Monday, July 30, 2018

Some interesting words


Proverbs

💦Proverb - প্রবাদ


• Proverbs play a vital role in English language as well as our daily lives. Some common proverbs are given for u!

Translation (১০০টি প্রবাদ বাক্য)

০১. ঘষতে ঘষতে পাথরও ক্ষয় হয়।
= Constant dripping wears out the stone.

০২. আপন গায়ে কুকুর রাজা।
= Every dog is a lion at home.

০৩. ডোল ভরা আশা আর কুলো ভরা ছাই।
= Extravagant hopes lead to complete disappointment.

০৪. নিজের পায়ে কুড়াল মারা ।
= To dig one’s own grave.

০৫. উঠন্ত মুলো পত্তনে চেনা যায় ।
= Morning shows the day.

০৬. উলুবনে মুক্তো ছড়ানো ।
= Pearls before swine.

০৭. উৎপাতের কড়ি চিৎপাতে যায়।
= Ill got, ill spent.

০৮. একবার না পারিলে দেখ শতবার ।
= If at first try you don’t succeed, try, try again!

০৯. কত হাতি গেল তল, মশা বলে কত জল ।
= Fools rush in where angels fear to tread.

১০. কম পানির মাছ বেশ পানিতে উঠলে ও মাছে বেশ লাফালাফি করে ।
= Being unnecessarily flashy is pointless

১১. কাঁটা দিয়ে কাঁটা তোলা ।
= Using a thorn to remove a thorn.

১২. কাটা ঘায়ে নুনের ছিটে ।
= To add insult to injury.

১৩. কানা গরুর ভিন্ন পথ ।
= The fool strays from the safe path.

১৪. কারও পৌষ মাস, কারও সর্বনাশ ।
= One’s harvest month, is another’s complete devastation.

১৫. বিপদ কখনও একা আসে না।
= Misfortune never comes alon.

১৬. আয়ের অধিক ব্যয় করো না।
= Do not live above your means.

১৭. কিনতে পাগল বেচতে ছাগল
= Necessity never makes a bargain.

১৮. কুকুরের পেটে ঘি মজে না।
= Habit is the second nature.

১৯. কুমিরের সঙ্গে বিবাদ করে জলে বাস
= It is hard to sit at Rome and strike with the Pope.

২০. যার কোন গুণ নাই তার কপালে আগুন
= It is a pity, he is good for nothing.

২১. গাইতে গাইতে গায়েন
= Practice makes a man perfect.

২২. ঘরে পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়
= A burnt child dreads the fire.

২৩. গেঁয়ো যোগী ভিখ পায় না
= A prophet is not honoured in his own country.

২৪. অধীনতা অপেক্ষা মৃত্যু শ্রেয়
= Even death is preferable to bondage.

২৫. সে হাড়ে হাড়ে দুষ্ট
= He is wicked to the backbone.

২৬. ভাই ভাই ঠাঁই ঠাঁই
= Brothers will part.

২৭. ঘুঘু দেখেছ, ফাঁদ দেখ নি।
= You must not see things with half an eye.

২৮. চেনা বামুনের পৈতার দরকার হয় না।
= Good wine needs no bush.

২৯. চোখের আড়াল হলেই মনের আড়াল হয়।
= Out of sight, out of mind.

৩০. চোর পালালে বুদ্ধি বাড়ে।
= To lock the stable when the mare is stolen.

৩১. চোরা না শোনে ধর্মের কাহিনী।
= The devil would not listen to the scriptures.

৩২. চোরে চোরে মাসতুত ভাই।
= Birds of a feather flock together.

৩৩. টাকায় টাকা আনে।
= Money begets money.

৩৪. ঠাকুর ঘরে কেরে, অামি কলা খাই না।
= A guilty mind is always suspicious.

৩৫. গাছে কাঁঠাল গোঁফে তেল।
= To count one’s chickens before they are hatched.

৩৬. মরা হাতি লাখ টাকা।
= The very ruins of greatness are great.

৩৭. জলে কুমির ডাঙায় বাঘ।
= Between the devil and the deep sea.

৩৮. মশা মারতে কামান দাগা।
= To break a butterfly on a wheel.

