Tense (কাল/সময়)
![]() |
Four steps to learn English accurately. They are: Listening, Speaking, Reading and Writing. In fact, to learn English properly we must be enriched ourselves with vocabulary and their proper utilizations. To use the vocabulary accurately we must learn Tense.
Tense আমরা নানাভাবে শেখার চেষ্টা করি কিন্তু বারবার ভুলে যাই।
সত্যি বলতে কি only proper methodology of teaching can solve this problem. বাঙ্গালীতো! শুদ্ধভাবে বাঙ্গলা জেনে Tense শেখা শুরু করা উঢিৎ ।
আসুন, সাবলীল ও সুন্দরভাবে তথা সহজে ইংরেজি ভাষা শেখার জন্য সবার আগে যথাযথ শব্দচয়নে বাংলাভাষার ব্যবহার শিখি!
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেমনটি বলেছিলেন:
"আগে চাই বাংলা ভাষার গাঁথুনী, তারপর ইংরেজি শেখার পত্তন!"
Tenses
Definition of tense: Tense denotes the time of a verb.
Tense (কাল): Tense অর্থ কাল বা সময়। কোনো কাজ সম্পাদনের সময়কে tense বলে। ল্যাটিন শব্দ ‘tempus’থেকে tense শব্দটি এসেছে। tempus অর্থ সময়।
✏️Tense-এর প্রকারভেদ (classification of tenses):
Verb-এর কাজ অনুযায়ী tense প্রধানত তিন প্রকার। যথা:
1. Present tense (বর্তমান কাল)
2. Past tense (অতীত কাল)
3. Future tense (ভবিষ্যৎ কাল)
Verb-এর কাজ অনুযায়ী tense প্রধানত তিন প্রকার। যথা:
1. Present tense (বর্তমান কাল)
2. Past tense (অতীত কাল)
3. Future tense (ভবিষ্যৎ কাল)
👉Present tense (বর্তমান কাল):
যে কাজ বর্তমান কালে সম্পন্ন হয় বা হয়ে থাকে বোঝায়, তাকে verb-এর present tense বা বর্তমান কাল বলে।
যেমন:
যে কাজ বর্তমান কালে সম্পন্ন হয় বা হয়ে থাকে বোঝায়, তাকে verb-এর present tense বা বর্তমান কাল বলে।
যেমন:
I go to school everyday.
She has a nice pen.
He sometimes writes letters.
Amreen draws pictures.
Samara is a meritorious student.
👉Past tense (অতীত কাল):
যে কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল বা ঘটেছিল বোঝায়, তাকে verb-এর past tense বা অতীত কাল বলে।
যেমন: I went to school yesterday. He wrote a letter last week.
যে কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল বা ঘটেছিল বোঝায়, তাকে verb-এর past tense বা অতীত কাল বলে।
যেমন: I went to school yesterday. He wrote a letter last week.
He was a student.
She had a nice pen.
He drew a picture.
👉Future tense (ভবিষ্যৎ কাল):
ভবিষ্যৎ কালে কোনো কাজ সম্পন্ন হবে বোঝালে, তাকে verb-এর future tense বা ভবিষ্যৎ কাল বলে।
যেমন: I will buy a pen tomorrow.
ভবিষ্যৎ কালে কোনো কাজ সম্পন্ন হবে বোঝালে, তাকে verb-এর future tense বা ভবিষ্যৎ কাল বলে।
যেমন: I will buy a pen tomorrow.
Munia will go to Dhaka.
They will play football etc.
Faisal will be a doctor in future.
He will have a nice car in future.
👉প্রত্যেকটি tense-কে আবার চার ভাগে ভাগ করা যায়। যথা:
1. Indefinite (অনির্দিষ্ট)
2. Continuous (চলতি অবস্থা)
3. Perfect (সম্পন্ন বা শেষ অবস্থা) ও
4. Perfect continuous (পূর্ব থেকে আরম্ভ হয়ে চলতে থাকা)
2. Continuous (চলতি অবস্থা)
3. Perfect (সম্পন্ন বা শেষ অবস্থা) ও
4. Perfect continuous (পূর্ব থেকে আরম্ভ হয়ে চলতে থাকা)
Present tense (বর্তমান কাল):
1. Present indefinite tense/ Simple present tense: বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে verb-এর present indefinite tense হয়। চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ, অভ্যাস, প্রকৃতি বোঝাতেও present indefinite tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর মূল verb-এর present form ব্যবহূত হয়। তবে subject (কর্তা) third person singular number হলে মূল verb-এর শেষে s বা es, ies যোগ করতে হয়।
যেমন: 1) We live in Bangladesh.
