Necessity of learning English
আমরা নানাভাবে ইংরেজি (English) শেখার চেষ্টা করি কিন্তু দিনশেষে খুব এগুতে পারিনা। একজন বাঙ্গালি হিসেবে প্রথমত শুদ্ধভাবে বাঙ্গলা জেনে Vocabulary ও Tense শেখা শুরু করা উচিৎ । মোটা দাগে বলা যায় Only proper methodology of teaching can solve this problem. কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেমনটি বলেছিলেন: "আগে চাই বাংলা ভাষার গাঁথুনী, তারপর ইংরেজি শেখার পত্তন!" The necessity of learning English is overstated . It is called Lingua Franca as well. বর্তমান পৃথিবীতে ইংরেজি ভাষা শিক্ষার গুরত্ব অনেকটা সূর্যের মত ধ্রুব । ইংরেজি বুঝে শেখার জন্যে ইংরেজি ব্যাকরণ (English Grammar) এর কোন বিকল্প নেই। আর এ লক্ষ্যকে সামনে রেখে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইংরেজি ব্যকরণের যথেষ্ট বাস্তবিক উদাহরণসহ সহজতম ব্যাখ্যা। এখানে, আপনারা ইংরেজি ব্যকরণের সবগুলো বিষয় খুব সহজেই খুঁজে পাবেন কেননা প্রতিটা বিষয়ই যথাযথ ক্রমানুসারে সাজানো রয়েছে। এটি তৈরি করতে আমরা অক্লান্ত পরিশ্রম করেছি যাতে আপনারা খুব সহজেই বাংলায় পড়ার মাধ্যমে English Grammar এর সকল মৌলিক বিষয়গুলোসহ খুঁটিনাটি বিষয়গুলোও বুঝতে পারেন। যেকোন ধরণ...