Posts

Preposition

  Preposition:  uses of some common prepositions are given below I put the keys on the table. এখানে keys এবং table এই দুটি noun এর মধ্যে “on” preposition টি সম্পর্ক স্থাপন করেছে । I jumped from the roof. এখানে jumped এর সঙ্গে the roof এর মধ্যে from দিয়ে সম্পর্ক স্থাপন হয়েছে । দুটি Noun এর মধ্যে সম্বন্ধসূচক পদগুলিকে ইংরেজিতে Preposition (pre=পূর্বে,position=অবস্থান) বলে।যে Noun বা noun-equivalent এর আগে preposition ব্যবহৃত হয় তাকে preposituonal object বলে। 51 টি PREPOSITION এর মানে এক নজরে 0. Ago-এখন থেকে শুরু করে অতীত কাল (যে সময় টা উল্লেখ থাকবে) 1. About-সম্পর্কে/সম্বন্ধে/বিষয়ে/ব্যাপারে/প্রায়। 2. Among- অনেকের মধ্যে। 3. Across-আড়াআড়িভাবে/ এদিক থেকে অন্য দিকে। 4. Along-বরাবর 5. At-এ/তে/য়/দিকে/প্রতি। 6. Against-প্রতিকূলে/বিরুদ্ধ্যে/বিপক্ষে। 7. After-পরে/অতীত কালে পরে। 8. Above-উঁচুতে/অধিকতর উঁচু। 9. Around-চারদিকে/চারদিক দিয়ে। 10. But – ব্যতীত/ছাড়া। 11. Before- আগে/পূর্বে/অতীতে। 12. By-দ্বারা/কর্তৃক/মাধ্যমে/দিয়ে/পাশে/সাথে/উপায়ে/অনুযায়ী/হিসাবে/ধরে। 13. Behind- পিছনে। 14. Below-ন...

Preposition

  I put the keys on  the table. এখানে keys এবং table এই দুটি noun এর মধ্যে “on” preposition টি সম্পর্ক স্থাপন করেছে । I jumped from the roof. এখানে jumped এর সঙ্গে the roof এর মধ্যে from দিয়ে সম্পর্ক স্থাপন হয়েছে । দুটি Noun এর মধ্যে সম্বন্ধসূচক পদগুলিকে ইংরেজিতে Preposition (pre=পূর্বে,position=অবস্থান) বলে।যে Noun বা noun-equivalent এর আগে preposition ব্যবহৃত হয় তাকে preposituonal object বলে। 51 টি PREPOSITION এর মানে এক নজরে 0. Ago-এখন থেকে শুরু করে অতীত কাল (যে সময় টা উল্লেখ থাকবে) 1. About-সম্পর্কে/সম্বন্ধে/বিষয়ে/ব্যাপারে/প্রায়। 2. Among- অনেকের মধ্যে। 3. Across-আড়াআড়িভাবে/ এদিক থেকে অন্য দিকে। 4. Along-বরাবর 5. At-এ/তে/য়/দিকে/প্রতি। 6. Against-প্রতিকূলে/বিরুদ্ধ্যে/বিপক্ষে। 7. After-পরে/অতীত কালে পরে। 8. Above-উঁচুতে/অধিকতর উঁচু। 9. Around-চারদিকে/চারদিক দিয়ে। 10. But – ব্যতীত/ছাড়া। 11. Before- আগে/পূর্বে/অতীতে। 12. By-দ্বারা/কর্তৃক/মাধ্যমে/দিয়ে/পাশে/সাথে/উপায়ে/অনুযায়ী/হিসাবে/ধরে। 13. Behind- পিছনে। 14. Below-নীচে/নিচে স্পর্শ করে। 15. Beneath- অপেক্ষাকৃত নীচে/নিম্নে।...

Most Used and Important Irregular Verbs

  Most Used and Important Irregular Verbs Present Meaning in Bengali Past Past Participle become হওয়া became become begin শুরু করা began begun break ভাঙ্গা broke broken build নির্মাণ করা built built buy ক্রয় করা bought bought catch ধরা caught caught come আসা came come cost দাম করা cost cost drink পান করা drank drunk drive চালানো drove driven eat খাওয়া ate eaten fall পড়ে যাওয়া fell fallen feel অনুভব করা felt felt fly উড়া flew flown forget ভুলে যাওয়া forgot forgot get পাওয়া got got give দেওয়া gave given go যাওয়া went gone grow জন্মানো grew grown hear শ্রবণ করা, শোনা heard heard hold ধারণ করা held held keep রাখা kept kept leave ত্যাগ করা left left lend ধার দেয়া lent lent lose হারানো lost lost make তৈরি করা made made mean বোঝানো meant meant meet সাক্ষাত করা met met pay পরিশোধ করা paid paid read পড়া read read say বলা said said see দেখা saw seen sell বিক্রয় করা sold sold send পাঠানো sent sent show দেখানো showed showed shut বন্ধ করা shut shut sleep ঘুমানো slept slept speak কথা বলা spoke s...

HSC: Completing Sentences

 Completing sentences:   1.   (a) Whenever he goes to the book fair,  he buys a number of books. (b) It is high time  you stopped smoking. (c) No sooner had the teacher entered the classroom than  the students stood up. (d) I wish  I were a bird. (e) She loved to live among the poor villagers so that  she could help them. (f) She cannot compete with her classmates because of  weakness in English. (g) We saw a snake while we  were crossing the jungle. (h) Had I been a rich man,  I would have helped the flood affected people. (i) Death is inevitable. There is nobody who  can avoid death. (j) Be attentive to my lecture, otherwise  you will not be able to understand it. 2. a) He is a liar. Do not rely  on him. (b) Mobile phone is a wonder of modern science, But  it is harmful too. (c) Time has its wings. It was five years since we  had met. (d) Our country is beset with many problems. We all should com...