2) The sun rises in the east.
3) Birds fly in the sky.
4) The rose smells sweet.
5) He does not sleep by day.
6) She reads the Quran everyday.
7) He is an engineer.
8) He has a nice pet cat.
9) Kabbo loves playing.
2) The sun rises in the east.
3) Birds fly in the sky.
4) The rose smells sweet.
5) He does not sleep by day.
6) She reads the Quran everyday.
7) He is an engineer.
8) He has a nice pet cat.
9) Kabbo loves playing.
👉2. Present continuous tense/ Present progressive tense বর্তমান কালে কোন কাজ হচ্ছে বা চলছে এরূপ বোঝালে verb-এর present continuous tense/ Present progressive tense হয়।
The action that is going on right now is known as present continuous tense
The action that is going on right now is known as present continuous tense
গঠন প্রণালি: Subject-এর পর person ও number অনুসারে am, is, are বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।
যেমন: 1) Mother is telling a story
2) The dog is barking.
3) Subha is singing a song.
4) Tanisha is composing a poem right now.
5) Now it is not raining.
6) Amreen is dancing right now.
7) Mahi is reading a story book at this moment.
8) We are learning tenses right now.
8) We are learning tenses right now.
👉3 Present perfect tense:
বর্তমান কালে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, এরূপ বোঝালে verb-এর present perfect tense হয়।
বর্তমান কালে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, এরূপ বোঝালে verb-এর present perfect tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর person ও number অনুসারে have বা has বসে এবং মূল verb-এর past participle form ব্যবহূত হয়।
যেমন: 1) I have written a letter just now.
2) Abid has already drawn a picture.
3) They have recently been to London.
4) She has not married yet.
5) Sneha has already completed her homework.
6) Nehal has made a nice toy car.
2) Abid has already drawn a picture.
3) They have recently been to London.
4) She has not married yet.
5) Sneha has already completed her homework.
6) Nehal has made a nice toy car.
👉4. Present perfect continuous tense: বর্তমান কালে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনো হচ্ছে বা চলছে এরূপ বোঝালে verb-এর present perfect continuous tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর person ও number অনুসারে have been বা has been বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।
যেমন: 1) I have been reading for five hours.
2) It has been raining since morning.
3) He has been suffering from fever for seven days.
4) Rudaba has been reading since morning.
5) It has been drizzling for half an hour.
2) It has been raining since morning.
3) He has been suffering from fever for seven days.
4) Rudaba has been reading since morning.
5) It has been drizzling for half an hour.
👉Past tense (অতীত কাল)
1. Past indefinite tense/ Simple past: অতীত কালে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল এরূপ বোঝালে verb-এর past indefinite tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর মূল verb-এর past form ব্যবহূত হয়।
গঠন প্রণালি: Subject-এর পর মূল verb-এর past form ব্যবহূত হয়।
যেমন: 1) He went to school yesterday.
2) He did not go to school.
3) Arian ate chocolate biscuits yesterday.
2) He did not go to school.
3) Arian ate chocolate biscuits yesterday.
4) Did you eat rice?
4) Naomi had a nice baby doll when she was a child.
4) Naomi had a nice baby doll when she was a child.
5) She was a student.
👉Past continuous tense/ Past progressive tense:
অতীত কালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল এরূপ বোঝালে verb-এর past continuous tense হয়।
অতীত কালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল এরূপ বোঝালে verb-এর past continuous tense হয়।
👉গঠন প্রণালি: Subject-এর পর person ও number অনুসারে was বা were বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।
যেমন:1) Sumona was singing a song.
2) The moon was shining.
3) You were learning English.
4) Puspita was not dancing.
5) The Students were not making a noise.
6) Awsaf was playing a flute.
2) The moon was shining.
3) You were learning English.
4) Puspita was not dancing.
5) The Students were not making a noise.
6) Awsaf was playing a flute.
👉3. Past perfect tense:
অতীত কালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটির verb-এর past perfect tense হয় এবং পরে সংঘটিত কাজটির verb-এর past indefinite tense হয়।
অতীত কালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটির verb-এর past perfect tense হয় এবং পরে সংঘটিত কাজটির verb-এর past indefinite tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর had বসে এবং মূল verb-এর past participle form ব্যবহূত হয়।
যেমন:
1) The patient had died before the doctor came.
2) The train had left before we reached the station.
3) Samih reached home after the sun had set.
4) Faiza completed her homework after her mother had come.
5) Raisa had written an essay before her younger brother entered into the room.
2) The train had left before we reached the station.
3) Samih reached home after the sun had set.
