Preposition
Preposition: uses of some common prepositions are given below I put the keys on the table. এখানে keys এবং table এই দুটি noun এর মধ্যে “on” preposition টি সম্পর্ক স্থাপন করেছে । I jumped from the roof. এখানে jumped এর সঙ্গে the roof এর মধ্যে from দিয়ে সম্পর্ক স্থাপন হয়েছে । দুটি Noun এর মধ্যে সম্বন্ধসূচক পদগুলিকে ইংরেজিতে Preposition (pre=পূর্বে,position=অবস্থান) বলে।যে Noun বা noun-equivalent এর আগে preposition ব্যবহৃত হয় তাকে preposituonal object বলে। 51 টি PREPOSITION এর মানে এক নজরে 0. Ago-এখন থেকে শুরু করে অতীত কাল (যে সময় টা উল্লেখ থাকবে) 1. About-সম্পর্কে/সম্বন্ধে/বিষয়ে/ব্যাপারে/প্রায়। 2. Among- অনেকের মধ্যে। 3. Across-আড়াআড়িভাবে/ এদিক থেকে অন্য দিকে। 4. Along-বরাবর 5. At-এ/তে/য়/দিকে/প্রতি। 6. Against-প্রতিকূলে/বিরুদ্ধ্যে/বিপক্ষে। 7. After-পরে/অতীত কালে পরে। 8. Above-উঁচুতে/অধিকতর উঁচু। 9. Around-চারদিকে/চারদিক দিয়ে। 10. But – ব্যতীত/ছাড়া। 11. Before- আগে/পূর্বে/অতীতে। 12. By-দ্বারা/কর্তৃক/মাধ্যমে/দিয়ে/পাশে/সাথে/উপায়ে/অনুযায়ী/হিসাবে/ধরে। 13. Behind- পিছনে। 14. Below-ন...