সহজে verb শিখুন এবং শেয়ার করে টাইমলাইনে রাখুন


➢"Verb" শেখার সহজ নিয়মঃ

□○➢Sentence এ ব্যবহৃত যে সব Word দ্বারা কোন কাজ করাকে বোঝায় তাকে Verb বলে।
.
■✿➢Verb এর প্রকারভেদ : Verb দুই প্রকার। যথা :
➫ 1. Finite Verb
➫ 2. Non finite Verb
.
□❍➢1. Finite Verb (সমাপিকা ক্রিয়া) : যে সব Verb দ্বারা বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় তাকে Finite Verb বলে।
¤》Example :
I go to school.
Kafi plays football.
.
■✺➢Finite Verb এর বৈশিষ্ট্য :
- Sentence এর অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়।
- বক্তার বক্তব্য পূর্ণাঙ্গররূপে ব্যক্ত করে।
- Subject এর Person, Number, Tense অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়।
.
____○➢Finite এর প্রকারভেদ :
Finite Verb দুই প্রকার। যথা :
➫ a. Principal Verb
➫ b. Auxiliary Verb
.
○○➢a. Principal Verb (প্রধান ক্রিয়া) :
যে Verb নিজেই স্বাধীনভাবে অন্য Verb এর সাহায্য ছাড়াই ক্রিয়া সম্পাদন করে তাকে Principal Verb বলে।
¤》Example :
We go
He playsa in the field.
.
_____○➢Principal Verb এর প্রকারভেদ :
""Principal Verb__ দুই প্রকার। যথা :
_____■I. Transitive Verb (সকর্মক ক্রিয়া) :
যে সমস্ত Verb এর Object বা কর্ম থাকে তাদেরকে Transitive Verb বলে।
¤》Example :
She is drinking milk.
I have bought a book.
.
______Transitive Verb এর বৈশিষ্ট্য :
- Subject এর পরে বসে
- প্রতিটি Verb এর পরে এক বা একাধিক Object থাকে।
- Tense ও Subject এর Person, Number অনুযায়ী এদের রূপের পরিবর্তন ঘটে।
.
______■II. Intransitive Verb (অকর্মক ক্রিয়া) :
যে Verb এর Object বা কর্ম থাকে না তাদেরকে Intransitive Verb বলে।
Example :
The girl went to school.
Birds fly in the sky.
.
______○Intransitive Verb এর বৈশিষ্ট্য :
- এরা প্রায়ই Sentence এর শেষে বসে।
- এদের পরে কোনো Object থাকে না।
- Tense ভেদে Subject এর Person ও Number অনুযায়ী এদের রূপের পরিবর্তন ঘটে।
.
○○➢b. Auxiliary Verb/Helping Verb (সাহায্যকারী ক্রিয়া) :
Sentence এ ব্যবহৃত যে সব Verbs Principal Verbs এর ভাব ও অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য Principal Verbs কে সহায়তা করে, সে সকল Verb কে Auxiliary Verb বলে।
.
_____♡Auxiliary Verb এর বৈশিষ্ট্য :
- Auxiliary Verbs Sentence এ ব্যবহৃত হয়ে নিজে কোন অর্থ প্রকাশ করে না।
- Auxiliary Verbs Sentence এর ভাব ও অর্থ প্রকাশ করতে Principal Verb কে সহয়তা করে।
- Auxiliary Verbs Tense, Voice ও Mood এর রূপ গঠনের জন্য Principal Verb কে সহয়তা করে।
.
______♡➢Auxiliary Verb এর তালিকা :
am, is, are, was, were, be, being, been, have, has, had, shall, should, will, would, may, might, can, could, do, does, did, used (to), ought (to), dare (to)
.
_____♡➢Auxiliary Verb এর প্রকারভেদ :
_____Auxiliary Verb সমূহকে দুই ভাগে ভাগ করা যায়। যথা :
_____●I. Primary Auxiliaries/Tense Auxiliaries :
যে Verb গুলোকে বাক্যে Helping বা Auxiliary এবং কখনো কখনো Ordinary Verb হিসেবে ব্যবহৃত হয় তাদেরকে Primary Auxiliaries/Tense Auxiliaries বলে।
.