৩৯. দুধ কলা দিয়ে কালসাপ পোষা।
= To cherish a serpent in one’s bossom.

৪০. এক মাঘে শীত যায় না
= One swallow does not make a summer.

৪১. এক হাতে তালি বাজে না
= It takes two to make a quarrel.

৪২. ওস্তাদের মার শেষ রাতে
= All’s well that ends well.

৪৩. কর্জ নাই, কষ্ট নাই
= Out of debt, out of danger.

৪৪. কত ধানে কত চাল বুঝবে
= you will know now what’s what.

৪৫. কাঁচায় না নোয়ালে বাঁশ পাকলে করে ট্যাশ ট্যাশ
= To strike the iron while it is hot.

৪৬. কারো পৌষ মাস কারো সর্বনাশ
= What is sport to the cat is death to the rat.

৪৭. কান টানলে মাথা আসে
= Given the one, the other will follow.

৪৮. অতি চালাকের গলায় দড়ি
= Too much cunning over reaches itself.

৪৯. অতি লোভে তাতি নষ্ট
= Grasp all,lose all.

৫০. ভাবিয়া করিও কাজ
= Look before you leap

৫১. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
= Too many cooks spoil the broth

৫২. অতি ভক্তি চোরের লক্ষণ
= Too much courtesy, too much craft.

৫৩. অভাবে স্বভাব নষ্ট
= Necessity knows no law

৫৪. অতি দর্পে হত লংকা।
= Pride goes before its fall.

৫৫. আপনি বাঁচলে বাপের নাম
= Self preservation is the first law of nature.

৫৬. অহিংসা পরম ধর্ম
= Non-violence is a supreme virtue

৫৭. অসারের তর্জন গর্জনই সার
= Empty vessels sound much.

৫৮. আয় বুঝে ব্যয় কর
= Cut your coat according to your cloth.

৫৯. আসলের চেয়ে সুদ মিষ্টি
= Interest is sweeter than principal.

৬০. যেমন কর্ম তেমন ফল।
= As you sow, so you reap.

৬১. সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।
= Honesty is the best policy.

৬২. সব ভাল তার শেষ ভাল যার।
= All’s well that ends well.

৬৩. দশের লার্ঠি একের বোঝা।
= Many a little makes a mickle.

৬৪. বিপদ কখনো একা আসে না।
= Misfortune never comes alone.

৬৫. নাই মামার চেয়ে কানা মামা ভাল।
= Something is better than nothing.

৬৬. মানুষ মাত্রই ভুল করে।
= To err is human.

৬৭. সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।
= A stitch in time save nine.

৬৮. নাচতে না জানলে উঠান বাঁকা।
= A bad workman quarrels with his tools.

৬৯. উঠন্ত মুলো পত্তনেই চেনা যায়।
= Morning shows the day.

৭০. ভিক্ষার চাল কাঁড়া আকাঁড়া।
= Beggars must not be choosers.

৭১. ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়।
= Tit for tat.

৭২. মন্ত্রের সাধন কিংব শরীর পতন।
= Do or die.

৭৩. বাপ কা বেট।
= Like father, like son.

৭৪. নানা মুনির না পথ।
= Many men, many minds.

৭৫ প্রয়োজনই আবিষ্কারের প্রসূতি।
= Necessity is the mother of invention.

৭৬. যত গর্জে তত বর্ষে না।
= Barking dogs seldom bite.

৭৭. যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ।
= While there is life there is hope.

৭৮. এক মাঘে শীত যায় না।
= One swallow doesn’t make a summer.

৭৯. টাকায় টাকা আনে।
= Money begets money

৮০. চকচক করলেই সোনা হয় না।
= All that glitters is not gold.

৮১. জোর যার মুলুক তার।
= Might is right

৮২. ইচ্ছা থাকলে উপায় হয়।
= Where there is a will, there is a way.

৮৩. চোরে চোরে মাসতুতো ভাই।
= Birds of the same feather flock together.

৮৪. গাছ তার ফলে পরিচয়।
= A tree is known by its fruits.

৮৫. চাচা আপন প্রাণ বাঁচা।
= Every one for himself.

