Sunday, May 19, 2024

English New Curriculum

 

'English' নতুন পাঠ্যক্রম (Curriculum) নিয়ে আলোচনা। 


গৌণ শিরোনাম (Subtitle): নতুন ও পুরোনো পাঠ্যক্রমের তুলনামূলক আলোচনা। 


_______________________________

আগের Curriculum:


Present continuous/ Present Progressive: Sub + am/is/are + V1(ing) + Extension 


Past continuous: Sub + was/were + V1(ing) + ........ 


হয়ে গেল দুইটি Tense শেখা। কিন্তু রয়ে গেলো অনেক কিছুই বাকি। বাকিগুলোও এইভাবে Structure দিয়েই Tense শেষ। শিক্ষার্থীরা Tense চিনতে পারে বাক্যে Structure দেখে, কিন্তু Tense এর ব্যবহার জানে না। মানে কখন Present Continuous ব্যবহার করা হয়, আর কখন Past continuous করা হয় সেটাও জানে না। তবে কিছু শিক্ষার্থীর কাছে এমন বলতে শুনি — “বর্তমানে চলছে এমন কাজ হলে Present Continuous হয়.....!" এতটুকুতেই হয়ে গেল Present Continuous শেখা। অসম্পূর্ণ শেখা। 


নতুন Curriculum: 


ঘুরে আসুন Experience (12)- Subha's Promise, activity   12.3 যেখানে আপনাকে Present Continuous এর Structure সহ সঠিক ব্যবহার অর্থাৎ sense শেখানো হবে। 


Sense (1): an action taking place at the moment of speaking. 


For example- Now, you are reading a note on Present Continuous Tense/ Present Progressive Tense


Sense (2): an action that may not be exactly happening when speaking. 


For example- My friend,  Shima is taking swimming lessons. (Actually, Shima is not taking swimming lessons when she is talking about it.)


Sense (3): an arranged or planned action. 


For example- Next week we are going to visit our village home.


Sense (4) (Exception): The verbs which are not normally used in the continuous form include 


see, hear, smell, notice, feel, like, hate, think, belief, agree, remember, know, look, love, want, wish, seem, deny etc. 


For example, when you smell something, you don’t say -I’m smelling a sweet fragrance. 

You say- I smell a sweet fragrance.


কয়জন শিক্ষার্থী এইসবগুলোর sense জানে? দুই একজন জানলেও Sense (2) ১০০ জনের মধ্যে ৮০ জন শিক্ষার্থী জানে না। তারা কোন দিন এইভাবে ভাবেই নি। আসলে তাদেরকে কেউ এইভাবে শেখায়নি।


এখন দ্বিতীয় পর্বে এই Sense-গুলো বিভিন্ন গল্পের বা ডায়লগ ও তুলনামূলক পার্থক্যের মাধ্যমে বিভিন্ন Activity এর মাধ্যমে পাঠ্য বইয়ে দেওয়া আছে।


________________________________


আগের Curriculum: 


১) Active: I drink water.

Passive: Water is drunk by me. 


২) Passive: The house was built in 1971. 

Active: Someone built the house in 1971. 


Structure শুধু শেখানো হয়েছিল মার্ক পাওয়ার জন্যে। অর্থাৎ ‘‘object কে subject করতে হয়, Tense অনুযায়ী passive এর verb, তারপর verb এর past participle.........’’এই রকম নিয়ম আর কী। কিন্তু জিজ্ঞাসা করলে কয়জন বলতে পারবে যে Active voice কখন ব্যবহৃত হয়, passive voice কখন? বা আমার ২নং বাক্যে Active করা শ্রেয় না Passive? এবং কেন? বলতে পারবে। কারণ তারা অন্ধের মতো নিয়ম শিখেছে। ব্যবহার শেখে নাই। 


নতুন Curriculum: 

চলে আসুন ৭ম শ্রেণির Experience (14), Our Language Movement এ যেখানে voice এর নিয়ম শেখানো হবে Practically প্রসঙ্গ ধরে ধরে। Activity 14.1 এ Shaoli’s diary নামের Text পড়ে আপনাকে তাদের দেওয়া Underlined করা (যেখানে কিছু Active এর Passive voice) বাক্যগুলো কেন Active কেন passive বলতে হবে।  


১) The focus of the sentence is on the doer or subject.


