উত্তরঃ ত্রিভুজের বাহুত্রয়ের লম্বদ্বিখন্ডকত্রয় সমবিন্দু। এই বিন্দু ত্রিভুজের পরিকেন্দ্র।

৪১। ভরকেন্দ্র কাকে বলে?

উত্তরঃ ত্রিভুজের কোণ একটি শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলে। ত্রিভুজের মধ্যমাত্রয় সমবিন্দু । এই বিন্দুকে ত্রিভুজের ভরকেন্দ্র বলে।

৪২। লম্ববিন্দু কাকে বলে?

উত্তরঃ ত্রিভুজের শীর্ষত্রয় হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বত্রয় সমবিন্দু। এই বিন্দুকে ত্রিভুজের লম্ববিন্দু বলে।

 

চতুর্ভুজ

৪৩। চতুর্ভুজ কাকে বলে? 

উত্তরঃ  চারটি রেখাংশ দিয়ে সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। 

৪৪। কর্ণ কাকে বলে?

উত্তরঃ চতুর্ভুজের বিপরীত শীর্ষ বিন্দুগুলোর দিয়ে তৈরি রেখাংশকে কর্ণ বলে। চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি তার পরিসীমার চেয়ে কম।

৪৫। সামান্তরিক কাকে বলে?

উত্তরঃ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান (কিন্তু কোণ গুলো সমকোন নয়) , তাকে সামান্তরিক বলে।

৪৬। আয়তক্ষেত্র কাকে বলে?

উত্তরঃ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ, তাকে আয়ত বলে।

৪৭। বর্গক্ষেত্র কাকে বলে?

উত্তরঃ যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে।

৪৮। রম্বস কাকে বলে? 

উত্তরঃ রম্বস এক ধরনের সামান্তরিক যার সবগুলি বাহু সমান কিন্তু কোণ গুলো সমকোন নয়

৪৯। ট্রাপিজিয়াম কাকে বলে? 

উত্তরঃ যে চতুর্ভুজ এর দুইটি বাহু সমান্তরাল কিন্তু অসমান, তাকে ট্রাপিজিয়াম বলে।

৫০। সুষম বহুভুজ কাকে বলে?

উত্তরঃ  যদি বহুভুজের সবগুলি বাহু ও কোণ সমান হয়, তবে সেটিকে সুষম বহুভুজ বলে।





বৃত্ত

৫১। বৃত্ত কাকে বলে?

উত্তরঃ একই সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদুরবর্তী সকল বিন্দু দ্বারা গঠিত সুষম আবদ্ধ বক্রাকার চিত্রকে বৃত্ত বলে

৫২। কেন্দ্র কাকে বলে?

উত্তরঃ যে নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের পরিধির উপর সকল বিন্দুর দূরত্ব সমান সেই বিন্দুকে কেন্দ্র বলে।

৫৩। ব্যাসার্ধ কাকে বলে?

উত্তরঃ বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যেকোনো বিন্দুর দূরত্ব কে ব্যাসার্ধ বলে।

৫৪। জ্যা কাকে বলে?

উত্তরঃ বৃত্তের পরিধির উপর যেই কোন দুটি বিন্দুর সংযোজক রেখাংশ কে জ্যা বলে।

৫৫। ব্যাস কাকে বলে?

উত্তরঃ বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে।

৫৬। পরিধি কাকে বলে?

উত্তরঃ বৃত্তের সীমান্ত বরাবর দৈর্ঘ্যকে পরিধি বলে।

৫৭। বৃত্তচাপ কাকে বলে? 

উত্তরঃ বৃত্তের যেকোনো দুটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে চাপ বলে।

৫৮। অর্ধ-বৃত্তচাপ কাকে বলে?

উত্তরঃ যে বৃত্তচাপের দৈর্ঘ্য পরিধির অর্ধেক তাকে অর্ধবৃত্ত বলে।

৫৯। বৃত্তাংশ কাকে বলে?

উত্তরঃ বৃত্তের একটি জ্যা ও একটি চাপ দ্বারা গঠিত অংশকে বৃত্তাংশ বলে।

৬০। বৃত্তকলা কাকে বলে?

উত্তরঃ বৃত্তের দুইটি ব্যাসার্ধ ও একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তকলা বলে।

৬১। বৃত্তস্থকোণ কাকে বলে?

উত্তরঃ বৃত্তের দুটি জ্যা পরস্পর কে বৃত্তের উপর কোন বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণকে বৃত্তস্থ কোণ বা বৃত্তে অন্তর্লিখিত কোন বলে।

৬২। কেন্দ্রস্থ কোণ কাকে বলে?

উত্তরঃ একটি কোণের শীর্ষবিন্দু কোন বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে কোণটিকে ঐ বৃত্তের একটি কেন্দ্রস্থ কোণ বলা হয়।

৬৩। বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে?

উত্তরঃ যে চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু বৃত্তের উপর অবস্থিত হয় সেই চতুর্ভুজকে বৃত্তস্থ চতুর্ভুজ বলে।

৬৪। স্পর্শক কাকে বলে?

উত্তরঃ একটি বৃত্ত ও একটি সরলরেখার যদি একটি ও কেবল ছেদবিন্দু থাকে তবে সরলরেখাটিকে বৃত্তের স্পর্শক বলা হয়।

৬৫। সাধারণ স্পর্শক কাকে বলে? 

উত্তরঃ একটি সরলরেখা যদি দুইটি বৃত্তের স্পর্শক হয় তবে উক্ত রেখাটিকে সাধারণ স্পর্শক বলা হয়।

৬৬। পরিবৃত্ত কাকে বলে?

উত্তরঃ তিনটি শীর্ষবিন্দু যোগ করে যেমন একটিমাত্র ত্রিভুজ হয় তেমনি তিনটি বিন্দু (শীর্ষ)গামী বৃত্তও একটিই, এর নাম পরিবৃত্ত।

৬৭। পরিকেন্দ্র কাকে বলে?

উত্তরঃ পরিবৃত্তের কেন্দ্র কে পরিকেন্দ্র বলে। 





কনিক

৬৮। কনিক কাকে বলে?

