Saturday, December 14, 2024

ভাবসম্প্রসারণ

 


প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না ।

মূলভাব: প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন, বিবেক আর মানবিক গুণ না থাকলে মানুষ প্রকৃত অর্থে মানুষ হতে পারে না।


সম্প্রসারিত ভাব:

শারীরিক গঠন দিয়ে মানুষ আর প্রাণীর মধ্যে তেমন পার্থক্য নেই। কিন্তু মানুষকে আলাদা করে তার মন, বিবেক, এবং ভালো গুণগুলো। যদি কারও মনে দয়া, সহানুভূতি, আর ন্যায়বোধ না থাকে, তাহলে সে শুধু একটা প্রাণীর মতো বেঁচে থাকে। মানুষ হওয়ার জন্য শুধু শরীর নয়, ভালো মন আর মানবিক গুণ থাকা দরকার। তাই প্রকৃত মানুষ হতে হলে আমাদের নিজের ভেতর ভালো গুণাবলি গড়ে তুলতে হবে।


সিদ্ধান্ত:মানুষের মতো জন্ম নিলেও মন আর মানবিক গুণ না থাকলে কেউ প্রকৃত মানুষ হতে পারে না। তাই ভালো মানুষ হতে হলে বিবেকবান ও মানবিক হতে হবে।


Happy learning 😀 with Noor Sir

No comments:

Poem: Two mothers remembered

 Two Mothers Remembered Joann Snow Duncanson I had two Mothers two Mothers I claim Two different people, yet with the same name. Two separat...