Example sentence:

She wrote her memory of that day in her diary.


Reason: Here the focus is on who wrote the memory. 


২) The focus of the sentence is on the action


Example sentence:

The college building was painted white and blue. 


Reason: Here the focus is on the painting not who did the painting


অর্থাৎ কারণসহ বলতে হবে কেন হল। শিক্ষার্থীরা প্রসঙ্গ বুঝল, করতে করতে ব্যবহার আয়ত্ত হয়ে গেল। 


আবার Activity 14.10 দেখুন। 


Read the situations given below. Then discuss the focus of the situations (what is important here to talk about the doer or the action? Will you use active or passive sentences?) Later, describe them using active or passive voice. And tell your reason to choose the voice.


Situation 1: 

In your English class, the teacher teaches, helps and monitors students’ activities.

(Who do you think is important here? To tell who is doing or what is done?) 


Situation 2: 

(What do you think is important here? - To tell who is making the poster or what is needed to make the poster?)


Situation 3: 

In today’s school assembly, your headteacher gave some instructions about cleaning the school campus. One of your friends was late for class. Now tell him/her 2 instructions you can remember now.


(What do you think is important here? - To tell who gave the instructions or what are the instructions?)


শুধু তাই নয় এগুলোর উত্তর হবে ব্যাখামূলক এবং এদের সাথে সুন্দর সুন্দর চিত্র দেওয়া আছে যেখানে শিক্ষার্থীদের প্রসঙ্গ বুঝতে সহায়তা করবে। 

......................

.......................


তারপর উদাহরণসহ বুঝিয়ে দিতে গেলে পোস্ট বড় হবে এবং অনেক সময় লাগবে। মিলিয়ে মিশিয়ে তুলনা তুলে ধরি। 


_______________________________


—What is a narrative text? (Class 7 এর বইয়ে) 

— What are some elements of a narrative text? 


[Experience 9: Knowing Our Parents] 

Activity 9.2 থেকে শিখে নিয়ে Activity 9.4 অনুযায়ী এটা করতে হবে। 


Now, read your text on “My Life story” once again and ask and answer the following questions in pairs/groups. Then, check your answers with other pairs/groups: 


• What type of writing is it? 

• What are the elements of a narrative text you have found in “My Life story”?

• Describe them with an example.


Free hand writing কীভাবে লিখব করে মাথা খায় শিক্ষার্থীরা। এইগুলোই তো প্রথমে শিখতে হয়। Narrative text কী? কীভাবে লিখব? পূর্বে কিছু বড় বড় ব্যক্তিত্বদের নিয়ে Text দেওয়া আছে তারপর এটা দিয়ে শেখানো হচ্ছে এতে করে বুঝে যাবে কীভাবে লিখতে হবে। কিন্তু দুঃখের বিষয় এইভাবে তারা কোনদিন Writing চর্চা করেনি। বেশিরভাগ শিক্ষার্থী কোনটা Descriptive writing, কোনটা Narrative এগুলো সম্পর্কে জানেই না। এইটা পড়ার পর প্রথম বুঝবে। তার কারণ এগুলোই তারা অজান্তে মুখস্থ করে গিয়েছে। শিক্ষার্থী তো বাদই দিলাম, অনেক শিক্ষক নিজেই এগুলো জানে না। বেশির ভাগ শিক্ষকই এসব প্রথম শুনছে। 


_______________________


• How to write a good summary (Class 8 এর বইয়ে)


Experience 2: The Bizu Festival এ 2.3.4 তে Summary সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান নিয়ে 2.3.7 


Now, read the text again (referring to 2.3.5) and summarize it in one paragraph. Follow all the steps given below to write the summary.


(In the first step, read the text attentively and identify the main ideas of the text. For example, ‘Bizhu, the main festival of the Chakma community’ is one of the main ideas. You can also write the supporting details to explain your main idea. 


• Secondly, write all the main ideas in a list. 

• Then, write the introductory sentence of the summary 

• Now, turn all of your main ideas into sentences • Here, combine all the sentences into one paragraph. Do not forget to use connecting words/cohesive devices to make your summary meaningful.

