Spoken: Don't get offended
Offend = মনে কষ্ট নেয়া/কষ্ট পাওয়া/কষ্ট দেয়া। Don't get offended = মনে কষ্ট পেও না/ মনে কষ্ট নিও না। be offended/get offended = মনে কষ্ট পাওয়া/মর্মাহত হওয়া। 1. I'm sorry if I offended you. (তোমাকে মনে কষ্ট দিয়ে থাকলে আমি দুঃখিত) 2. I tried to tell him in such a way that he wouldn’t get offended. (আমি তাকে এমনভাবে বলার চেষ্টা করেছিলাম যেন সে মনে কষ্ট পাবে না) 3. I think he is a bit offended that he hasn’t been invited. (আমার মনে হয় সে একটু মনে কষ্ট পেয়েছে যে তাকে নিমন্ত্রণ করা হয়নি) 4. He'll be offended if you don't go to his wedding. (তুমি যদি তার বিয়ের অনুষ্ঠানে না যাও তাহলে সে মনে কষ্ট পাবে) 5. I'm sorry if you are offended with my words. (আমার কথায় মনে কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত) 6. Don't say anything that is likely to offend people. (এমন কিছু বলোনা যা লোকজনের মনে কষ্ট দেয়) 7. You may find his jokes funny but I'm deeply offended. (তার কৌতুক তোমার কাছে মজাদার লাগতে পারে কিন্তু আমি খুব মর্মাহত হয়েছি/মনে কষ্ট পেয়েছি) ...