_____♡Primary Auxiliaries/Tense Auxiliaries গুলো নিম্নরূপ :
Verb to be : am, is, are, was, were
Verb to have : have, has, had
Verb to do : do, does, did
.
______●II. Modal Auxiliaries :
ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে Mood বা ধরণ বুঝানোর জন্য যে Auxiliaries ব্যবহৃত হয় সেগুলোকে Modal Auxiliaries বলে।
.
_______♡Modal Auxiliaries গুলো নিম্নরূপ :
shall, should, will, would, may, might, can, could, used (to), ought (to), dare (to)
.
□❍➢2. Non-finite Verb (অসমাপিকা ক্রিয়া) :
যে Verb দ্বারা কোন বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় না এবং Subject এর Number ও Person দ্বারা যে Verb এর কোন রূপের পরিবর্তন হয় না তাকে Non-finite Verb বলে।
.
____○➢Non-finite Verb এর প্রকারভেদ :
__Non-finite Verb তিন ভাগে বিভক্ত। যথা :
___□➢a. Gerund :
Gerund হল verb+ing যার মধ্যে Noun ও Verb এর শক্তি কাজ করে। একে Double Parts of Speech ও বলা হয়।
¤》Example :
Swimming is a good exercise.
Sleeping is necessary to life.
She is fond of reading poems.
.
____□➢b. Participle :
Verb যে রূপ একসঙ্গে Verb ও Adjective এর কার্য সম্পন্ন করে তাকে Participle বলে।
.
____○□➢Participle এর প্রকারভেদ :
Participle তিন প্রকার। যথা :
••••➢I. Present Participle :
Verb এর ing form যখন Verb ও Adjective এর কাজ করে তখন তাকে Present Participle বলে।
¤》Example :
The book is interesting.
.
••••➢II. Past Participle :
যে Participle দ্বারা অতীতে কোন কাজ সম্পন্ন হয়েছে বোঝায় তাকে Past Participle বলে।
Example :
I got a decorated room.
She had gone there.
.
••••➢III. Perfect Participle :
যদি Verb এর Past Participle এর পূর্বে having যুক্ত হয়ে Adjective ও Verb এর কার্য সম্পাদন করে কখন তাকে Perfect Participle বলে।
¤》Example :
The sun having risen, the fog disappeared.
.
____□➢c. Infinitive :
Verb এর Present form এর অাগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
¤》Example :
To tell a lie is a great sin.
I come to see you.
.
_____●➢Conjugation of Verb :
Tense বা কাল অনুসারে Verb পরিবর্তন হওয়ার নিয়মকে Conjugation of Verb বলে।
Conjugation of Verb এর প্রকারভেদ :
Conjugation of Verb দুই ভাগে বিভক্ত। যথা :
¤¤➢1. Strong Verb/Irregular Verb :
যে Verb এর মধ্যস্থিত Vowel পরিবর্তনের মাধ্যমে বা শেষে n, en, ne যোগ করে Past বা Past Participle গঠন করা হয়, সেগুলোকে Strong Verb বলে।
.
_______Transitive Strong Verb এর Present, Past, Past Participle From নিচে দেওয়া হলো :
-
Present - Past - Past Participle
Abide (মেনে চলা) - Abode - Abode
Behold (দেখা) - Beheld - Beheld
Bid (অাদেশ করা) - Bade - Bid
Find (খোজা) - Found - Found
Forsake (ত্যাগ করা) - Forsook - Forsaken
Forbid (নিষেধ করা) - Forbade - Forbidden
Go (যাওয়) - Went - Gone
Sing (গান গাওয়া) - Sang - Sung
Take (লওয়া) - Took - Taken
Write (লেখা) - Wrote - Written
:
_______Intransitive Strong Verb এর Present, Past, Past Participle From নিচে দেওয়া হলো :
-
Present - Past - Past Participle
Arise (উঠা) - Arose - Arisen
Awake (জাগা) - Awoke - Awaken
Be (হওয়া) - was/were - Been
Cling (লেগে থাকা) - Clang - Clung
Come (অাসা) - Came - Come
Creep (হামাগুড়িদেওয়া) - crept - Crept
Fall (পতিত হওয়া) - Fell - Fallen
Rise (উঠা) - Rose - Risen
.