উত্তরঃ কার্তেসীয় সমতলে একটি নির্দিষ্ট বিন্দু ও একটি নির্দিষ্ট সরলরেখা থেকে যে সব বিন্দুর দূরত্বের অনুপাত একটি ধ্রুবক, তাদের সেই একটি সঞ্চারপথ এবং তাকে কনিক বলা হয় ।

৬৯। উপবৃত্ত কাকে বলে?

উত্তরঃ উপবৃত্ত হলো কতকগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত এমন একটি সমতলীয় বদ্ধ বক্ররেখা যেন ঐ বক্ররেখার উপর অবস্থিত যে কোন বিন্দু হতে দুইটি নির্দিষ্ট বিন্দুর দুরত্বের সমষ্টি সব সময়ই একটি নির্দিষ্ট ধ্রূবক। প্রতিটি নির্দিষ্ট বিন্দুকে উপবৃত্তের ফোকাস বা উপকেন্দ্র বলে। যেহেতু এমন দুইটি নির্দিষ্ট বিন্দু রয়েছে, তাই উপবৃত্তের ফোকাস বা উপকেন্দ্র দুইটি। ফোকাস বিন্দু দুইটির মধ্যবর্তী দুরত্বকে ফোকাস দুরত্ব বলে। উপকেন্দ্র বিন্দু দুইটির সংযোজক রেখাংশের মধ্যবিন্দুই হলো উপবৃত্তের কেন্দ্র।

৭০। অধিবৃত্ত কাকে বলে? 

অধিবৃত্ত হলো কতকগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত এমন একটি সমতলীয় খোলা বক্ররেখা যেন ঐ বক্ররেখার উপর যেকোন বিন্দু হতে একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট রেখা উভয়েরই দুরত্ব সমান। নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় অধিবৃত্তের উপকেন্দ্র বা ফোকাস এবং নির্দিষ্ট রেখাটিকে বলা হয় অধিবৃত্তের দ্বিকাক্ষ।





পরাবৃত্ত Parabola

৭১। পরাবৃত্ত কাকে বলে?

উত্তরঃ পরাবৃত্ত হলো কতকগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত এমন দুইটি সমতলীয় খোলা বক্ররেখা যেন ঐ বক্ররেখা দুইটির অভ্যন্তরস্থ দুইটি নির্দিষ্ট বিন্দু হতে প্রতিটি বক্ররেখার উপর অবস্থিত যেকোন একটি বিন্দুর দুরত্বের পার্থক্যের পরম মান সবসময়ই একটি নির্দিষ্ট ধ্রূবকের সমান। প্রতিটি নির্দিষ্ট বিন্দুকে ফোকাস বা উপকেন্দ্র বলে। যেহেতু এমন দুইটি নির্দিষ্ট বিন্দু রয়েছে, তাই পরাবৃত্তের উপকেন্দ্র দুইটি। উপকেন্দ্রদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দুকে পরাবৃত্তের কেন্দ্র বলে। দ্বিমাত্রিক জগতে পরাবৃত্ত হলো একই সমতলে অবস্থিত দুইটি প্রতিসাম্য বক্ররেখা বা একটি বক্ররেখা আরেকটির আয়না প্রতিচ্ছবি।

৭২। পরাবৃত্তের ফোকাস বা উপকেন্দ্র কাকে বলে? 

উত্তরঃ ফোকাস বা উপকেন্দ্র হলো পরাবৃত্ত বক্ররেখার অভ্যন্তরস্থ এমন দুইটি নির্দিষ্ট বিন্দু যাদের থেকে পরাবৃত্ত বক্ররেখা দুইটির যেকোন একটির উপর যেকোন বিন্দুর দুরত্বের পার্থক্যের পরম মান একটি নির্দিষ্ট ধ্রূবক।

৭৩। পরাবৃত্তের কেন্দ্র কাকে বলে?

পরাবৃত্তের উপকেন্দ্র দুইটির সংযোজক রেখাংশের মধ্যবিন্দুকে পরাবৃত্তের কেন্দ্র বলে। অন্যভাবে বললে, পরাবৃত্তের বৃহৎ অক্ষ ও ক্ষুদ্র অক্ষের ছেদ বিন্দুকে কেন্দ্র বলে। তাছাড়া এই কেন্দ্র বিন্দুতে অক্ষদ্বয় পরস্পর সমকোণে মিলিত হয়।

৭৪। পরাবৃত্তের বৃহৎ অক্ষ কাকে বলে?

উত্তরঃ বৃহৎ অক্ষ হলো উপকেন্দ্রদ্বয় দিয়ে অতিক্রমকারী সরলরেখা। পরাবৃত্তের বৃহৎ অক্ষ আবার প্রতিসাম্য রেখা বলে পরিচিত। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হলো 2a. সুতরাং, অর্ধ বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হলো a.

৭৫। পরাবৃত্তের শীর্ষ কাকে বলে?

উত্তরঃ বৃহৎ অক্ষ পরাবৃত্তকে যে বিন্দুতে ছেদ করে তাকে শীর্ষ বিন্দু বলে। অন্যভাবে বললে, উপকেন্দ্রদ্বয়ের সংযোজক রেখাংশ পরাবৃত্ত বক্ররেখা দুইটিকে যে দুইটি বিন্দুতে ছেদ করে তাদেরকে শীর্ষ বিন্দু বলে। কেন্দ্র থেকে যেকোন শীর্ষ বিন্দুর দুরত্ব $a$ যা অর্ধ বৃহৎ অক্ষের দুরত্বের সমান।

৭৬। পরাবৃত্তের অসীম তট কাকে বলে?

উত্তরঃ অসীম তট হলো কেন্দ্রগামী এমন একটি সরলরেখা যা পরাবৃত্তের বক্ররেখাকে কখনও ছেদ করবে না।

৭৭। পরাবৃত্তের ফোকাস দুরত্ব বা উপকেন্দ্রিক দুরত্ব কাকে বলে? 

উত্তরঃ কেন্দ্র থেকে যেকোন ফোকাস বা উপকেন্দ্রের দুরত্বকে ফোকাস দুরত্ব বা উপকেন্দ্রিক দুরত্ব বলে।

৭৮। পরাবৃত্তের উপকেন্দ্রিকতা কাকে বলে? 

