Respectful
ছন্দে ছন্দে মজায় মজায় ইংরেজি শিখি যেন না à¦ুলি!
--------------------------------
১. শ্রদ্ধাশীল যে ফুল- respectful (রেসপেক্টফুল) ⭐ মানুষকে যিনি শ্রদ্ধা করেন তাকেই ইংরেজিতে বলা হয় respectful.
২. উপকারী যে ফুল-useful (ইউজফুল)
৩. à¦à¦¯়ানক যে ফুল-awful (আওফুল)
৪. শান্তি আনে যে ফুল- Peaceful (পিসফুল)
৫. সফল যে ফুল-
Successful (সাকসেসফুল)
৬. সুন্দর যে ফুল- beautiful (বিউটিফুল)
à§. দুঃখজনক যে ফুল- mournful (মর্নফুল)
৮. রঙিন যে ফুল- colourful (কালারফুল)
৯. ঘর-à¦à¦°্তি ফুল-houseful (হাউজফুল)
১০. হাত-à¦à¦°্তি ফুল- handful (হ্যান্ডফুল)
১১. দায়িত্বশীল যে ফুল- dutiful (ডিউটিফুল)
১২. যত্নশীল যে ফুল- careful (কেয়ারফুল)
১৩ আশ্চর্য ধরণের ফুল-wonderful (ওয়ান্ডারফুল)
১৪. বেদনাদায়ক ফুল- painful (পেইনফুল)
১৫. লজ্জাজনক যে ফুল- shameful (শেইমফুল)
১৬. শক্তিশালী যে ফুল- powerful (পাওয়ারফুল)
১à§. কৃতজ্ঞ যে ফুল- thankful (থ্যাংকফুল)
১৮. সাহায্যকারী ফুল- helpful (হেল্পফুল)
১৯. প্রতিশোধপরায়ণ যে ফুল- revengeful (রিà¦েন্জফুল)
২০. আনন্দদায়ক যে ফুল- delightful
২১. দুঃখপূর্ণ যে ফুল -regretful
২২. খিটখিটে মেজাজ হয় দেখিলে যে ফুল - fretful
২৩. বিরক্ত প্রকাশ করে যে ফুল - resentful
২৪. অবজ্ঞাপূর্ণ যে ফুল- scornful
২৫. ঘটনাবহুল যে ফুল - eventful
২৬. অর্থপূর্ণ যে ফুল- meaningful
২à§. বিশ্বাসী যে ফুল- faithful
২৮. à¦à¦¯়ংকর যে ফুল - dreadful
২৯. সন্দেহজনক যে ফুল- doubtful
৩০. মারাত্মক যে ফুল - baleful
৩১. আনন্দদায়ক যে ফুল - delightful
৩২. খুবই à¦à¦¯়ংকর যে ফুল - frightful
৩৩. কৌশলী যে ফুল - tactful
৩৪. মনোযোগী যে ফুল - mindful
৩৪. আশাবাদী যে ফুল - hopeful
নোট: ইংরেজি শব্দের শেষে ful যুক্ত থাকলে সাধারণত সেগুলো Adjective হয়। উপর্যু্ক্ত প্রত্যকটি শব্দই Adjective তথা describing words.
Comments