________Transitive Verb ও Intransitive Verb উভয় হতে পারে এমন Strong Verb এর Present, Past, Past Participle From নিচে দেওয়া হলো :
-
Present - Past - Past Participle
Bear (বহন করা) - Bore - Borne
Bear (প্রসব করা) - Bore - Born
Become (হওয়া)- Became - Become
Begin (অারম্ভ করা) - Began - Begun
Beat (প্রহার করা)- Beat - Beaten
Bite (কামড়ানো) - Bit - Bit
Bind (বাঁধা)- Bound - Bound
Bleed (রক্তপাত হওয়া) - Bled - Bled
Blow (প্রবাহিত হওয়া)- Blew - Blown
Break (ভাঙ্গা) - Broke - Broken
Chide (তিরস্কার করা) - Chad - Chidden
Choose (পছন্দ করা)- Chose - Chosen
Dig (খনন করা)- Dug - Dug
Do (করা) - Did - Done
Draw (অাঁকা) - Drew - Drawn
Drive (চালানো)- Drove - Driven
Eat (খাওয়া) - Ate - Eaten
Feed (খাওয়ানো)- Fed - Fed
Fight (যুদ্ধ করা) - Fought - Fought
Fly (ওড়া) - Flew - Flown
Forgive (ক্ষমা করা) - Forgave - Forgiven
Forget (ভুলে যাওয়া)- Forgot - Forgotten
Freeze (জমে যাওয়া)- Froze - Frozen
Get (পাওয়া)- Got - Got
Give (দেওয়া) - Gave - Given
Grow (জন্মানো) - Grew - Grown
Hang (ঝুলানো) - Hung - Hung
Hide (লুকানো) - Hid - Hidden
Hold (ধরা, ধারণ করা) - Held - Held
Know (জানা) - Knew - Known
Make (তৈরি করা) - Made - Made
Meet (সাক্ষাৎ করা)- Met - Met
Mistake (ভুল করা)- Mistook - Mistaken
Ride (ঘোড়ায় চড়া) - Rode - Ridden
Ring - Rang - Rung
Reevaluate (পুনরায় মুল্যায়ন করা) - Reevaluated
See (দেখা) - Saw - Seen
Sit (বসা)- Sat - Sat
Sink - Sank - Sunk
Shrink - Shrank - Shrunk
Spring (লাফানো) - Sprang - Sprung
Speak (কথা বলা) - Spoke - Spoken
.
¤¤➢2. Weak Verb/Regular Verb :
যে Verb এর শেষে d, ed, t যোগ করে Verb এর Past ও Participle গঠন করা হয় তাকে Weak Verb বলে।
.
______Transitive Weak Verb এর Present, Past, Past Participle From নিচে দেওয়া হলো :
-
Present - Past - Past Participle
Abuse (অপব্যবহার করা) - Abused - Abused
Appropriate (অাত্মসাৎ করা) - Appropriated - Appropriated
Attract (অাকর্ষণ করা) - Attracted - Attracted
Authenticate (প্রমাণ করা)- Authenticated - Authenticated
Avoid (এড়িয়ে চলা) - Avoided - Avoided
Awe (অাতঙ্কিত করা) - Awed - Awed
Beautify (সুন্দর করা) - Beautified - Beautified
Blame (দোষ করা) - Blamed - Blamed
Bore (বিরক্ত করা) - Bored - Bored
Borrow (ধার করা)- Borrowed - Borrowed
Brutalize (নিষ্ঠুর করে তোলা) - Brutalized - Brutalized
Bureaucratise - (অামলাতন্ত্রিক করা) - Bureaucratised - Bureaucratised
Caution (সতর্ক করা) - Cautioned - Cautioned
Civilize (সভ্য করা/মার্জিত করা) - Civilized - Civilized
Commend (প্রশংসা করা/সুপারিশ করা) - Commended - Commended
Complete (সমাপ্ত করা) - Completed - Completed
Comprehend (উপলব্ধি করা) - Comprehended - Comprehended
Constitute (গঠন করা/স্থাপন করা) - Constituted - Constituted
Construct (নির্মাণ করা/গঠন করা) - Constructed - Constructed
Control (নিয়ন্ত্রণ করা) - Controlled - Controlled
Correct (ঠিক করা/সংশোধন করা) - Corrected - Corrected
Create (সৃষ্টি করা) - Created - Created
Deactivate (নিষ্ক্রিয় করা) - Deactivated - Deactivated
