Posts

Showing posts from June, 2020

Necessity of learning English

Image
আমরা নানাভাবে ইংরেজি (English) শেখার চেষ্টা করি কিন্তু দিনশেষে খুব এগুতে পারিনা। একজন বাঙ্গালি হিসেবে প্রথমত শুদ্ধভাবে বাঙ্গলা জেনে Vocabulary ও  Tense শেখা শুরু করা উচিৎ । মোটা দাগে বলা যায়  Only proper methodology of teaching can solve this problem.  কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেমনটি বলেছিলেন: "আগে চাই বাংলা ভাষার গাঁথুনী, তারপর ইংরেজি শেখার পত্তন!" The necessity of learning English is overstated . It is called Lingua Franca as well.  বর্তমান পৃথিবীতে ইংরেজি ভাষা শিক্ষার গুরত্ব অনেকটা সূর্যের মত ধ্রুব । ইংরেজি বুঝে শেখার জন্যে ইংরেজি ব্যাকরণ (English Grammar) এর কোন বিকল্প নেই। আর এ লক্ষ্যকে সামনে রেখে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইংরেজি ব্যকরণের যথেষ্ট বাস্তবিক উদাহরণসহ সহজতম ব্যাখ্যা। এখানে, আপনারা ইংরেজি ব্যকরণের সবগুলো বিষয় খুব সহজেই খুঁজে পাবেন কেননা প্রতিটা বিষয়ই যথাযথ ক্রমানুসারে সাজানো রয়েছে। এটি তৈরি করতে আমরা অক্লান্ত পরিশ্রম করেছি যাতে আপনারা খুব সহজেই বাংলায় পড়ার মাধ্যমে English Grammar এর সকল মৌলিক বিষয়গুলোসহ খুঁটিনাটি বিষয়গুলোও বুঝতে পারেন। যেকোন ধরণ...

Preposition (পদান্বয়ী অব্যয়)

Image
Preposition (পদান্বয়ী অব্যয়) Preposition কাকে বলে? কত প্রকার ও কি কি? যে সকল শব্দ সাধারণত noun বা pronoun এর পূর্বে বসে noun বা pronoun এর সাথে sentence এর অন্যানো শব্দের সম্পর্ক প্রকাশ করে তাদেরকে preposition বলা হয়। A preposition is a part of speech that indicates location, direction, time, etc. usually used in front of nouns or pronouns and it shows the relationship between the noun or pronoun and other words of the sentence. On, in, under, after, beside, to, towards, with, etc. are prepositions. Example: The pen is under the table. (Here “on” is indicating the location of the pen, it is used in front of a noun “the table,” and it shows the relationship between the mentioned words. So it’s a preposition.) They sat under the tree. (Here “under” is indicating the location of “we”, it is used in front of a noun “the tree,” and it shows the relationship between the mentioned words. So it’s a preposition.) The car was coming towards (Here “towards” is similarly a preposition because it...

Degree

Image
#অনলাইন_ক্লাস, ভিডিও ক্লাস, লাইভ ক্লাসের পূর্বে মানসম্মত টেক্সট (text) কন্টেন্ট (contents), study materials নিশ্চিত করা একান্ত আবশ্যক। No use of video classes as well as live classes without quality contents and study materials! সেই প্রয়াসে পথচলা সেই যে কলিকাতা গেলেন আর দেশে ফিরে এলেন না! বলছি শ্রদ্ধাভাজন গোবিন্দ স্যারের কথা যিনি বলতেন একই মুরগি বারবার জবাই করার দরকার কী! গ্রামার একবারই ভালভাবে শেখো; #Higher_classes, #BCS_jobs, admission test, competitive jobs, Foreign business সবক্ষেত্রেই কাজে লাগবে। তিনি ছিলেন একজন Lifelong student, যেমনটি সেরা শিক্ষকের হওয়া উচিৎ। In fact, Grammar is just like the formulae of Mathematics! Today's topic: Conversion of degree.. Conversion of degree (adjective এর রূপান্তর) is one of the significant topics of basic grammar. Degree is included in transformation of sentences/changing of sentences. Comparison of Adjectives (Degree) Degree কাকে বলে ও কত প্রকার? Comparison of adjectives বা Degree বলতে adjective-এর বিভিন্ন রূপকে বোঝায়। Compari...

