কিছু কথা
কিছু কথা!
ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম ও ভার্সনের ছাত্রছাত্রীরা শুধুমাত্র Essential Vocabulary ও এদের সঠিক ব্যবহার না জানার কারনে মানসম্পন্ন Free Hand Writing লেখা লিখতে পারছেনা। ফলে English Language তথা English এ ভালো marks অর্জিত হচ্ছেনা। মোটাদাগে বলতে গেলে অত্যাবশ্যকীয় শব্দ ও Tense এর ব্যবহার জানা থাকলে ভাল marks অর্জন করা সম্ভব । Easy Way "সহজে ইংরেজি শেখা" বইটিতে যা সুন্দরভাবে অবতারণা করা হয়েছে। প্রয়োজনীয় Grammar Topics (specially tough topics to students) যেমন: Passage Narration, Voice, Connector/Linkers, Completing Sentences, Tense and many more অত্যন্ত সাবলীল ও সহজভাবে উপস্থাপন করা হয়েছে । Spoken English ও IELTS এর জন্য প্রয়োজনীয় শব্দভান্ডার যা অনর্গল ইংরেজীতে কথা বলতে এবং IELTS Band Score অর্জন করতে সহায়ক ভূমিকা পালন করবে। বিদেশে উচ্চ শিক্ষা, Visa ও চাকরির পেতে বইটি সহায়ক ভূমিকা পালন করবে।
ছাত্র-ছাত্রী, অভিভাবক, বন্ধুমহল, সহকর্মী সর্বোপরি শুভানুধ্যায়ীদের অনুপ্রেরণায় ও উৎসাহে দ্বিতীয়বারে সর্বাধিক কপি প্রকাশিত হলো । কপি স্বল্পতার কারনে প্রথমবার অনেককেই এ বইটি সরবরাহ করতে না পারায় দুঃখ প্রকাশ করছি।
সত্যি বলতে কি বাংলাভাষা বিশুদ্ধভাবে জানলে সহজে পরিশুদ্ধ ইংরেজী শেখা যায়-এ বইটিতে তা সুচারুভাবে আলোকপাত করা হয়েছে।
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেমনটি বলেছিলেন:
"আগে চাই বাংলা ভাষার গাঁথুনী, তারপর ইংরেজি শেখার পত্তন!"
ধন্যবাদান্তে
নূরে আলম (বাবু)
University of Dhaka
ELT, আধুনিক ভাষা ইনস্টিটিউট , DU
English Medium & Version Teacher
01750044274
Comments