Decontrol (নিয়ন্ত্রণমুক্ত করা) Decontrolled - Decontrolled
Devalue (মূল্য হ্রাস করা) - Devalued - Devalued
Disable (দুর্বল করা) - Disabled - Disabled
Disagree (ভিন্নমত পোষন করা) - Disagreed - Disagreed
Discuss (অালোচনা করা) - Discussed - Discussed
Distrust (অবিশ্বাস করা) - Distrusted - Distrusted
Enable (সক্ষম করা) - Enabled - Enabled
Enact (অাইন পাস করা) - Enacted - Enacted
Encourage (উৎসাহ দেওয়া) - Encouraged - Encouraged
Entrust (বিশ্বাস স্থাপন করা) - Entrusted - Entrusted
Enjoy (উপভোগ করা) - Enjoyed - Enjoyed
Hate (ঘৃণা করা) - Hated - Hated
Have (অাছে) - Had - Had
Invalidate (বাতিল করা) - Invalidated - Invalidated
Lie (মিথ্যা বলা)- Lied - Lied
Like (পছন্দ করা) - Liked - Liked
Lend (ধার দেওয়া) - Lent - Lent
Loose (অালগা করা) - Loosed - Loosed
Love (ভালোবাসা) - Loved - Loved
Mean (অর্থ প্রকাশ করা) - Meant - Meant
Misapply (অপপ্রয়োগ করা) - Misapplied - Misapplied
Misappropriate (অাত্মসাৎ করা) Misappropriated - Misappropriated
Mistrust (সন্দেহ করা) - Mistrusted - Mistrusted
Need (প্রয়োজন হওয়া) - Needed - Needed
Place (স্থাপন করা) - Placed - Placed
Plan (পরিকল্পনা করা) - Planned - Planned
Procreate (সন্তান উৎপাদন করা) - Procreated - Procreated
Punish (শাস্তি দেওয়া) - Punished - Punished
Reactivate (পুনরায় সক্রিয় করা) - Reactivated - Reactivated
Reappear (পুনরায় উপস্থিত হওয়া) - Reappeared - Reappeared
Recommend (সুপারিশ করা/পরামর্শ দেওয়া) Recommended - Recommended
Recreate (পুনরায় সৃষ্টি করা) - Recreated - Recreated
Reevaluate (পুনরায় মুল্যায়ন করা) - Reevaluated - Reevaluated
Signify (অর্থ বোঝানো) - Signified - Signified
Simplify (সহজবোধ্য করা) - Simplified - Simplified
Stroke (মৃদু অাঘাত করা) - Stroked - Stroked
Suspect (সন্দেহ করা) - Suspected - Suspected
State (বর্ণনা করা) Stated - Stated
Thank (ধন্যবাদ দেওয়া) - Thanked - Thanked
Tolerate (সহ্য করা) - Tolerated - Tolerated
Use (ব্যবহার করা) - Used - Used
Undervalue (অবমূল্যায়ন করা) - Undervalued - Undervalued
Value (দরকষাকষি করা) - Valued - Valued
.
_______Intransitive Weak Verb এর Present, Past, Past Participle From নিচে দেওয়া হলো :
Present - Past - Past Participle
Appear (হাজির হওয়া)- Appeared - Appeared
Arrive (পৌছানো) - Arrived - Arrived
Care (যত্ন নেওয়া) - Cared - Cared
Cohere (সঙ্গতিপূর্ণ হওয়া) - Cohered - Cohered
Compete (প্রতিযোগিতা করা) - Competed - Competed
Consist (গঠিত হওয়া) - Consisted - Consisted
Cooperate (সহযোগিতা করা) - Cooperated - Cooperated
Die (মারা যাওয়া) - Died - Died
Disappear (অদৃশ্য হওয়া) - Disappeared - Disappeared
Discourage (নিরাশ করা) Discouraged - Discouraged
Dwell (বাস করা)- Dwelled - Dwelled
Gaze (একদৃষ্টিতে তাকিয়ে থাকা) - Gazed - Gazed
Interact (পারস্পরিক ক্রিয়া করা) - Interacted - Interacted
Kneel (হাটু গেড়ে বসা) - Knelt - Knelt
Sympathize (সহানুভূতি দেখানো) - Sympathized - Sympathized
Wax (অালোকিত অংশ বৃদ্ধি পাওয়া) - Waxed - Waxed
.