• Now, check the use of punctuation marks, spelling, grammar, and organization of the summary, and do the necessary edits.


• Finally, write the final draft of your summary. Now, exchange your copy in pairs to check it again. Finally, submit it to your teacher.


পরেরবার 2.4.1 এ গাইড লাইন দিয়ে এবার নিজের দেখা story/drama/poem/short film/news article থেকে একটা summary লিখতে বলা হয়েছে। 


কী সুন্দর মজায় মজায় শেখা হয়ে যাচ্ছে। আগে তো Unseen থেকে Summary লিখতে বললে Unseen passage এর বিভিন্ন অংশ থেকে কেটে কেটে শিক্ষার্থীরা লিখত এবং অনেক শিক্ষক এইভাবেই টেকনিক শিখিয়ে দিয়েছেন নাকি জানতে চাইলে এমন উত্তর মেলে। 


_________________________________


• Sentence (যেমন: imperative, optative, Exclamatory) শিখেছিলেন কি কখনও এইভাবে? 


[Experience (11): Let’s Explore the Sentences] 


Activity 11.4 : Read the following situation and do accordingly


Think that your final exam is knocking at the door. But one of your friends can’t concentrate on studying. Now, what will be your suggestions for him/her? 


Your answer:_______


Imagine that yesterday your friend fell from a bicycle and hurt his ankle. Now, what will be your prayers for him?


Your answer:______


Imagine that you are visiting Bandarban for the first time. You have become overwhelmed to see the hills. How will you express your emotions?


Your answer: _________


আগের পাঠ্যক্রমে এমনভাবে প্রসঙ্গ নির্ভর বাক্য শেখানো হতো না। শুধু গঠন আর যারা ভালো তাদের জন্য কিছু exercise। 


____________________________________

কীভাবে Text পড়ে Facts and opinions বুঝতে হয়, আর আলাদা করতে হয় শিখেছিল কোন শিক্ষার্থী পূর্বের পাঠ্যক্রমে? এগুলো সাধারণত Research paper লিখার সময় একজন লেখেন তার নিজস্ব মতামত ও Facts শেয়ার করে একটি Research paper/article তৈরি করেন। এটি Academic writing course এর একটি গুরুত্বপূর্ণ Part। 


Experience 1: Opinions matters (Class-9) 


Activity 1.1.1 এ চমৎকার তিনটি চিত্র দিয়েই প্রত্যেকটি থেকেই এভাবে লিখতে বলা হয়েছে। 


The fact:_______________

My thoughts on it___________________ 


এছাড়াও 1.2.1 এ Text -1(Bangalees Bangabandhu’s speech), Text-2 (Wonders of Egypt!) এবং Text-3  Endangered Animals of Bangladesh --- Asian Elephant) তিনটি পড়ে আপনাকে 


Fact 


Writers’ opinions regarding the text


How writers’ opinions influenced me to develop my opinion about the text 


এছাড়াও পরে আরও বিখ্যাত সব ব্যক্তিদের Text দিয়ে এগুলোর পাশাপাশি টেবিলে নতুন একটি পয়েন্ট যোগ করা হয়েছে - The strategies you have used to separate facts and opinions। 


_____________________________


যাইহোক, এরকম আরও অনেক পার্থক্য দেখানো যাবে। কিন্তু পোস্টে এইভাবে ধরে ধরে দেখিয়ে দেওয়া সম্ভব নয়। সবমিলিয়ে এইটি পড়ার পর আপনারও সহমত হবেন হয়তো যে নতুন ইংরেজি পাঠ্যক্রম চমৎকার। কিছু ভুল-ত্রুটি সংশোধন প্রয়োজন। এগুলো বাদ দিয়ে কথা বললে অসাধারণ একটি পাঠ্যক্রম। তবে এই পাঠ্যক্রমে অনেক কিছুই যারা ইংরেজিতে দক্ষ বা Creative তাদের জন্য Teaching হবে আনন্দদায়ক। কারণ তারা এইসব বিষয়ে অবগত। আর যারা ফাঁকি দিয়ে মুখস্থ বিদ্যার চর্চা শিক্ষার্থীদের শিখিয়েছেন তাদের জন্য কঠিন। কেননা এখন আর ওই নিয়মে পড়ালে কাজে আসবে না। আপনাকে আগে প্রচুর দক্ষ হতে হবে তারপর শিখাতে হবে। এই জন্য প্রচুর Study করতে হবে। 