উত্তরঃ ফোকাস দুরত্ব ও অর্ধ বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের অনুপাতকে উপকেন্দ্রিকতা বলে। এটিকে e দ্বারা সূচিত করা হয়। যদি পরাবৃত্তের ফোকাস দুরত্ব c এবং অর্ধ বৃহৎ অক্ষের দৈর্ঘ্য a হয়, তাহলে উপকেন্দ্রিকতা e = ca পরাবৃত্তের উপকেন্দ্রিকতা সবসময় এক অপেক্ষা বড় অর্থাৎ e > 1.

৭৯। পরাবৃত্তের দ্বিকাক্ষ বা নিয়ামক কাকে বলে?

উত্তরঃ দ্বিকাক্ষ বা নিয়ামক হলো কেন্দ্র হতে a2c একক দুরত্বে অবস্থিত বৃহৎ অক্ষের উপর লম্ব একটি সরলরেখা যেখানে a ও c হলো যথাক্রমে অর্ধ বৃহৎ অক্ষের দৈর্ঘ্য ও ফোকাস দুরত্ব। একটি পরাবৃত্তের এরূপ দুইটি দ্বিকাক্ষ থাকে।

৮০। পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব কাকে বলে?

উত্তরঃ বৃহৎ অক্ষের উপর লম্ব এবং যেকোন উপকেন্দ্রগামী জ্যাকে উপকেন্দ্রিক লম্ব বলে। অন্যভাবে বলা যায়, উপকেন্দ্রিক লম্ব হলো বৃহৎ অক্ষের উপর লম্ব এবং উপকেন্দ্রগামী এমন একটি রেখাংশ যার প্রান্তবিন্দুদ্বয় পরাবৃত্তের বক্ররেখার উপর অবস্থিত। এটি উপকেন্দ্রগামী একটি বিশেষ জ্যা। আবার এটি উপকেন্দ্রগামী একটি অনন্য জ্যা যা বৃহৎ অক্ষ বা প্রতিসাম্য অক্ষ দ্বারা সমদ্বিখণ্ডিত হয়।




অন্যান্য

৮১। গোলক কাকে বলে?

উত্তরঃ দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে, তাকে সরল কোণ বলে।

৮২। ঘনবস্তু কাকে বলে?

উত্তরঃ তিন জোড়া সমান্তরাল আয়তাকার সমতল বা পৃষ্ট দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে  ঘনবস্তু বলে।

৮৩। ঘনক কাকে বলে?

উত্তরঃ আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান হলে, তাকে ঘনক বলে।

৮৪। কোণক কাকে বলে?

উত্তরঃ কোন সমকোণী ত্রিভুজে সমকোণ সংলগ্ন যে কোন একটি বাহুকে স্থির রেখে ঐ বাহুর চতুর্দিকে ত্রিভুজটিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে সমবৃত্তভুমিক কোণক বলে।

৮৫। সিলিন্ডার বা বেলন কাকে বলে?

একটি আয়তক্ষেত্রের যে কোন একটি বাহুকে স্থির রেখে ঐ বাহুর চতুর্দিকে আয়তক্ষেত্রটিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে সিলিন্ডার সমবৃত্তভুমিক বেলন বলে । 



❑বাহু :

❑ ত্রিভুজের বাহু = ৩টি,

❑ চতুর্ভুজের বাহু = ৪টি

❑ বৃত্তের বাহু = নাই,

❑ ঘনকের বাহু = ৮টি

❑ ঘনবস্তুর বাহু = ১২টি



❑ কিছু প্রাসঙ্গিক ইংরেজী শব্দ

Geometry-জ্যামিতি,

Point-বিন্দু্,

Line-রেখা,

Cube -ঘনক

Cuboid- ঘনবস্তু

Angle-কোণ,

Adjacent angle-সন্নিহিত কোণ,

Vertically opposite angles-বিপ্রতীপকোন,

Straight angles-সরলরেখা,

Right angle-সমকোণ,

Acute angle সূক্ষকোণ,

Obtuse angle- স্থুলকোণ ,

Reflex angle –প্রবিদ্ধ কোন,

Complementary angle-পূরক কোণ,

Supplementary angle-সম্পুরক কোণ,

Parallel line-সমান্তরাল রেখা,

Transversal-ছেদক,

Alternate angle-একান্তর কোণ,

Corresponding angle-অনুরূপ কোণ,

In-center – অন্ত-কেন্দ্র,

Circumcenter – পরিকেন্দ্র,

Centroid –ভরকেন্দ্র,

Orthocenter- লম্ববিন্দু

Triangle - ত্রিভুজ 

Equilateral triangle-সমবাহু ত্রিভুজ,

Isosceles angle-সমদিবাহু ত্রিভুজ,

Scalene angle –বিষমবাহু ত্রিভুজ,

Right angled triangle- সমকোণী ত্রিভুজ,

Acute angled triangle-সূক্ষকোণী ত্রিভুজ,

Obtuse angled triangle-স্থুলকোণী ত্রিভুজ,

Congruent – সর্বসম,

Equiangular triangles-সদৃশকোণী ত্রিভুজ,

Quadrilateral- চতুভুজ,

Diagonal-কর্ণ,

Parallelogram- সামান্তরিক,

Rectangle-আয়তক্ষেত্র ,

Square-বর্গ, Rhombus-রম্বস,

Mensuration -পরিমিতি

Circle- বৃত্ত

centre - কেন্দ্র 

Diametre- ব্যাস

Radius- ব্যাসার্ধ 

Arc- চাপ

Chord- জ্যা

Circumference- পরিধি 

Area- ক্ষেত্রফল



Happy learning with Noor E Alam 

University of Dhaka 




Sunday, March 23, 2025

Pronouns

 


Basic Grammar
Pronoun and its classification
Pronoun কাকে বলে? কত প্রকার ও কী কী?
Pronoun এর বাংলা প্রতিশব্দ 'সর্বনাম'। এটি একধরণের Parts of speech. 
A Pronoun is a word used instead of a Noun. 
যেমন, Amreen is a good student. She is in class two.  (Amreen- এর পরিবর্তে She একটি Pronoun)
তাই বলা যায়, Noun- এর পরিবর্তে যেসব Word ব্যবহৃত হয়, তাদেরকে Pronoun বলে।