Number (Singular, Plural)

Image
ইংরেজিতে একটা কথা আছে Once for all (শেষবার, চিরতরে). বারবার নয়, একটা টপিক একবারই সঠিক নিয়মে ভালোভাবে শিখুন! আর কখনও নতুন করে শেখার দরকার হবেনা। Today's topic: Number (Singular and Plural). এতোক্ষণে হয়ত অনেকেরই ভাবা শেষ, ও! singular, plural. খুবই সহজ- s, es যুক্ত করলেই হলো! আপনার ভাবনাটা কিঞ্চিত সঠিকও বটে! কিন্তু এর বিস্তৃতি বেশ ব্যাপক। English grammar, spoken English সর্বোপরি subject-verb agreement এর ক্ষেত্রে এটি জানা আবশ্যক। Number বা বচন: যা দ্বারা ব্যক্তি, বস্তু তথা noun/pronoun এর সংখ্যা বুঝায় তাকে number (বচন) বলে।  Definition:The number refers to the count of nouns or pronouns. সাধারণত  Countable noun (যা গনণা করা যায়) এর singular ও plural form হয়ে থাকে । যথা: book-books, my-our, it-they, pen-pens etc. *Numbers are of two types.  1. Singular Number: It refers to the count of only one of a noun or pronoun. Example: chair, table, aunt, father, goose, etc. 2. Plural Number (বহুবচন): It refers to the count of more than one of a noun or pronoun. Example: chairs, t...

Dialogue between a salesperson and a customer

Image
Writing dialogue is a vital part of eveeyday's English. Proper method in writing dialogue is imperative to get good score. Dialogue is a written composition in which two or more characters are represented as conversing. It is an exchange of ideas and opinions. A basic purpose of dialogue writing skills is to express thoughts in an easy and natural way. However, it does not mean that language may be ungrammatical. By writing dialogue, one is able to understand both sides of opinion and develop the capacity to effectively express the opposite point of view. In keeping with the characters, the composition of dialogue should be spontaneous. It requires careful planning before beginning to write, it is advisable to make a plan or outline of the dialogue. Dialogue Writing Tips Carefully read, think and understand the subject. Imagine the characters and their point of view. You should have a clear picture of the persons taking part in the conversation. Jot down briefly the ideas, opinions...

Dialogue

Image
A dialogue between you and your friend about a village fair. Myself: Hello Rimi! How are you? Rimi: I am fine by the grace of Almighty. Thank you. And what about you? Myself: I am also fine. Rimi, how have you enjoyed your last visit to a village fair? Rimi: I enjoyed a lot. It was very interesting and funny as well. Myself: wow! How lucky you are! Could you please share your experiences on how you enjoyed? Rimi: sure . Every year in our village a fair is held on the occasion of Pohela Baisakh. Many types of fancy goods likes dolls, toys,  cakes, sweetmeat, earthen wares, bangles, flutes have been sold there. Myself: Did you go there alone? Rimi: No, I went there with my cousins. Myself: what things did you buy from there? Rimi:  I bought bangles, flutes, ribbons, hair clips etc.  Myself: Wow! I wish I could go with you. Rimi: ok.  Next time, I will take you with me upon your parents' permission. Myself: Thank you. Rimi: you are welcome.

Dialogue between a new student and a class teacher

Image
  Student:  Good morning, Sir! May I come in, please? Teacher: Good morning. Please, come in. Student: Sir, I am a new student of your class. Teacher: What is your name? Student: My name is Sneha Rahman Teacher: Well, This is the class room of class 4, sectionA Student: Yes sir. I have just got admitted in your school in class 4 Teacher: Ok. Where is your admission card? What is the name of your previous school? Student: Here it is, Sir. I had been a student of South Point School. Teacher: Ok. It is a reputed school.Take your seat. Student: Thank you, Sir. Teacher: You are welcome ................................................

High voltage words

Image
Homophones: A homophone is a word that is pronounced the same as another word but differs in meaning. A homophone may also differ in spelling. The two words may be spelled the same, as in rose and rose, or differently, as in rain, reign, and rein. বানান ও অর্থ ভিন্ন কিন্তু উচ্চারণ একই ইংরেজীতে এদেরকে হোমোফোন (Homophones) বলা হয়। # ইন্টারনেটে ইংরেজি শেখার অসংখ্য রিসোর্স, এর মধ্যে অনেকগুলো ভুলে ভরা। আবার সঠিক অডিও, ভিডিও অনেক। কিন্তু তারপরেও এগুতে পারছেন না? সত্যি বলতে কী সঠিক শব্দ (vocabulary), এদের যথাযথ ব্যবহার (Tenses), structure এবং নিয়ম শিখে সেটি যথাযথভাবে অনুসরণ করে একইভাবে বাংলা ও ইংরেজি বাক্য রীতিমতো হোম ওয়ার্ক করতে হবে; যেমনটি আমার লেখা বইয়ের 3rd Edition এ উল্লেখ আছে। #440 ভোল্ট! High voltage words!! ইংরেজির 440 টি কনফিউজিং শব্দ শিখুন: ========================== 1 Alter (পরিবর্তন করা) 2 Altar (উপাসনালয়ের বেদী) 3. Be (হওয়া) 4. Bee (মৌমাছি) 5. Buy (কেনা) 6. Bye (বিদায়) 7. By (দ্বারা) 8. Cell (কোষ) 9. Sell (বিক্রয় করা) 10. Die মারা যাওয়া) 11. Dye (রঙ করা) 12. Dear (প্রিয়...