______________________________


আগামী পোস্টে ছোট ছোট কিছু উদাহরণসহ দেখাব কেমন ধরনের দক্ষতা থাকা জরুরি। 


_______________________________

ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি নিরন্তর শ্রদ্ধা ও ভালোবাসা।


Happy learning HOPELAND 

#strong_foundation #basic_development #ieltspreparation #spokenenglish #O/A Level 

#vocabulary #শিক্ষার_ভিত্তিটা_শক্ত_হোক_শুরু_থেকেই

Tuesday, May 7, 2024

vocabulary

 

চলুন ৫০ টি ভোকাবুলারি শিখি 

1.Exigency জরুরি অবস্থা 

2.Serenity শান্ত 

3.Indictment অভিযোগ 

4.Manifest সুস্পষ্ট 

5.Aver দৃঢ় কন্ঠে স্বীকার করা 

6.Supine অলস 

7. Murky ঝাপসা 

8.Rapport বন্ধন বা চুক্তি 

9. Impulse আবেগ 

10.Elucidate স্পষ্ট করা

11.Myopic ক্ষীনদৃষ্টি

12. Solicit অনুরোধ করা

13.Relent নরম হওয়া

14.Ardent অত্যন্ত আগ্রহী

15. Wrath রাগ

16.Meager স্নল্প

17. Docile ভদ্র 

18. Dearth অভাব 

19. Appall আতন্কিত করা  

20. Kudos সম্মান  

21.Desiccate খন্ড খন্ড অংশে ভাগ করা/শুকান

22.Inoculate ক্ষতিকর নয় এমন/টিকা দেওয়া

23. Congenial বন্ধুভাবাপন্ন

24. Commotion গোলমাল

২৫. Craven ভীতু 

26.Strident জোরালো

27. Obdurate একগুঁয়ে

28.Hegemony আধিপত্য

29.Fiasco বড় ধরনের ব্যর্থতা

30. Triumph বিজয়

31.Misconstrue ভুল বোঝা

32.Effemincy মেয়েলী স্বভাব

33.Celibacy সতীত্ব

34.Zenith চুড়া

35. Reimburse অর্থ ফেরত দেওয়া

36. Abolish বাতিল করা

37.Verdict কোনো রায় দেওয়া

38.Protract দীর্ঘায়িত করা

39. Melancholy দুংখ

40.Skepticism সন্দেহবাদিতা

41.Sublime অত্যন্ত সৌন্দর্য মন্ডিত

42.Genesis আরম্ভ

43.Frown তিরস্কার করা

45. Naive বিশ্বাস প্রবন

46. Lanient দয়ামায়া প্রবন

47. Meticulous খুতখুতে

48. Vacillate স্হির না থাকা

49. Monotonous একঘেয়ে

50. Fertile উর্বর


Prepared by Noor E Alam, DU

Get এর ব্যবহার

 



Get এর ব্যবহারঃ ইংরেজিতে Get শব্দটির ব্যবহার ব্যাপক। বিশেষ করে Spoken English এ গুরুত্ব অনেক। শব্দটি বিভিন্ন অর্থে Sentence এ ব্যবহৃত হয়ে থাকে। Get এর Past form হচ্ছে Got. Get মূল verb হিসেবে, Causative verb হিসেবে অথবা Phrasal verb হিসেবে ব্যবহৃত হয়।

প্রথমেই দেখা যাক Main verb তথা Principal verb হিসেবে Get কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়:


1. To obtain or receive: কোন কিছু পাওয়া (Obtain) বা গ্রহণ করা (Receive) বুঝাতে Get ব্যবহার করা হয়।

(i) I got an email yesterday.-গতকাল আমি একটা মেইল পেয়েছি।

(ii) I have got permission to play.- আমি খেলার অনুমতি পেয়েছি।


2. To reach or arrive. পৌঁছানো (Reach) বুঝাতে Get ব্যবহার করা হয়।


(i) He will get home by 7 o’clock. সে ৭টার মধ্যে বাড়িতে আসবে।

(ii) l will get there very soon .- আমি খুব শীঘ্রই সেখানে পৌঁছাব।

(iii) How can I get to the hospital?- আমি কিভাবে হাসপাতালে পৌঁছতে পারি?


