Pronoun কাকে বলে? কত প্রকার ও কী কী?
Pronoun এর বাংলা প্রতিশব্দ 'সর্বনাম'। এটি একধরণের Parts of speech.
A Pronoun is a word used instead of a Noun.
যেমন, Amreen is a good student. She is in class 3. (Amreen- এর পরিবর্তে she একটি Pronoun)
তাই বলা যায়, Noun- এর পরিবর্তে যেসব Word ব্যবহৃত হয়, তাদেরকে Pronoun বলে।
Pronoun কত প্রকার?
Pronoun -কে English Grammarian -রা আট ভাগে বিভক্ত করেন। এগুলো হলো,
1. Personal Pronoun
2. Reflexive Pronoun & Emphatic Pronoun
3. Indefinite Pronoun
4. Relative Pronoun
5. Demonstrative Pronoun
6. Interrogative Pronoun
7. Distributive Pronoun
8. Reciprocal Pronoun
* Emphatic Pronoun কে intensive pronoun ও বলা হয়।
1. Personal Pronoun
কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে Pronoun ব্যবহৃত হয়, তাকে Personal Pronoun বলে। যথা:
Tajbir took the book and opened it.
Book বোঝাতে it ব্যবহৃত হয়েছে
He rang Ria and invited her.
Ria -কে বোঝাতে her ব্যবহৃত হয়েছে ।
Why are you crying, Milon?
Milon -কে বোঝাতে You ব্যবহৃত হয়েছে
My uncle is fat. He weighs over 90 kg.
My uncle-এর পরিবর্তে he ব্যবহৃত হয়েছে ।
Person অনুসারে Personal Pronoun-কে আবার তিন ভাগে ভাগ করা যায় । যথা: (i). Subject Pronoun (ii). Object Pronoun (iii) Possessive pronoun
(i) Subject Pronoun:
যে Pronoun গুলো কোন বাক্যে Subject হিসাবে ব্যবহৃত হয় সেগুলোকে Subject Pronouns বলে।যেমন: I know the girl. We are friends. He is a brilliant student ইত্যাদি। এখানে I, We, He এগুলো Subject Pronouns
(ii). Object pronoun:
যে Pronoun গুলো বাক্যে Object হিসাবে বসে সেগুলোকে Object Pronouns বলে। যেমন: We like him. I know her. ইত্যাদি। এখানে him, her হল Object Pronouns
(iii). Possessive Pronouns:
কোন ব্যক্তি বা বস্তুর মালিকানা প্রকাশের জন্য যে Pronoun গুলো ব্যবহার করা হয় সেগুলোকে Possessive Pronounsবলে। যথা:
This pen is yours/ his/ hers/ mine/ ours/ theirs. এখানে yours, his, hers, ours, yours, theirs এগুলো Possessive Pronouns
2. Demonstrative pronoun:
যে Pronoun গুলো Noun এর আগে বসে উহার, এটি, ওটি, এগুলো ইত্যাদি নির্দেশ করে তাকে Demonstrative Pronoun বলে। যেমন: this, that, These, those, such ইত্যাদি।
Examples:This is my pen.That was my laptop.These are my toys.Those are our books.
3. Interrogative pronoun:
যে Pronoun গুলো দিয়ে প্রশ্ন করা হয় সে Pronoun গুলোকে Interrogative Pronoun বলে। যেমন: Which, Who, What, Whose, Whom ইত্যাদি।
Examples:Which of these books will you buy? Whom are you calling? Who came first in the class?
4. Indefinite pronoun:
যে Pronoun দ্বারা বিশেষ কোন ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট কোন ব্যাক্তি বা বস্তুকে বুঝায় তখন তাকে Indefinite Pronoun বলে । যেমন : Anyone, Somewhere, Anybody, Anyway ইত্যাদি ।
5. Distributive Pronoun:
যে সকল Pronoun একজাতীয় একাধিক Noun- এর মধ্যে কোনো কিছুকে পৃথক করা বোঝায়, সেগুলোকে Distributive Pronoun বলা হয়। যথা:
Each: Each boy will get a prize.
Either: Either of the two girls is intelligent.
Neither: Neither of the statements is false.Each: Each boy will get a prize.
Either: Either of the two girls is intelligent.
Neither: Neither of the statements is false.
6. Relative pronoun:
যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুর পরে বসে আবার ঐ একই ব্যক্তি/বস্তুকে নির্দেশ করে সে Pronoun কে Relative Pronoun বলে।অন্যকথায়, Relative Pronoun গুলো দুটি Clause কে যুক্ত করে।
যেমন: I know the boy whom you love. (এখান Whom– relative pronoun টি The girl এর পরে বসে আবার the girl কে নির্দেশ করুছে। তাই এটি Relative Pronoun)
আরো কিছু Relative Pronoun: which, whose, who, That, whom, where ইত্যাদি।
7. Reflexive pronoun:
Personal Pronoun এর সংগে self বা selves যুক্ত হয়ে এই Pronoun টি Object হিসেবে কাজ করে একই সাথে Subject কেও নির্দেশ করে তখন তাকে Reflexive Pronoun বলে।
যেমন: He killed himself. (He হলো personal pronoun, এর সাথে self যুক্ত হয়ে object এর স্থানে আছে এবং একই সাথে Subject কেও নির্দেশ করছে।)
আরো কিছু Reflexive Pronouns: Himself, myself, herself, themselves ইত্যাদি।
8. Reciprocal pronoun:
যে Pronoun দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক/পরস্পরকে বুঝায় তাকে Reciprocal Pronoun বলে ।
যেমন : Each other, One another ইত্যাদি হল Reciprocal Pronoun.
**Intensive pronoun:/ Emphatic Pronoun:
অন্য কোন Noun বা Pronoun এর উপরে গুরত্ব প্রদান করার জন্য যে সকল pronoun ব্যবহৃত হয়, তাদেরকে Intensive pronoun/ Emphatic Pronoun বলা হয়। Reflexive pronoun এবং intensive pronoun দেখতে একই রকম কিন্তু intensive pronoun বাক্যে object হিসেবে ব্যবহৃত হয় না ।যেমন: Himself, myself, ourselves, herself, themselves ইত্যাদি।
He, himself did the work.
বি:দ্র: বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় Pronouns থেকে প্রায়ই প্রশ্ন এসে থাকে।
Happy learning 😀 HOPELAND