________Transitive Verb ও Intransitive Verb উভয় হতে পারে এমন Weak Verb এর Present, Past, Past Participle From নিচে দেওয়া হলো :
-
Present - Past - Past Participle
Accept (গ্রহণ করা) - Accepted - Accepted
Account (হিসাব করা, কারণ ব্যাখ্যা করা) - Accounted - Accounted
Act (কাজ করা/অভিনয় করা) - Acted - Acted
Add (যোগ করা) - Added - Added
Admit (ভর্তি হওয়া) - Admitted - Admitted
Advise (উপদেশ দেওয়া)- Advised - Advised
Agree (রাজি হওয়া)- Agreed - Agreed
Allow (বন্টন করা) - Allowed - Allowed
Apply (অাবেদন করা) Applied - Applied
Arrange (সজ্জিত করা)- Arranged - Arranged
Ask (প্রশ্ন করা)- Asked - Asked
Attain (অর্জন করা) - Attained - Attained
Attend (মনযোগ দেওয়া) - Attended - Attended
Avail (গ্রহণ করা/কাজে লাগানো) - Availed - Availed
Beg (ভিক্ষা করা)- Begged - Begged
Believe (বিশ্বাস করা) Believed - Believed
Bend (নোয়ানো)- Bent - Bent
Boil (সেদ্ধ করা)- Boiled - Boiled
Burry (কবর দেওয়া) - Buried - Buried
Burst (প্লাবিত হওয়া) - Burst - Burst
Build (নির্মাণ করা)- Built - Built
Burn (পোড়ানো) - Burnt - Burnt
Buy (ক্রয় করা) - Bought - Bought
Cancel (বাতিল করা) - Canceled - Canceled
Catch (ধরা) - Caught - Caught
Carry (বহন করা)- Carried - Carried
Charge (অভিযোগ করা) - Charged - Charged
Change (পরিবর্তন করা)- Changed - Changed
Cheer (উৎসাহিত করা) - Cheered - Cheered
Clean (পরিষ্কার করা) - Cleaned - Cleaned
Clear (পরিষ্কার করা) Cleared - Cleared
Climb (গাছে চড়া) - Climbed - Climbed
Close (বন্ধ করা)- Closed - Closed
Compare (তুলনা করা)- Compared - Compared
Conceive (ধারণা করা) Conceived - Conceived
Conclude (সমাপ্ত করা) - Concluded - Concluded
Confide (বিশ্বাস করা) - Confided - Confided
Continue (চলতে থাকা\চালিয়ে যাওয়া) - Continued - Continued
Cry (কান্না করা) - Cried - Cried
Dance (নাচা) -Danced - Danced
Dare (সাহস করা)- Dared - Dared
Deal (ব্যবসা করা)- Dealt - Dealt
Delay (দেরি করা)- Delayed - Delayed
Disbelieve (অবিশ্বাস করা) Disbelieved - Disbelieved
Discontinue (বন্ধ হওয়া) - Discontinued - Discontinued
Divide (ভাগ করা) - Divided - Divided
Dream (স্বপ্ন দেখা) - Dreamt - Dreamt
Drop (ফোটায় ফোটায় ফেলা)- Dropped - Dropped
Dry (শুকানো) - Dried - Dried
End (সমাপ্ত হওয়া)- Ended - Ended
Fail (ব্যর্থ হওয়া)- Failed - Failed
Fill (পূর্ণ করা)- Filled - Filled
Fix (স্থির করা) - Fixed - Fixed
Hang (ঝোলানো) - Hanged - Hanged
Hear (শোনা) - Heard - Heard
Help (সাহায্য করা) - Helped - Helped
Hop (লাফানো) - Hopped - Hopped
Hope (অাশা করা) - Hoped - Hoped
Hurry (তাড়িঘড়ি করা) - Hurried - Hurried
Jump (লাফানো)- Jumped - Jumped
Keep (রাখা) - Kept - Kept
