Posts

Showing posts from July, 2025

জ্যামিতি Geometry

Image
  **জ্যামিতি কাকে বলে? গণিত শাস্ত্রের যে শাখায় বস্তু বা পদার্থের আকার, আয়তন, পরিমাপ ও অঙ্কন এবং জমির পরিমাপ সংক্রান্ত বিষয় আলোচনা করা হয় তাকে জ্যামিতি বলে। বিন্দু, রেখা, তল: point, line, surface ১। স্থান কাকে বলে? উত্তরঃ একটি নির্দিষ্ট আকারের বস্তু যতটুকু জায়গা দখল করে তাকে ঐ বস্তুর স্থান বলে। ২। রেখা কাকে বলে? উত্তরঃ যার দৈর্ঘ্য আছে কিন্তু, প্রস্থ ও বেধ বা উচ্চতা নেই তাকে রেখা (line) বলে। রেখার কোন প্রান্ত বিন্দু নেই। ৩। সরলরেখা কাকে বলে? উত্তরঃ যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে কোন দিক পরিবর্তন করে না অর্থাৎ সোজাসুজি চলে তাকে সরলরেখা (Straight Line) বলে। ৪। বক্ররেখা কাকে বলে? উত্তরঃ যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে দিক পরিবর্তন করে অর্থাৎ আঁকাবাঁকা চলে তাকে বক্ররেখা বলে। ৫। রশ্মি কাকে বলে? উত্তরঃ যদি কোন রেখাংশের একটি প্রান্তবিন্দুর অবস্থান ঠিক রেখে অপর প্রান্তবিন্দুটি ইচ্ছেমত বাড়ানো যায়, তবে তাকে রশ্মি (Ray)বলে। ৬। বিন্দু কাকে বলে? উত্তরঃ যার শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য,প্রস্থ ও বেধ বা উচ্চতা কিছুই নেই তাকে বিন্দু বলে। বিন্দুকে শূণ্য মাত্রার সত্ত্বা ধরা ...

Adjective

Image
  "Some verbs in English can be changed into adjectives by adding -ing and -ed." ইংরেজিতে কিছু Verbs (ক্রিয়া) রয়েছে যাদের সাথে -ing এবং -ed যুক্ত করলে Adjective এ রুপান্তরিত হয়।  📘 25 Sentences with -ing and -ed Adjectives Together 🖊️ Prepared by: Noor E Alam, DU, Director @ Hopeland Annoy (verb) বিরক্ত করা Annoying (Adjective) বিরক্তিকর  Annoyed (Adjective) বিরক্ত) --- 1. The noise was annoying, and I was annoyed. 🔹 শব্দটি বিরক্তিকর ছিল, এবং আমি বিরক্ত ছিলাম। 2. The class was boring, so the students were bored. 🔹 ক্লাসটি বিরক্তিকর ছিল, তাই ছাত্ররা বিরক্ত হয়েছিল। 3. The long walk was tiring, and she felt tired. 🔹 দীর্ঘ হাঁটাটি ক্লান্তিকর ছিল, এবং সে ক্লান্ত অনুভব করল। 4. The game was exciting, and we were excited. 🔹 খেলা ছিল উত্তেজনাপূর্ণ, এবং আমরা উত্তেজিত ছিলাম। 5. The instructions were confusing, so he looked confused. 🔹 নির্দেশনাগুলো বিভ্রান্তিকর ছিল, তাই সে বিভ্রান্ত দেখাচ্ছিল। 6. The ending of the movie was surprising, and we were surprised. 🔹 সিনেমার শে...

Self introduction

Image
  ✅ Polite Introductory & Personal Questions (May I...?) 1. May I introduce with you? ➤ আমি কি আপনার সাথে পরিচিতি হতে পারি? 2. May I introduce my friend with you? ➤ আমি কি আমার বন্ধুর সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতে পারি? 3. May I ask your name, please? ➤ আমি কি দয়া করে আপনার নাম জানতে পারি? 4. May I ask your address? ➤ আমি কি আপনার ঠিকানা জানতে পারি? 5. May I ask your sister's name? ➤ আমি কি আপনার বোনের নাম জানতে পারি? 6. May I ask about your profession? ➤ আমি কি আপনার পেশা সম্পর্কে জানতে পারি? 7. May I know your full name? ➤ আমি কি আপনার পূর্ণ নাম জানতে পারি? 8. May I know your age? ➤ আমি কি আপনার বয়স জানতে পারি? 9. May I know your school's/college's name? ➤ আমি কি আপনার স্কুল/কলেজের নাম জানতে পারি? 10. May I know where you live? ➤ আমি কি জানতে পারি আপনি কোথায় থাকেন? 11. May I know about your hobbies? ➤ আমি কি আপনার শখ সম্পর্কে জানতে পারি? 12. May I know about your dreams or goals? ➤ আমি কি আপনার স্বপ্ন বা লক্ষ্য সম্পর্কে জানতে পারি? 13. May I know about your family...