৮৬. আয় বুঝে ব্যয় কর।
= Cut your coat according to your cloth.

৮৭. জ্ঞানই শক্তি।
= Knowledge is power.

৮৮. একতাই বল।
= Unity is strength.

৮৯. অল্প বিদ্যা ভয়ঙ্করী।
= A little learning is a dangerous thing.

৯০. অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।
= A friend in need is a friend indeed.

৯১. একতায় উত্থান, বিভেদে পতন।
= United we stand, divided we fail.

৯২. অপচয় করো না, অভাবও হবে না।
= Waste not, want not.

৯৩. অসারের তর্জন গর্জন স্যার।
= Empty vessel sounds much.

৯৪. আপন চরকায় তেল দাও।
= Oil your own machine.

৯৫. কষ্ট বিনা কেষ্ট মেলে না।
= No pains, no gains.

৯৬. কয়লা ধূলে ময়লা যায় না।
= Black will take no other hue.

৯৭. আপন ভাল তো জগত ভালো।
= To the pure all things are pure.

৯৮. উপদেশের চেয়ে দৃষ্টান্ত ভালো।
= Example is better than precept.

৯৯. ন্যাংটার নাই বাটপারের ভয়। - 
= A beggar has nothing to lose.


১০০. উদোর পিন্ডি বুদোর ঘাড়ে।
= One doth the scathe, another hath the scorn.
.................................×.................................


Monday, July 23, 2018

Vocabulary

Importance of Vocabulary
     
বিজ্ঞান আমাদের জীবনে দিয়েছে বেগ /গতি (speed), কেড়ে নিয়েছে আবেগ । তাই বলে কী আমরা আবেগের ঊর্ধ্বে উঠতে পেরেছি । কখনও সম্ভব না।
অনুভূতি ও আবেগ নিয়েই তো আমাদের জীবন। 
           
