Posts

Showing posts from September, 2023

Chart/ graph

  SSC, HSC, IELTS আমরা জানি যে SSC, HSC তে ইংরেজিতে 10 নাম্বারে graph অথবা chart লিখতে আসে যার মার্ক 10. IELTS writing part এর জন্যও chart/ graph description আসে।  কিন্তু আমরা অনেকেই তা লিখতে পারি না ৷ আর চার্ট বা গ্রাফ মুখস্ত করে common পাওয়া বেশ কঠিন । Graph or chart লেখার অটো সিষ্টেম ! ধাপ-১: প্রথমে ২ টি বাক্যে আমরা গ্রাফ বা চার্ট এর বিষয়ে নিচের ‍Structure এ সংক্ষেপে লিখবঃ- The Graph (is about/ shows) ………..(প্রশ্ন থেকে বিষয়বস্তু)……… In general, the graph shows (a gradual improvement/ a gradual decrease/ the percentage/ the number/ etc) of ……….. উপরের প্রশ্নে বলা হয়েছে, The graph below shows the results of SSC exam of ABC Secondary School from 2008 to 2012. এখানে  লেখাটি হচ্ছে গ্রাফ এর বিষয়বস্তু এবং আমরা গ্রাফে দেখি যে ক্রমাগত এসএসসি পরীক্ষার্থীদের পাশের হার বৃদ্ধি পাচ্ছে। এটিকে আমরা ক্রমাগত উন্নতি বা (gradual improvement ) বলতে পারি। ধাপ-২: এর পর আমরা গ্রাফের তথ্যগুলো নিচের ধারাবাহিক বর্ণনা করবঃ 2008 সালের কলামে আমরা দেখি পাশের হার 60% ছিল এবং 2012 সালে বৃদ্ধি পেয়ে তা...