Posts

Scholarship Germany

Image
  জার্মানিতে আসার ক্ষেত্রে বর্তমানে আপনার সবচেয়ে বড় সমস্যা হতে পারে বিশাল অংকের ব্লক এমাউন্ট। এছাড়াও রয়েছে দীর্ঘ ওয়েটিং পিরিয়ড। এসব দেখে অনেকে আশাহত হয়ে পড়েন, হাল ছেড়ে দেন, আবার অনেকে লেগে থাকেন দীর্ঘ সময় ধরে। কেমন হতো যদি আপনাকে ব্লক এমাউন্ট কিংবা দীর্ঘ ওয়েটিং পিরিয়ড নিয়ে ভাবতে না হতো? আমি জার্মানিতে এসেছি গত বছরের ১লা আগস্ট। জার্মানির ওয়েটিং পিরিয়ডের জন্য আমার আবেদন থেকে ভিসা পাওয়া পর্যন্ত সময় লেগেছে মাত্র ১৯ দিন। আর ব্লক এমাউন্টের কোনো প্রয়োজন হয়নি। বরং বর্তমানে আমার এবং জার্মানিতে আমার পরিবার আসলে তার সম্পূর্ণ খরচ বহন করবে জার্মান সরকার। আমার জার্নির কথা নিয়েই এই পোস্টে লিখবো। হয়তো আপনারও কাজে আসতে পারে। আমার দেশের বাইরে পড়তে আসার ইচ্ছেটা অনেকদিনের। বিশ্ববিদ্যালয় জীবনে ক্লাস করার সময় এক শিক্ষক ক্লাসে জিজ্ঞেস করেছিলেন, কার কী হবার ইচ্ছে। আমি সবে ভর্তি হয়েছি প্রথম বর্ষে। প্রবল ইচ্ছাশক্তি নিয়ে আমি স্রোতের বিপরীতে গিয়ে উত্তর দিয়েছিলাম, আমি গবেষণা সেক্টরে কাজ করতে চাই। মুহূর্তেই আমাকে ভীষণ তাচ্ছিল্যের মুখে পড়তে হয়। এরপর অনেকটা জেদ করেই গবেষণা কাজে যুক্ত হয়ে যাই। বিশ্ববিদ্যালয়ের একটি...

A time you overcame fear

 Overcoming My Fear of Public Speaking I used to be very scared of speaking in front of people. My heart would beat fast, and my hands would shake. Last year, my teacher chose me for a speech competition. I wanted to say no, but I knew I had to be brave. I practiced every day with my family and friends. On the competition day, I was very nervous, but I took a deep breath and started speaking. As I spoke, I felt better and finished my speech. I was so happy when I won second place! That day, I learned that facing our fears makes us stronger. Now, I feel more confident when I speak in front of others.

Confusing words

Image
  Accept (Verb) – To receive or agree to something. (গ্রহণ করা) Except (Preposition/Conjunction) – Excluding; apart from. (ব্যতীত, ছাড়া) Advice (Noun) – A recommendation or suggestion. (পরামর্শ) Advise (Verb) – To give a recommendation or suggestion. (পরামর্শ দেওয়া) Aloud (Adverb) – In a voice that can be heard. (শব্দ করে) Allowed (Verb – Past tense of Allow) – Permitted or given permission. (অনুমতি দেওয়া) Bathe (Verb) – To take a bath or wash oneself. (গোসল করা) Bath (Noun) – The act of washing oneself or soaking in water. (গোসল) Beside (Preposition) – Next to; at the side of. (পাশে, নিকটে) Besides (Preposition/Adverb) – In addition to; also. (অতিরিক্তভাবে, এর পাশাপাশি) Bear (Noun/Verb) – A large animal (Noun) OR to endure or carry (Verb). (ভালুক, সহ্য করা) Bare (Adjective/Verb) – Naked or uncovered; to expose. (উলঙ্গ, অনাবৃত, প্রকাশ করা) Cloth (Noun) - A piece of fabric ( কাপড়) Clothe ( Noun/ verb) - Dress ( পোষাক) Compliment (Noun/Verb) – A polite expression of praise or admira...

Idioms

Image
  100 common idioms 1. Throw in the towel – To give up or admit defeat. হাল ছেড়ে দেওয়া বা পরাজয় মেনে নেওয়া 2. Break the ice – To start a conversation in a social setting. কথোপকথনের সূচনা করা 3. Hit the nail on the head – To describe exactly what is causing a problem. সঠিকভাবে মূল বিষয়ে আঘাত করা 4. Bite the bullet – To endure a painful experience bravely. কঠিন পরিস্থিতি সাহসের সাথে সহ্য করা 5. Burn the midnight oil – To work late into the night. রাত জেগে কঠোর পরিশ্রম করা 6. Let the cat out of the bag – To reveal a secret unintentionally. গোপন কথা ফাঁস করে ফেলা 7. Beat around the bush – To avoid talking about the main issue. মূল বিষয় এড়িয়ে ঘুরিয়ে কথা বলা 8. Cost an arm and a leg – To be very expensive. খুব ব্যয়বহুল হওয়া 9. Spill the beans – To disclose secret information. গোপন কথা ফাঁস করা 10. Under the weather – Feeling sick or unwell. অসুস্থ বোধ করা 11. Hit the sack – To go to bed or sleep. ঘুমাতে যাওয়া 12. A piece of cake – Something very easy to do. খুব সহজ কিছু 13. Cry...