*Pronoun কত প্রকার? 
 Pronoun -কে English Grammarian -রা আট ভাগে বিভক্ত করেন। এগুলো হলো, 
1. Personal Pronoun 
2. Demonstrative Pronoun
3. Interrogative Pronoun 
4. Indefinite Pronoun 
5. Distributive Pronoun 
6. Relative Pronoun
7. Reflexive Pronoun & Emphatic Pronoun 
8. Reciprocal Pronoun 

* Emphatic Pronoun কে intensive pronoun ও বলা হয়। 

1. Personal Pronoun:
কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে Pronoun ব্যবহৃত হয়, তাকে Personal Pronoun বলে। যথা:
Tajbir took the book and opened it.  
Book বোঝাতে it ব্যবহৃত হয়েছে 
He rang Ria and invited her. 
Ria -কে বোঝাতে her ব্যবহৃত হয়েছে।
Why are you crying, Milon? 
Milon -কে বোঝাতে You ব্যবহৃত হয়েছে 
My uncle is fat. He weighs over 90 kg. 
My uncle-এর পরিবর্তে he ব্যবহৃত হয়েছে ।

*Person অনুসারে Personal Pronoun-কে আবার তিন ভাগে ভাগ করা যায় । যথা: (i). Subject Pronoun (ii). Object Pronoun (iii) Possessive pronoun

(i) Subject Pronoun:
যে Pronoun গুলো কোন বাক্যে Subject হিসাবে ব্যবহৃত হয় সেগুলোকে Subject Pronouns বলে। যেমন: I know the girl. We are friends. He is a brilliant student ইত্যাদি। এখানে I, We, He এগুলো Subject Pronouns.

(ii). Object pronoun: 
যে Pronoun গুলো বাক্যে Object হিসাবে বসে সেগুলোকে Object Pronouns বলে। যেমন: We like him. I know her. ইত্যাদি। এখানে him, her হল Object Pronouns

(iii). Possessive Pronouns:
কোন ব্যক্তি বা বস্তুর মালিকানা প্রকাশের জন্য যে Pronoun গুলো ব্যবহার করা হয় সেগুলোকে Possessive Pronounsবলে। যথা: 
This pen is yours/ his/ hers/ mine/ ours/ theirs. এখানে yours, his, hers, ours, yours, theirs এগুলো Possessive Pronouns 

2. Demonstrative pronoun: 
যে Pronoun গুলো Noun এর আগে বসে উহার, এটি, ওটি, এগুলো ইত্যাদি নির্দেশ করে তাকে Demonstrative Pronoun বলে। যেমন: this, that, These, those, such ইত্যাদি।
Examples:This is my pen.That was my laptop.These are my toys.Those are our books.

3. Interrogative pronoun:
যে Pronoun গুলো  দিয়ে প্রশ্ন করা হয় সে Pronoun গুলোকে Interrogative Pronoun বলে। যেমন: Which, Who, What, Whose, Whom ইত্যাদি।
Examples:Which of these books will you buy? Whom are you calling? Who came first in the class?

4. Indefinite pronoun:
যে Pronoun দ্বারা বিশেষ কোন ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট কোন ব্যাক্তি বা বস্তুকে বুঝায় তখন তাকে Indefinite Pronoun বলে । যেমন : Anyone, Somewhere, Anybody, Anyway ইত্যাদি ।

5. Distributive pronoun: যে সকল Pronoun একজাতীয় একাধিক Noun- এর মধ্যে কোনো কিছুকে পৃথক করা বোঝায়, সেগুলোকে Distributive Pronoun বলা হয়। যথা: 
Each: Each boy will get a prize.
Either: Either of the two girls is intelligent.
Neither: Neither of the statements is false.

6. Relative pronoun:
যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুর পরে বসে আবার ঐ একই ব্যক্তি/বস্তুকে নির্দেশ করে সে Pronoun কে Relative Pronoun বলে।অন্যকথায়, Relative Pronoun গুলো দুটি Clause কে যুক্ত করে। 
যেমন: I know the boy  whom you love. (এখান Whom– relative pronoun টি The girl এর পরে বসে আবার the girl কে নির্দেশ করুছে। তাই এটি Relative Pronoun)

আরো কিছু Relative Pronoun:  which, whose, who, That, whom, where ইত্যাদি।

7. Reflexive pronoun:
Personal Pronoun এর সংগে self বা selves যুক্ত হয়ে এই Pronoun টি Object হিসেবে কাজ করে একই সাথে Subject কেও নির্দেশ করে তখন তাকে Reflexive Pronoun বলে।  
যেমন: He killed himself (He হলো personal pronoun, এর সাথে self যুক্ত হয়ে object এর স্থানে আছে এবং একই সাথে Subject কেও নির্দেশ করছে।)
আরো কিছু Reflexive Pronouns: Himself, myself, herself, themselves ইত্যাদি।

8. Reciprocal pronoun:
যে Pronoun দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক/পরস্পরকে বুঝায় তাকে Reciprocal Pronoun বলে । যেমন : Each other, One another ইত্যাদি হল Reciprocal Pronoun.

**Intensive pronoun:/ Emphatic Pronoun:
অন্য কোন Noun বা Pronoun এর উপরে গুরত্ব প্রদান করার জন্য যে সকল pronoun ব্যবহৃত হয়, তাদেরকে Intensive pronoun/ Emphatic Pronoun বলা হয়। Reflexive pronoun এবং intensive pronoun দেখতে একই রকম কিন্তু intensive pronoun বাক্যে object হিসেবে ব্যবহৃত হয় না ।যেমন: Himself, myself, ourselves,  herself, themselves ইত্যাদি।
He, himself did the work.

বি:দ্র: বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় Pronouns থেকে প্রায়ই প্রশ্ন এসে থাকে।

Noor E Alam, Dhaka University
English Medium Teacher
British Council certified IELTS & Spoken Trainer
*Basic English * Grammar & Vocabulary  * Academic English * IELTS & Spoken 
01750044274



Figurative language

 


Saturday, March 22, 2025

Comprehension

 


Comprehension for practice 


Human beings are unique creatures on Earth. Unlike other animals, they possess advanced intelligence, allowing them to create languages, develop technologies, and build civilizations. Humans communicate through speech, writing, and gestures, making them highly social beings.


Another remarkable trait of humans is their ability to adapt. They can live in various environments, from the freezing Arctic to the hot deserts. Through inventions such as clothing, shelter, and modern transportation, humans have overcome many natural challenges.


