Tuesday, June 6, 2023

আঞ্চলিক শব্দ

 রংপুর জেলার আঞ্চলিক ভাষার উদাহরণঃ

এ্যাকনা মাইনসের দুই কন্যা ব্যাটা আছিল। তার  ছোটোকোনা উয়ার বাপকে কইল,বা,মোর পইসা কড়ির ভাগ মোক দেও। ওই কতাতে তাঁয় উমার ঘরক সব বাটি দিল।

অথবা

একদিন চেংটু আসি দেওয়ানীক কইল বাহে, দেওয়ানীর ব্যাটা হটো তো অমপুর যাই। হামার এ্যাকনা মোকদ্দমা আছে। দেওয়ানী কইল মুই আইজ যাবার পাবার নও হামার বাড়িত আইজ সাগাই আসপে।

রংপুরের কিছু আঞ্চলিক শব্দঃ

                                      

আঞ্চলিক শব্দ

প্রকৃত শব্দ

অকে

উহাকে

অমপুর/অংপুর

রংপুর

অক্ত

রক্ত

আঙা

রাঙ

আেচা ভূয়া

অদ্ভুত

আন্দন

রান্ধন

আইগন্যা

উঠোন

‎ইতি

এদিকে

ইয়াতে

ওদিকে

ওতি

ওদিকে

উটি

রুটি

উন্দাও

ন্যাংটা

উশশানো

চোয়ানো

এইংকা

এরকম

এইকনা

এতটুকু

এ্যামতোন

এমন

ওড়েযাওয়া

শেষ হওয়া

ক্যাংকা

কেমন

কইনা

কনে

কশটিয়া

কৃপণ

কাদা

মাটির গামলা

কাপাট

দরজা

কৈতর

কবুতর

ক্যানে

কেন

খাংকা

ঠৈকখানা

গুদাম

বোতাম

চ্যাংড়া/চ্যাংড়ি

ছেলে/মেয়ে

ছাওয়া

সন্তান

গুয়া

সুপারি

জারা ধরা

মরিচা ধরা

টেটিয়া

হিংসুটে

প্যান্টি(হালুয়া পান্টি)

গরু মহিষ তাড়ানো বাঁশের লাঠি,পাচন বাড়ি

পোয়াতি ভাত

সেহেরী

ভোকরা পাটা

বড় পাঠা

পাটা

পাট

ফ্যাদলা

বেশি কথা বলা

ফল/ডিমা/আন্ডা (অঞ্চল ভেদে)

ডিম

বাইগন

বেগুন

বাহে

বাবাহে,বাপুহে

মুশরী

মশারী

শোশা

শশা

দুড়া

কচ্ছপ

মংগা

অভাব/অধিক দুব্যমূল্য

দলান

দালান

গাবরু

বর

তাংকু

তামাক

হামাক

আমাকে

পশ্যন

পরিবেশ

ঢ্যানা

যে যুবকের বিয়ে হয়নি

বাড়ুন

ঝাটা

 

No comments:

Unseen

Unseen Comprehension  Aron was an 11-year-old boy who loved exploring places no one else dared to visit. One afternoon, while walking near t...