4) Faiza completed her homework after her mother had come.
5) Raisa had written an essay before her younger brother entered into the room.
Note: Before এর আগের অংশটুকু past perfect এবং after এর পরের অংশটুকু past perfect tense হয়।
👉4 Past perfect continuous tense: অতীত কালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটি কিছু সময় যাবত চলছিল এরূপ বোঝালে verb-এর past perfect continuous tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর had been বসে এবং মূল verb-এর সাথে ing যোগ হয়।
যথা:1) The boys had been making a noise before the class began.
2) Mahfuz had been walking before the sun set.
3) Sabrina had been doing the sums before you came.
4) It had been raining since last week.
2) Mahfuz had been walking before the sun set.
3) Sabrina had been doing the sums before you came.
4) It had been raining since last week.
👉Future tense (ভবিষ্যৎ কাল)
1 Future indefinite tense:
ভবিষ্যৎ কালে কোন কাজ সাধারণভাবে সংঘটিত হবে এরূপ বোঝালে verb-এর future indefinite tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর person ও number অনুসারে shall বা will বসে এবং মূল verb-এর present form ব্যবহূত হয়। যেমন:
ভবিষ্যৎ কালে কোন কাজ সাধারণভাবে সংঘটিত হবে এরূপ বোঝালে verb-এর future indefinite tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর person ও number অনুসারে shall বা will বসে এবং মূল verb-এর present form ব্যবহূত হয়। যেমন:
1) Zarif will go to Sirajganj next week.
2) Ehsas will buy a book.
3) He will not learn English.
4) Will you play football?
5) Muntaha will have a luxurious car next year
6) Akash will be a pilot.
2) Ehsas will buy a book.
3) He will not learn English.
4) Will you play football?
5) Muntaha will have a luxurious car next year
6) Akash will be a pilot.
👉2. Future continuous tense:
ভবিষ্যৎ কালে কোনো কাজ কিছু সময় ধরে হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে verb-এর future continuous tense হয়।
ভবিষ্যৎ কালে কোনো কাজ কিছু সময় ধরে হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে verb-এর future continuous tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর person ও number অনুসারে shall be বা will be বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়। যেমন:
1) Shaiyan will be singing a song.
2) Subhana will be reading in the evening.
3) Faia will not be dancing.
4) Mahfuz will not be singing.
5) Will they be playing football?
6) Sumona will be writing an application tomorrow.
2) Subhana will be reading in the evening.
3) Faia will not be dancing.
4) Mahfuz will not be singing.
5) Will they be playing football?
6) Sumona will be writing an application tomorrow.
👉3. Future perfect tense:
ভবিষ্যৎ কালে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত কাজটির verb-এর future perfect Tense হয় এবং পরে সংঘটিত কাজটির verb-এর Present/future indefinite tense হয়।
ভবিষ্যৎ কালে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত কাজটির verb-এর future perfect Tense হয় এবং পরে সংঘটিত কাজটির verb-এর Present/future indefinite tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর person ও number অনুসারে shall have বা will have বসে এবং মূল verb-এর past participle form ব্যবহূত হয়।
যেমন: 1) I will have done the sum before I go to school.
2) Aajman will have done the work by this time.
3) They will have reached home before the rain sets in.
4) Rudaba will have finished the work before her mother will come.
2) Aajman will have done the work by this time.
3) They will have reached home before the rain sets in.
4) Rudaba will have finished the work before her mother will come.
5). She will have reached there by tomorrow.
👉4. Future perfect continuous tense: ভবিষ্যৎ কালে সংঘটিত দুটি কাজের মধ্যে একটি কাজ অপর কাজটি শুরু হওয়ার পূর্ব পর্যন্ত কিছুকাল ধরে চলতে থাকবে বোঝালে পূর্ববর্তী কাজটি future perfect continuous tense হয় এবং পরবর্তী কাজটি Present/future indefinite tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর shall have been বা will have been বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।
যেমন:
1) Suhana will have been doing the sum before he arrives.
2) Samara will take rest after she will have been doing the work for two hours.
Note: uses of shall/ shall have/ shall have been almost omitted in tense in English grammar except obligation or permission.
Written by: নূরে আলম
Founder Director: HopeLand
ইংলিশ মিডিয়াম এ্যান্ড ভার্সন কোচিং
Founder Director: HopeLand
ইংলিশ মিডিয়াম এ্যান্ড ভার্সন কোচিং
Ex- English Medium Teacher, BIT, Gulshan
Scholastica, Uttara
IELTS, Spoken English instructor




No comments:
Post a Comment