Furthermore, humans have emotions and morals that guide their behavior. They experience love, kindness, anger, and empathy. These emotions influence their decisions and relationships. Additionally, humans have the ability to think critically, solve problems, and make discoveries that improve their lives.


However, despite these remarkable qualities, humans also face challenges. Environmental pollution, global warming, and conflicts threaten their future. It is important for human beings to work together, use their intelligence wisely, and protect the planet for future generations.



Practice Questions:


A. Multiple Choice Questions (MCQs)


1. What makes humans different from other animals?

a) Their ability to run fast

b) Their advanced intelligence

c) Their strong physical strength

d) Their large population



2. How do humans adapt to different environments?

a) By migrating frequently

b) By using tools and inventions

c) By avoiding extreme climates

d) By eating only specific foods



3. What emotions do humans experience?

a) Love and kindness

b) Only anger and fear

c) No emotions at all

d) Only happiness and sadness



4. Why is it important for humans to protect the planet?

a) To ensure their survival and that of future generations

b) To dominate nature

c) To increase wealth and power

d) To prevent animals from evolving



B. Short Answer Questions


1. How does human intelligence help in communication?



2. In what ways have humans adapted to harsh environments?



3. How do emotions influence human behavior?



4. Mention two global challenges that humans face today.



5. What can humans do to protect the environment?


Prepared for practice 

Happy learning with Noor E Alam, English Medium Teacher 


Thursday, March 20, 2025

Adverbs with ly

 


Here is a comprehensive list of -ly words from A to Z with Bangla meanings and short sentences:


A


Accidentally (দুর্ঘটনাক্রমে)


He accidentally dropped the glass. (সে দুর্ঘটনাক্রমে গ্লাসটি ফেলে দিল।)



Actively (সক্রিয়ভাবে)


She actively participates in class. (সে ক্লাসে সক্রিয়ভাবে অংশ নেয়।)



Actually (আসলে/প্রকৃতভাবে)


I actually like this book. (আসলে আমি এই বইটি পছন্দ করি।)



Angrily (রাগান্বিতভাবে)


He spoke angrily to his brother. (সে তার ভাইকে রাগান্বিতভাবে বলল।)



Anxiously (উদ্বিগ্নভাবে)


She waited anxiously for the result. (সে উদ্বিগ্নভাবে ফলাফলের জন্য অপেক্ষা করল।)


Anonymously (নাম প্রকাশ না করে)


The donation was made anonymously.

(অনুদানটি নাম প্রকাশ না করে দেওয়া হয়েছিল।)

B


Badly (খারাপভাবে)


He played badly today. (সে আজ খারাপ খেলেছে।)



Beautifully (সুন্দরভাবে)


The room is decorated beautifully. (ঘরটি সুন্দরভাবে সাজানো হয়েছে।)



Bravely (সাহসিকতার সাথে)


The soldier fought bravely. (সৈনিকটি সাহসিকতার সাথে লড়াই করেছিল।)



Brightly (উজ্জ্বলভাবে)


The stars shine brightly at night. (তারাগুলো রাতে উজ্জ্বলভাবে জ্বলজ্বল করে।)



Busily (ব্যস্তভাবে)


She was working busily in the kitchen. (সে রান্নাঘরে ব্যস্তভাবে কাজ করছিল।)



Blindly (অন্ধভাবে / বিচার-বিবেচনা ছাড়া) He blindly followed his friend's advice.

(সে তার বন্ধুর পরামর্শ অন্ধভাবে অনুসরণ করল।)


C


Carefully (সতর্কভাবে)


Read the question carefully. (প্রশ্নটি সতর্কভাবে পড়ো।)



Cheerfully (আনন্দের সাথে)


He greeted me cheerfully. (সে আমাকে আনন্দের সাথে শুভেচ্ছা জানাল।)



Clearly (স্পষ্টভাবে)


She explained the topic clearly. (সে বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করল।)



Closely (ঘনিষ্ঠভাবে)


The detective watched closely. (গোয়েন্দা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করল।)



Confidently (আত্মবিশ্বাসের সাথে)


He spoke confidently in the meeting. (সে মিটিংয়ে আত্মবিশ্বাসের সাথে কথা বলল।)




D


Daily (প্রতিদিন)


I exercise daily. (আমি প্রতিদিন ব্যায়াম করি।)



Dangerously (বিপজ্জনকভাবে)


He was driving dangerously. (সে বিপজ্জনকভাবে গাড়ি চালাচ্ছিল।)



Deeply (গভীরভাবে)


She was deeply hurt. (সে গভীরভাবে কষ্ট পেয়েছিল।)



Deliberately (ইচ্ছাকৃতভাবে)


He deliberately broke the rules. (সে ইচ্ছাকৃতভাবে নিয়ম ভাঙল।)



Desperately (মরিয়া হয়ে)


He desperately needed help. (তার মরিয়া হয়ে সাহায্য প্রয়োজন ছিল।)



Despondently (হতাশার সাথে)


She sighed despondently after hearing the bad news. (খারাপ খবর শুনে সে হতাশার সাথে নিঃশ্বাস ফেলল।)



Disdainfully (অবজ্ঞাসূচকভাবে) – ঘৃণা বা তাচ্ছিল্যের সঙ্গে।

He looked at the beggar disdainfully.

(সে ভিখারির দিকে অবজ্ঞাসূচকভাবে তাকালো।)



Dolefully (বেদনাদায়কভাবে / দুঃখভরে) – গভীর দুঃখ বা শোক প্রকাশ করে।

 She sighed dolefully after hearing the bad news.

