Get এর ব্যবহার
Get এর ব্যবহারঃ ইংরেজিতে Get শব্দটির ব্যবহার ব্যাপক। বিশেষ করে Spoken English এ গুরুত্ব অনেক। শব্দটি বিভিন্ন অর্থে Sentence এ ব্যবহৃত হয়ে থাকে। Get এর Past form হচ্ছে Got. Get মূল verb হিসেবে, Causative verb হিসেবে অথবা Phrasal verb হিসেবে ব্যবহৃত হয়।
প্রথমেই দেখা যাক Main verb তথা Principal verb হিসেবে Get কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়:
1. To obtain or receive: কোন কিছু পাওয়া (Obtain) বা গ্রহণ করা (Receive) বুঝাতে Get ব্যবহার করা হয়।
(i) I got an email yesterday.-গতকাল আমি একটা মেইল পেয়েছি।
(ii) I have got permission to play.- আমি খেলার অনুমতি পেয়েছি।
2. To reach or arrive. পৌঁছানো (Reach) বুঝাতে Get ব্যবহার করা হয়।
(i) He will get home by 7 o’clock. সে ৭টার মধ্যে বাড়িতে আসবে।
(ii) l will get there very soon .- আমি খুব শীঘ্রই সেখানে পৌঁছাব।
(iii) How can I get to the hospital?- আমি কিভাবে হাসপাতালে পৌঁছতে পারি?
3. To buy or purchase কোন কিছু কেনা হয়েছে (Purchase) বুঝানোর জন্য get ব্যবহার করা হয়।
তবে এক্ষেত্রে কিনেছি না বলে নিয়েছি বলাই শ্রেয়।
(i) Tomorrow, I will get a new laptop.-আগামীকাল আমি একটি নতুন ল্যাপটপ নেব।
(ii) I have just got a shirt.- আমি এইমাত্র একটি শার্ট নিয়েছি।
4. Change of state অর্থাৎ কোন একটি বস্তু যে অবস্থায় (State) আছে তা থেকে পরিবর্তন (Change) করা বা হওয়া বুঝাতে Get ব্যবহার করা হয়।
(i) It is getting dark.-অন্ধকার হয়ে আসছে। (এখনো অন্ধকার হয়নি তবে ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হয়ে অন্ধকার ঘনিয়ে আসছে।)
(ii) I hope he gets well soon.- আশা করি তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।এখনো সুস্থ হননি তবে আশা করা যায় তার অবস্থার পরিবর্তন হবে।
(iii) He is getting old- সে বুড়ো হয়ে যাচ্ছে।
5 কোন একটি বিষয় সম্পর্কে বুঝতে পেরেছি (Understand) এমন অর্থে Get এর ব্যবহার করা হয়।
(i) I got it.- আমি বুঝতে পেরেছি
(ii) Could you get it?- আপনি কি বুঝতে পেরেছেন?
(iii) Can't you get it? তুমি কি এটা বুঝতে পারোনা?
6. To bring or to give অর্থাৎ নিয়ে আসা (Bring) এবং দেওয়া (Give) বুঝানোর জন্য অনেক সময় Get ব্যবহার করা হয়।
(i) I will get you the breakfast. আমি তোমার জন্য সকালের নাস্তা নিয়ে আসছি।
(ii) Please get me some sugar - দয়া করে আমাকে একটু চিনি দাও।
7. উপার্জন (Earn) করা বোঝানোর জন্য:
(i) He gets 50,000 tk.- সে ৫০,০০০ টাকা পেয়েছে/ মাসিক ৫০,০০০ টাকা ইনকাম করে।
(ii) I am getting 80,000 tk for this task. – আমি এই কাজের জন্য 80,000 টাকা পাচ্ছি।
8. সুস্থ হয়ে উঠা ( get well) বুঝাতে get well ব্যবহৃত হয়।
He is getting well. তিনি সুস্থ হয়ে উঠছেন।
Get well soon. শীঘ্রই সুস্থ হয়ে উঠুন।
9. To go বা কোথাও যাওয়া বোঝানোর জন্য।
(i) Get out of here.- এখান থেকে চলে যাও।
(ii) Don’t get there. – ঐখানে যাবে না।
10. Have এর পরিবর্তে Have got বসানো যায় । দুটো প্রায় একই অর্থে ব্যবহৃত হলেও Have একটু Formal অর্থ প্রকাশ করে।
(i) He has got two brothers.- তার দুটি ভাই আছে।
(ii) He has got a nice car. তার একটি সুন্দর গাড়ি আছে।
(iii) I have got cold. আমার ঠান্ডা লেগেছে।
এবার Causative verb হিসেবে Get এর ব্যবহার নিয়ে আলোচনা করা যাক;
আমরা জানি যে, যখন কোন কাজ Verb এর Subject নিজে না করে অন্যকে দিয়ে করায় তখন Verb টিকে Causative verb বলা হয়। Causative verb হিসেবে কোনো কাজ কাউকে Convince করে বা অর্থের বিনিময়ে করানো বুঝাতে Get ব্যবহার করা যায়।
For example:(i) He got his mobile repaired.- সে তার মোবাইল ঠিক করিয়েছে। (সে নিজে মোবাইল ঠিক করেনি, মেকানিক কে দিয়ে ঠিক করিয়েছে।)
(ii) I’ll get my hair cut tomorrow.আমি আগামী কাল আমার চুল কাটাব। (আমি নিজে আমার চুল কাটব না, নাপিতকে দিয়ে কাটাব। )
বিশেষ দ্রষ্টব্য Passive voice এর ক্ষেত্রে Get এর পরের Verb টি সবসময় Past participle form (V3)এ থাকবে। Tense অনুযায়ী শুধু Get এর পরিবর্তন হবে।
For example:(i) His car got stolen last night.- গাড়িটি গতকাল রাতে চুরি হয়েছে। (Past)
(ii) He feels he is always getting criticized. -তিনি মনে করেন যে তিনি সবসময় সমালোচিত হচ্ছেন। (Present continuous)
সবশেষে Get দিয়ে গঠিত কিছু Phrasal verb এবং এগুলোর কোন অর্থে ব্যবহৃত হয় সেটা দেখা যাক;
Get on – কোনো যানবাহনে উঠাExample: Here’s the train. Let’s get on.
Get off – নামা We got off the plane and went to passport control.
Get in – প্রবেশ করা He got in the car and put on his seat-belt.
Get out – বের হওয়া We’ve arrived. You can get out now.
Get up – ঘুম থেকে উঠা They usually get up at 6.30 am.
Get back – ফেরা We should get back by 5:30. Can you wait for us?
Get over – কাটিয়ে উঠা I had fever last week but I’ve got over it now. Try to get over your problem.
Happy learning Noor E Alam
#HigherEducation #spokenenglish #ieltspreparation #Varsity #studyabroad
Comments