Posts

Showing posts from April, 2021

Appropriate Preposition with M and N

Image
  Appropriate Preposition with M and N 1. Married to (বিবাহিত) Samara was married to a businessman. 2. Made of (তৈরি) The necklace is made of diamond.💎 3.  Match for (প্রতিদ্বন্দ্বী) He is match for me. 4 . Meet with (হঠাৎ কোন কিছু হওয়া) A couple of days ago, he met an accident. 5.  Mourn for/ Over (শোক করা / বিলাপ করা) We should not mourn for the dead. Appropriate Preposition with N 1. Name after (নামকরণ করা) This mosque is named after his grandfather. 2. Necessary to/for (প্রয়োজনীয়) Balanced diet is necessary to maintain good health. It is not necessary for him to do the work. 3. Need for/of (প্রয়োজন) There is need for a good job. I don't feel any need of fame 4. Neglect of (অবহেলা) The employer asked the labour to explain the cause of neglect of  duty. 5. Noted for (বিখ্যাত) Nipa is noted for dancing.

Feel like

Image
  কী করতে  ইচ্ছে করছে?! ⭐Feel like ইচ্ছে করছে ⭐Felt like ইচ্ছে করছিলো ⭐Don't/doesn't feel like ইচ্ছে করছে না ⭐Didn't feel like ইচ্ছে করছিলো না। Structure:  1. Subject + feel like/ feels like + verb + ing+ extension (optional) 2. Subject + don't feel like/ doesn't feel like + verb + ing + extension 3. Subject + felt like + verb + ing + extension (optional) 4. Subject + didn't feel like + verb + ing + extension (optional) 🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻 ১. আমার বিশ্রাম নিতে ইচ্ছে করছে- I feel like taking rest . ২. তার ঠান্ডা পানি খেতে ইচ্ছে করছে- She feels like drinking cold water. ৩. এই প্রচণ্ড রোদে আমার বাইরে যেতে ইচ্ছে করছে না- I don't feel like going out in this scorching sun. ৪. তার আইসক্রিম খেতে ইচ্ছে করছে-  He feels like having an ice cream.🍨 ৫. আমার কোন কিছু করতে ইচ্ছে করছে না।  - I  feel like doing nothing. ৬. আমার বাইরে যেতে ইচ্ছে করছিলো ‌। - I felt like going out. ৭. তার খেতে ইচ্ছে করছিলো না। - He didn't feel like eating. ৮. তার ঘুমাতে ইচ্ছে করছে। -...

Conditional Sentences

Image
  Conditional sentences Conditional sentences কত প্রকার ও কি কি:- Ans:  Conditional sentences তিন প্রকার যথা- a) open conditional sentences বা first conditional sentence b) Remote conditional sentences বা second conditional sentences c) Impossible conditional sentences বা third conditional sentences. a) open conditional sentences বা first conditional sentences :-  শর্ত শ্রোতার উপর ছেড়ে দেওয় হয়। যদি সে শর্ত পূরণ করে তাহলে ফল(result) পাবে আর শর্তটি পূরণ না করলে ফল( result) পাবে না।  উদাহরণ:- যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো, তুমি পরীক্ষায় ভালো ফল করবে। If you study well, you will make good result in the examination. Note:- open conditional clause এ অবশ্যই present indefinite tense এ হবেই। এবং result clause টি future indefinite tense এ অবশ্যই হবে। Structure: If + Simple present+ simple future Q:- If you…..(go) there, he will help you. Ans:- যেহেতু Result Clause টি future indefinite tense আছে  তাই এটা হলো open conditional sentence. এবং open conditional clsuse টি অব...