(খারাপ খবর শুনে সে দুঃখভরে দীর্ঘশ্বাস ফেলল।)



E


Eagerly (উৎসাহের সাথে)


She eagerly waited for the news. (সে উৎসাহের সাথে খবরের জন্য অপেক্ষা করছিল।)



Easily (সহজে)


He solved the puzzle easily. (সে সহজে ধাঁধাটি সমাধান করল।)



Energetically (শক্তির সাথে)


The players ran energetically. (খেলোয়াড়রা শক্তির সাথে দৌড়াল।)



Exactly (সঠিকভাবে)


That is exactly what I meant. (এটাই আমি সঠিকভাবে বোঝাতে চেয়েছিলাম।)



Excitedly (উত্তেজিতভাবে)


She talked excitedly about her trip. (সে তার ভ্রমণ নিয়ে উত্তেজিতভাবে বলছিল।)




F


Fairly (ন্যায্যভাবে)


The teacher graded the papers fairly. (শিক্ষক ন্যায্যভাবে খাতা মূল্যায়ন করলেন।)



Faithfully (বিশ্বস্তভাবে)


He served his country faithfully. (সে তার দেশকে বিশ্বস্তভাবে সেবা করল।)



Fastly (দ্রুত)


The train moved fastly. (ট্রেনটি দ্রুত চলছিল।)



Foolishly (বোকামির সাথে)


He acted foolishly in class. (সে ক্লাসে বোকামির সাথে আচরণ করল।)



Frequently (ঘন ঘন)


He visits his grandparents frequently. (সে তার দাদা-দাদিকে ঘন ঘন দেখতে যায়।)


Fiercely (ভয়ংকরভাবে) She fought fiercely to defend her team’s victory. (সে তার দলের বিজয় রক্ষা করতে তীব্রভাবে লড়াই করল।)



G


Gently (নরমভাবে)


She touched the baby gently. (সে শিশুটিকে নরমভাবে স্পর্শ করল।)



Gladly (আনন্দের সাথে)


I will help you gladly. (আমি আনন্দের সাথে তোমাকে সাহায্য করব।)



Gratefully (কৃতজ্ঞতার সাথে)


She accepted the gift gratefully. (সে কৃতজ্ঞতার সাথে উপহারটি গ্রহণ করল।)



Greatly (অত্যন্ত)


He was greatly honored. (সে অত্যন্ত সম্মানিত হয়েছিল।)



Greedily (লোভের সাথে)


He ate the cake greedily. (সে কেকটি লোভের সাথে খেল।)


Generally (সাধারণভাবে / মোটামুটি) Generally, people prefer tea to coffee in Bangladesh.

(সাধারণভাবে, বাংলাদেশে মানুষ কফির চেয়ে চা বেশি পছন্দ করে।)


H


Happily (আনন্দের সাথে)


They lived happily ever after. (তারা পরবর্তীতে আনন্দের সাথে বসবাস করল।)



Harshly (কঠোরভাবে)


The teacher spoke harshly. (শিক্ষক কঠোরভাবে কথা বললেন।)



Hastily (তাড়াহুড়ো করে)


He finished his work hastily. (সে তার কাজ তাড়াহুড়ো করে শেষ করল।)



Hopefully (আশাবাদীভাবে)


Hopefully, we will win. (আশাবাদীভাবে, আমরা জিতব।)



Hopelessly (হতাশার সাথে)


He looked at me hopelessly. (সে হতাশার সাথে আমার দিকে তাকাল।)


Humbly (নম্রভাবে / বিনয়ের সাথে)

He humbly accepted his mistake.

(সে বিনয়ের সাথে তার ভুল স্বীকার করল।)


Honestly (সততার সাথে / খোলাখুলিভাবে) She answered the questions honestly.

(সে প্রশ্নগুলোর উত্তর সততার সাথে দিল।)


Haphazardly (এলোমেলোভাব) She placed the books haphazardly on the shelf. (সে বইগুলো অবিন্যস্তভাবে শেলফে রাখল)



I


Immediately (তাৎক্ষণিকভাবে)


He left immediately. (সে তাৎক্ষণিকভাবে চলে গেল।)



Innocently (নির্দোষভাবে)


The child smiled innocently. (শিশুটি নির্দোষভাবে হাসল।)



Intelligently (বুদ্ধিমানের সাথে)


She solved the problem intelligently. (সে বুদ্ধিমানের সাথে সমস্যাটি সমাধান করল।)


Intentionally (ইচ্ছাকৃতভাবে / সচেতনভাবে) He intentionally broke the window.

(সে ইচ্ছাকৃতভাবে জানালাটি ভেঙে ফেলল।)


Illegally (অবৈধভাবে / আইনবিরুদ্ধভাবে) He was caught illegally entering the country.

(সে অবৈধভাবে দেশে প্রবেশ করার সময় ধরা পড়েছিল।)



J


Jealously (হিংসার সাথে)


He looked at me jealously. (সে আমার দিকে হিংসার সাথে তাকাল।)



Jokingly (ঠাট্টাচ্ছলে)


He spoke jokingly. (সে ঠাট্টাচ্ছলে বলল।)


Joyfully (আনন্দের সাথে / খুশি মনে) The children played joyfully in the park.

(শিশুরা পার্কে আনন্দের সাথে খেলল।)



K


Keenly (গভীরভাবে)


She listened keenly to the speech. (সে গভীরভাবে বক্তৃতা শুনছিল।)



Kindly (সদয়ভাবে)


He spoke kindly to the old man. (সে বৃদ্ধ লোকটির সাথে সদয়ভাবে কথা বলল।)



Knowingly (জেনেশুনে)


He knowingly broke the rule. (সে জেনেশুনে নিয়ম ভঙ্গ করল।)




L


Largely (ব্যাপকভাবে)


The project was largely successful. (প্রকল্পটি ব্যাপকভাবে সফল ছিল।)



Lazily (অলসভাবে)


He lay lazily on the bed. (সে অলসভাবে বিছানায় শুয়ে ছিল।)



Lightly (হালকাভাবে)


She touched the flower lightly. (সে ফুলটিকে হালকাভাবে স্পর্শ করল।)



Likely (সম্ভবত)


It is likely to rain today. (আজ সম্ভবত বৃষ্টি হবে।)



Loudly (উচ্চস্বরে)


He laughed loudly. (সে উচ্চস্বরে হাসল।)



Legally (আইনসম্মতভাবে / বৈধভাবে) – আইন অনুযায়ী বা বৈধভাবে কিছু করা।

Example: She legally changed her name.

(সে আইনসম্মতভাবে তার নাম পরিবর্তন করেছে।)



Logically (যৌক্তিকভাবে / যুক্তিসঙ্গতভাবে) – যুক্তি অনুযায়ী বা বুদ্ধিসঙ্গতভাবে।

Example: His argument was logically correct.

(তার যুক্তিটি যৌক্তিকভাবে সঠিক ছিল।)


Lavishly (অত্যধিক ব্যয়/ বিলাসিতায় ভরপুরভাবে) 


They celebrated the wedding lavishly.

