Verb to have

আছে, ছিলো, থাকবে have, has, had, will have এর প্রয়োগ শিখে বাস্তব জীবনে কাজে লাগার মতো হাজার হাজার বাক্য তৈরি করুন। Structure: Subject+ have/ has/ had/ will have + extension. Verb to have: ( have, has, had, will have) এর ব্যবহার: ১. বর্তমানে কোন কিছু আছে বুঝাতে Have/ has বসে: Ex: I have many friends. He has a lot of assets. ২. বর্তমানে কোন কিছু নেই বুঝাতে Don't have/ doesn't have বসে: Ex: I don't have car. He doesn't have a girl friend. ৩. অতীতে ছিল বুঝাতে had এবং ছিলোনা বুঝাতে didn't have বসে। Ex: I had many friends in his palmy days. He didn't have vast property. ৪. ভবিষ্যতে কোন কিছু থাকবে বুঝাতে will have এবং থাকবেনা বুঝাতে won't have বসে । Ex: You will have a Mercedes Benz car next year. He won't have a car in future. Prepared by Noor E Alam University of Dhaka