Theme writing

Image
HSC Theme Writing. বর্তমানে শিক্ষার্থীদের কাছে Theme Writing একটি জটিল বিষয় । কিন্তু একটু নিয়ম মেনে লিখতে পারলে ব্যাপারটি বেশ সহজ হয়ে যায়। আমরা যদিও সর্বদা উপলব্ধিহীন মুখস্তবিদ্যাকে অনুৎসাহিত করি, কিন্তু HSC ইংরেজি ১ম পত্র পরীক্ষায় বছরকয়েক ধরে যুক্ত হয়েছে কবিতার Theme লেখার প্রশ্ন। একে তো সর্বশেষ সংস্করণের English For Today বইটি আমাদের দেশের শিক্ষার্থীদের কলেজ পর্যায়ে ইংরেজি দক্ষতার চেয়ে অনেক এগিয়ে। উপরন্তু, কবিতার Theme লেখার মত একটি কৌশলগত বিষয়ের সাথে বিশ্ববিদ্যালয় পর্যায়ের নিচে অনেকেই পরিচিত নন। অনেক প্রশিক্ষকই Summary কেই Theme বলে চালিয়ে দিচ্ছেন। সবমিলিয়ে, শিক্ষার্থীদের নিকট HSC Theme Writing বিষয়ে নেই কোন সুনির্দিষ্ট guidelines. এসব সমস্যায় পড়ে শিক্ষার্থী বন্ধুদের আর উপায় থাকছে না – গাইডবই বা কোচিং-নোট থেকে কবিতার Theme গুলো হুবহু লিখে দেয়। । এই সমস্যার সমাধানকল্পে আমরা দুটো বিষয়ের পরিকল্পনা করেছি । HSC Theme Writing নিয়ে আমাদের পরিকল্পনা :- সহজ ভাষায় লেখা কবিতাগুলোর Paraphrase পড়তে শিক্ষার্থীদের উৎসাহিত করা। শিক্ষার্থীদের নিকট theme writing এর কিছু মডেল তুলে ধরা। মোটাদাগে t...

অপরিকল্পিত নগরায়ণের পরিণতি

Image
  অপরিকল্পিত নগরায়ণের পরিণতি নগর দুর্যোগ নতুন কিছু নয়, বরং যখন থেকে নগরের গোড়াপত্তন ঘটেছে তখন থেকেই আপদ ও দুর্যোগ সৃষ্টি হয়েছে। তবে বিংশ শতাব্দীর শেষ দশক এবং একবিংশ শতাব্দীতে এসে নগর দুর্যোগ ভয়াবহ আকার ধারণ করেছে। প্রশ্ন হল, কেন এত বড় বড় বিপর্যয় নগরের সাধারণ বাসিন্দাদের অনিরাপদ ও মৃত্যু থেকে শুরু করে সম্পদ ধ্বংসের পর্যায়ে নিয়ে এসেছে। এর উত্তর খুঁজতে হলে বাংলাদেশসহ উন্নয়নশীল ও অনুন্নত সব দেশের নগরায়ণ প্রক্রিয়ার দিকে নজর দেয়া দরকার। অর্থাৎ এসব দেশের নগরায়ণ হয়েছে অপরিকল্পিতভাবে এবং এটাকে অতি নগরায়ণ বলেও ব্যাখ্যা দেয়া হয়। আমাদের রাজধানী ঢাকায় মাত্র ১৩৫৩ বর্গকিলোমিটার জায়গায় প্রায় দুই কোটি লোকের বসবাস, যেখানে ১৯৯৩ সালের আগে কোনো বিল্ডিং কোড ছিল না। এমনকি বিল্ডিং কোড প্রবর্তন হওয়ার দু’দশকের মধ্যে রাজউকের মাধ্যমে যেসব বিল্ডিংয়ের অনুমোদন দেয়া হয়েছে সেগুলো বিল্ডিং কোড না মেনে নিজেদের ইচ্ছামতো নির্মাণ কাজ করেছে, যার প্রকৃষ্ট উদাহরণ এফআর টাওয়ার। যদিও ভূমিকম্প ঝুঁকিকে ঢাকা শহরের এক নম্বর ঝুঁকি বলা হয়; কিন্তু সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে, বহুতলা এ ভবনগুলোয় স্থাপিত অফিসে অথবা আবাসিক এলাক...

