🇧🇩🇬🇧 UK আসার আগে কিছু কাজ শিখে আসবেন।নিচের যেকোনো একটা কাজ কিছু পারেন আর না পারেন, বাঁচতে হলে শিখে আসবেন। ১.ড্রাইভিং। ২.কিচেন এসিসট্যান্ট। ৩.ইলেক্ট্রিশিয়ান (ভালোভাবে ৩ মাস মেয়াদী একটা কোর্স করতে পারলে জীবনে আর পিছনে ফিরে তাকাতে হবে না)। ৪.অটোমোবাইল (এখানে অনেকেই এই কাজ শিখে এসে ছয় মাস মেয়াদী কোর্স করে এখন শুধু যে গাড়ির গ্যারেজ দিয়েছে তাই না গাড়ি বিক্রির বিজনেসও করছে)💚। ৫.চুল কাটা (যারা কিছু পারেন না তারা অন্তত এই হেয়ার কাটিং এর কাজটা শিখে আসলেও অনেক অর্থ উপার্জন করতে পারেন। এগুলো শিখানোর জন্য ঢাকার মোহাম্মদপুরে একটা হেয়ার কাটিং এর স্কুল পর্যন্ত আছে)। ৬.ট্রেডিং( যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ জানেন তারা একটা ট্রেডিং কোর্স করে আসলে বাসায় বসে অনেক অর্থ উপার্জন করতে পারেন। অনেককে দেখেছি ট্রেডিং করে নিজের টিউশন ফি দিয়েছে এমনকি ট্রেডিং এর টাকায় সেলফ স্পন্সর কিনে নিজের বিজনেস দিয়েছে )🔥। ৭.টেইলারিং (মেয়েদের জন্য এটি সবচেয়ে সহজ পেশা।এটির চাহিদা আমি "কার্ডিফে" না আসলে বুঝতাম না।অনেক মেয়েই এখন একটি টেইলারিং এর শপ দিয়ে সেলফ স্পন্সর হয়েছে)🥰। ৮. কেয়ার ও সাপোর্ট ...