Posts

Sentence (বাক্য) sheet

Image
  Sentence কাকে বলে? Sentence কত প্রকার ও কি কি? দুই বা ততোধিক শব্দসমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করলেই কেবল তাকে sentence বা বাক্য বলা যাবে। অন্যথায়, একাধিক শব্দ এক সাথে মিলিত হলেও যদি সম্পূর্ণ রূপে মনের ভাব বা কথা প্রকাশ না করে তাহলে তাকে বাক্য বলা যাবে না। একটি সম্পূর্ণ বাক্য গঠণের জন্য নির্বাচিত শব্দসমূহকে অবশ্যই একটি সঠিক ক্রম বজায় রেখে সাজাতে হবে। Note: No sentence is possible without a verb. The sentence is known as the basic unit of English grammar. It contains a word or a group of words that expresses complete ideas, sense, feelings, or meaning and consists of a subject and a verb. Also, it may consist an object or a complement, and the words are ordered properly. A verb is a must in a sentence, and without a verb, no sentence can be formed. Look at the examples very carefully: Suhana eats pizza. In this sentence, Suhana is the subject, eat is a verb and pizza is an object. Abid loves to travel. Here, Abid is the subject, loves is the verb and...

ইংরেজিতে অনর্গল কথা বলুন

Image
আসুন, সাবলীল ও নির্ভুলভাবে তথা সহজে ইংরেজি ভাষা শেখার জন্য সবার আগে যথাযথ শব্দচয়নে বাংলাভাষার ব্যবহার শিখি!  কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেমনটি বলেছিলেন: "আগে চাই বাংলা ভাষার গাঁথুনী, তারপর ইংরেজি শেখার পত্তন!" ইংরেজিতে অনর্গল কথা বলতে নিচের 67টি Structures জানা খুবই গুরুত্বপূর্ণ। ★RULE:1 👉 Sub + think of + verb + ing + extension I think of phoning you আমি তোমাকে ফোন করার কথা ভাবছি I think of buying a car আমি একটা গাড়ি কেনার কথা ভাবছি। I think of talking a cup of coffee আমি এক কাপ কফি খাওয়ার কথা ভাবছি। ★RULE:2 ☞I am having a hard time+ ing যুক্ত verb(কোন কিছু করতে সমস্যা হচ্ছে) 1.I am having a hard time understanding my colleagues.( আমার সহকর্মীদের বুঝতে আমার সমস্যা হচ্ছে ) 2.I am having a hard time downloading songs.( আমার গান গুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে) 3..I am having a hard time answering your questions.( তোমার প্রশ্নগুলির উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে)। Similarly, I am having a hard time understanding the rules. I am having a hard time browsing internet. ★ RULE:3 ☞T...

জাপানে শিক্ষা বৃত্তি

Image
  জাপানের শিক্ষা বৃত্তি পাবেন ঢাবির ১০ শিক্ষার্থী জাপানের শিক্ষা বৃত্তি পাবেন ঢাবির ১০ শিক্ষার্থী জাপানের সুমিতমো করপোরেশন এশিয়া অ্যান্ড ওশেনিয়া প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন নিয়মিত শিক্ষার্থীকে বৃত্তি দেবে। এ জন্য ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি হওয়া নিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করেছে ঢাবি। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৭ সালের উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ৪র্থ বিষয় বাদে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান উভয় পরীক্ষায় জিপিএ-৪.৮০ পেতে হবে। আবেদন ফরম রেজিস্ট্রার দপ্তরের ২০৮ (ক) নম্বর কক্ষ থেকে সংগ্রহ করতে হবে। আবেদন ফরম পূরণ করে স্ব স্ব বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক এবং হল প্রাধ্যক্ষের স্বাক্ষর ও সিলমোহরসহ উপ-রেজিস্ট্রারের (শিক্ষা-৫) (কক্ষ নং-২০৮/ক) কাছে জমা দিতে হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে মাথাপিছু বার্ষিক ৩০০ মার্কিন ডলারের সমপরিমাণ বাংলাদেশি টাকা...

Narration of exclamatory Sentences

Image
A sentence that expresses a state of joy, sorrow or wonder is called exclamatory sentence. An exclamation mark is used at the end of the sentence. 1. Hurrah! I have won the competition. ( State of joy) 2. Alas! He failed in the examination. ( State of sorrow) 3. Wow! What a nice bird! ( state of wonder) Rules: Direct to Indirect:  👉Said/ said to এর পরিবর্তে: ☑️আনন্দ বুঝাতে exclaimed with joy ☑️দুঃখ বুঝাতে exclaimed with sorrow ☑️বিস্ময় বুঝাতে exclaimed with wonder  👉 inverted comma এর পরিবর্তে that + Subject of reported speech will follow + tense will be changed according to rules + very/ great ( if reported speech starts with what or how then what or how will be omitted and very/ great will be used) + extension Note: 1. if there are exclamatory words in reported speech like Alas, Hurrah, Bravo, wow, oh, ah, fie..., they will be omitted. 2. In case of nonsense, fool, stupid, idiot " great "  is used instead of what and how.  🍁Some more rules. Now  check how ...

Appropriate Preposition with D, E, F, G

Image
  Internet এ হাজার হাজার posts এবং ইংরেজি  শেখার contents. কিন্তু  অতীব দুঃখের বিষয় বেশিরভাগই ভুলে ভরা। সঠিকভাবে সঠিক শব্দ ও grammar তথা ইংরেজি শিখুন এবং শেয়ার করে অন্যকে শেখার সুযোগ দিন Appropriate Preposition with D E F G D 1. Damage to(ক্ষতি):  The flood caused much damage to crops last year. 2. Deaf to, of, in (না শোনা, বধির হওয়া): The boy is deaf to his father’s advice. This man is deaf of/in one ear. 3. Deal in, with, out (ব্যবসা করা, ব্যবহার করা, বন্টন করা): The man deals in rice.  He does not know how to deal with a customer.  The Chairman dealt out the relief materials to the flood affected people. 4. Decide upon (সিদ্ধান্ত করা): We have not yet decided whether we are going to picnic. 5. Delighted at/with (আনন্দিত হওয়া): Shimu was delighted at/with her husband’s promotion. 6. Depend on/upon (নির্ভর করা): Presently, the students depend on/upon guide books. 7. Deprived of (বঞ্চিত): He was deprived of education due to extreme poverty. 8. Desire for ...