3. To buy or purchase কোন কিছু কেনা হয়েছে (Purchase) বুঝানোর জন্য get ব্যবহার করা হয়।

তবে এক্ষেত্রে কিনেছি না বলে নিয়েছি বলাই শ্রেয়।

(i) Tomorrow, I will get a new laptop.-আগামীকাল আমি একটি নতুন ল্যাপটপ নেব।

(ii) I have just got a shirt.- আমি এইমাত্র একটি শার্ট নিয়েছি।


4. Change of state অর্থাৎ কোন একটি বস্তু যে অবস্থায় (State) আছে তা থেকে পরিবর্তন (Change) করা বা হওয়া বুঝাতে Get ব্যবহার করা হয়।


(i) It is getting dark.-অন্ধকার হয়ে আসছে। (এখনো অন্ধকার হয়নি তবে ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হয়ে অন্ধকার ঘনিয়ে আসছে।)


(ii) I hope he gets well soon.- আশা করি তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।এখনো সুস্থ হননি তবে আশা করা যায় তার অবস্থার পরিবর্তন হবে।


(iii) He is getting old- সে বুড়ো হয়ে যাচ্ছে।


5 কোন একটি বিষয় সম্পর্কে বুঝতে পেরেছি (Understand) এমন অর্থে Get এর ব্যবহার করা হয়।

(i) I got it.- আমি বুঝতে পেরেছি

(ii) Could you get it?- আপনি কি বুঝতে পেরেছেন?

(iii) Can't you get it? তুমি কি এটা বুঝতে পারোনা?


6. To bring or to give অর্থাৎ নিয়ে আসা (Bring) এবং দেওয়া (Give) বুঝানোর জন্য অনেক সময় Get ব্যবহার করা হয়।

(i) I will get you the breakfast. আমি তোমার জন্য সকালের নাস্তা নিয়ে আসছি।

(ii) Please get me some sugar - দয়া করে আমাকে একটু চিনি দাও।


7. উপার্জন (Earn) করা বোঝানোর জন্য:

(i) He gets 50,000 tk.- সে ৫০,০০০ টাকা পেয়েছে/ মাসিক ৫০,০০০ টাকা ইনকাম করে।

(ii) I am getting 80,000 tk for this task. – আমি এই কাজের জন্য 80,000 টাকা পাচ্ছি।


8. সুস্থ হয়ে উঠা ( get well) বুঝাতে get well ব্যবহৃত হয়। 


He is getting well. তিনি সুস্থ হয়ে উঠছেন।

Get well soon. শীঘ্রই সুস্থ হয়ে উঠুন।


9. To go বা কোথাও যাওয়া বোঝানোর জন্য।

(i) Get out of here.- এখান থেকে চলে যাও।

(ii) Don’t get there. – ঐখানে যাবে না।


10. Have এর পরিবর্তে Have got বসানো যায় । দুটো প্রায় একই অর্থে ব্যবহৃত হলেও Have একটু Formal অর্থ প্রকাশ করে।

(i) He has got two brothers.- তার দুটি ভাই আছে।

(ii) He has got a nice car. তার একটি সুন্দর গাড়ি আছে।

(iii) I have got cold. আমার ঠান্ডা লেগেছে।


এবার Causative verb হিসেবে Get এর ব্যবহার নিয়ে আলোচনা করা যাক;

আমরা জানি যে, যখন কোন কাজ Verb এর Subject নিজে না করে অন্যকে দিয়ে করায় তখন Verb টিকে Causative verb বলা হয়। Causative verb হিসেবে কোনো কাজ কাউকে Convince করে বা অর্থের বিনিময়ে করানো বুঝাতে Get ব্যবহার করা যায়।

For example:(i) He got his mobile repaired.- সে তার মোবাইল ঠিক করিয়েছে। (সে নিজে মোবাইল ঠিক করেনি, মেকানিক কে দিয়ে ঠিক করিয়েছে।)

(ii) I’ll get my hair cut tomorrow.আমি আগামী কাল আমার চুল কাটাব। (আমি নিজে আমার চুল কাটব না, নাপিতকে দিয়ে কাটাব। )

