IELTS Top Tips

IELTS বিশ্বের সবথেকে জনপ্রিয় ইংরেজী ভাষার পরীক্ষা। যদি আপনি বিদেশে গিয়ে কাজ, পড়াশোনা বা বসবাস করার সুযোগ খুঁজছেন, তাহলে IELTS পরীক্ষা আপনার সেই স্বপ্ন সত্যি করতে পারে। ✅IELTS কেন দিবেন? IELTS – ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম– বিশ্বের সবথেকে জনপ্রিয় ইংরেজী ভাষার পরীক্ষা। ভাষাগত মূল্যায়নে বিশ্বের কিছু pioneer (অগ্রণী) বিশেষজ্ঞরা পরীক্ষাটি তৈরী করেছেন এবং এতে আপনার ইংরেজীর সবকটি দক্ষতা- রিডিং, রাইটিং, স্পিকিং ও লিসেনিং মূল্যায়ন করা হয়। ইংরেজিভাষী পরিবেশে আপনি কিভাবে পড়াশোনা, কাজ করা ও বাস করার জন্য ইংরেজীর ব্যবহার করবেন পরীক্ষাটি তারই প্রতিফলন ঘটায়। আপনি বিশ্বজুড়ে আমাদের যে কোনও অফিসিয়াল টেস্ট সেন্টারে পরীক্ষা দিতে পারেন। ✅বিদেশে পড়াশোনা, কাজ করা এবং বাস করা: IELTS ১৪০ টির বেশি দেশে ১০,০০০-এর বেশি সংগঠনের দ্বারা স্বীকৃত। এই সংগঠনগুলির মধ্যে সরকারী, শিক্ষা প্রতিষ্ঠান ও শুধু যুক্তরাষ্ট্রেই-তেই ৩,০০০ নিয়োগকারী প্রতিষ্ঠান রয়েছে। আপনি যেখানে যেতে চান সেখানেই যেতে পারবেন বেশিরভাগ দেশেই যেখানে ইংরেজীই প্রধান ভাষা, সেখানে আপনাকে চাকরি ও বিশ্ববিদ্যালয়ের কোর্সের জ...