Laugh (হাসা)- Laughed - Laughed
Lay (শয়ন করা) - Laid - Laid
Learn (শিক্ষার্জন করা) - Learnt - Learnt
Leave (ত্যাগ করা) - Left - Left
Load (বোঝায় করা)- Loaded - Loaded
Lock (চাবি দেওয়া) - Locked - Locked
Look (দেখা)- Looked - Looked
Lose (ক্ষতি হওয়া বা করা)- Lost - Lost
Live (বাস করা)- Lived - Lived
Marry (বিয়ে করা) - Married - Married
Move (ঘোরা) - Moved - Moved
Obey (মেনে চলা) - Obeyed - Obeyed
Open (খোলা) - Opened - Opened
Own (নিজের অধিকারে রাখা) - Owned - Owned
Pass (উত্তীর্ণ করা) - Passed - Passed
Paint (চিত্রাঙ্কন করা) - Painted - Painted
Pat (অাদর করে চাপড়ানো) - Patted - Patted
Pay (পরিশোধ করা)- Paid - Paid
Pull (টানা) - Pulled - Pulled
Push (ঠেলা) - Pushed - Pushed
Rain (বৃষ্টিপাত হওয়া) - Rained - Rained
Reach (পৌছানো) - Reached - Reached
Read (পড়া) - Read - Read
Rear (লালন পালন করা) - Reared - Reared
Reapply (পুনরায় অাবেদন করা) - Reapplied - Reapplied
Refuse (প্রত্যাখান করা)- Refused - Refused
Refer (উল্লেখ করা) - Referred - Referred
Rub (ঘষা)- Rubbed - Rubbed
Sow (বপন করা) - Sowed - Sowed
Seek (খোজা) - Sought - Sought
Sell (বিক্রয় করা)- Sold - Sold
Sew (সেলাই করা)- Sewed - Sewed
Say (বলা)- Said - Said
Show (দেখানো)- Showed - Showed
Sleep (ঘুমানো) - Slept - Slept
Stabilize (স্থির করা) - Stabilized - Stabilized
Start (শুরু করা) - Started - Started
Stay (অবস্থান করা) - Stayed - Stayed
Stop (থামা)- Stopped - Stopped
Smell (গন্ধ ছড়ানো) - Smelt - Smelt
Spend (ব্যয় করা)- Spent - Spent
Sweep (ঝাড়ু দেওয়া) - Swept - Swept
Succeed (সফল হওয়া) - Succeeded - Succeeded
Suffice (পর্যাপ্ত হওয়া) - Sufficed - Sufficed
Suit (উপযুক্ত হওয়া) - Suited - Suited
Taste (স্বাদ গ্রহণ করা) - Tasted - Tasted
Think (চিন্তা করা) - Thought - Thought
Tell (বলা)- Told - Told
Tire (ক্লান্ত হওয়া) - Tired - Tired
Travel (ভ্রমণ করা) - Traveled - Traveled
Treat (চিকিৎসা করা) - Treated - Treated
Trust (বিশ্বাস করা) - Trusted - Trusted
Try (চেষ্টা করা)- Tried - Tried
Vary (পরিবর্তন করা) - Varied - Varied
Wait (অপেক্ষা করা) - Waited - Waited
Walk (হাটা)- Walked - Walked
Want (চাওয়া)- Wanted - Wanted
Wash (ধৌত করা)- Washed - Washed
Waste (অপচয় করা) - Wasted - Wasted
Watch (দেখা) - Watched - Watched
Water (পানি দেওয়া) - Watered - Watered
Weep (কাঁদা) - Wept - Wept
Wish (ইচ্ছা করা) - Wished - Wished
Work (কাজ করা) - Worked - Worked.

Prepared by: Noor E Alam Sir
Hopeland

Comments

Popular posts from this blog

HSC English First Paper | Unit: 1, Lesson: 1 | People or Institutions Making History | Nelson Mandela, from Apartheid Fighter to President