একটা simple structure যা নিমিষেই শেখা সম্ভব। কিন্তু স্পোকেন ইংলিশ, IELTS ও একাডেমিক English এর জন্য বেশ কাজের।
একটা simple structure যা নিমিষেই শেখা সম্ভব। কিন্তু স্পোকেন ইংলিশ, IELTS ও একাডেমিক English এর জন্য বেশ কাজের।
Structure:
✏️ So + helping verbs/ auxiliary verbs/ do, does, did + Subject
আমিও➡️ Me too বললেই হয়ে যায়।
কিন্তু সব tense এর sentence গুলোকে যদি এভাবে বলতে চাই....
For examples:
1. আমি প্রতিদিন কোরআন শরীফ পড়ি- I read the holy Quran everyday.
▶️সেও (সেও প্রতিদিন কোরআন শরীফ পড়ে) So does he.
2. সে স্কুলে যায়- He goes to school.
▶️ আমিও So do I.
3. সে বাড়ির কাজ শেষ করেছে- He has completed his homework.
▶️ আমিও So have I.
4. আমি একটি ইমেইল পাঠিয়েছিলাম- I sent an email.
▶️তুমিও So did you.
5. আমি চা খাচ্ছি- I am taking tea.
▶️ সে ও So is he.
6. সে পারে- He can.
▶️ তারাও so can they.
7. আমি নাস্তা করেছি- I have my breakfast.
▶️ আমরাও So have we.
Comments