Posts

Showing posts from 2018

Some interesting words

Image

Proverbs

Image
💦Proverb - প্রবাদ • Proverbs play a vital role in English language as well as our daily lives. Some common proverbs are given for u! Translation (১০০টি প্রবাদ বাক্য) ০১. ঘষতে ঘষতে পাথরও ক্ষয় হয়। = Constant dripping wears out the stone. ০২. আপন গায়ে কুকুর রাজা। = Every dog is a lion at home. ০৩. ডোল ভরা আশা আর কুলো ভরা ছাই। = Extravagant hopes lead to complete disappointment. ০৪. নিজের পায়ে কুড়াল মারা । = To dig one’s own grave. ০৫. উঠন্ত মুলো পত্তনে চেনা যায় । = Morning shows the day. ০৬. উলুবনে মুক্তো ছড়ানো । = Pearls before swine. ০৭. উৎপাতের কড়ি চিৎপাতে যায়। = Ill got, ill spent. ০৮. একবার না পারিলে দেখ শতবার । = If at first try you don’t succeed, try, try again! ০৯. কত হাতি গেল তল, মশা বলে কত জল । = Fools rush in where angels fear to tread. ১০. কম পানির মাছ বেশ পানিতে উঠলে ও মাছে বেশ লাফালাফি করে । = Being unnecessarily flashy is pointless ১১. কাঁটা দিয়ে কাঁটা তোলা । = Using a thorn to remove a thorn. ১২. কাটা ঘায়ে নুনের ছিটে । = To a...

Vocabulary

Importance of Vocabulary       বিজ্ঞান আমাদের জীবনে দিয়েছে বেগ /গতি (speed), কেড়ে নিয়েছে আবেগ । তাই বলে কী আমরা আবেগের ঊর্ধ্বে উঠতে পেরেছি । কখনও সম্ভব না। অনুভূতি ও আবেগ নিয়েই তো আমাদের জীবন।              Feeling & Emotion ( অনুভূতি ও আবেগ নিয়ে কিছু শব্দ) related some words: abhorrence- তীব্র ঘৃণা absurd- অসংগত ; অযৌক্তিক ; অদ্ভুত ; হাস্যকর admire - শ্রদ্ধা করা affection - অনুরাগ ; স্নেহ agreement - চুক্তি ; মত ; মিল ; সম্মতি amusement- আমোদপ্রমোদ ; ক্রিয়া কৌতুক anger- রাগ ; ক্রোধ anticipation - প্রত্যাশা ; পূর্বজ্ঞান ; পূর্বাবাস anxiety - উদ্বেগ, উদ্বেগের বিষয় assumption - অনুমান ; মানিয়া বা ধরিয়া লওয়া ; আছে বলিয়া ভান bluff - ধাপ্পাবাজি ; প্রতারণা boisterous - কর্কশ ও প্রচন্ড  হৈচৈইপূর্ণ brave - সাহসী ; দুঃসাহসী ; নির্ভীক daunt - ভীত করা ; নিরুৎসাহ করা disappointment - নিরাশা ; হতাশা displeasure - অসন্তোষ ;...

Vocabulary for Competitive Exams

আসুন, সাবলীল ও সুন্দরভাবে তথা সহজে ইংরেজি ভাষা শেখার জন্য সবার আগে যথাযথ শব্দচয়নে বাংলাভাষার ব্যবহার শিখি! কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেমনটি বলেছিলেন: "আগে চাই বাংলা ভাষার গাঁথুনী, তারপর ইংরেজি শেখার পত্তন!" Important vocabulary for our day to day life: 1. gregarious- মিশুক 2. Exemplary - দৃষ্টান্তমূলক 3. Exempt- রেহাই দেয়া, অব্যহতি দেয়া 4. Alleviate- অপসারণ করা, দূর করা, লাঘব করা 5. Valiant-সাহসী 6. Transparency-স্বচ্ছতা 7. Vague-অস্পষ্ট 8. Stern- কঠোর 9. Condemn- নিন্দা করা, ধিক্কার জানানো 10. Debonair- মার্জিত, হাসিখুশি 11. Severe- মারাত্মক 12. Frisky-চঞ্চল 13. Awkward-বেমানান 14. Traitor- বিশ্বাসঘাতক 16. Philanthropist-বিশ্বপ্রেমিক 17. Veteran- প্রবীণ, অভিজ্ঞ 18. Fortuitous-অাকস্মিক 19. Voyage-সমুদ্রযাত্রা 20. Inherent- স্বভাব, সহজাত, মজ্জাগত Courtesy by Noor E Alam English Medium Teacher HopeLand Educare