Posts

Showing posts from April, 2024

Conversation at Airport

Image
কিভাবে বিমানবন্দরে ইংরেজি কথোপকথন করতে পারি (English conversation at the airport): বিমানবন্দরে সবার প্রথমে check-in করতে হয়। ধরুন বিমানবন্দরে গেলেন এবং আপনি check-in করতে চাচ্ছেন। সর্বপ্রথম আপনি যে airlines-এ যাবেন সেই airlines-এর agent-র কাছে যাবেন যেমন: Bangladesh Airlines, Air Asia, Qatar Airways…..এখন তারা আপনাকে সবার আগে কী বলতে পারে? বিমানবন্দরে ইংরেজিতে কথোপকথন Good morning./ Good afternoon./ Good evening. Where are you flying to today? এর মানে হল, শুভ সকাল, শুভ বিকেল/ শুভ সন্ধ্যা। আপনি কোথায় যাচ্ছেন? এটা কিন্তু খুবই কমন একটা প্রশ্ন।   Just জানতে চাচ্ছে যে আপনি কোথায় যাচ্ছেন। এর জবাবে, আপনি যে জায়গা বা দেশটায় যাবেন তার নামটা বলবেন। এই সহজ প্রশ্নের উত্তরটাও কিন্তু এক বাক্যে খুবই সহজে ইংরেজিতে দেয়া যায়। কীভাবে?  I am going to _____. I am going to Nepal.  অর্থাৎ, আমি নেপাল যাচ্ছি। আপনি হয়তো ইন্ডিয়া বা আমেরিকা যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি বলবেন- I am going to India.  I am going to America. আবার হয়তো আপনি ঢাকা  থেকে কক্সবাজার যাচ্ছেন- I am going to Cox’s bazar....