(তারা বিয়েটি বিলাসবহুলভাবে উদযাপন করেছিল।)



M


Madly (উন্মাদভাবে)


He ran madly through the streets. (সে উন্মাদভাবে রাস্তায় দৌড়াচ্ছিল।)



Magically (জাদুকরীভাবে)


The scenery looked magically beautiful. (দৃশ্যটি জাদুকরীভাবে সুন্দর লাগছিল।)



Miserably (দুর্দশাগ্রস্তভাবে)


She failed miserably in the exam. (সে পরীক্ষায় দুর্দশাগ্রস্তভাবে ব্যর্থ হল।)



Mysteriously (রহস্যজনকভাবে)


The door opened mysteriously. (দরজাটি রহস্যজনকভাবে খুলে গেল।)




N


Nervously (নার্ভাসভাবে)


She spoke nervously before the crowd. (সে ভিড়ের সামনে নার্ভাসভাবে কথা বলল।)



Nicely (সুন্দরভাবে)


He dressed nicely for the party. (সে পার্টির জন্য সুন্দরভাবে পোশাক পরেছিল।)



Noisily (উচ্চ শব্দ করে)


The children played noisily in the park. (বাচ্চারা পার্কে উচ্চ শব্দ করে খেলছিল।)



Normally (সাধারণভাবে)


He normally wakes up at 7 AM. (সে সাধারণত সকাল ৭টায় ওঠে।)



Nearly (প্রায় / সামান্য বাকি থাকা) She is nearly finished with her homework.

(তার পড়ার কাজ প্রায় শেষ হয়ে গেছে।)



O


Obediently (বাধ্যভাবে)


The student obeyed obediently. (ছাত্রটি বাধ্যভাবে অনুসরণ করল।)



Obviously (স্পষ্টত)


He was obviously tired. (সে স্পষ্টতই ক্লান্ত ছিল।)



Occasionally (মাঝে মাঝে)


I visit my grandparents occasionally. (আমি মাঝে মাঝে আমার দাদা-দাদির কাছে যাই।)



Officially (আনুষ্ঠানিকভাবে)


The results were officially announced. (ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো।)


P


Patiently (ধৈর্যসহকারে)


She waited patiently for the bus. (সে ধৈর্যসহকারে বাসের জন্য অপেক্ষা করল।)



Perfectly (নিখুঁতভাবে)


He completed the task perfectly. (সে কাজটি নিখুঁতভাবে শেষ করল।)



Politely (ভদ্রভাবে)


He spoke politely to the teacher. (সে শিক্ষকের সাথে ভদ্রভাবে কথা বলল।)



Proudly (গর্বের সাথে)


She proudly showed her medal. (সে গর্বের সাথে তার মেডেল দেখাল।)


Permanently (স্থায়ীভাবে )

 He moved to Canada permanently.

(সে স্থায়ীভাবে কানাডায় চলে গেছে।)


Q


Quickly (দ্রুত)


She finished her work quickly. (সে তার কাজ দ্রুত শেষ করল।)



Quietly (নীরবে)


He entered the room quietly. (সে নীরবে ঘরে ঢুকল।)




R


Rapidly (দ্রুতগতিতে)


The river flows rapidly. (নদীটি দ্রুতগতিতে প্রবাহিত হয়।)



Rarely (কদাচিৎ)


He rarely eats junk food. (সে কদাচিৎ জাঙ্ক ফুড খায়।)



Rudely (অভদ্রভাবে)


He answered rudely. (সে অভদ্রভাবে উত্তর দিল।)


Randomly (এলোমেলোভাবে / যেকোনোভাবে)He randomly selected a book from the shelf.

(সে এলোমেলোভাবে তাক থেকে একটি বই বেছে নিল।)



Rightly (সঠিকভাবে, যথাযথভাবে)

He was rightly rewarded for his honesty.

(তিনি সঠিকভাবে তার সততার জন্য পুরস্কৃত হয়েছিলেন।)




S


Safely (নিরাপদে)


They reached home safely. (তারা নিরাপদে বাড়ি পৌঁছাল।)



Secretly (গোপনে)


He secretly left the house. (সে গোপনে ঘর থেকে বেরিয়ে গেল।)



Seriously (গম্ভীরভাবে)


She took the matter seriously. (সে বিষয়টি গম্ভীরভাবে নিল।)



Silently (নীরবে)


He listened silently. (সে নীরবে শুনছিল।)



Slowly (ধীরে)


The old man walks slowly. (বৃদ্ধ 

লোকটি ধীরে হাঁটেন।)



Suddenly (হঠাৎ করে)


The power went off suddenly. (হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল।)


Sweetly (মধুরভাবে)


The baby smiled sweetly at her mother. (শিশুটি তার মায়ের দিকে মধুরভাবে হাসল।)




Stealthily (গোপনে, চুপচাপ)


He moved stealthily through the shadows. (সে গোপনে ছায়ার মধ্যে চলছিল।)



Scornfully (অবজ্ঞার সাথে)


She looked at him scornfully after he made the mistake. (সে ভুল করার পর তাকে অবজ্ঞার সাথে দেখল।)




Successfully (সফলভাবে)


He completed the mission successfully. (সে সফলভাবে মিশন শেষ করল।)



Shamelessly (লজ্জাহীনভাবে)


He shamelessly lied to everyone. (সে লজ্জাহীনভাবে সবার সাথে মিথ্যা বলল।)


 Sincerely (সত্যিই, আন্তরিকভাবে)


I sincerely apologize for the mistake. (আমি সত্যিই ভুলের জন্য দুঃখিত।)



 Softly (হালকাভাবে, নরমভাবে)


She spoke softly to avoid waking the baby. (সে শিশুটিকে না জাগানোর জন্য হালকাভাবে কথা বলল।)



 Subtly (সূক্ষ্মভাবে)


He subtly hinted at the surprise party. (সে সূক্ষ্মভাবে সেদিনের পার্টির ইঙ্গিত দিল।)



Surprisingly (আশ্চর্যজনকভাবে)


She surprisingly won the competition. (সে আশ্চর্যজনকভাবে প্রতিযোগিতা জিতল।)


Strongly (শক্তভাবে / জোরালোভাবে) – দৃঢ়ভাবে বা জোর দিয়ে কিছু করা।

Example: She strongly opposed the idea.

