Connectors/ linkers
Sentence Connectors বা Linkers কী?
ইংরেজিতে বিভিন্ন sentence
(বাক্য), clause (বাক্যাংশ) বা
phrase (শব্দগুচ্ছ)-এর মধ্যে ছন্দ ও
যৌক্তিক সম্পর্ক বজায় রাখতে যে
সব word বা phrase ব্যবহার করা হয়
তাদেরকে sentence connectors বা
linkers বলে।
.
বিভিন্ন ধরনের Sentence Connectors
বা Linkers: Simple Connectors: এ
ধরনের sentence connectors বা
linkers সাধারণত একটি শব্দ দিয়ে
গঠিত হয়। যেমনঃ after, afterwards,
also, although, and, as, before,
because, besides, but, consequently,
first, firstly, how, however, instead,
last, lastly, moreover, nevertheless,
next, or, second, secondly, since, so,
therefore, third, thirdly, though, that,
thus, till, unless, until, yet, what,
whatever, when, where, while, who,
whom, whose, why ইত্যাদি।
.
Phrasal Connectors: দুই বা ততোধিক
শব্দ দিয়ে গঠিত adverbial phrase,
infinitive phrase, prepositional phrase
কিংবা conjunctional phrase
সাধারণত phrasal connectors বা
linkers হিসেবে ব্যবহূত হয়। যেমনঃ
as soon as, as well as, at first, at last,
at the beginning, at the end, even
though, first of all, in addition to, in
between, in brief, instead of, in the
beginning, in the end, in the first
place, in the middle of, in the second
place, in the third place, on the
contrary, on the other hand, on the
whole, so that, to conclude ইত্যাদি।
.
Co-relative Connectors: দুটি ভিন্ন
স্থানে ব্যবহূত জোড়া জোড়া শব্দ
বা শব্দগুচ্ছ দিয়ে গঠিত adverbial
phrase, prepositional phrase কিংবা
conjunctional phrase সাধারণত co-
relative connectors বা linkers এর
কাজ করে থাকে। এই co-relative
connectors বা linkers এর ক্ষেত্রে
যেহেতু পূর্বের শব্দ বা শব্দগুচ্ছের
সাথে পরের সুনির্দিষ্ট শব্দ বা
শব্দগুচ্ছের অন্তমিল থাকে, সেহেতু
এগুলোর ক্ষেত্রে পূর্বের ও পরের
সুনির্দিষ্ট শব্দ বা শব্দগুচ্ছ ছাড়া
ইচ্ছে মাফিক অন্য কোন connector
বা linker ব্যবহার করা যায় না।
যেমনঃ as——-as, so———as, between
——-and, both——-and, either———or,
hardly——-when/before, neither———
nor, no sooner——-than, not only———
but also, so——-that, scarcely——-
when ইত্যাদি।