Posts

Showing posts from November, 2021

Connectors/ linkers

 Sentence Connectors বা Linkers কী? ইংরেজিতে বিভিন্ন sentence (বাক্য), clause (বাক্যাংশ) বা phrase (শব্দগুচ্ছ)-এর মধ্যে ছন্দ ও যৌক্তিক সম্পর্ক বজায় রাখতে যে সব word বা phrase ব্যবহার করা হয় তাদেরকে sentence connectors বা linkers বলে। . বিভিন্ন ধরনের Sentence Connectors বা Linkers: Simple Connectors: এ ধরনের sentence connectors বা linkers সাধারণত একটি শব্দ দিয়ে গঠিত হয়। যেমনঃ after, afterwards, also, although, and, as, before, because, besides, but, consequently, first, firstly, how, however, instead, last, lastly, moreover, nevertheless, next, or, second, secondly, since, so, therefore, third, thirdly, though, that, thus, till, unless, until, yet, what, whatever, when, where, while, who, whom, whose, why ইত্যাদি। . Phrasal Connectors: দুই বা ততোধিক শব্দ দিয়ে গঠিত adverbial phrase, infinitive phrase, prepositional phrase কিংবা conjunctional phrase সাধারণত phrasal connectors বা linkers হিসেবে ব্যবহূত হয়। যেমনঃ as soon as, as well as, at first, at last, at the beginning, at the end, e...

Articles

Tips and tricks on Article! * Adjective যুক্ত কতিপয় Proper Noun বা Noun + Preposition + Proper Noun বা Noun-এর আগে The বসে। যেমন: The National Zoo at Mirpur is visited by thousands of people everyday. The Fort of Lalbagh is a place of historical interest in Bangladesh. Omission of Article: 1. Proper Noun-এর আগে Article বসে না। যেমন: X Mr. Mahin lived in x Sirajganj. 2. মনে রাখতে হবে Article কেবল Noun-এর আগেই বসে। অন্য কোনো Parts of speech-এর আগে বসে না। যদি বসে, তবে বুঝবে যে ওই শব্দটির পর অবশ্যই একটি Noun আছে। যেমন: Sakib Al Hasan is a great all rounder in the arena of world cricket. He is x honest. He is a good student. 3. কোনো Noun-এর আগে Possessive adjective (my, our, their, your, his, her, its, Ratul’s, Shahed’s, Fardin’s) থাকলে এদের আগে বা পরে কোথাও Article বসে না। যেমন: This is my x pen. The pen is x his. This is Samih's x pen. 4. Demonstrative pronoun [this, that, these, those, such]-এর আগে বা পরে যেদিকেই খালিঘর থাকুক কোনো article বসে না। কারণ, এরা প্রত্যেকেই article-এর কাজ ...

শিশুদের যেভাবে ইংরেজি শেখাবেন!

Image
  শেখাতে হলে আগে শিখতে হবে! পরিবার হচ্ছে শিশুর প্রথম বিদ্যালয়। বর্ণমালা থেকে শুরু করে আদব, কায়দা, ভদ্রতা, নৈতিকতা, মূল্যবোধ মানুষ প্রথম নিজের বাসা থেকেই শেখে। আর, বাচ্চারা যদি বাসা থেকে শেখাটা শুরু করতে পারে, তবে বিদ্যালয়ে শেখাটা তার জন্য সহজ হবে। মূলত ৪-৬ বছর বয়স থেকেই একটি বাচ্চার শেখা শুরু হয়। আজকে আলোচনা করব আপনি ঘরেই কিভাবে বাচ্চাকে ইংরেজি শেখাতে পারবেন।যেহেতু ইংরেজি একটি বিদেশী ভাষা, সেজন্য বাচ্চাদের এটা শেখাতে বেগ পেতে হয়। অনেক মা বাবা ভাবেন ,আমি নিজেই তো  ভালো ইংরেজি পারি না, বাচ্চাকে কি শেখাব? আবার অনেকে ইংরেজি ভালো পারেন, কিন্তু বুঝতে পারেন না যে কিভাবে শুরু করবেন। চিন্তা করবেন না নিচের পদ্ধতি অনুসারে খুব সহজেই আপনার ছোট বাচ্চাকে ইংরেজি শেখানো শুরু করতে পারেন- ১. আনন্দের সাথে শুরু করুন, ধৈর্য রাখুন আপনার ইংরেজি যদি খুব ভালো না ও হয়, তা নিয়ে চিন্তা করার কোন কারণ নেই। কিভাবে করবেন, পারবেন নাকি? এসব চিন্তা বাদ দিয়ে, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আনন্দ ও ধৈর্যের সাথে শুরু করতে হবে। শেখানোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার আগ্রহ ও ইচ্ছা । বাচ্চা...

IELTS complete guidance

  IELTS কি? Full form of IELTS: International English Language Testing System IELTS  ইংরেজি ভাষায় দক্ষতা নিরূপণের জন্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক মানের পরীক্ষার নাম। অনেকেই এই নামটি শুনেছেন এবং এর প্রয়োজনীয়তা সম্বন্ধে জানেন কিন্তু IELTS সম্মন্ধে বিস্তারিত জানেন না। IELTS এ অংশগ্রহণ করতে ইচ্ছুক যারা তাদের জন্যে অবশ্যই IELTS এর Exam , Module, Format এবং অন্যান্য বিষয়ে বিস্তারিত জানা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি অবশ্যই ভাল একটি ব্যান্ড স্কোর আশা করতে পারেন না যদি আপনি IELTS সম্বন্ধে বিস্তারিত না জানেন। ভাল একটি IELTS ব্যান্ড স্কোরের জন্যে আপনি কোন সেকশনে কোন ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন, কারা প্রশ্ন করবে, IELTS কারা পরিচালনা করেন, ইত্যাদি বিস্তারিত জানা থাকা জরুরী। IELTS হল ইংরেজি ভাষার দক্ষতা   (Skill/Communicative)  যাচাই করার একটা পরীক্ষা। এই পরীক্ষা  পদ্ধতি  মূলত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটা ভাষা সেন্টারের তৈরি। বিশ্বব্যাপী এই পরীক্ষা টি  Brithish Council আর IDP নিতে পারে।  কিন্তু প্রশ্ন  সেট...

Preposition for all exams

Image
 

IELTS

https://ieltsliz.com/

Important preposition

Image
Preposition অব্যয়   Fundamental: A preposition is a word that relates or connects words in a sentence to each other. Prepositions can show direction, place, or time as well as other relationships. All prepositions have objects. In most cases, the preposition comes just before its object. Usage of Preposition In most cases, it is easy to decide which preposition to use. The following prepositions, however, need special attention. Use of  At, on, in At usually denotes a definite point of time but can also be used for indefinite periods: Examples: at 8 p.m.; at this moment; (Definite at midnight; point of time) at the end of the class; at night; at dawn; (indefinite at Durga Puja; at Diwali. periods) On is used with days and dates: Examples: on Sunday; on 1st May; on the annual day; on a May afternoon. In is used with parts of the day, with months, years, seasons: Examples: in the morning; in September; in 2021; in winter. In is also used with the future tense to show the period...