(সে দৃঢ়ভাবে সেই ধারণার বিরোধিতা করেছিল।)


Shortly (শীঘ্রই / অল্প সময়ের মধ্যে) The train will arrive shortly.

(ট্রেনটি শীঘ্রই আসবে।)

Simultaneously (একই সঙ্গে/একই সময়ে) The two teams scored goals simultaneously.
(দুই দল একই সময়ে গোল করল।)

Spontaneously (স্বতঃস্ফূর্তভাবে) She spontaneously started dancing when she heard the music.
(সে সংগীত শুনে স্বতঃস্ফূর্তভাবে নাচতে শুরু করল।)

T


Thankfully (কৃতজ্ঞতার সাথে)


She thankfully accepted the gift. (সে কৃতজ্ঞতার সাথে উপহারটি গ্রহণ করল।)



Tightly (কষে/ শক্ত করে)


He held the rope tightly. (সে দড়িটি কষে ধরল।)



Truly (সত্যিই)


I truly believe in hard work. (আমি সত্যিই কঠোর পরিশ্রমে বিশ্বাস করি।)


Tenderly (নরমভাবে, স্নেহপূর্ণভাবে)


He tenderly held the baby in his arms. (সে স্নেহপূর্ণভাবে শিশুটিকে তার বাহুতে ধরল।)



Temporarily (অস্থায়ীভাবে)


The shop is temporarily closed for renovation. (দোকানটি অস্থায়ীভাবে সংস্কারের জন্য বন্ধ রয়েছে।)



Tensely (উত্তেজিতভাবে, চাপের মধ্যে)


He waited tensely for the results. (সে উত্তেজিতভাবে ফলাফলের জন্য অপেক্ষা করছিল।)



Tragically (দুর্ভাগ্যজনকভাবে)


The accident tragically took his life. (দুর্ঘটনাটি দুর্ভাগ্যজনকভাবে তার জীবন নিতেছে।)




Triumphantly (বিজয়ের সাথে)


She triumphantly raised her trophy. (সে বিজয়ের সাথে তার ট্রফি তুলল।)




U


Unfortunately (দুর্ভাগ্যবশত)


Unfortunately, he missed the train. (দুর্ভাগ্যবশত, সে ট্রেন মিস করল।)



Unhappily (দুঃখের সাথে)


She left the party unhappily. (সে দুঃখের সাথে পার্টি ছেড়ে গেল।)


Unabashedly (লজ্জাহীনভাবে)


He unabashedly talked about his success. (সে লজ্জাহীনভাবে তার সফলতা সম্পর্কে বলল।)


Unwillingly (অপ্রস্তুতভাবে)


She unwillingly agreed to help him. (সে অপ্রস্তুতভাবে তাকে সাহায্য করতে সম্মত হলো।)


Undoubtedly (নিশ্চিতভাবে/ সন্দেহাতীতভাবে)


He is undoubtedly the best player on the team. (সে নিশ্চিতভাবে দলের সেরা খেলোয়াড়।)


Unintentionally (অনিচ্ছাকৃতভাবে / অসাবধানতাবশত) I unintentionally spilled the water.

(আমি অনিচ্ছাকৃতভাবে পানি ফেলে দিয়েছিলাম।)



Usually (সাধারণত / অধিকাংশ সময)

She usually wakes up at 7 AM.

(সে সাধারণত সকাল ৭টায় ঘুম থেকে ওঠে।)


V


Vaguely (অস্পষ্টভাবে)


He vaguely remembered the incident. (সে ঘটনাটি অস্পষ্টভাবে মনে করল।)



Violently (সহিংসভাবে)


The wind blew violently. (বাতাস সহিংসভাবে বয়ে গেল।)



 Viciously (হিংস্রভাবে)


He attacked his opponent viciously. (সে তার প্রতিপক্ষকে হিংস্রভাবে আক্রমণ করল।)



 Victoriously (বিজয়ের সাথে)


The team walked off the field victoriously. (দলটি বিজয়ের সাথে মাঠ থেকে চলে গেল।)



 Visibly (দৃশ্যত)


She was visibly upset after the news. (সে সংবাদ পাওয়ার পর দৃশ্যতভাবে উত্তেজিত ছিল।)



Vividly (স্পষ্টভাবে, জীবন্তভাবে)


He described the event vividly. (সে ঘটনাটি স্পষ্টভাবে বর্ণনা করল



Vehemently (প্রবলভাবে, জোরালোভাবে)


He vehemently denied the accusation. (সে অভিযোগটি প্রবলভাবে অস্বীকার করল।)


Vigorously (জোড়ালোভাবে) The workers protested against the unfair rules.

(কর্মীরা অন্যায় নিয়মের বিরুদ্ধে জোরালোভাবে প্রতিবাদ করল।)


Vacantly (ফাঁকা বা শূন্যদৃষ্টিতে / উদাসভাবে) She stared vacantly at the wall.

(সে দেয়ালের দিকে শূন্যদৃষ্টিতে তাকিয়ে ছিল।)


W


Warmly (উষ্ণভাবে)


She greeted me warmly. (সে আমাকে উষ্ণভাবে স্বাগত জানাল।)



Weakly (দুর্বলভাবে)


He walked weakly after the illness. (সে অসুস্থতার পর দুর্বলভাবে হাঁটল।)



Wisely (বুদ্ধিমানের সাথে)


He handled the situation wisely. (সে পরিস্থিতি বুদ্ধিমানের সাথে সামলাল।)


Weekly (সাপ্তাহিকভাবে / প্রতি সপ্তাহে) –  We have a weekly meeting every Monday.

(আমাদের প্রতি সোমবার একটি সাপ্তাহিক সভা হয়।)


Y


Yearly (বার্ষিকভাবে)


We visit our village yearly. (আমরা বার্ষিকভাবে আমাদের গ্রামে যাই।)


Z


Zealously (উৎসাহের সাথে)


He worked zealously for his company. (সে তার কোম্পানির জন্য উৎসাহের সাথে কাজ করল।)




Happy learning with Noor E Alam, University of Dhaka 






 












Poem: Two mothers remembered

 Two Mothers Remembered Joann Snow Duncanson I had two Mothers two Mothers I claim Two different people, yet with the same name. Two separat...