Feeling & Emotion ( অনুভূতি ও আবেগ নিয়ে কিছু শব্দ) related some words:
abhorrence- তীব্র ঘৃণা
absurd- অসংগত ; অযৌক্তিক ; অদ্ভুত ; হাস্যকর
admire - শ্রদ্ধা করা
affection - অনুরাগ ; স্নেহ
agreement - চুক্তি ; মত ; মিল ; সম্মতি
amusement- আমোদপ্রমোদ ; ক্রিয়া কৌতুক
anger- রাগ ; ক্রোধ
anticipation - প্রত্যাশা ; পূর্বজ্ঞান ; পূর্বাবাস
anxiety - উদ্বেগ, উদ্বেগের বিষয়
assumption - অনুমান ; মানিয়া বা ধরিয়া লওয়া ; আছে বলিয়া ভান
bluff - ধাপ্পাবাজি ; প্রতারণা
boisterous - কর্কশ ও প্রচন্ড  হৈচৈইপূর্ণ
brave - সাহসী ; দুঃসাহসী ; নির্ভীক
daunt - ভীত করা ; নিরুৎসাহ করা
disappointment - নিরাশা ; হতাশা
displeasure - অসন্তোষ ; বিরক্তি
dissatisfaction - অসন্তোষ, অতৃপ্তি
compassionate - পরদুঃখকাতর ; করুণা পূর্ণ ; সহানুভূতিসম্পন্ন ; সদয়
comic - মজার ; হাস্য-রসাত্মক
concerned - উদ্বিগ্ন ; সংশ্লি্ষ্ট
confidence - দৃঢ় আস্থা ; দৃঢ় বিশ্বাস ; গুপ্ত কথা
confusion - বিশৃঙ্খা অবস্থা ; লজ্জা ; অপ্রতিভ অবস্থা ; স্থৈর্যচ্যুতি ; এক জিনিসকে অন্য জিনিস বলে ভুল করা
content - পরিতৃপ্তি ; সন্তোষ
coward - কাপুরুষ
deplore - পরিতাপ করা ; বিলাপ করা
discontent - অসন্তোষ ; অসন্তুষ্ট ; অসুখি
disgust - ঘৃণা, বিরক্তি ; বিরাগ
earnest - ব্যগ্র, আন্তরিক
emotion - প্রবল অনুভূতি ; আবেগ ; উচ্ছ্বাস ; উত্তেজনা
ecstasy - উল্লাস ; হর্ষোচ্ছাস ; মোহাবিষ্ট অবস্থা ; কবিসুলভ উন্মাদনা
entertainment- চিত্তবিনোদন ; আমোদ-প্রমোদ ; আতিথ্যদান
exotic - বিদেশী ; বহিরাগত বা ভিন্নদেশীয় (খাদ্য, গাছপালা) ; অদ্ভুত; উদ্ভট ; বিচিত্র ; চমকপ্রদ
exquisite - নিখুঁত সৌন্দর্যপূর্ণ ; চমৎকার ; বিলাসী
farce - প্রহসন ; হাস্যকর বা অবাস্তব নাটিকা
feeling - স্পর্শানুভূতি ; সহানুভূতি ; আবেগ ; সংবাদন
flutter - পাখা বা ডানা ঝাপটানো ; দুশ্চিন্তাগ্রস্ত হওয়া
foul - বিরক্তিকর ; নোংড়া ; ঝড়ো ; ময়লা
frenzy - প্রবল উত্তেজনা ; সাময়িক উন্মত্ততা ; প্রকোপ
fretful- খিটখিটে ; বদমেজাজী স্বভাব
grieve - দুঃখ দেওয়া বা পাওয়া ; শোক করা
gloomy - ক্ষীণালোকিত ; হতাশ ; বিষন্ন
grumble - অসন্তষ্ট হইয়া বিড়বিড় করা ; অসন্তোষ প্রকাশ করা
imprudent - অবিবেচক ; অপরিণামদর্শী
impatient- অধীর ; অধৈর্য্য
lament- শোক করা; বিলাপ করা ;
laugh - হাসা ; উপহাস করা
melancholy - মানসিক অবসাদ ; হতাশা ; সবিষাদ চিন্তাগ্রস্ত ; বিষাদগ্রস্ত
nervous - স্নায়ু সম্বন্ধীয় ; একটুতেই ঘাবড়িয়ে যায় এমন
pluck - উৎপাটন করা। তোলা বা চয়ন করা ;
penitent- অনুতাপজনিত ; অনুতাপসূচক
perception - জ্ঞান ; উপলব্ধি ; অুনুভূতি ; বোধ ; ধারণা ; ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি ;
perturb- আকুল করা ; বিচলিত করা ; উদ্বিগ্ন করা
pleasant - সুখকর ; আনন্দদায়ক ; মনোহর ;
pleasure - আনন্দ সন্তোষ ; সুখানুভব ; পুলক ;
quarrel-  ঝগড়া; বিবাদ; কলহ; দ্বন্দ্ব; (2) সামান্য যুদ্ধ; (3) বন্ধুবিচ্ছেদ, ঝগড়া করা; দ্বন্দ্ব করা; বিবাদ করা; কলহ করা; (2) মতবিরোধ প্রকাশ করা; অভিযোগ করা
ridicule - বিদ্রুপ ; পরিহাস ; ঠাট্টা ;
ridiculous - হাস্যকর ; উপহাসাস্পদ ; অসম্ভব
reckless- বেপরোয়া ; হঠকারী
reliance - বিশ্বাস ; প্রত্যয় ; আস্থা ; নির্ভরশীলতা
sentiment - অনুভূতি ; রস ; ভাবপ্রবণতা
spirit - আত্মা ; প্রেত ; পরী ; তেজ ; কর্মশক্তি ; শৌর্য ; অন্তর্নিহিত উদ্দেশ্য বা নীতি ; মেজাজ
tolerant - সহ্যকর ;সহনশীল ; সহিষ্ণু ; প্রশ্রয়দায়ক
tribulation - দারুণ ক্লেশ ; মানসিক যন্ত্রণা ;turbulent - প্রচন্ড আলোড়নপূর্ণ ; অশান্ত ; শাসনের বা নিয়ন্ত্রনের অসাধ্য ;sympathy - সহানুভূতি ; সমবেদনা ; করুনা ; দরদ ;tedious - বিরক্তিকর ; ক্লান্তিকর ;trust - বিশ্বাস ; প্রত্যয় ; নির্ভর ; আস্থা ; জিম্মা ; ন্যস্তদ্রব্য ;worry - বিরক্ত করা ; উৎপীড়ন করা ; হয়রান করা ; উদ্ধিগ্ন হওয়া বা করা ;delightful - খুশি ; পরমানন্দিত
aversion - অনীহা ;graveness - গম্ভীরতা ;soberness - সংযম ; প্রশান্তি ;seriousness - আন্তরিক ;humorous - কৌতুকপূর্ণ ; হাস্যোদ্রেককর ; রসাত্মক ;passion - প্রচন্ড আবেগ ; আসক্তি ; যৌন ভালবাসা ; ক্রোধ ; প্রবল ইচ্ছা ; মনের উত্তেজনা ;fussy - হৈচৈ ভরা ; ব্যস্ততাপূর্ণ ;tolerate - সহ্য করা ; বরদাস্ত করা ;enchanment - জাদু ভূতাবেশ ; আকর্ষণ ;chicken-hearted - ভীরু ; মনোবলহীন ;lily-livered - ভীরু ;awesome - ভয়ানক ও অভিভূতকারী অনুভূতি ; অত্যন্ত হৃদয়গ্রাহী ও চিত্তাকর্ষক ;ambivalent - উভয়বল ; দ্বিমুখী ; দোদুল্যমান ; পরস্পরবিরোধী দৃষ্টিভঙ্গি বা অনুভূতি
ambivalence - দোদুল্যমানতা ; একই ব্যক্তির যুগপৎ বিদ্যমানতা ; উভয়বল ; যুগপৎ এবং পরস্পরবিরোধী দৃষ্টিভঙ্গি বা আবেগ
cantankerous - কলহপ্রিয় ; বদমেজাজি ; ঝগড়াটে ; খিটখিটে
extrovert - বহির্মুখ ব্যক্তি ; মিশুক ; বর্হিজগৎ সম্পর্কে অধিক কৌতূহলী ব্যক্তি ; সামাজিক ও হাসিখুশি ব্যক্তি
introvert- অন্তর্মূখী ব্যক্তি ; লাজুক বা শান্ত ব্যক্তি যে অন্যদের সাথে সহজে মিশতে বা কথা বলতে পারেনা বা চায় না ; অন্তর্মূখী করা ; মনের ভাবনা মনে রাখা
Noor E Alam
English Medium Teacher

