Tuesday, July 8, 2025

এক কথায় প্রকাশ (amplification)

 


যা হবেই—অবধারিত।

শত্রু দিয়ে বেষ্টিত—অবরুদ্ধ।

নিজে অনেক বড় কেউ এ রকম মনে করা — অহংকার।

সাদাসিধে যে—অনাড়ম্বর।

অসীম সাহস আর অদম্য শক্তি—অমিত তেজ।

আচ্ছন্ন হয়ে পড়া—অভিভূত।

তলোয়ার নিয়ে যুদ্ধ করার বিদ্যা—অসি চালনা ।

যার মূল্য নির্ধারণ করা যায় না—অমূল্য।

ছাউনি দিয়ে—আচ্ছাদন।

নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি— আত্মদানকারী।

সম্পূর্ণরূপে অন্যের বশ্যতা স্বীকার—আত্মসমর্পণ।

আবর্জনা ফেলার জায়গা—আস্তাকুঁড়।

বসবাসের জায়গা—আস্তানা।

সারা শরীরে—আষ্টেপৃষ্ঠে।

প্রতিমুহূর্ত অপেক্ষা করা—উদগ্রীব।

দুই পাহাড়ের মাঝখানের সমতল ভূমি— উপত্যকা।

নদী ও সাগরের ঢেউ—ঊর্মি।

যাঁরা ইতিহাস লেখেন বা ভালো জানেন— ঐতিহাসিক।

যে কাহিনি কল্পনা করে লেখা হয়—কল্পকাহিনি।

জেলখানা বা কারাগারে আটক রাখা—কারারুদ্ধ।

একধরনের ছোট্ট সাদা ঝিনুক—কড়ি।

পাখির ডাকাডাকির আওয়াজ—কিচিরমিচির।

মূল্য দিয়ে যে গোলাম কেনা হয়—ক্রীতদাস।

রাজার ছেলে—রাজকুমার।

মাথা নত করে অভিবাদন করা—কুর্নিশ।

হাতে পরার গয়না—কাঁকন।

অনেক মানুষের শোরগোল—কোলাহলকল।

সৈনিকদের অস্থায়ী ঘাঁটি—ক্যাম্প।




১. যার শেষ নেই—

২.    যা হবেই—

৩.    শত্রু দিয়ে বেষ্টিত—

৪.    নিজে অনেক বড় কেউ—এ রকম মনে করা—

৫.    ভাবাবিষ্ট বা আচ্ছন্ন হয়ে পড়া—

৬.    অন্যের অনিষ্ট কামনা—

৭.    যার সীমা নেই—

৮.    যার মূল্য নির্ধারণ করা যায় না—

৯.    নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি—

১০.    সম্পূর্ণরূপে অন্যের বশ্যতা স্বীকার—

১১.    আবর্জনা ফেলার জায়গা—

১২.    বসবাসের জায়গা—

১৩.    সারা শরীরে—

১৪.    প্রতিমুহূর্ত অপেক্ষা করা—

১৫.    পাহাড় বা পর্বতের মাঝখানের সমতল ভূমি—    

১৬.    নদী ও সাগরের ঢেউ—

১৭.    যাঁরা ইতিহাস লেখেন বা ভালো জানেন—

১৮.    এক ধরনের ছোট সাদা ঝিনুক—

১৯.    হাতে পরার গয়না—

২০.   যে দয়া কামনা করে—

২১.    যে কাহিনী কল্পনা করে লেখা হয়—

২২.   দেশ চালায় যে—

২৩.   জেলে আটকানো—

২৪.   পাখির ডাকাডাকির আওয়াজ—

২৫.   সৈনিক বা যোদ্ধাদের অস্থায়ী ঘাঁটি—

২৬.   কাঠের তৈরি খাট—

২৭.   শরীরের কাটা স্থান বা আঘাত পাওয়া স্থান—

২৮.   গপগপ করে—

২৯.   অনেক লোককে বিনা অপরাধে মেরে ফেলা—

৩০.   হুংকার দিয়ে ওঠা—

৩১.    অনেক বেশি—

৩২.   অল্প অল্প ব্যথা বা জ্বালা বোঝায় এমন শব্দ—

৩৩.   যেখানে অনেক মানুষ একসঙ্গে বসবাস করে—

৩৪.   যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি—

৩৫.   পাহারা দেওয়া—

৩৬.   কোনো বিশেষ শিক্ষা দেওয়া বা নেওয়া—

৩৭.   নদীর তীর—

৩৮.   জনশূন্য স্থান—

৩৯.   খারাপ মেজাজ—

৪০.   প্রান্তের শেষে আকাশ যেখানে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয়—