Exercises on right form of verbs for HSC

  Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context.   If all the children of Bangladesh (a) — (go) to school, the country (b) — (get) rid of the curse of illiteracy. To boost up education, the government (c) — (spend) more money. Subsidies must (d) — (give) in the education sector. Teachers (e) — (need) to (f) — (train) for good teaching. The poor students can (g) — (bring) under “Food for Education” programme. We (h) — (take) care that no institution (i) — (close) down due to political clashes. All concerned (j) — (be) conscious about it.  [Dhaka Board; Dinajpur Board; Jashore Board; Sylhet Board-2018] Trees contribute a lot to maintain ecological balance. A month-long tree fair (a) — (begin) in Kurigram stadium recently. It (b) — (organize) by the local administration and the Department of Social Forestation. The fair (c) — (inaugurate) yesterday by the DC of Kurigram. It was also addressed by other speakers who (d) — (emphasi...

Email

E-mail Writing *************** ★Suppose, you are a teacher, your locality has been seriously affected by a recent flood. Now, write an e-mail to the DC of your district for relief for the flood affected people. - From : noorbd@gmail.com To : office@deputycommissionar.com Sent : Thursday, April 15, 2021; 10:12am. Subject : Request for granting relief for the flood affected people. Dear Sir, With due respect I would like to draw your kind attention to the fact that our locality has been seriously affected by the recent flood. The flood affected people are living most pitiable lives for want of  food, drinking water and medicine. The misery of the flood affected people knows no bounds. In this situation, they are badly in need of some relief. I, therefore, hope that your honour would be kind enough to grant some relief for the people for this locality and oblige thereby. Respectfully, Noor E Alam Assistant Teacher, ***********-**************** ★Write an email to your pen friend ,Malot...

Uses of -ing form as modifiers

  Uses of -ing form ✴️We can use -ing forms (e.g. drinking, singing, smoking, running etc.) not only as verbs, but also like adjectives, adverbs or nouns. 1. You are drinking too much these days. (Here the -ing form is part of the present continuous verb.) 2. Barking dogs seldom bite. (Here the -ing form is used like an adjective. It modifies the noun dogs.) 3. She ran out of the room crying. (Here the -ing form is used like an adverb.) 4. Smoking is injurious to health. (Here the -ing form is used like a noun.) ✴️When -ing forms are used as verbs, adjectives or adverbs, they are called present participles. Note that a present participle can refer to the present, past or future. ✴️When -ing forms are used like nouns, they are called gerunds. Exercises Point out the present participles and gerunds in the following sentences. 1. He has ruined his lungs by smoking. 2. Asking questions is easier than answering them. 3. We saw a clown standing on his head. 4. He hates spending money. 5....

Modifier

 Modifier Modifier: শাব্দিক অর্থে Modifier বলতে গুন প্রকাশকারী বা বিশেষণবাচক শব্দ বা শব্দগুচ্ছকে বুঝায়| কিন্তু English Grammar Modifier  কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দ হিসেবে পরিচিত।Modifier- Noun এর পাশাপাশি অন্যান্য Word- কেও Modify করে| Definition: যে word বা phrase- Noun, Adjective, verb এবং Adverb এর পূর্বে অথবা পরে বসে এদেরকে Modify করে অর্থ্যাৎ এদের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্যদান করে, তাকে Modifier বলে| 🔻  Phrase: (Phrase হচ্ছে group of words (শব্দগুচ্ছ যার কোন finite verb থাকে না| অন্যদিকে, Clause হচ্ছে এমন বাক্যাংশ যার Subject ও finite verb রয়েছে|) The girl wearing a diamond necklace is very rich. Sheikh Hasina  is a skilled orator (বক্তা). The crow swiftly went to the jar. We have to work hard to shine in life. Determiner, Adjective, Adverb এবং Noun, Modifier এর কাজ করে| Modifier দুই প্রকার : 1. Pre-modifier 2. Post-modifier 🔻  Pre-modifier: Pre অর্থ পূর্বে| অতএব, যে Modifier- Noun বা Noun Phrase, Adjective, verb এবং Adverb এর পূর্বে...