Vocabulary for Competitive Exams

আসুন, সাবলীল ও সুন্দরভাবে তথা সহজে ইংরেজি ভাষা শেখার জন্য সবার আগে যথাযথ শব্দচয়নে বাংলাভাষার ব্যবহার শিখি!
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেমনটি বলেছিলেন:

"আগে চাই বাংলা ভাষার গাঁথুনী, তারপর ইংরেজি শেখার পত্তন!"

Important vocabulary for our day to day life:
1. gregarious- মিশুক
2. Exemplary - দৃষ্টান্তমূলক
3. Exempt- রেহাই দেয়া, অব্যহতি দেয়া
4. Alleviate- অপসারণ করা, দূর করা, লাঘব করা
5. Valiant-সাহসী
6. Transparency-স্বচ্ছতা
7. Vague-অস্পষ্ট
8. Stern- কঠোর
9. Condemn- নিন্দা করা, ধিক্কার জানানো
10. Debonair- মার্জিত, হাসিখুশি
11. Severe- মারাত্মক
12. Frisky-চঞ্চল
13. Awkward-বেমানান
14. Traitor- বিশ্বাসঘাতক
16. Philanthropist-বিশ্বপ্রেমিক
17. Veteran- প্রবীণ, অভিজ্ঞ
18. Fortuitous-অাকস্মিক
19. Voyage-সমুদ্রযাত্রা
20. Inherent- স্বভাব, সহজাত, মজ্জাগত
Courtesy by
Noor E Alam
English Medium Teacher
HopeLand Educare

Poem: Two mothers remembered

 Two Mothers Remembered Joann Snow Duncanson I had two Mothers two Mothers I claim Two different people, yet with the same name. Two separat...