Connectors/Linkers

Image
 

grammar somebody, someone

Image
 

Tense

  ✅ Positive sentence ❌ Negative sentence ❓ Question (Interrogative) ❌❓ Negative question 🧱 Structure for each --- 📘 All 12 Tenses Explained (1–12) --- 1. Present Simple Tense 🧱 Structure: ✅ Positive: Subject + V₁ (s/es) ❌ Negative: Subject + do/does + not + V₁ ❓ Question: Do/Does + Subject + V₁? ❌❓ Negative Question: Don’t/Doesn’t + Subject + V₁? 🔸Examples: ✅ She plays tennis. ❌ She does not play tennis. ❓ Does she play tennis? ❌❓ Doesn’t she play tennis? --- 2. Present Continuous Tense 🧱 Structure: ✅ Positive: Subject + am/is/are + V₁+ing ❌ Negative: Subject + am/is/are + not + V₁+ing ❓ Question: Am/Is/Are + Subject + V₁+ing? ❌❓ Negative Question: Isn’t/ Aren’t + Subject + V₁+ing? 🔸Examples: ✅ She is singing. ❌ She is not singing. ❓ Is she singing? ❌❓ Isn’t she singing? --- 3. Present Perfect Tense 🧱 Structure: ✅ Positive: Subject + has/have + V₃ ❌ Negative: Subject + has/have + not + V₃ ❓ Question: Has/Have + Subject + V₃? ❌❓ Negative Question: Hasn’t/Haven’t + Subject + ...

IELTS vocabulary

Image
  📘 IELTS Vocabulary List (1–200) Format: Word (Bangla Meaning) – Synonym(s) Prepared by: Noor E Alam, DU, Director @ Hopeland --- 📗 1–25 1. Abandon (পরিত্যাগ করা) – leave, desert, forsake 2. Accumulate (জমা করা) – gather, collect, amass 3. Accurate (সঠিক) – correct, exact, precise 4. Adept (দক্ষ) – skilled, proficient, expert 5. Adverse (প্রতিকূল) – unfavorable, harmful, negative 6. Advocate (সমর্থন করা) – support, recommend, promote 7. Aggregate (মোট / সম্মিলিত) – total, combined, overall 8. Allocate (বরাদ্দ দেওয়া) – assign, distribute, allot 9. Ambiguous (অস্পষ্ট) – unclear, vague, doubtful 10. Ample (প্রচুর / যথেষ্ট) – plentiful, abundant, sufficient 11. Analyze (বিশ্লেষণ করা) – examine, inspect, evaluate 12. Anticipate (পূর্বানুমান করা) – expect, predict, foresee 13. Apparent (সুস্পষ্ট) – obvious, evident, clear 14. Arbitrary (খামখেয়ালি / ইচ্ছামত) – random, unplanned, irrational 15. Assess (মূল্যায়ন করা) – evaluate, judge, estimate 16. Assign (দায়িত্ব দেওয়া) – allocate, de...

এক কথায় প্রকাশ (amplification)

Image
  যা হবেই—অবধারিত। শত্রু দিয়ে বেষ্টিত—অবরুদ্ধ। নিজে অনেক বড় কেউ এ রকম মনে করা — অহংকার। সাদাসিধে যে—অনাড়ম্বর। অসীম সাহস আর অদম্য শক্তি—অমিত তেজ। আচ্ছন্ন হয়ে পড়া—অভিভূত। তলোয়ার নিয়ে যুদ্ধ করার বিদ্যা—অসি চালনা । যার মূল্য নির্ধারণ করা যায় না—অমূল্য। ছাউনি দিয়ে—আচ্ছাদন। নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি— আত্মদানকারী। সম্পূর্ণরূপে অন্যের বশ্যতা স্বীকার—আত্মসমর্পণ। আবর্জনা ফেলার জায়গা—আস্তাকুঁড়। বসবাসের জায়গা—আস্তানা। সারা শরীরে—আষ্টেপৃষ্ঠে। প্রতিমুহূর্ত অপেক্ষা করা—উদগ্রীব। দুই পাহাড়ের মাঝখানের সমতল ভূমি— উপত্যকা। নদী ও সাগরের ঢেউ—ঊর্মি। যাঁরা ইতিহাস লেখেন বা ভালো জানেন— ঐতিহাসিক। যে কাহিনি কল্পনা করে লেখা হয়—কল্পকাহিনি। জেলখানা বা কারাগারে আটক রাখা—কারারুদ্ধ। একধরনের ছোট্ট সাদা ঝিনুক—কড়ি। পাখির ডাকাডাকির আওয়াজ—কিচিরমিচির। মূল্য দিয়ে যে গোলাম কেনা হয়—ক্রীতদাস। রাজার ছেলে—রাজকুমার। মাথা নত করে অভিবাদন করা—কুর্নিশ। হাতে পরার গয়না—কাঁকন। অনেক মানুষের শোরগোল—কোলাহলকল। সৈনিকদের অস্থায়ী ঘাঁটি—ক্যাম্প। ১. যার শেষ নেই— ২.    যা হবেই— ৩.    শত্রু দিয়ে বেষ্টিত— ৪.   ...

spoken

Image
 

Atomic Structure

Image
  Atomic structure  🧪 Relative Mass – Questions & Answers Q1: What is meant by relative mass in atomic structure? ✔️ It is the mass of a particle compared to the mass of another particle, usually with the proton’s mass taken as 1. Q2: Why do we use relative mass instead of actual mass in chemistry? ✔️ Because the actual masses of subatomic particles are extremely small and difficult to work with, so relative mass provides simpler comparison values. Q3: What is the relative mass of a proton? ✔️ 1 Q4: What is the relative mass of a neutron? ✔️ 1 Q5: What is the relative mass of an electron? ✔️ Approximately 1/1836, meaning it is much lighter than a proton or neutron. Q6: Which two particles contribute significantly to the mass of an atom? ✔️ Protons and neutrons Q7: Why do we usually ignore the mass of electrons when calculating the mass number? ✔️ Because electrons are so light (relative mass ≈ 1/1836) that their mass is negligible compared to protons and neutrons. Q8: If ...