৪১.    খুব তাড়াতাড়ি করে—

৪২.   রেখা দিয়ে আঁকা ছবি—

৪৩.   গভীর রাত—

৪৪.   কোনো রকম বিচার-বিবেচনা ছাড়া—

৪৫.   অন্যায়ের শিকার—

৪৬.   একের সঙ্গে অন্যের—

৪৭.   কাপড়ের লম্বা টুকরা—

৪৮.   নানা ধরনের পাখি—

৪৯.   জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ—

৫০.   জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান—

৫১.    যেকোনো উক্তির বিরুদ্ধে যারা আপত্তি জানায়—

৫২.   যে ধ্বনি বাতাসের ধাক্কায় পুনরায় ফিরে আসে—

৫৩.   ভিন্ন দেশে যে বাস করে—

৫৪.   গড়িয়ে গড়িয়ে চলা—

৫৫.   সাদরে গ্রহণ—

৫৬.   চাকমাদের নববর্ষ উৎসব—

৫৭.   কোনো কিছু জয় করার পর যে স্তম্ভ নির্মাণ করে বিজয় ঘোষণা করা হয়—

৫৮.   যা লোপ পেয়েছে—

৫৯.   খেতে মজা নয় এমন—

৬০.   বাঁশবাগান—

৬১.    সমুদ্রের তীরে বালুময় স্থান—

৬২.   মমতা আছে যে নারীর—

৬৩.   সামরিক বাহিনী—

৬৪.   যিনি স্বাধীনতা বা মুক্তির জন্য যুদ্ধ করেন—

৬৫.   রক্ত দিয়ে লাল করা হয়েছে যা—

৬৬.   মনের ইচ্ছা—

৬৭.   শখ করে পছন্দের জিনিস যে হাঁড়িতে রাখা হয়—

৬৮.   শক্তি আছে যার—

৬৯.   অত্যন্ত কোলাহলে যা ঘটে—

৭০.   যিনি কোনো শিল্পকলার চর্চা করেন—

৭১.    যে জমি উঁচু-নিচু নয়—

৭২.   একসঙ্গে শব্দ করা বা কথা বলা—

৭৩.   জনসমাবেশ—

৭৪.   একত্রে অবস্থান—

৭৫.   রাখাইনদের নববর্ষ উৎসব—

৭৬.   খেতে ভালো লাগে এমন—

৭৭.   সোনালি রঙের বুনো লতা—    

 

উত্তরগুলো মিলিয়ে নাও

অনন্ত ২. অবধারিত ৩. অবরুদ্ধ ৪.  অহংকার ৫. অভিভূত ৬. অভিশাপ ৭. অসীম ৮. অমূল্য ৯. আত্মদানকারী ১০. আত্মসমর্পণ ১১. আঁস্তাকুড় ১২. আস্তানা ১৩. আষ্টেপৃষ্ঠে/সর্বাঙ্গে ১৪. উদগ্রীব ১৫. উপত্যকা ১৬. ঊর্মি ১৭. ঐতিহাসিক ১৮. কড়ি ১৯. কাঁকন ২০. করুণাকামী ২১. কল্পকাহিনী ২২. সরকার ২৩. কারারুদ্ধ ২৪. কিচিরমিচির ২৫. ক্যাম্প ২৬. খাটিয়া ২৭. ক্ষত ২৮. গপগপিয়ে ২৯. গণহত্যা ৩০.  গর্জে ওঠা ৩১. অত্যন্ত ৩২. চিনচিন ৩৩.  জনপদ ৩৪. টনটন ৩৫. টহল ৩৬. ট্রেনিং ৩৭. তট ৩৮. নির্জন ৩৯. তিরিক্ষি ৪০. দিগন্ত ৪১. দ্রুতগতিতে ৪২. নকশা ৪৩. নিশিরাত ৪৪. নির্বিচারে ৪৫. নির্যাতিত ৪৬.  পরস্পর ৪৭. পট্টি ৪৮. পাখপাখালি ৪৯. পাণ্ডিত্যপূর্ণ ৫০. প্রান্তর ৫১. প্রতিবাদী ৫২. প্রতিধ্বনি ৫৩. প্রবাসী ৫৪. প্রবাহ ৫৫. বরণ ৫৬. বিজু ৫৭. বিজয়স্তম্ভ ৫৮. বিলুপ্ত ৫৯. বিস্বাদ ৬০. বেণুবন ৬১. বেলাভূমি ৬২. মায়াবতী ৬৩.  মিলিটারি ৬৪. মুক্তিযোদ্ধা ৬৫. রক্তরঞ্জিত ৬৬. শখ ৬৭. শখের হাঁড়ি ৬৮. শক্তিধর ৬৯. শব্দদূষণ ৭০. শিল্পী ৭১. সমতলভূমি ৭২. সমস্বরে ৭৩. সম্মেলন ৭৪. সমাবেশ ৭৫. সাংরাই ৭৬. স্বাদ ৭৭. স্বর্ণলতা।

Happy learning with Noor E Alam, University of Dhaka 


No comments:

Poem: Two mothers remembered

 Two Mothers Remembered Joann Snow Duncanson I had two Mothers two Mothers I claim Two different people, yet with the same name. Two separat...