বিশেষ দ্রষ্টব্য Passive voice এর ক্ষেত্রে Get এর পরের Verb টি সবসময় Past participle form (V3)এ থাকবে। Tense অনুযায়ী শুধু Get এর পরিবর্তন হবে।

For example:(i) His car got stolen last night.- গাড়িটি গতকাল রাতে চুরি হয়েছে। (Past)

(ii) He feels he is always getting criticized. -তিনি মনে করেন যে তিনি সবসময় সমালোচিত হচ্ছেন। (Present continuous)


সবশেষে Get দিয়ে গঠিত কিছু Phrasal verb এবং এগুলোর কোন অর্থে ব্যবহৃত হয় সেটা দেখা যাক;


Get on – কোনো যানবাহনে উঠাExample: Here’s the train. Let’s get on.

Get off – নামা We got off the plane and went to passport control.

Get in – প্রবেশ করা He got in the car and put on his seat-belt.

Get out – বের হওয়া We’ve arrived. You can get out now.

Get up – ঘুম থেকে উঠা They usually get up at 6.30 am.

Get back – ফেরা We should get back by 5:30. Can you wait for us?

Get over – কাটিয়ে উঠা I had fever last week but I’ve got over it now. Try to get over your problem.


Happy learning Noor E Alam

#HigherEducation #spokenenglish #ieltspreparation #Varsity #studyabroad

Saturday, May 4, 2024

Geometry Basic

 

Basic Geometry:


What are Geometry Formulas?

Geometry formulas are employed to calculate dimensions, perimeter, area, surface area, volume, and other attributes of both 2D and 3D geometric shapes. 2D shapes encompass flat figures such as squares, circles, and triangles. On the other hand, examples of 3D shapes include cubes, cuboids, spheres, cylinders, and cones. The fundamental geometry formulas are outlined below:



Formulas for 2D Geometry:

1. Perimeter of a Square = 4 × Side

2. Perimeter of a Rectangle = 2 × (Length + Breadth)

3. Area of a Square = Side²

4. Area of a Rectangle = Length × Breadth

5. Area of a Triangle = ½ × Base × Height

6. Area of a Trapezoid/ Trapezium= ½ × (Base₁ + Base₂) × Height

Area, A = ½(a + b)h

Where,

a and b are the parallel sides

h = distance between two parallel sides


7. Area of a Circle = A = π × r²

8. Circumference of a Circle = 2πr

9. Area of a rhombus A= 1/2 d1× d2

10. Area of a kite A= 1/2 d1 × d2

11. Area of equilateral triangle= 

√3/4 a square

12. Area of an isosceles triangle = b/4 √(4 a square - b square) ( a= length of equal sides, b= unequal side




*Pie, π= 3.141


9. Perimeter of a Parallelogram

 P = 2(a + b)

Where, a and b are the sides of a parallelogram

10. Area of parallelogram, A = base × height

Here, Height=  h

 Base= b


11. Pythagoras Theorem: base2 + height2 = hypotenuse2





Formulas for 3D Geometry:

1. Curved Surface Area of a Cylinder = 2πrh

2. Total Surface Area of a Cylinder = 2πr(r + h)

3. Volume of a Cylinder = V = πr²h

4. Curved Surface Area of a Cone = πrl

5. Total Surface Area of a Cone = πr(r + l) = πr[r + √(h² + r²)]

6. Volume of a Cone = V = ⅓ × πr²h

7. Surface Area of a Sphere = S = 4πr²

8. Volume of a Sphere = V = 4/3 × πr³

9. Surface Area of a Cuboid, A = 2(lb + bh + hl)

10. Volume of a Cuboid, V = lbh

11. Surface area of Cube = 6a2

Volume of a cube, V = a3

Space diagonal = a√3

a = side of a cube

12. Space Diagonal of a Cuboid, d = √(l² + b² + h²)

In this context:

l stands for length

b stands for breadth

h stands for height



Happy learning with Noor @Hopeland









Poem: Two mothers remembered

 Two Mothers Remembered Joann Snow Duncanson I had two Mothers two Mothers I claim Two different people, yet with the same name. Two separat...